Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
Valuable Quote from Holly Quran (কুরআনের অমূল্য বানী)
arefin:
‘‘কিন্তু যারা তওবা করে, নিজেদের অতীত কৃতকর্মের সংশোধন করে ও আল্লাহর কাছে আশ্রয় নেয় এবং আল্লাহর জন্য ধর্মে বিশুদ্ধ হয়, তারা বিশ্বাসীদের সঙ্গে থাকবে। আল্লাহও শিগগিরই মুমিনদের মহাপুরস্কার দেবেন।’’ (সুরা নিসা, আয়াত: ১৪৬)
arefin:
"তোমরা কি ঐ আল্লাহ্ থেকে নিরাপত্তা লাভ করেছ যিনি আসমানে রয়েছেন ? তিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে ধ্বসিয়ে দিবেন । অতঃপর তা কাঁপতে থাকবে । না তোমরা ঐ আল্লাহ্ থেকে নিরাপদ হয়ে গেছ যিনি আকাশে রয়েছেন । তিনি তোমাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী ।"
[সুরা-মূলক, আয়াত-(১৬-১৭)]
arefin:
''তোমরা কি দেখ না যে আল্লাহ তায়ালা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে তোমাদের বশীভুত করে দিয়েছেন?আরও বশীভুত করে দিয়েছেন নৌযানগুলোকে;সেগুলো তারই নির্দেশে সমুদ্রে চলাচল করে।আর তিনিই আকাশকে উচুতে ধরে যেন তা তার নির্দেশ ছাড়া যমীনে না পড়ে। নিশ্চয় আল্লাহ তায়ালা মানুষের উপর অত্যন্ত দয়ালু।''
[সুরা হাজ্জ:৬৫]
sumon_acce:
Thanks for sharing this.
arefin:
"এমন ধরণের কিছু লোকও আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করে। এরা ভালো মন্দ মিশিয়ে কাজকর্ম করে। কিছু ভাল কিছু মন্দ। আশা করা যায় আল্লাহ তায়ালা এদের ক্ষমা করে দেবেন। অবশ্যই আল্লাহ তায়ালা বড় দয়ালু, বড় ক্ষমাশীল।' (সূরা আত তাওবা-১০২)
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version