IT Help Desk > Telecom Forum
Smart Phone.
Mohammed Abu Faysal:
সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন আনল হুয়াওয়ে
সারা বিশ্বে যখন স্মার্টফোনের বাজার ক্রমেই বাড়ছে, তখন স্মার্টফোনে নানা ধরনের ফিচার যুক্ত করা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের গবেষণা অব্যাহত রেখেছে। সময়ের ধারার সাথে পাল্লা দিয়ে স্মার্টফোনের আকার নিয়ে যেন গবেষণার শেষ নেই। এরই ধারাবাহিকতায় এবারে চীনের জায়ান্ট হুয়াওয়ে তৈরি করেছে 'অ্যাসেন্ড পি৬' মডেলের নতুন স্মার্টফোন, যাকে তারা দাবী করছে বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন হিসেবে। হুয়াওয়ে জানিয়েছে, নতুন এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.১৮ মিলিমিটার বা ০.২৪ ইঞ্চি। পুরুত্বের দিক দিয়েই এটি বিশ্বের সকল স্মার্টফোনকে পাল্লা দিলেও আধুনিক স্মার্টফোন হিসেবে এর আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। এর মধ্যে অবশ্যই বলতে হবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। স্মার্টফোনে রেয়ার ফেসিং ক্যামেরায় ১২ মেগাপিক্সেল হরহামেশাই দেখা গেলেও ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ৫ মেগাপিক্সেল এখনও সংযুক্ত করতে পারেনি কোনো স্মার্টফোন নির্মাতা। হুয়াওয়ে জানিয়েছে, সবচেয়ে কম পুরুত্বের এই স্মার্টফোন তৈরি করতে তারা সবচেয়ে কম পুরুত্বের এবং সরু সার্কিটবোর্ড তৈরি করেছে। ডিসপ্লের আকৃতি হিসেবে এটি হুয়াওয়ের সাড়া জাগানো অ্যাসেন্ড পি১-এর সমান, অর্থাত্ ৪.৭ ইঞ্চি। তবে অ্যাসেন্ড পি-১-এর চাইতেও এটি ৩ মিলিমিটারের চেয়েও কম পুরুত্ববিশিষ্ট। আইফোন ৫-এর চাইতেও এটি সরু। ১২০ গ্রাম ওজন নিয়ে ওজনের দিক থেকেও সমমানের কনফিগারেশনের সবচেয়ে কম ওজনের সেটগুলোর মধ্যে এটি একটি। প্রসেসর হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। এর বিল্ট-ইন স্টোরেজ অবশ্য একটু কম, ৮ গিগাবাইট। তবে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ২ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা আর অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম নিয়ে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটি হুয়াওয়ে'র স্মার্টফোনের বাজারকে চাঙ্গা করে তুলবে বলেই আশা করছে হুয়াওয়ে। স্যামসাং আর অ্যাপল'র পর বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারকে যথেষ্টই উন্মুক্ত বলেই মনে করছে তারা। হুয়াওয়ে ডিভাইসের চিফ মার্কেটিং অফিসার শাও ইয়াং-এর ভাষ্য অনুযায়ী, গত বছরে তারা বিশ্বব্যাপী প্রায় ৩০ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে। সেখান থেকে এই বছরে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ৬০ মিলিয়ন।
Ref:- http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMjBfMTNfMV8zM18xXzQ5ODgw
Mohammed Abu Faysal:
আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন
মোবাইল অপারেটিং সিস্টেমের জগতে গুগল'র অ্যান্ড্রয়েড আর অ্যাপল'র আইওএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে ফায়ারফক্স ওএস। বছরের শুরু থেকেই উন্মুক্ত এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ছিল আলোচনায়। অবশেষে এই অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন যাত্রা শুরু করছে আজ। স্পেনের মোবাইল অপারেটর টেলিফোনিকার ব্যানারে জেডটিই'র হ্যান্ডসেটে যাত্রা শুরু করছে এই স্মার্টফোন। এইচটিএমএল৫-নির্ভর এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ জেডটিই ওপেন স্মার্টফোনের মূল্য রাখা হয়েছে মাত্র ৬৯ ইউরো বা ৯০ ডলার। এই টাকার মধ্যে আবার গ্রাহকদের জন্য এয়ারটাইমও অন্তর্ভুক্ত রয়েছে। আবার মাসে ৩ ডলারের কিস্তিতেও বিক্রি হবে এই ফোন। দামের দিক থেকে সস্তা এই ফায়ারফক্স ফোন অবশ্য কনফিগারেশনের দিক থেকেও খুব বেশি এগিয়ে নেই। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে'র (রেজ্যুলেশন ৪৮০ বাই ৩২০ পিক্সেল) এই ফোনে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং ৪ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড। টেলিফোনিকা এবং মজিলার পক্ষ থেকে জানানো হয়েছে, হাই কনফিগারেশন নয় বরং যাদের লক্ষ ব্যয়সাশ্রয়ের দিকে, তাদের জন্যই এই ফোন। গ্রাহকরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই অপারেটিং সিস্টেমটি। এতে অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতাও সম্পূর্ণ ভিন্ন বলেই জানিয়েছে তারা।
Ref:- http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDdfMDJfMTNfMV8zM18xXzUyNzgz
Mohammed Abu Faysal:
রোগের তথ্য জানাবে স্মার্টফোন
রোগসংক্রান্ত তথ্যাদি জানাবে স্মার্টফোন। এ জন্য ক্ষুদ্রাকৃতির আলট্রাসাউন্ড স্ক্যানার যুক্ত করা হবে স্মার্টফোনের সঙ্গে। স্ক্যানারটি মানুষের শরীরের বিভিন্ন অংশের ওপর রাখলেই ভেতরের চিত্র স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত হবে। ট্যাবলেট কম্পিউটারেও ব্যবহার করা যাবে এটি। ইতিমধ্যে 'মোবিইউএস' নামের বিশেষ প্রযুক্তির আলট্রাসাউন্ড স্ক্যানার তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। উচ্চগতির সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এটি গর্ভাবস্থায় শিশুর হার্ট, ফুসফুস, যকৃত এমনকি পিত্তথলির ছবি তুলে ধরবে। ফলে চিকিৎসকদের জন্য রোগ নির্ণয়ের কাজটি বেশ সহজ হবে।বর্তমানে হাসপাতালে রোগ নির্ণয়ে ব্যবহার করা বিভিন্ন আলট্রাসাউন্ড স্ক্যানার আকারে বেশ বড়। দাম বেশি হওয়ায় সহজলভ্যও নয়। এ সমস্যার সমাধান করতেই নতুন প্রযুক্তির বহনযোগ্য আলট্রাসাউন্ড স্ক্যানার তৈরি করেছেন বিজ্ঞানীরা। এ জন্য তাঁদের সময় লেগেছে প্রায় তিন বছর। ব্যাটারিতে চলা স্ক্যানারটির দাম সাত হাজার পাউন্ড।
Ref:-- http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1307&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=2
Mohammed Abu Faysal:
আইফোনে থাকতে পারে বায়োমেট্রিক স্ক্যানার
আইফোনের পরবর্তী সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত হচ্ছে- এ আলোচনা এখন প্রযুক্তিবিশ্বে। সম্প্রতি বাজারে আসা 'আইওএস৭'-এর পরীক্ষামূলক সংস্করণে বায়োমেট্রিক স্ক্যানার কাজ করে এমন কোডের অস্তিত্ব দেখে বিশ্লেষকরা এ ধারণা করছেন। সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
বায়োমেট্রিক স্ক্যানার সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীর নিরাপত্তা বাড়বে। এই সুবিধা পেতে ব্যবহারকারীকে প্রথমে আঙুলের ছাপ স্ক্যান করে সংরক্ষণ করতে হবে। পরে আঙুলের ছাপ মিলিয়ে চালু হবে ফোন।
আইপ্যাডেও এ সুবিধা যুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।
Ref:- http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1321&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=2
Mohammed Abu Faysal:
অ্যান্ড্রয়েডে এল মাইক্রোসফটের অফিস অ্যাপ
আইফোনের পর অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অফিস সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন আকারে উন্মুক্ত করল মাইক্রোসফট। বছরে ১০০ মার্কিন ডলার খরচ করলে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে অ্যাপ আকারে অফিস ব্যবহার করা যাবে। অর্থাত্, মুঠোফোনে ইন্টারনেট সংযোগ চালু না থাকলেও ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারের সুযোগ থাকবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
৩১ জুলাই শুধু অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘অফিস মোবাইল’ অ্যাপ উন্মুক্তের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অবশ্য মাইক্রোসফটের জনপ্রিয় এ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ব্যবহার করা যাবে না। এর আগে চলতি বছরের জুন মাসে আইফোনের অ্যাপ্লিকেশন আকারে অফিস সফটওয়্যারটি উন্মুক্ত করেছিল মাইক্রোসফট।মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এখন উইন্ডোজ ফোন, আইফোন ও অ্যান্ড্রয়েড তিন মোবাইল প্ল্যাটফর্মেই অফিস ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।মাইক্রোসফট জানিয়েছে, গুগলের প্লে স্টোর থেকেই অফিস অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণের পরবর্তী সংস্করণগুলোতেই কেবল অফিস অ্যাপটি সমর্থন করবে।অবশ্য অফিস সফটওয়্যারটি কবে নাগাদ ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফটের কর্তৃপক্ষ।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আপাতত আইপ্যাড বা অ্যান্ড্রয়েনির্ভর ট্যাবলেটে অ্যাপ আকারে অফিস উন্মুক্ত না করলেও মাইক্রোসফটের ‘সারফেস’ ব্যর্থতার পর শিগগিরই এ নিয়ে ভাবতে শুরু করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে আইপ্যাড ও অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য অফিস ওয়েব অ্যাপস নামের বিশেষ সুবিধা রেখেছে মাইক্রোসফট যাতে ইন্টারনেটে থাকা অবস্থাতেই কেবল তা ব্যবহার করা যায়।
Ref:-- http://www.prothom-alo.com/technology/article/33224/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87_%E0%A6%8F%E0%A6%B2_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8_%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version