দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা পাড়ি

Author Topic: দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা পাড়ি  (Read 2091 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2028
    • View Profile
    • Daffodil International University
দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা পাড়ি

মার্কিন দড়িবাজ নিক ওয়ালেন্ডা গতকাল শুক্রবার দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পাড়ি দিয়েছেন। ওই জলপ্রপাতের ওপর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত টানানো পাঁচ সেন্টিমিটার (দুই ইঞ্চি) ব্যাসের দড়ির ওপর দিয়ে খুব কাছ দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা এটাই প্রথম। রয়টার্স ও দ্য গার্ডিয়ান অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।
ঘন কুয়াশা ও পানির প্রচণ্ড শব্দের মধ্য দিয়ে নায়াগ্রা জলপ্রপাতের যুক্তরাষ্ট্রের প্রান্ত থেকে কানাডা প্রান্ত পর্যন্ত প্রায় ৫৫০ মিটার (এক হাজার ৮০০ ফুট) দূরত্ব পার হন নিক ওয়ালেন্ডা। এতে তাঁর সময় লাগে ২৫ মিনিট।
১৫০ বছর আগে, ফরাসি দড়িবাজ চার্লস ব্লঁদিন নায়াগ্রা জলপ্রপাতের সামান্য ওপরে টানা এক ধাতব তারের ওপর হেঁটে পার হয়েছিলেন। তবে নিকের মতো সগর্জনে ঝাঁপিয়ে পড়তে থাকা জলরাশির এত কাছ দিয়ে নয়।
অভিযান শেষে ৩৩ বছর বয়সী নিক ওয়ালেন্ডা বলেন, ‘যা দেখেছি, তা অবিশ্বাস্য দৃশ্য। সত্যিই শ্বাসরুদ্ধকর।’
এবিসি টেলিভিশন এই দুঃসাহসী অভিযানটি সরাসরি সম্প্রচার করেছে। দড়ির ওপর দিয়ে যাওয়ার সময় টেলিভিশনের উপস্থাপক নিকের সঙ্গে কথা বলেন। নিকের অনুভূতিও জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘ঘন কুয়াশার জন্য মাঝেমধ্যেই সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। একদিকে বাতাই বইছিল, এর মধ্যে আবার কুয়াশা, এতে কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম।’
রয়টার্সের খবরে বলা হয়, দড়ির ওপর দিয়ে হাঁটার সময় নিরাপত্তাব্যবস্থা হিসেবে নিকের কোমরে একটি দড়ি বাঁধা ছিল। এ ছাড়া ভারসাম্য বজায় রাখতে একটি লম্বা দণ্ডও নেন তিনি।
এরপরে কী করবেন, এবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে নিক বলেন, ‘প্রথম মানুষ হিসেবে গ্র্যান্ড ক্যানিয়ন পাড়ি দেওয়ার অনুমতি পেয়েছি। এরপর ওটা নিয়েই কাজ করব। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে ওটা পাড়ি দিতেও সফল হব।’
বিশ্বের সবচেয়ে গভীর খাদ গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত। এর প্রস্থ নায়াগ্রা জলপ্রপাতের প্রায় তিন গুণ।
নিক ওয়ালেন্ডা ‘ফ্লাইং ওয়ালেন্ডা’ পরিবারে সপ্তম প্রজন্ম। এই পরিবার গত কয়েক শ বছর ধরে মাটি উঁচুতে টানানো দড়ির ওপরে কসরত দেখিয়ে আসছে।

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-06-16/news/266220
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun

Offline Ifti

  • Jr. Member
  • **
  • Posts: 50
    • View Profile
Its really thrilling !!! Discovery channel aired this program live !!!!


Mir Iftekharul Islam
Administrative Officer
Office of the Dean (FBE)