Wireless Networking, Part 1: Basic Concepts

Author Topic: Wireless Networking, Part 1: Basic Concepts  (Read 7283 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2672
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Wireless Networking, Part 1: Basic Concepts
« on: February 23, 2012, 08:24:51 AM »
ওয়্যারলেস নেটওয়ার্কিং কি?

ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং বলতে (তার বা ফাইবার অপটিকের পরিবর্তে) রেডিও তরঙ্গের মাধ্যমে কম্পিউটারের তথ্য আদার প্রদান বুঝায়। এর মাধ্যমে বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে।
সুবিধা ও অসুবিধা

আমরা কয়েকটি বিষয়ের মাধ্যমে সুবিধা ও অসুবিধা বিবেচনা করবো

    ১.ইন্সটল করার পদ্ধতি (ease of installation)
    ২. খরচ(total cost)
    ৩. রিলায়াবিলিটি(reliability)
    ৪. পারফর্মেন্স(performance)
    ৫. সিকিউরিটি(security)

ইন্সটল করার পদ্ধতি (ease of installation)

ইথারনেট কেবল ইন্সটল করা একটা ঝামেলার বিষয়। তারের ঝামেলার কারনে অনেক সময় দেয়াল ছিদ্র করতে হয় প্রতিটি কম্পিউটারে তারের সংযোগ অবশ্যই নিশ্চিত করতে হয়, যেটা ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং
২. খরচ(total cost)

দামের দিক থেকে ইথারনেট নেটওয়ার্ক বেশ সস্তা। ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য ব্যবহৃত ওয়্যারলেস ল্যান, একসেস পয়েন্ট,ওয়্যারলেস রাউটারের দাম অনেক বেশি।
৩. রিলায়াবিলিটি (reliability)

দিন দিন কেবল নেটওয়ার্কের পারফমেন্স বৃদ্ধি পাচ্ছে। কেবল নেটওয়ার্কের কম্পিউটারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলেই বিপত্তি দেখা যায়। লুস কানেকশনের ব্যাপারে সচেতন থাকতে হয়,যেটা ওয়্যারলেসে নেই।
৪. পারফর্মেন্স (performance)

কেবল নেট বেশ ভালই স্পিড দিয়ে থাকে।
৫. সিকিউরিটি (security)

ওয়্যারলেস নেটে বেশ কিছু সিকিউরিটি সমস্যা আছে ,অবশ্য তা সমাধানেরও কিছু পদ্ধতি আছে। এ বিষয়ে পরবর্তি আলোচনা করা হবে।
প্রয়োজনীয় কিছু টার্ম:

ওয়্যারলেস নেটওয়ার্কিং এ দক্ষতার জন্য কিছু বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এখন সংক্ষেপে এসব বিষয়ে আলোচনা করা হলো।
WLAN কি?

WLAN মানে WireLess LAN। বাসা, ছোট অফিস বা বিদ্যালয়ের নেটওয়ার্কের জন্য WLAN ভাল কাজ করে।
Wi-Fi কি?

Wi-Fi ওয়্যারলেস নেটওয়ার্ক পণ্যের স্ট্যান্ডার্ড। মূলত 801.11পরিবারের ওয়্যারলেস স্ট্যান্ডার্ড বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
Wardriving

টেলিভিশন বা রেডিও টিউনিং করার ব্যাপারটা আমরা সবাই জানি । এই পদ্ধতিতেই একটি ওয়্যারলেস হোম নেটওয়ার্ককে অন্যকেউ মনিটর করতে পারে। বিভিন্ন গোপনিয় বিষয় যেমন ক্রেডিট কার্ডে টাকা আদান প্রদান সহ বিভিন্ন বিষয়ে গুপ্তচরবৃত্তি হতে পারে। এ পদ্ধতিটিই Wardriving।
WEP

WEP মূলত: Wardriving হতে ওয়্যারলেস নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার পদ্ধতি। প্রায় সব ল্যানই WEP সাপোর্ট করে , এই ফিচারটি অন বা অফ করা যায়।
ওয়্যারলেস নেটওয়ার্কিং ইনডেক্স

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2672
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Re: Wireless Networking, Part 1: Basic Concepts
« Reply #1 on: February 23, 2012, 08:26:01 AM »
Add by the network to configure the wireless without  router

ওয়্যারলেস রাউটার ছাড়াই খুব সহজে একাধিক কম্পিউটারের মাঝে ওয়্যারলেস নেটওয়ার্ক করা যায়।

Diagram showing a traditional wireless network


Ad hoc wireless networks অনেকটা walkie-talkie’র মতো কাজ করে,কারন কম্পিউটারগুলো একে অপরের সাথে সরাসরি যেগাযেগ করে ।ইন্টারনেট কানেকশন শেয়ারিংয়ের মাধ্যমে এক কম্পিউটারের ইন্টারনেট অন্য কম্পিউটারের ব্যবহার করা যায়।


ওয়্যারলেস এড হক নেটওয়ার্ক সেটআপ করার জন্য যা করতে হবে
১.    প্রয়োজনে নেটওয়ার্ক এডাপটারটির ড্রাইভার সফটওয়্যার সেটআপ করে নিতে হবে
২.    Start, থেকে Control Panel .


৩.    Network and Internet Connections এ যেতে হবে.




৫.    wireless network connection এর Properties এ যেতে হবে.



.    Wireless Network Connection Properties এ ডায়ালগ বক্স থেকে Wireless Networks ট্যাবে সিলেক্ট করুন।

৭.    Wireless Networks ট্যাবের, Preferred networks, এর এড বাটনে ক্লিক করুন


৮.    Wireless network properties এর ডায়ালগ বক্সের Association ট্যাব এ এড হক নেটওয়ার্কের নাম লিখতে হবে। যেমন-HomeNetwork.
৯.    The key is provided for me automatically চেক বক্সটি নির্বাচিত না করে This is a computer-to-computer (ad hoc) network চেক বক্সটি নির্বাচিত করুন।
১০.    ১৩ ডিজিটের একটি Network key বানিয়ে নিন এবং আরেকবার দিয়ে কনফার্ম করে নিন


১১.    OK তে ক্লিক করে সেভ করুন।


অন্যান্য কম্পিউটারগুলো সেটআপ করা

Windows XP সয়ংক্রিয়ভাবে পাসে অন্য কম্পিউটারের ওয়্যারলেস ডিভাইজ খুজে পাবে।


অন্য কম্পিউটারগুলোতে একই নেটওয়ার্ক বসালেই ওয়্যালেস নেটওয়ার্ক চালু হবে।


[/size

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2672
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Re: Wireless Networking, Part 1: Basic Concepts
« Reply #2 on: February 23, 2012, 08:29:45 AM »
Introduction to Wireless Networking Devices

ওয়্যারলেস নেটওয়ার্ক এডাপটার: (Wireless Network Adapter)

ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি
যে কম্পিউটার ওয়ারলেস নেটওয়ার্ক ব্যবহার করা হবে তাতে অবশ্যই ওয়ারলেস নেটওয়ার্ক এডাপটার থাকতে হবে। সাধারনত এটা PCI স্লটের কার্ড বা USB হতে পারে। নোটবুক কম্পিউটারে এটি পাতলা ক্রেডিট কার্ডের মতো চিপ থাকে।
Wireless network adapter -এ রেডিও ট্রান্সমিটার ও রিসিভার থাকে। তথ্য পাঠানো, গ্রহণ করা, অনুবাদ,ফরমেট পরিবর্তন ইত্যাদি সহ নানা বিধ ব্যবস্থাপনা করে।
ওয়্যারলেস একসেস পয়েন্ট (Wireless Access Point):


WLAN -এর কেন্দ্র হিসেবে কাজ করে। অনেক সময় -একে base station-ও বলে। এটি হালকা ও পাতলা LED সমৃদ্ধ বাক্স। আপনার যদি আগেই কোন Ethernet Network(ক্যাবল নেটওয়ার্ক) থেকে থাকে এবং তার সাথে ওয়্যারলেস নেটওয়ার্ক একত্রিত করতে চান তাহলেই একসেস পয়েন্ট দরকার। একাধিক ভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করার ক্ষেত্রে Wireless Router প্রয়োজন।
ওয়্যারলেস রাউটার (Wireless Router):


Wireless Router হচ্ছে বাড়তি কিছু সুবিধা সমৃদ্ধ Wireless Access Point. এর মাধ্যমে Internet Connection Sharing এবং Firewall -এর মাধ্যমে নিরাপত্তা জোরদার করা যায়।
ওয়্যারলেস এন্টেনা (Wireless Antennas ):

অনেক Access Point সমৃদ্ধ নেটওয়ার্কের কাজ সমাধান করার পর বুঝতে পারবেন কোথা এটি দরকার সিগনাল বুঝায়(Wireless Signal Boosters) ওয়্যারলেস একসেস পয়েন্ট বা রাউটারের তথ্যক প্রেরণ ও গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সিগনাল বুস্টার সংযুক্ত করা যায়। এন্টেনা ও সিগনাল বুস্টার একই সাথে ব্যবহার করা যায়।