Entertainment & Discussions > Jokes

Laugh collection

<< < (3/12) > >>

Golam Kibria:
কোলের বান্দর
এক ভদ্র মহিলা বাচ্চা কোলে নিয়ে বাসে চড়ল। বাস চালক মুচকি হেসে বলল, “বাচ্চাটি দেখতে কুৎসিত।”
মহিলা ভাড়া চুকিয়ে দিয়ে পিছনের একটা সিটে গিয়ে বসল এবং রাগে গজগজ করতে লাগল।
মহিলাকে এমন করতে দেখে পাশের সিটের ভদ্রলোক জিজ্ঞেস করলো কি হয়েছে।
“বাস ড্রাইভাই আমাকে অপমান করছে!”, ভদ্রমহিলা উত্তর দিল।
সহানুভূতি দেখিয়ে ভদ্রলোক বলল, “নাহ, সে পাবলিক সার্ভেন্ট। প্যাসেঞ্জারদের সাথে সে এরকম ব্যবহার করতে পারে না।”
“ঠিক বলেছেন। আমার মনে হয় ফিরে গিয়ে তাকে একটা উচিত জবাব দিয়ে আসি।”
“ঠিক আছে, যান। তবে আপাতত কোলের বান্দরটাকে আমার কাছে দিয়ে যান।”

Golam Kibria:
হোমওয়ার্ক সুইসাইড করছে
শিক্ষক: অংকের হোমওয়ার্ক কই?
ছাত্র: অনেক প্রবলেম ছিল তো তাই হোমওয়ার্ক সুইসাইড করছে, স্যার

Golam Kibria:
উইকিপিডিয়াঃ আমি সব কিছু জানি।.

গুগলঃ আমার ভিতরেই সব কিছু আছে।.

ইউটিউবঃ আমি সব কিছুই দেখায় দেই ।.

ফেসবুকঃ আমার কাছে পৃথিবীর সব দামী দামী মানুষের তথ্য আছে। আমি সবই জানি।.

ইন্টারনেটঃ কিন্তু আমাকে ছাড়া তোমরা কিছুই পার না, তোমরা আমাকে ছাড়া পুরাই অচল।.

কম্পিউটার/ মোবাইলঃ আর.
আমাকে ছাড়া তুমি ( ইন্টারনেট).
অসহায়।.....
ইলেক্ট্রিসিটিঃ ঐ , আওয়াজ নিচে।.

Golam Kibria:
এক ফুট পর্দা

ক্রেতা গেছেন পর্দার দোকানে।
ক্রেতা: ভাই, আমাকে একটা পর্দা দিন তো।
বিক্রেতা: কয় গজ?
ক্রেতা: আরে গজ না! এক ফুট দিলেই হবে।
বিক্রেতা: এক ফুট পর্দা কোন জানালায় লাগাবেন??
ক্রেতা: কেন! আমার কম্পিউটারের ‘উইন্ডোজ’-এ!

Golam Kibria:
কয়লা ধুলে ময়লা যায় না, তাহলে কয়লা দিয়ে দাঁত মাজলে ময়লা যায় কেন?
দাঁতের ময়লা কয়লার কালি দেখে ভয়ে পালিয়ে যায়!

নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কী?
পুরুষের মধ্যে ইভ টিজার আছে, কিন্তু নারীরা অ্যাডাম টিজার হয় না।

কান টানলে মাথা আসে আর বিড়ি-সিগারেট টানলে?
ওপারে যাওয়ার সময় ঘনিয়ে আসে।

দায়িত্ব গ্রহণের পূর্বে শপথবাক্য পাঠ করানো হয় কেন?
কোন কোন বিষয়ে অনিয়ম করতে পারবে, তার লিস্টটা দেওয়ার জন্য।

দেশপ্রেম কোথায় পাওয়া যায়?
দেশের মাটির নিচে, তবে সেটা লোভে নয়, ভালোবেসে খুঁড়তে হয়।

ডিজিটাল লোডশেডিং কবে থেকে আরম্ভ হবে?
আগে তো ডিজিটাল হোক!

মানুষ অন্ন চায়, বস্ত্র চায়, বাঁচার জন্য নিরাপত্তা চায় কেন?
নেতা-মন্ত্রীদের লাগামহীন চাওয়া থেকে শিখেছে।

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version