
আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আসুন শিশুশ্রম নিরসনের মাধ্যমে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করি’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রতিবছর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে শিশুশ্রম নিরসনের প্রতিশ্রুতি নিয়ে দিবসটি পালন করা হয়। দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
২০১৬ সালের ভেতর শিশুশ্রম বন্ধের লক্ষ্য অর্জনে দিবসটির গুরুত্ব তুলে ধরে সোমবার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান সরকার ও মো. ফায়জুর রহমান এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি আনড্রে বগি ও মানুষের জন্য ফাউন্ডেশনের রীনা রায়। এদিকে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (বিএলএফ) উদ্যোগে গতকাল শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাঁচ শতাধিক কর্মজীবী শিশু ও তাদের অভিভাবক এবং কমিউনিটির সদস্যদের নিয়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।


