Faculties and Departments > Business Administration
Branding Bangladesh: time to go for an integrated policy
Md. Khairul Bashar:
সেখানে হঠাৎ কেউ গেলে আঁতকে উঠবে। চকিতে মনে হবে যেন কোন হরর চলচ্চিত্রের দৃশ্যপটে এসে হাজির হয়েছে। গোটা সাগর টকটকে লাল। এ যেন রক্তর সাগর! সাগরের এই রক্ত রঙে ভয় পেয়ে বেড়াতে আসা অনেক পর্যটকও পালিয়ে গেছে। এমন দৃশ্যের অবতারণা অস্ট্রেলিয়ার কয়েকটি সাগর তীরকে ঘিরে।এসব সাগরের জল লাল হয়েছে আসলে ‘নকটিলুকা সায়েন্টিলান্স’ বা ‘সাগরের ঝিলিক’ বলে পরিচিতি শৈবালের মাত্রাতিরিক্ত আধিক্যের কারণে। সিডনিতে বিখ্যাত বন্ডি সৈকত, ক্লোভলি সৈকত ও গর্ডনস বে’তে গেলে সাগরের এই রক্তরং চোখে পড়বে।
সার্ফিংয়ের জন্য জনপ্রিয় এসব সৈকতে গিয়ে পর্যটকেরা আঁতকে ওঠেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ এসব সাগরে পর্যটকরে নামতে বারণ করে জল পরীক্ষা করতে পাঠায়।পরীক্ষায় ওই শৈবালের মাত্রাতিরিক্ত উপস্থিতি শনাক্ত করা হয়। তবে এর মধ্যে এই শৈবাল বিবর্ণ হতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।লাল রঙের এ শৈবাল বিষাক্ত না হলে তা ত্বকের জন্য অস্বস্তিকর হতে পারে বলে আশঙ্কা রয়েছে। কারণ এতে খুব বেশি মাত্রার অ্যামোনিয়া রয়েছে।পত্রিকাটি জানায়, গরম ও আর্দ্র আবহাওয়া এ শৈবালের বিস্তৃতি ঘটাতে সহায়তা করে। সৈকতে পর্যটকদের সহায়তায় দায়িত্বপালনকারী (লাইফগার্ড) ব্রুস হপকিনস সাংবাদিকদের বলেন, শৈবালের কারণে সাগরজলে আঁশটে গন্ধ সৃষ্টি হয়েছে। এই জলে নামলে ত্বকে অস্বস্তিকর অনুভূতি হতে পারে।
সূত্রঃ http://www.prothom-alo.com/detail/date/2012-12-03/news/310381
fernaz:
A new study suggests that extending nightly sleep in mildly sleepy, healthy adults increases daytime alertness and reduces pain sensitivity.
The study, appearing in the December issue of the journal SLEEP, involved 18 healthy, pain-free, sleepy volunteers. They were randomly assigned to four nights of either maintaining their habitual sleep time or extending their sleep time by spending 10 hours in bed per night. Objective daytime sleepiness was measured using the multiple sleep latency test (MSLT), and pain sensitivity was assessed using a radiant heat stimulus. Results show that the extended sleep group slept 1.8 hours more per night than the habitual sleep group. This nightly increase in sleep time during the four experimental nights was correlated with increased daytime alertness, which was associated with less pain sensitivity. In the extended sleep group, the length of time before participants removed their finger from a radiant heat source increased by 25 percent, reflecting a reduction in pain sensitivity. The authors report that the magnitude of this increase in finger withdrawal latency is greater than the effect found in a previous study of 60 mg of codeine. According to that, this is the first study to show that extended sleep in mildly, chronically sleep deprived volunteers reduces their pain sensitivity. The results, combined with data from previous research, suggest that increased pain sensitivity in sleepy individuals is the result of their underlying sleepiness.
Muhammad Siddiqur Rahman:
mahbub-web:
How to setup .NET Framework 3.5 in Windows 8
উইন্ডোজ ৮ ইনস্টল করার পরে,কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রত্যেকেই একটা সমস্যাতে পড়বেন, সেটা হলো সফটওয়্যার ইনস্টল করতে গেলেই .NET Framework 3.5 ইনস্টল করতে বলে, এছাড়া সফটওয়্যারগুলো ইনস্টল হবে না ।
আমি আজকে, খুব সহজেই উইন্ডোজ ৮ এ কিভাবে .NET Framework 3.5 অফলাইনে ইনস্টল করবেন সে বিষয়ে আলোচনা করবো । চলুন শুরু করা যাক । উইন্ডোজ ৮ এর ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) পিসিতে প্রবেশ করান । এবার cmd.exe (Command Prompt) কে স্টার্ট মেনুতে সার্চ করে Run As Administrator করুন ।
Command Prompt এ নিচের কমান্ড টি পেস্ট করে Enter কী চাপুন : dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess
এখানে উল্লেখ্য যে G:\ হচ্ছে ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) এর ড্রইভ Letter । আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি অন্য হয় ( )তাহলে কমান্ডে শুধুমাত্র G:\ এর পরিবর্তে ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter টি বসাতে হবে । যেমন ধরুন আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়, তাহলে কমান্ড টি হবে
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:\sources\sxs /LimitAccess
Command Prompt এ কাজ চলতে থাকবে । কাজ শেষ হলে “The operation completed successfully†দেখাবে । এইবার পিসি রিস্টার্ট দিন । ব্যাস কাজ শেষ । এবার আপনি আপনার পছন্দের সফটওয়্যারগুলো আরামসে ইনস্টল করতে পারবেন ।
ref: http://bdrong.com/sufian-ahmed/tips-and-tricks/3976
Mohammed Abu Faysal:
সম্প্রতি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘কন্ট্রোলিং কম্পিউটার থ্রো পাওয়ার জেনারেশন’ শীর্ষক কারিগরি সেমিনার। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম মাওলা চৌধুরী, তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ফয়জুর রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান এম সামসুল আলমসহ অনেকে।
সেমিনারে মূল প্রবন্ধে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে একটি গ্যাস এনজাইন জেনারেটর তৈরির কথা বলা হয়। এই বিষয়গুলো তুলে ধরেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী তাকায়ওশি সুজুকি।
Ref: http://www.prothom-alo.com/detail/date/2012-12-04/news/310487
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version