Entertainment & Discussions > Jokes

Laugh collection

<< < (4/12) > >>

Golam Kibria:
তুলনামূলক ভবিষ্যদ্বাণী

দুজন শেয়ারবাজার বিশ্লেষকের মধ্যে কথা হচ্ছে—
১ম জন: বলো তো, বিধাতা কেন পৃথিবীতে শেয়ারবাজার বিশ্লেষকের মতো একটি পেশা তৈরি করেছেন?
২য় জন: যাতে আবহাওয়াবিদ পেশাটি টিকে থাকে।
১ম জন: কীভাবে?
২য় জন: আমরা আছি বলেই আবহাওয়াবিদদের ভবিষ্যদ্বাণী তুলনামূলক ভালো হয় বলে লোকজন মনে করে।

Golam Kibria:
শিশুর মতো ঘুম

দুই শেয়ার ব্যবসায়ীর মধ্যে কথা হচ্ছে—
১ম জন: জানো, শেয়ারবাজারে ব্যাপক ধসের সময়ও আমি শিশুর মতো ঘুমিয়েছি?
২য় জন: তাই নাকি! কিন্তু কীভাবে?
১ম জন: সারা রাত ঘণ্টায় ঘণ্টায় জেগে উঠেছি আর শিশুর মতো কেঁদেছি।

Golam Kibria:
কল্পনা

ফারাহ ও তন্বীর মধ্যে কথা হচ্ছে—
তন্বী: তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেললি কেন?
ফারাহ: কারণ, সে একজন শেয়ার ব্যবসায়ী এবং একদিন আমরা কত সুখী হব—এসব কল্পনা করা ছাড়া সে আর কিছুই করতে পারে না।

Golam Kibria:
বাসের এক সিটে দুই জন যাত্রী বসে আছেন। একজন এমনি বসে আছেন এবং আরেকজন
সিগারেট টানছেন।
অপর যাত্রী সিগারেট খোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, “ভাই দেখেন না, লেখা আছে, ধূমপান নিষেধ?”
সেটা শুনে সিগারেটখোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন,
“আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।”
সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে, “চালক ভাই, আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন …এবং আমার সমস্যা হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখবেন।”
তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন,
“চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেননা।”

Golam Kibria:
কৃপণের হাত

জয়নাল সাহেব বেজায় কৃপণ। একদিন তিনি গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বিশাল একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল। গাড়িটা দুমড়েমুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন জয়নাল। পুলিশ ঘটনাস্থলে এসে দেখল, জয়নাল সাহেব গাড়ির পাশে বসে হাউমাউ করে কাঁদছেন, আর বলছেন, ‘আমার এত দামি গাড়িটার কী হলো গো…’
পুলিশ: আপনি তো ভাই অদ্ভুত লোক! গাড়ি না হয় গেছে, কিন্তু আপনার হাতটা যে ভেঙেছে, সে খেয়াল আছে?
এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো জয়নাল সাহেবের। এবার আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আর বললেন, ‘ও খোদা গো! আমার এত সাধের দামি রোলেক্স ঘড়িটা…’

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version