অর্ধেকের বেশি স্মার্টফোন ব্যবহারকারী ইন&#2509

Author Topic: অর্ধেকের বেশি স্মার্টফোন ব্যবহারকারী ইন্  (Read 909 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
অর্ধেকের বেশি স্মার্টফোন ব্যবহারকারী তাদের মোবাইল ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে। সম্প্রতি "পিউ ইন্টারনেট অ্যান্ড অ্যামেরিকান লাইফ প্রজেক্ট'স" তাদের "মোবাইল হেলথ ২০১২" প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাধারণ জনগণ তাদের শারীরিক সমস্যাগুলো নিয়ে ইন্টারনেট এবং মোবাইল ডিভাইস ব্যবহার করে তথ্য বের করার চেষ্টা করে থাকে।
পিউ এবং দি ক্যালিফোর্নিয়া হেলথকেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই সমীক্ষায় ৫২% উত্তরদাতা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য মোবাইল ব্যবহার করে থাকে। এছাড়া স্মার্টফোন নেই এমন ৬% ব্যবহারকারী তাদের সাধারণ মোবাইল ডিভাইস ব্যবহার করে এ ধরণের তথ্য সংগ্রহ করে থাকে।

প্রতিবেদনে গত দুই বছরে এ ধরণের তথ্য সংগ্রহের আর দ্বিগুণ হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়। তিন জনে একজন বা ৩৩% মোবাইল ব্যবহারকারী স্বাস্থ্য সংক্রান্ত তথ্য তাদের মোবাইল ডিভাইস থেকে সংগ্রহ করে থাকে যেখানে ২০১০ সালে এই হার ছিল মাত্র ১৭%।

প্রতিষ্ঠানটির সহযোগী পরিচালক সুজানাহ ফক্স বলেন ইন্টারনেট সাথে নিয়ে ভ্রমণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা মানুষের জীবন-যাত্রায় এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। তারা চিকিৎসা সংক্রান্ত যে কোন প্রশ্ন অথবা নানা উপসর্গ নিয়ে ইন্টারনেট এ অনুসন্ধান করার সুযোগ অর্জন করেছে।

সুজানের মতে যারা ওজন কমানো, ধূমপান থেকে মুক্তি পাবার এবং অন্তঃসত্ত্বা হবার মত জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়ে উঠেছে যারা তারা মোবাইল হেলথ টুলস ব্যবহার করে থাকে। এ ধরনের ব্যবহারকারীর সংখ্যা পায় ৪১%। এই ব্যবহারকারীদের ২৯% স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ডাউনলোড করে থাকে।

ব্যবহারকারীরা ব্যায়াম, ডায়েট এবং ওজন কমানোর অ্যাপগুলো সবচেয়ে বেশি ডাউনলোড করে থাকে। এর মধ্যে ৩৮% ব্যবহারকারী এক্সারসাইজ রুটিন ট্র্যাক করা যায় এমন অ্যাপ, ৩১% ডায়েট ব্যবস্থাপনা এবং ১২% ওজন এর উপর খেয়াল রাখার অ্যাপ ডাউনলোড করে থাকে।

উপরন্তু, চিকিৎসা সঙ্কটের সম্মুখীন হচ্ছেন এমন মোবাইল ব্যবহারকারীরা তাদের সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল হবার জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকে।

মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করা স্বত্বেও ৬১% রুগী চিকিৎসকদের সাথে সামনা-সামনি দেখা করতেই বেশি পছন্দ করে থাকে।

সমীক্ষায় অ্যাপ ডাউনলোডার মধ্যে লিঙ্গের তফাৎটাও ফুটে উঠেছে। স্বাস্থ্য রক্ষায় মেয়েদের আগ্রহটা পুরুষ অপেক্ষা অধিক বলেই বিবেচিত হয়েছে। জরিপে দেখা গিয়েছে নারী স্মার্টফোন ব্যবহারকারীদের ২৩% এবং পুরুষ স্মার্টফোনের ব্যবহারকারীদের ১৬% স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ডাউনলোড করে থাকে।

Source:Internet