Oborodh and fun!
স্ত্রী: চলোতো একটু শপিং করে আসি।
স্বামী: নাহ্, আজকে যাওয়া যাবে না। আজতো অবরোধ।
স্ত্রী: ঠিক আছে, তাহলে কাল।
স্বামী: নাহ্, কালও তো যাওয়া যাবে না। কালকেওতো অবরোধ। এই সপ্তাহে যাওয়া যাবেনা। কারণ পুরো সপ্তাহজুড়ে অবরোধ।
স্ত্রী: (অগ্নিমূর্তি ধারণ করে) এই অবরোধে অফিস কর, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও, স্টেডিয়ামে খেলা দেখতে যাও সবই চলে, শুধু শপিং-এর কথা বললেই অবরোধ। যাবে না সেটা বললেই হয়, এই অবলা হরতাল-অবরোধকে দোষ দিয়ে লাভ কি…… ঠিক অছে, আজ থেকে রান্নাঘরেও অবরোধ।
(কিছুক্ষণ পর রাতের খাবারের সময়)
স্বামী: ওগো শুনছো, রাতের খাবারটা টেবিলে দাওতো।
স্ত্রী: আজ রাতে খাবার দেয়া যাবে না।অবরোধ চলছে।
(কিছুক্ষণ পর বাচ্চাদের নিয়ে স্ত্রীকে খেতে দেখে)
স্বামী: কি ব্যাপার তোমরা যে খাচ্ছ!
স্ত্রী: কেন! যারা অবরোধ ডাকে, তাদেরকে কি কখনো অবরোধের জন্য কষ্ট করতে দেখছ নাকি ?
ছেলে: বাবা, চুপিচুপি আমার কাছ থেকে একটু খাও।
স্বামী: নারে ভাই, অবরোধকারী দেখলে বোম মেরে, সরি ঝাটা মেরে উড়িয়ে দিবে।
স্ত্রী: কি, তুমি তোমার ছেলেকে ভাই বলছ! আজ তোমার একদিন কি, আমার একদিন!
স্বামী:প্রচন্ড ক্ষুধায় পেটে মোচড় দিলে এমনি হয়গো মা…….
Source: Prothom Alo