« on: December 12, 2014, 04:52:35 PM »
পানির আদি উৎস নিয়ে জিজ্ঞাসার অন্ত নেই। বিপুল জলরাশির এ পৃথিবীতে পানি এসেছিল কোথা থেকে? অন্য কোনো গ্রহ, নাকি পৃথিবীর আবহাওয়াই ঘনীভূত হয়ে উৎপত্তি ঘটেছিল পানির? সর্বশেষ গবেষণার ইঙ্গিত ছিল ধূমকেতুর দিকে। বিভিন্ন সময় নানা ধরনের ধূমকেতুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটে। এরই একটি নিয়ে এসেছিল পানি। এরপর সেই পানি পৃথিবীর আবহাওয়াকে ঘনীভূত করে আরো আরো পানির আধার সৃষ্টি করে।
কিন্তু ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার রোসেটা মিশনে পাঠানো রোবট ফিলি এ ধারণার মুখে আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে। এ বছরের নভেম্বরে মানব ইতিহাসে প্রথমবারের মতো গতিশীল ধূমকেতু সিক্সটি সেভেন চুরিয়ামভ-গেরাসিমেনকোর ওপর অবতরণ করে রোবট ফিলি। এর আগে তাকে মহাকাশে প্রায় বছর দশেক অপেক্ষা করতে হয়েছিল। ফিলির পাঠানো ছবি ধূমকেতুর উপাদান সম্পর্কে নতুন কিছু তথ্য দিয়েছে, যার ফলে বিজ্ঞানীরা এখন বলছেন, ধূমকেতু পৃথিবীর আদি পানির উৎস নয়।
জার্নাল সায়েন্সে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ধূমকেতুর ঠাণ্ডা অংশের ভর এবং ঘনত্ব পৃথিবীর তুলনায় পুরোপুরি ভিন্ন। ধূমকেতুর ঠাণ্ডা অংশে ডিউটেরিয়ামের (ভারী পানি) শতকরা হার বেশি। সাধারণত পৃথিবীর পানি গঠিত হয় দুই অণুু হাইড্রোজেন ও এক অণু অক্সিজেনের মিশ্রণে। প্রতি ১০ হাজার অণুুতে মাত্র তিনটি ডিউটেরিয়াম বা ভারী পানি পাওয়া যায়। অন্যদিকে ধূমকেতুতে এ সংখ্যা অনেক গুণ বেশি। সূত্র : বিবিসি।Source:
http://www.kalerkantho.com/print-edition/last-page/2014/12/12/16205

Logged
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar