প্রায় দুই হাজার ১০০ বছর আগে মৃত্যু। তবে এখনো অক্ষত তাঁর চুল ও ত্বক।
পা ও হাতগুলো এখনো বাঁকানো যায়। ‘লেডি অব দাই’খ্যাত এই নারীর মৃতদেহ এখন পর্যন্ত সবচেয়ে উত্তমভাবে সুরক্ষিত মমি বলে ধারণা করা হচ্ছে।
লেডি অব দাই মূলত চীনের হান রাজবংশের প্রভাবশালী ব্যক্তিত্ব মারকুইস অব দাইয়ের স্ত্রী জিন ঝুই। অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হয়। চীনের ইউনান প্রদেশের একটি পাহাড়ের পাশে সমাহিত করা হয়েছিল তাঁকে। সেখানেই মমিটির সন্ধান পাওয়া যায়।
সন্ধান পাওয়ার পর থেকেই জিন ঝুইয়ের দেহাবশেষ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। দেহের বিভিন্ন অঙ্গ এবং তাঁর ‘এ’ গ্রুপের রক্ত এখনো সংরক্ষিত থাকায় এ নিয়ে রহস্যের শেষ নেই চীনে। তৈরি হয়েছে নানা রকমের উপকথাও।
ঝুইয়ের দেহ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানান, ৫০ বছর বয়সে মারা যান তিনি। বিলাসী জীবন যাপন করেছেন। মৃত্যুর আগে সর্বশেষ তরমুজ খেয়েছিলেন ঝুই।
সূত্র : ডেইলি মেইল।
Source: কালের কণ্ঠ, ৩ ডিসেম্বর, ২০১৬