Religion & Belief (Alor Pothay) > Hadith
ঈমানদার ব্যাক্তির মানবিক গুণাবলী
arefin:
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ এতই মূল্যবান যে, তা যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর কী তোমার নেই সে চিন্তারই দরকার নেই। এই চার গুণ হচ্ছে-
১. আমানত রক্ষা করা।
২. সত্য কথা বলা।
৩. উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
৪. রিজিক হালাল হওয়া।
{মুসনাদে আহমদ, হাদীস : ৬৩৬৫}
arefin:
আলী [রাযি] থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বললেনঃ "জান্নাতে এমন বালাখানা [প্রাসাদ] রয়েছে যে, এর ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে।"
তখন এক বেদুঈন উঠে দাঁড়িয়ে বললেনঃ 'হে আল্লাহর রাসূল! এটি কার জন্য?'
তিনি [ রাসূল সাঃ] বললেনঃ এটি হবে ঐ ব্যক্তির জন্য যে ভাল কথা বলে, লোকদের খাদ্য খাওয়ায়, সবসময় সিয়াম পালন করে, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর জন্যই রাতে উঠে নামাজ [তাহাজ্জুদ] আদায় করে। {তিরমিযী-২৫২৯}
arefin:
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু সংখ্যক বন্দী হাযির করা হলো; তাদের মধ্যে জনৈক বন্দীনি অস্থির হয়ে দৌড়াচ্ছিল আর বন্দীদের মধ্যে কোন একটি শিশু পেলেই সে তাকে কোলে নিয়ে পেটের সাথে মিশিয়ে দুধ পান করাচ্ছিল। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমরা কি মনে করো এ মেয়ে লোকটি তার সন্তানকে আগুনে ফেলতে পারে? আমরা বললাম, আল্লাহর কসম ! কখনো নয়। তিনি বললেন, এ মেয়েলোকটি তার সন্তানের প্রতি যেরূপ সদয়, মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি এর চাইতেও অনেক বেশি সদয় ও অনুগ্রহশীল। (বুখারী,মুসলিম)
arefin:
তিনটি গুণ যার আছে সে ঈমানের মিষ্টতা অনুভব করবে : যার কাছে আল্লাহ ও তাঁর রাসূল সবার চেয়ে প্রিয়, যে কোনো বান্দাকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে এবং আল্লাহর রহমতে কুফর থেকে মুক্তিলাভের পর পুনরায় সে দিকে প্রত্যাবর্তন অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয়াবহ মনে করে।-সহীহ বুখারী, মুসলিম
arefin:
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যার আল্লাহ্ এবং পরকালের উপর বিশ্বাস আছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
[বুখারী, ৬০১৮/মুসলিম, ৪৭]
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version