Science & Information Technology > Science Discussion Forum
Scientists at Scripps Research Institute discover how 2 proteins help keep cells
Md. Khairul Bashar:
আইন-শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার চাহিদা মেটাতে সরকারের নির্দেশে দেশের প্রায় সব টেলিফোন গ্রাহকের কথোপকথন, ভয়েস ও ডাটা রেকর্ড করা হচ্ছে। ৬টি মোবাইল অপারেটর, বিটিসিএল ও ইন্টারকানেকশন এক্সচেঞ্জগুলো বাধ্যতামূলকভাবে করে চলেছে এ কাজ। সরকারের প্রয়োজনে রেকর্ডকৃত ডকুমেন্ট থেকে সংশ্লিষ্টদের তথ্য প্রতিনিয়ত হচ্ছে যাচাই-বাছাই। আর এভাবেই সরকারবিরোধী কোন কর্মকান্ড, জঙ্গি সংগঠনের কার্যক্রম, আন্তর্জাতিক পাচারকারী কিংবা চোরাকারবারিদের গতিবিধি পর্যবেক্ষনে রাখা হচ্ছে। টেলিফোন অপারেটররা ছাড়াও সরকারি গোয়েন্দা সংস্থা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও কিছু কিছু চিহ্নিত ব্যক্তি বা গোষ্ঠীর টেলিফোনে আড়িপাতছে। তবে টেলিফোনে আড়িপাতা কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক দফতর করা হলেও তা চালু হয়নি। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) নামে নতুন এ সংস্থাটি গত সেপ্টেম্বর মাস থেকেই চালু হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি।
টেলিফোনে আড়িপাতার বিষয়টি এমনকি উন্নত দেশগুলোতেও দেখা যায়। মূলত রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ও অপরাধ দমনে এটা করা হয়ে থাকে। বাংলাদেশেও এ দুই লক্ষ্যে টেলিফোনে আড়িপাতা হয়ে থাকলে আপত্তির কিছু নেই। কিন্তু জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত আড়িপাতার প্রক্রিয়াটি যদি ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের কারন হয়ে দাঁড়ায়, তাহলে তা গনবিরোধী কার্যক্রম হিসেবেই চিহ্নিত হবে। কারন ব্যক্তিগত গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। সংবিধানেও এ অধিকার উল্লেখ আছে। আমাদের আশংকা, টেলিফোনে আড়িপাতার যথেচ্ছ ব্যবহার হতে পারে এবং সে ক্ষেত্রে নাগরিকের অধিকার ক্ষুন্ন হবে। রাষ্ট্রের নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষার্থে প্রনীত বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন ২০০১-এ বলা হয়েছে, “ এই আইন বা অন্য কোন আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃংখলা রক্ষার্থে যে কোন টেলিযোগাযোগ সেবা ব্যবহারকারীর পাঠানো বার্তা ও কথোপকথন প্রতিহত, রেকর্ড ধারন বা তৎসম্পর্কিত তথ্যাদি সংরক্ষনের জন্য সরকার সময়ে সময়ে নির্ধারিত সময়ের জন্য গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্তকারী সংস্থা বা আইন-শৃংখলা নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত সংস্থার কোন কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারবে এবং পরিচালনাকারী ওই নির্দেশ পালন করতে বাধ্য থাকবেâ€।
এ তো গেল টেলিকমিউনিকেশন আইন; অন্যদিকে জনগনের অধিকার সুরক্ষার জন্যও আইন রয়েছে। এই দুই আইন পরস্পর সাংঘর্ষিক যাতে হয়ে না ওঠে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। উন্নত দেশে টেলিফোনে আড়িপাতা বিষয়ে নিয়ন্ত্রনমূলক কাঠামো রয়েছে। যুক্তরাষ্ট্রে একটি বিশেষ আদালতের অনুমতি ছাড়া আড়িপাতা সম্পূর্ন নিষিদ্ধ। বাংলাদেশে এ ধরনের নিয়ন্ত্রনমূলক কোন কাঠামো নেই। তাছাড়া টেলিকমিউনিকেশন আইনের ব্যাখ্যা অনুযায়ী কারও টেলিফোনে আড়িপাতা হলে সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে অনুমতি নিতে হবে। এ সংক্রান্ত অনুমতি কাকে, কি কারনে এবং কতক্ষনের জন্য আড়িপাতার আওতায় রাখা হবে তা উল্লেখ নেই। আমাদের বক্তব্য, টেলিকমিউনিকেশন আইন সংশোধনের মাধ্যমে তা এমন সুবিন্যস্তভাবে প্রনয়ন করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে।
টেলিফোনে আড়িপাতা কার্যক্রমকে সাধারন মানুষের অধিকার সংরক্ষন করে পরিচালনার জন্য এনটিএমসি নামের পৃথক সংস্থাটির সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে কেন এত দেরি হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। বর্তমানে যেভাবে আড়িপাতা হচ্ছে, তা বিজ্ঞানভিত্তিক শৃংখলার সঙ্গে হচ্ছে না। উপযুক্ত অভিভাবকের অভাবে বর্তমান ধারার কার্যক্রমে সাধারন মানুষের প্রাইভেসি ক্ষুন্ন হওয়ার যথেষ্ট আশংকা রয়েছে। আমরা চাইব, এনটিএমসি অচিরেই আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম চালু করে টেলিফোনে আড়িপাতার বিষয়টি একটি সার্বিক শৃংখলার মধ্যে নিয়ে আসায় সচেষ্ট হবে।
সূত্রঃ http://www.jugantor.us/2012/12/03/news0303.htm
Shamsuddin:
পরোক্ষ ধূমপান স্বাস্থ্যঝুঁকি বাড়ায়
চীন, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরোক্ষ ধূপমানের শিকার হওয়ার মানুষদের হৃদরোগ ও ফুসফুস ক্যান্সারসহ স্ট্রোক ও এ্যাজমায় মৃত্যুঝুঁকি বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
দুই দশক ধরে পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছন একদল চীনা গবেষক।
এছাড়া, গবেষকরা আরো বেশ কয়েকটি গবেষণা পর্যালোচনা করে দেখেছেন, যারা ধূমপান করেন না, কিন্তু ধূমপায়ীদের কাছ থেকে প্রতিনিয়তই
তামাকের ধোঁয়া আক্রান্ত হন তাদের হৃদরোগ ও নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে। তবে এক্ষেত্রে স্ট্রোক ও এ্যাজমার ঝুঁকি তুলনামূলকভাবে কম।
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘চেস্ট’ নামক একটি মেডিক্যাল জার্নালে গবেষণা ফলাফলটি প্রকাশিত হয়েছে।
তবে ওই স্বাস্থ্য ঝুঁকির জন্য কেবল পরোক্ষ ধূমপানই দায়ী এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি গবেষকরা। তারা আরো কিছু মূল কারণকে দায়ী করেছেন; যেমন- ব্যক্তির বয়স, শিক্ষা, পেশা এবং রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা ইত্যাদি।
১৭ বছর ধরে ৯১০ জনের ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
ইন্সস্টিটিউট অব গ্লোবাল টোবাকো কন্ট্রোলের পরিচালক জোয়ান্না কোহেন বলেছেন, “সবচেয়ে বেশি ধূমপান করে চীনারা। চীনের এ গবেষণাটি অন্যান্য দেশগুলোকেও ধূমপানবিরোধী শিক্ষা প্রচলন ও তামাক নিয়ন্ত্রণে সচেষ্ট করবে।â€
Source: Internet
Muhammad Siddiqur Rahman:
tamim_saif:
Published: Sunday, December 2, 2012 - 19:01 in Biology & Nature
Scientists at The Scripps Research Institute (TSRI) have determined how two proteins help create organelles, or specialized subunits within a cell, that play a vital role in maintaining cell health. This discovery opens the door for research on substances that could interfere with the formation of these organelles and lead to new therapies for cancer. The study, published online ahead of print on December 2, 2012, by the journal Nature Structural & Molecular Biology, focuses on the structure and function of the two proteins, ATG12 and ATG5. These proteins need to bond correctly to form an organelle called the autophagosome, which acts like a trash bag that removes toxic materials and provides the cell with nutrition through recycling.
"Our study focuses on one of the big mysteries in our field," said Takanori Otomo, the TSRI scientist who led the effort. "These proteins are linked, but no one has explained why clearly. We're very excited to have determined the structure of these linked proteins so that the information is available to do the next level of research."
At the beginning of the study, Otomo and colleagues knew that many proteins work together to form autophagosomes as part of the process known as autophagy, which breaks down large proteins, invasive pathogens, cell waste, and toxic materials. As part of this process, one key protein, LC3, attaches to a lipid, or fat molecule, on the autophagosome membrane. Yet LC3 cannot attach to a lipid without the help of ATG12 and ATG5, and a cell will only form an autophagosome if the linkage, or conjugate, between these two molecules has been established.
Otomo and colleagues set out to determine the shape of the ATG12-ATG5 conjugate, and to find out why it was needed for LC3 lipidation.
Using a method called X-ray crystallography, the scientists were able to unveil the details of this conjugate. When ATG12 and ATG5 come together, they form a rigid architecture and create a surface area that is made up of evolutionarily conserved amino acids and facilitates LC3 lipidation. The researchers confirmed this finding by mutating those conserved amino acids , which prevented an autophagosome from forming.
Otomo and colleagues also identified a surface on the ATG12-ATG5 conjugate that binds to ATG3, another enzyme required to attach LC3 to the lipid.
With this new knowledge, the researchers hope to design molecules that inhibit autophagosome formation, a direction of research that has implications for cancer treatment. A drug that directly inhibits ATG3 binding, for example, could be used in coordination with current therapies to make cancer treatments more effective, preventing a cancer cell from recycling nutrients and prolonging its survival.
"Ultimately, we'd like to understand the molecular mechanisms of each step of autophagy," he said, "As we make progress toward this goal, we will have a better idea of how to manipulate the pathway for therapeutic purposes. This field is still young and there are a lot of unknowns. This work is just the beginning."
This research was supported by National Institutes of Health (NIH) grant GM092740 and by funds from Japan Science and Technology Agency through the Keio Kanrinmaru Project.
Source: The Scripps Research Institute
shyful:
Dear, Md. Khairul Bashar
Thanks for the informative post.
You are right it’s clearly has a trends to violate 'Right to privacy' which is a constitutional mandated right for all Bangladeshi citizens,
and except certain exceptions our constitution safeguards this right . But due to changing the ways , trends and techniques of
committing crime especially like as giving treat, committing offence against state or arranging unlawful assembly or like to destroy
public or private properties(which recently has been doing by some political parties). The state has no way then to keep hearing voices
and identifying through checking call information. Most vibrant success we can identify through evaluating on the prevention mechanism
of JMB activities in Bangladesh. They (Law enforcing agencies) succeeded to show their abilities .In addition to that to trace illegal drug
dealing business and preventing cyber related offences, this one is necessary. At the same time if that provision has been using or
seems to be, using by them or the concerned for suppressing oppositions or interfering in un-expected privacy matters then that
should be prevented. That’s why the end will justify whether their interference in violating privacy is a justified one or not.
Thanks again
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version