আপনি জানেন কি ! আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাইডিফল্ট ◄
 ■ কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই চির সত্য। আপনি হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো থাকে বাইডিফল্ট ভাবে। এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। এবার আপনিই বলেন আপনি ২০% বঞ্চিত কিনা 

 আসুন ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ২০% কে বাড়িয়ে ১০০% করবো।
 ■যেভাবে করবেনঃ
 ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক করুন।
 gpedit.msc টাইপ করে এন্টার দিন।
 খ) তারপর group policy editor ওপেন হবে. এখন,
 Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler / Limit Reservable Bandwidth
 গ) Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
 এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
 OK করে বের হয়ে আসুন।
 এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবেনা।
 চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে।
 ইতিপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে যায়।
 ► মনে রাখবেন পিসিতে যত কম সফটওয়্যার ইন্সটল করবেন তত ভাল.