অদ্ভুত মজার কিছু গ্যাজেট : ৫

Author Topic: অদ্ভুত মজার কিছু গ্যাজেট : ৫  (Read 934 times)

Offline riazur

  • Faculty
  • Full Member
  • *
  • Posts: 203
    • View Profile
Soda Saver

ছবির এই গ্যাজেটটি আপনি ইদানীং নিশ্চয়ই ফেসবুকে বিভিন্ন গ্যাজেট স্টোরে দেখেছেন। আমার ঠিক খেয়াল নেই কিন্তু আমাদের দেশেই মোটামুটি ৫০০-৬০০ টাকায় সম্ভবত এই গ্যাজেটটি পাওয়া যায়। গ্যাজেটটি অনেকে উদ্ভট বললেও এই গ্যাজেটটি কিন্তু মূলত টাকা এবং কিছুটা হলে সময়ও বাচায়, এছাড়া কোল্ড ড্রিংকসের ঝাঁজটাও ধরে রাখে। কীভাবে? টাকা সাশ্রয় করে এই অর্থে যে, অনেক সময় বাসার ছোট বাচ্চারা কোল্ড ড্রিংসের ছিপি খুলতে গিয়ে অনেকটুকুই ফেলে দিয়ে থাকে। সময় বাঁচায় এই অর্থে, আপনার বার বার বোতলের ছিপি খুলতে হচ্ছেনা!আর, ঝাঁজ ধরে রাখে কেননা যেহেতু আপনি পরিমাণ মত নিচ্ছেন এবং আপনার নেয়া শেষ হলে সাথে সাথেই বোতলের মাথা বন্ধ হয়ে যাচ্ছে তাই অযথাই এর ঝাঁজ ফুরিয়ে যাচ্ছেনা। দেখলেনতো? অদ্ভুত হলেও গ্যাজেটটি কিন্তু বেশ কাজে দেয়।