কিশোরগঞ্জ-টাঙ্গাইলকে বাদ দিয়ে 'ময়মনসিংহ বিভাগ' অনুমোদন

Author Topic: কিশোরগঞ্জ-টাঙ্গাইলকে বাদ দিয়ে 'ময়মনসিংহ বিভাগ' অনুমোদন  (Read 1094 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
ওই চারটি জেলা হলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে থাকা টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়নি।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শেষে নিকারের সভা অনুষ্ঠিত হয়। নিকারের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, দেশের বিদ্যমান সাতটি বিভাগের সঙ্গে ময়মনসিংহ বিভাগ যুক্ত হবে। গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত হয়েছিল।

মন্ত্রী পরিষদ সচিব আরও বলেন, পর্যায়ক্রমে ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী জেলা মিলে নতুন আরেকটি বিভাগ করা হবে।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, নিকারের আজকের সভায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কুমিল্লার মুরাদনগর থানাকে বিভক্ত করে আরেকটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নিকার অনুমোদন করেছে। ফলে মুরাদনগর উপজেলার দুটি থানা হবে। নতুন থানার নাম বাঙ্গরা।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University