দুধপান করালে বিষণ্নতা কমে
শিশুকে দুধপান করালে সন্তান প্রসব পরবর্তীকালে মায়েদের যে বিষণ্নতা থাকে তা অনেকটা কমে যায়। ১৪ হাজার মায়ের উপর চালানো এক গবেষণায় একথা জানানো হয়েছে।
বুধবার বার্তা সংস্থা বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
গবেষণায় বলা হয়, যেসব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াতে পারে না বা খাওয়ায় না তাদের মধ্যে বিষণ্নতা অনেক বেশি কাজ করে। তাই শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর ক্ষেত্রে উৎসাহী করে তুলতে এ গবেষণা চালানো হয়।
এদিকে মা ও শিশু স্বাস্থ্যসেবা জার্নাল কর্তৃক প্রকাশিত এক গবেষণায় বলা হয়, যেসব মায়েরা শিশুদের বুকের দুধপান করাতে অক্ষম তদের জন্য আরও বেশি সেবা প্রদান করা প্রয়োজন।
মা দাতব্য সংস্থার মতে, মায়েদের মানসিক স্বাস্থ্য সমস্যা একটি বিরাট ইস্যু। তাই যেসব মায়েরা মানসিকভাবে অসুস্থ তাদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান করার কথাও বলে সংস্থাটি।
তবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, শিশুকে বুকের দুধ পান না করালে তা মায়ের হতাশার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সে বিষয়ে নিশ্চিত নয় তারা।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শিশুর জন্মের প্রথম ৬ মাস শুধু বুকের দুধই খাওয়ানো উচিত।
ব্রেকিংনিউজ