BEST GAMES FOR XBOX-ONE

Author Topic: BEST GAMES FOR XBOX-ONE  (Read 978 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
BEST GAMES FOR XBOX-ONE
« on: November 21, 2013, 02:15:29 PM »
গেম কনসোলের দুই তীব্র প্রতিযোগী এক্সবক্স ও প্লেস্টেশন। গত কয়েক বছর ধরেই সনির প্লেস্টেশন ৩ ও মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ বাজারে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। যুক্তরাষ্ট্রে প্লেস্টেশন ৪ এরমধ্যেই বিক্রি শুরু হয়েছে আর ২২শে নভেম্বর থেকে বাজারে আসছে মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স ওয়ান। যাঁরা নতুন কনসোল এক্সবক্স ওয়ান কেনার পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন, তাদের জন্য কিছু জনপ্রিয় গেম নিয়ে লিখেছেন আমিনুল ইসলাম।

অ্যাসাসিন’স ক্রিড ৪: ব্ল্যাক ফ্ল্যাগ
অ্যাসাসিন’স ক্রিড ৪: ব্ল্যাক ফ্ল্যাগ মূলত অ্যাসাসিন’স ক্রিড ৩ এর প্রিকুয়েল হিসেবে হাভানা, কিংস্টন এবং নাসো এলাকাগুলো ঘিরে পরিবেশিত হবে। গেমটি সাগরকে ঘিরেই তৈরি বলা যায়। শিপ-টু-শিপ কমব্যাট, জলদস্যু হিসেবে অ্যাসাসিন চালিয়ে যাওয়ার অসাধারণ এক অভিজ্ঞতা নিয়েই ইউবিসফট-এর এই গেম যা আপনাকে গেম ছেড়ে উঠতেই দেবে না!

ব্যাটলফিল্ড ৪
সিঙ্গল প্লেয়ার গেম মোডকে ‘দীর্ঘ এক টিউটোরিয়াল’ বলে সমালোচকরা চালিয়ে দিলেও ব্যাটলফিল্ড ফোরের মাল্টিপ্লেয়ার মোডের জন্যই আপনি এটি খেলতে চাইবেন। চীন, রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধেই আপনি নতুন মাল্টিপ্লেয়ার ম্যাপসগুলোতে খেলতে পারবেন। সেই সঙ্গে নতুন মাল্টিপ্লেয়ার মোড, অস্ত্র ও উন্নত গ্রাফিকস সুবিধা তো রয়েছেই!

কল অফ ডিউটি: গোস্টস
২০২০ সালের শুরুর দিকের সময়ের পটভূমিতে নির্মিত কল অফ ডিউটি: গোস্টসের সিঙ্গল প্লেয়ার মোড বরাবরের মতোই গেমারদের খুব একটা চমকে দিতে না পারলেও এর মাল্টিপ্লেয়ার মোডে অনেকেই বেশ খুশি। এছাড়াও ‘এক্সটিংশন’ নামের নতুন গেমপ্লে মোডটি অনেকেরই আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মোডে ৩০টি লেভেল পাবেন যেখানে আপনাকে মুখোমুখি লড়াই করতে হবে এলিয়েনদের সঙ্গে!

ক্রিমসন ড্রাগন
ড্রাগনে চড়ে আপনাকে গুলি করতে হবে, এতটুকু বলেই ক্রিমসন ড্রাগন-এর মূল প্লট বলে দেয়া যায়। একা কিংবা সর্বোচ্চ ৩ প্লেয়ার কো-অপারেটিভ মোডে আপনি আপনার ড্রাগনে চড়ে বিশালদেহী সব প্রাণীর বিপক্ষে লড়ে যাবেন। এক্সবক্স ওয়ানের গেমপ্যাড এবং কাইনেক্ট দু’টি কাজে লাগিয়েই গেমটি খেলতে হবে। গেমে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আপনার ড্রাগনের নতুন সব ক্ষমতা অর্জন হতে থাকবে। ড্রাগন ও পৌরাণিক এসব কাহিনী নিয়ে আগ্রহ থাকলে ক্রিমসন ড্রাগন ভালো লাগার মতোই একটি গেম হয়ে উঠবে।

ডেড রাইজিং ৩
প্রথম ডেড রাইজিং গেমটিকে জোম্বি গেমিংয়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলা চলে, যেটি রেসিডেন্ট ইভিল ফোরের সমমানের গেম। ডেড রাইজিং ও ডেড রাইজিং ২-এর ব্যাপক সফলতার পর ক্যাপকম নিয়ে এসেছে ডেড রাইজিং ৩, যার ঘটনাগুলো ডেড রাইজিং ২-এর ১০ বছর পর থেকে শুরু হয়। আগের দু’টি গেম মিলিয়ে তৈরি করা হয়েছে ডেড রাইজিং ৩, যার ফলে গেমটি হয়ে ওঠেছে বিশাল পটভূমির। ডেড রাইজিং ৩ থেকে বাদ দেয়া হয়েছে কাউন্টডাউন টাইমার এবং যেখানে খুশি গেম সেভ করার সুবিধা যোগ করা হয়েছে। অবশ্য নাইটমেয়ার মোডে খেললে এই দু’টি বিষয়ই আবার ফিরে পাওয়া যাবে। এক্সবক্স ওয়ানের কাইনেক্ট কাজে লাগিয়ে জোম্বিদের ধারেকাছে থেকে সরিয়ে দিতে পারবেন। ফলে এক্সবক্স ওয়ানে ডেড রাইজিং ৩ আরও আকষর্ণীয় হয়ে উঠবে।

ফিফা ১৪ফিফা ১৪
প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০-এর জন্য মাত্র কয়েক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ফুটবলপ্রেমীদের সবচেয়ে জনপ্রিয় ফিফা সিরিজের নতুন গেম, ফিফা ১৪। ‘ইগনাইট’ নামের নতুন একটি গেম ইঞ্জিন কাজে লাগিয়ে আরও বাস্তবসম্মত গ্রাফিকস এবং প্লেয়ার কন্ট্রোল জুড়ে দিয়ে মুক্তি দেয়া হয়েছে ফিফা ১৪, যা এক্সবক্স  ওয়ানে শুরু থেকেই পাওয়া যাবে।

ফরজা মোটরস্পোর্ট ৫
রেসিং গেমের ফ্যান না হলেও ফরজা মোটরস্পোর্ট ৫ আপনার সিদ্ধান্ত বদলাতে সাহায্য করবে। আর যদি ‘ফরজা ফ্যান’ হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই। কেবল ফরজা মোটরস্পোর্ট ৫-এর জন্যই অনেক গেমার শুরুতেই এক্সবক্স ওয়ার কেনার জন্য ফরামায়েশ দিয়েছেন বলে জানা গেছে। ফরজা মোটরস্পোর্ট ৫ আপনাকে দেবে উন্নত গ্রাফিকসে কয়েক ডজন নির্মাতার কয়েক হাজার গাড়ি। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে গেমারকে চ্যালেঞ্জ নিয়ে গেমটি খেলতে হবে।

নিড ফর স্পিড: রাইভালস
নিড ফর স্পিড: রাইভালসকে তুলনা করা যায় নিড ফর স্পিড: হট পারসুট ২-এর সঙ্গে। অর্থাত্, ইলেকট্রনিকস আর্টসের ফ্রস্টবাইট ৩ ইঞ্জিনে শক্তিশালী সব গাড়ি নিয়ে ফিনিশিং লাইনের দিকে ধেয়ে চলা এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য বিপদজনক গতিতে ড্রাইভিং; এর সবই থাকছে নিড ফর স্পিড: রাইভালস গেমটিতে।

জু টাইকুন
২০০১ সালের ব্লু ফ্যাং গেম নয় বরং পুরনো বিজনেস সিমুলেটর গেমের উপর ভিত্তি করেই করে তৈরি করা হয়েছে জু টাইকুন, যেখানে গেমার কেবল ব্যবসার পাশাপাশি নিজের অঙ্গ-ভঙ্গি ও কণ্ঠস্বরের মাধ্যমে চিড়িয়াখানায় রাখা বিভিন্ন প্রাণীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে। গেমটিতে ক্যামপেইন মোডের পাশাপাশি অনলাইন মোডে অন্যান্য গেমারদের সঙ্গে মিলে চিড়িয়াখানা গড়ে তোলারও ব্যবস্থা রয়েছে। দারুণ গ্রাফিকসের এ গেমটি গেমাররা পছন্দ করবেন।
« Last Edit: December 10, 2013, 08:19:32 PM by mustafiz »