ডিজিটাল সময়ের সঙ্গে পথচলায় বর্তমানে নিজেদের নিরাপত্তার ব্যাপারেও ভাবছেন ব্যবহারকারীরা। কারণ, অসতর্কতার কারণে মুহূর্তে হয়ে যেতে পারে বড় ধরনের ক্ষতি। তবে এখনো অনলাইনের ব্যবহূত গোপন নম্বর (পাসওয়ার্ড) বেশ অনিরাপদ বলে সম্প্রতি জানিয়েছেন গবেষকেরা। সম্প্রতি এ বিষয়ে পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় দেখা গেছে, অনলাইনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহূত গোপন নম্বর বের করার ক্ষেত্রে হ্যাকররা ১০ বার চেষ্টা করলেই ওই গোপন নম্বর পাওয়া যায়! আগামী মাসে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের (আইইইই) নিরাপত্তাবিষয়ক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন গবেষক জোসেফ বোনেনিও।
এ বিষয়ে গবেষণা করতে প্রায় সাত কোটি গোপন নম্বরের ওপর জরিপ চালিয়েছেন গবেষকেরা। দেখা গেছে, এসব গোপন নম্বরের বেশির ভাগই অনেক সহজ এবং অনেকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের গোপন নম্বরও অনেক দুর্বল। দেখা গেছে, নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রেই এ সমস্যা বেশি। তাঁরাই সহজ ও দুর্বল গোপন নম্বর বেশি ব্যবহার করেন এবং নিজেরা বুঝতে পারেন না কোন গোপন নম্বর শক্তিশালী এবং ব্যবহার করা উচিত। ফলে যখনই অনলাইনে কোনো গোপন নম্বর দিচ্ছেন, সেটা খুব সহজেই চুরি করার সুযোগ বাড়ছে। জোসেফ বোনেনিও বলেন, ব্যবহারকারীরা বুঝতে পারেন না তাঁরা যে গোপন নম্বর অনলাইনে ব্যবহার করছেন, তা খুব সহজেই চুরি করা সম্ভব এবং তা হচ্ছে। এ ক্ষেত্রে নিজেদের নিরাপত্তার স্বার্থেই গুরুত্বপূর্ণ গোপন নম্বরগুলো সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি। বর্তমানে দৈনন্দিন নানা কাজেও যুক্ত হচ্ছে প্রযুক্তির সুবিধা আর এ ক্ষেত্রে নিজের নিরাপত্তার বিষয়টির ক্ষেত্রে সব ব্যবহারকারীরই দৃষ্টি রাখা উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম