Religion & Belief (Alor Pothay) > Hadith
ঈমানদার ব্যাক্তির মানবিক গুণাবলী
arefin:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যার মাঝে তিনটি বিষয় থাকবে না , সে ঈমানের স্বাদ পাবে না-
>সহিষ্ণুতা, যা দ্বারা সে মূর্খতা প্রতিহত করবে।
>তাকওয়া, যা দ্বারা হারাম কাজ থেকে বেঁচে থাকবে।
>উত্তম চরিত্র, যা দ্বারা মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ করবে।
{ কাশফুল খাফাঃ ২/৩৬৫}
arefin:
হযরত আবু দারদা(রা) থেকে বর্ণিত, জনৈক ব্যাক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার হৃদয়ের কঠোরতা সম্পর্কে অভিযোগ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি চাও যে তোমার হৃদয় কোমল হোক,তাহলে এতীমের মাথায় হাত বুলিয়ে দাও এবং তাকে আহার দাও।
{ মাজমাউয যাওয়াযেদঃ ৮/১৬০}
arefin:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রা)- কে বললেন, হে আলী! চারটি বিষয় হতভাগ্যের নিদর্শনঃ
>>চোখের অশ্রুবর্ষণ বন্ধ হয়ে যাওয়া
>>হৃদয় পাষাণ হয়ে যাওয়া
>>দুনিয়ার মহব্বত সৃষ্টি হওয়া ।
>>সুদীর্ঘ আশা-আকাংখা হওয়া ।
{মাজমাউয যাওয়ায়েদঃ ১০/২২৬}
arefin:
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঐ ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে, যে আল্লাহকে রবরূপে, ইসলামকে দীনরূপে এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে রাসূলরূপে সন্তুষ্টচিত্তে গ্রহণ করবে।
{সহীহ মুসলিম,হাদিস নং-৩৪}
۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۞۩۩۞۩۩۞۩۩۞۩۩۞
দেহের খাদ্যে যেমন স্বাদ রয়েছে তদ্রুপ রূহের খাদ্যেও নিজস্ব স্বাদ রয়েছে। নামায,রোযা, হজ্ব, যাকাত,জিহাদ সহ প্রতিটি আমলের নিজস্ব স্বাদ আছে এবং আল্লাহর প্রিয় বান্দারা সেই স্বাদ অনুভব করে। আর রূহের প্রধান খাদ্য ঈমানেরও নিজস্ব স্বাদ রয়েছে।
অসুস্থ ব্যাক্তি যেমন খাদ্যের স্বাদ বুঝতে পারে না, বরং সুস্বাদু খাদ্যও তার নিকট বিস্বাদ মনে হয়, তেমনি রূহানী খাদ্য তথা যাবতীয় আমল ও ঈমানের স্বাদ পাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। যে ব্যাক্তি শুধু যুক্তি ও চিন্তাগতভাবে নয় বরং সন্তুষ্টচিত্তে আল্লাহকে রব, ইসলামকে পূর্ণাঙ্গ দ্বীন ও জীবনবিধান এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে রাসূল ও পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারবে সে-ই ঈমানের এবং অন্যান্য আমলের স্বাদ আস্বাদন করতে পারবে। ঈমানের স্বাদ পাওয়ার পর আমলের স্বাদ পাওয়া স্বাভাবিক,তাই এটার কথা আলাদাভাবে বলা হয় নাই।
arefin:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি وكان تحته كنز لّهماএর ব্যাখ্যায় বলেছেন, হযরত খিজির (আঃ) হেলেপড়া দেয়াল সোজা করে নির্মাণ করে দিয়েছিলেন, সেই দেয়ালের নীচে স্বর্ণের একটি ফলক ছিল।তাতে পাঁচটি লাইন লিখা ছিল-
> আমি ঐ ব্যক্তি সম্পর্কে বিস্মিত, যে তার মৃত্যুর কথা নিশ্চিত জেনেও আনন্দিত হয়।
> আমি ঐ ব্যক্তি সম্পর্কে বিস্মিত, যে জাহান্নামের কথা নিশ্চিত জেনেও হাসে।
> আমি ঐ ব্যক্তি সম্পর্কে বিস্মিত, যে তাকদীরের কথা নিশ্চিত জেনেও উদ্বিগ্ন হয়।
>আমি ঐ ব্যক্তি সম্পর্কে বিস্মিত, যে দুনিয়ার ধ্বংস ও দুনিয়াবাসীর বিবর্তন নিশ্চিত জেনেও দুনিয়া সম্পর্কে প্রশান্ত হয়।
>لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِؕ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নাই। মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
{তাফসীরে ইবনে জারীর তাবারীঃ ১৬/৫-৬}
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version