অদ্ভুত মজার কিছু গ্যাজেট : ২

Author Topic: অদ্ভুত মজার কিছু গ্যাজেট : ২  (Read 905 times)

Offline riazur

  • Faculty
  • Full Member
  • *
  • Posts: 203
    • View Profile


Buncho o Balloons
চমৎকার এই গ্যাজেটটি সম্পর্কে প্রথম যখন জেনেছি তখন খুব মজা পেয়েছিলাম। গ্যাজেটটির লুক থেকে শুরু করে কার্যকারীতা স্মপুর্নই অদ্ভুত। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি এক প্রকারের বেলুন।

স্কোয়াডের মত দেখতে এই বেলুনগুলো শুধু যে ব্যবহার করে মজা তাই নয় বরং এটি পরিবেশবান্ধব। যেমন, এই বেলুনগুলোর সাথে যে স্টিক গুলো দেখতে পাচ্ছেন তা রিসাইকেল করা খুবই সহজ। এমনকি বেলুনগুলোও নষ্ট হবার পরে পরিবেশের সাথে মিশে যায়, পরিবেশ দূষিত করেনা। মাত্র তিনটি প্যাকেটেই আপনি প্রায় একশরও বেশি বেলুন পাবেন এবং এগুলো কিন্তু ওয়াটার বেলুন নামেও পরিচিত।