Health Tips > Food and Nutrition Science
পুদিনা পাতা খাওয়ার উপকার
Md. Khairul Bashar:
শিশুদের পড়ালেখার বিষয়ে মা-বাবারা অনেক বেশি সচেতন। সন্তানের ভালো ফলের আশায় অনেকে কয়েকজন গৃহশিক্ষকও রাখেন। কিন্তু গবেষকেরা বলছেন, যুক্তরাজ্যে গ্রীষ্মকালে (মে থেকে আগস্ট) জন্মানো শিশুরা গণিতে কাঁচা হয়। তাদের প্রায় এক-তৃতীয়াংশেরই এই গণিতের দুর্বলতা কাটাতে গৃহশিক্ষকের প্রয়োজন হয়।
ইংল্যান্ড ও ওয়েলসের সেবামূলক প্রতিষ্ঠান এভরি চাইল্ড এ চান্স ট্রাস্ট সম্প্রতি এ-সংক্রান্ত একটি গবেষণা চালায়। ছয় থেকে সাত বছর বয়সী প্রায় ৪৭ হাজার ২৩৭ জন শিশুর ওপর এই গবেষণায় বলা হয়, গ্রীষ্মে জন্ম নেওয়া প্রায় প্রত্যেকেই গণিত বিষয়ে দুর্বল। তারা তাদের সহপাঠীদের চেয়ে গড়ে প্রায় ১৩ মাস পিছিয়ে থাকে।
গ্রীষ্মকালে জন্ম নেওয়া শিশুরা বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে খুব সুখী হয় না। এমনকি ভবিষ্যতে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় সুযোগ পাওয়ার সম্ভাবনাও তাদের থাকে কম। বিশেষ করে ছেলেদের ভেতর গণিত বিষয়ের এই ভীতি বেশি থাকে বলে গবেষকেরা জানান।
Shamsuddin:
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে ‘সার্স’ জাতীয় ভাইরাস
নতুন এ ভাইরাসে আক্রান্ত হলে সার্সের মতোই উপসর্গ দেখা দেয়। এগুলোর মধ্যে রয়েছে প্রচণ্ড জ্বর, কাশি ও শ্বাসপ্রশ্বাসে জটিলতা।
Md. Khairul Bashar:
ওয়ার্ল্ডের নেটওয়ার্ক সোসাইটি সিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৩। তথ্যপ্রযুক্তি ও কারিগরি উন্নয়নের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন হয়েছে- এমন শহরগুলোকে নেটওয়ার্ক সোসাইটি সিটি বলা হয়। সেই নেটওয়ার্ক সোসাইটি সিটি ইনডেক্সে বাংলাদেশের ঢাকার অবস্থান শীর্ষ ২৫ টি শহরের মধ্যেই।
সিটি ইনডেক্সের শীর্ষস্থান অর্জন করেছে নিউইয়র্ক সিটি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের দিল্লির অবস্থান ১৬, মুম্বাইয়ের ১৯ এবং পাকিস্তানের করাচির ২৫তম। সম্প্রতি সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন ও আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান আর্থার ডি লিটলটনের যৌথ উদ্যোগে এই সিটি ইনডেক্স তৈরির কাজ শেষ হয়েছে। আইসিটি ব্যবহারের উন্নয়নের মাপকাঠিতে বিভিন্ন দেশের বড় শহরগুলোতে জরিপ চালানো হয়। সেই জরিপের ভিত্তিতে সিটি ইনডেক্স তৈরি করা হয়েছে।
জরিপে বলা হয়েছে, শুধু আইসিটির কারনে সিটি ইনডেক্সের প্রতিটি শহরের সঙ্গে সংশ্লিষ্ট দেশের জিডিপি বাড়ছে। একই কারনে ওই সব শহরের বাসিন্দাদের আর্থিক উন্নতিরও প্রমান পাওয়া গেছে জরিপে। এছাড়া নাগরিকদের অধিকাংশই আইসিটির মাধ্যমে নিজেদের কর্মজীবনের বেশির ভাগ কাজ সম্পন্ন করেন বলে পরিবেশেরও উন্নতি হচ্ছে বলে জরিপে বলা হয়েছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং, মোবাইল শিক্ষাসহ ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির এসব বিষয় সাধারনের জীবন একদম সহজ করে দিয়েছে।
তথ্যপ্রযুক্তির ব্যবহারের কারনে শহরগুলোতে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে, তাই বিনিয়োগবান্ধব স্থিতিশীল আইন, ইন্টারনেটের খরচ সহনীয় পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।
Badshah Mamun:
Dear sir,
Of course its a good news for us. Would you please add a reliable source of this kinds of posts?
Thank You.
tamim_saif:
A broad range of direct nutrition interventions can be employed to improve nutrition. Among
those most commonly used are
• providing education about the kinds of foods that can increase the intake and absorption of
vitamins and minerals;
• preventing low birthweight through prenatal food and micronutrient supplementation;
• improving child growth by encouraging exclusive breastfeeding for the first six months of life,
the appropriate use of fortified complementary foods as the child grows, and control of diarrhea
and acute respiratory diseases;
• preventing and treating anemia among women and children through iron supplementation
and food fortification;
• eliminating iodine deficiency disorders through iodine supplementation, particularly using
iodized salt;
• preventing and treating vitamin A deficiency through facilitating dietary change to vitamin
A–rich foods and through supplementation; and
• undertaking interventions to prevent diseases and reduce parasite loads—such as malaria,
hookworm, guinea worm, bilharzia (schistosomiasis), and intestinal parasites—that reduce
the body’s ability to absorb and retain nutrients consumed.
Sources: Allen and Gillespie 2001; UNICEF and MI 2004.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version