ইন্টারনেটের সবচেয়ে ভয়ংকর স্থান

Author Topic: ইন্টারনেটের সবচেয়ে ভয়ংকর স্থান  (Read 2070 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management


ইন্টারনেটে কোন ওয়েবসাইটগুলোতে বেশি ভাইরাস থাকে? সাম্প্রতিক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক জানিয়েছে, ধর্মতত্ত্ববিষয়ক ওয়েবসাইটগুলোই এ ক্ষেত্রে সবচেয়ে ভয়ংকর স্থান। কেননা, সে ওয়েবসাইটগুলোতেই থাকে সবচেয়ে বেশি ভাইরাস।
সিমানটেক সম্প্রতি ‘ইন্টারনেট সিকিউরিটি থ্রেট’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০০ দেশের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সিমানটেক। প্রতিবেদনে সিমানটেক জানিয়েছে, ধর্মতত্ত্ব নিয়ে যেসব সাইট তৈরি, সে ওয়েবসাইটগুলো ম্যালওয়্যার ভর্তি। ওয়েবসাইটগুলো ব্রাউজ করা হলে বা কোনো লিংকে ক্লিক করলে কম্পিউটার ভয়ংকর সব ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ প্রসঙ্গে সিমানটেকের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পর্ন সাইটগুলোর তুলনায় ধর্মতত্ত্ববিষয়ক সাইটগুলোতে তিনগুণ পর্যন্ত ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো ভাইরাসের স্থান হিসেবে তালিকার ১০ নম্বরে অবস্থান করছে। সাধারণত, পর্নোগ্রাফির সাইটগুলোকে ম্যালওয়্যারের ভান্ডার হিসেবে মনে করা হয়। এসব সাইট থেকে তথ্য চুরি করে হ্যাকাররা অর্থও উপার্জন করে। তবে বর্তমানে পর্নোগ্রাফির সাইট ব্রাউজের ক্ষেত্রে সচেতনতা বেড়েছে; পাশাপাশি এ ধরনের সাইটগুলোতে ভাইরাসের প্রকোপও কমছে।
সিমানটেক জানিয়েছে, ২০১১ সালে ৪০ কোটি ৩০ লাখ ভাইরাস কম্পিউটারে আঘাত করেছিল। এ সময় ভাইরাস আক্রমণ বেড়েছিল ৮১ শতাংশ। এ কারণেই ২০১১ সালকে ইয়ার অব দ্য হ্যাক বা হ্যাকের বছর বলা হয়। সিমানটেক জানিয়েছে, ২০১২ সাল হবে মোবাইল হ্যাকের বছর।