এবারের আইপিএলে শুরু থেকেই থাকছে চমক!

Author Topic: এবারের আইপিএলে শুরু থেকেই থাকছে চমক!  (Read 946 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসরের বড় আকর্ষণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের পর্দা উঠতে যাচ্ছে ৫ই এপ্রিল থেকে। বরাবরের মতো এবারের আসরকে ঘিরেও দর্শকদের তাক লাগিয়ে দিয়ে আরো জনপ্রিয়তা পেতে কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এর আগে আইপিএলের নয়টি সিজনের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে বলিউডের একনম্বর তারকাদের পারফর্ম করতে। আইপিএল-এর মঞ্চে এর আগে পারফর্ম করেছিলেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পা়ডুকোনের মতো তারকারা। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই রয়েছে চমক।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, এবার আইপিএল-এর আটটি হোস্ট শহরে আটটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে পারফর্ম করবেন বলিউডের তরুণ ব্রিগেড যেমন পরিনীতি চোপড়া, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপূরেরা। বলিউডের এই তারকারা পারফর্ম করবেন দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, গুজরাট, মু্ম্বাই, পুণে, বেঙ্গালুরু এবং ইনদওরে।
সূত্রের খবর, পরিনীতি, টাইগার, শ্রদ্ধা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে পারেন রীতেশ দেশমুখ, অ্যামি জ্যাকসন। সম্ভবত, অ্যামি তাঁর নাচের জাদু দেখাবেন সানরাইজারস হায়দরাবাদের হয়ে। রীতেশ তাঁর শিল্প দেখাবেন পুণে রাইসিং সুপারজায়েন্টের ভক্তদের জন্যে।

এদিকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রবীণ কর্মকর্তা জানান, অম্বলার মেয়ে পরিনীতি পারফর্ম করবেন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। ১৫ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের উদ্বোধনী ম্যাচের আগে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এক কর্মকর্তা জানান, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেন্স মাতাতে আসছেন শ্রদ্ধা কাপূর এবং মোনালি ঠাকুর। তবে কেকেআর-এর মালিক শাহরুখ খানের ঝলকও দেখতে পারে ইডেনের দর্শকেরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন। এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু না বললেও, বাদশার পক্ষে সবই সম্ভব, দাবি সিএবি-র এক কর্মকর্তা।

এদিকে গুজরাট লায়নস-এর হয়ে তাঁর স্টান্ট দেখাবেন জ্যাকি পুত্র টাইগার। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম দেখতে পাবে টাইগারের পারফর্ম্যান্সের ঝলক।

তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে এখনও উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত ব্লু-প্রিন্ট এসে পৌঁছাইনি। এদিকে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের দাবি, তাঁরা উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানেন না, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদেরও একই মত পঞ্জাব ক্রিকেট কর্তাদের মতো।