যাঁরা ‘বিজনেস ফর পিস’ পুরস্কার পেলেন...........

Author Topic: যাঁরা ‘বিজনেস ফর পিস’ পুরস্কার পেলেন...........  (Read 1963 times)

Offline goodboy

  • Hero Member
  • *****
  • Posts: 1133
  • "Find your ways, Built your inspiration."
    • View Profile
In this picture: ইব্রাহিম আবুলেইশ, অনিল আগারওয়াল, এদুয়ার্দো ইউরনেকিয়ান, ভ্লাদাস লাসাস, ডেভিড ডব্লিউ ম্যাক লেনান, রেজিনাল এ মেঙ্গি ও লতিফুর রহমান.

নরওয়ের অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশের সাতজন ব্যবসায়ীকে ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জন্য ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২’ বা শান্তির জন্য ব্যবসা পুরস্কারে ভূষিত করেছে।
বিজয়ীদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানও রয়েছেন। আরও যাঁরা এ পুরস্কারে ভূষিত হলেন: মিসরের ইব্রাহিম আবুলেইশ, ভারতের অনিল আগারওয়াল, আর্জেন্টিনার এদুয়ার্দো ইউরনেকিয়ান, লিথুনিয়ার ভ্লাদাস লাসাস, যুক্তরাষ্ট্রের ডেভিড ডব্লিউ ম্যাক লেনান ও তানজানিয়ার রেজিনাল এ মেঙ্গি।
এবারে বিশ্বের ৬০টি দেশের ৯০ জন প্রার্থী ছিলেন। আগামী ৭ মে অসলোর সিটি হলে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
ইব্রাহিম আবুলেইশ হচ্ছেন মিসরের ওষুধশাস্ত্র-বিশারদ ও সামাজিক উদ্যোক্তা। ১৯৭৭ সালে তাঁর প্রতিষ্ঠিত সমন্বিত উন্নয়ন উদ্যোগ ‘সিকিম’ ২০০৩ সালে বিকল্প নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার লাভ করে।
ভারতের বিখ্যাত আগারওয়াল পরিবারের অনিল আগারওয়াল যুক্তরাজ্যভিত্তিক বেদান্ত রিসোর্স করপোরেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ভারতের স্টারলাইট ইন্ডাস্ট্রির চেয়ারম্যানও। ২০১১ সালের তথ্য অনুযায়ী, অনিল আগারওয়াল ভারতের ১১তম শীর্ষ ধনী।
এদুয়ার্দো ইউরনেকিয়ান একজন আর্জেটাইন-আমেরিকান ব্যবসায়ী। তিনি মূলত আর্জেন্টিনা ও আমেরিকার বেশ কয়েকটি বিমানবন্দর পরিচালনা করেন। ইউরনেকিয়ান প্রতিষ্ঠান ‘করপোরেশন আমেরিকা’ ২০০৪ সালে আর্মেনিয়া সরকারের সঙ্গে একটি বিমানবন্দর পরিচালনার চুক্তি করে, যা দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর।
লিথুনিয়ার ভ্লাদাস লাসাস একাধারে শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সংগঠক। স্কুবিওস সিয়ান্টোস ইউএবির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। লাসাস টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে উদ্ভাবন এবং শিক্ষা ও সমাজ উন্নয়নে বিভিন্ন দেশে কাজ করছেন।
ডেভিড ডব্লিউ ম্যাক লেনান যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সি এইচ রবিনসন ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেশনের স্বাধীন পরিচালক (ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর)। তা ছাড়া খাদ্য, কৃষি, আর্থিক ও সেবা খাত নিয়ে কাজ করে, এমন প্রতিষ্ঠান কারগিল ইনকরপোরেশনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানও তিনি।
রেজিনাল এ মেঙ্গি তানজানিয়ার প্রখ্যাত শিল্পপতি ও মিডিয়া মোগল। তাঁর প্রতিষ্ঠিত তানজানিয়ার দার এস সালামভিত্তিক আইপিপি গ্রুপ হচ্ছে পূর্ব আফ্রিকার অন্যতম বড় বেসরকারি ব্যবসায়ী গোষ্ঠী। তিনি গ্রুপের নির্বাহী চেয়ারম্যান।
বাংলাদেশের শিল্পপতি ও ব্যবসায়ী লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপ ছাড়াও নেসেল বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টেরও চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ ও ব্র্যাকের পরিচালনা পর্ষদের পরিচালক। লতিফুর রহমান আইসিসি বাংলাদেশের সহসভাপতি। তিনি প্রথম আলো, ইংরেজি ডেইলি স্টার ও এফএম রেডিও এবিসির মূল উদ্যোক্তা।
বর্তমানে লতিফুর রহমানের ট্রান্সকম গ্রুপের রয়েছে ১৬টি বেসরকারি ও সরকারি কোম্পানি। এই গ্রুপের বার্ষিক লেনদেন দুই হাজার ৭৫০ কোটি টাকা। ১০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে এই গ্রুপ। এই গ্রুপ ২০১১ সালে সরকারকে ৫৫১ কোটি টাকা কর, শুল্ক ও ভ্যাট দিয়েছে।

Prothom Alo.
Md. Abul Hossain Shajib.
101-11-1375
Department of BBA, Sec:B.
25th Batch.
Daffodil International University.
Email: shajib_1375@diu.edu.bd
Admin Executive
creative.bd