Share Market News

Author Topic: Share Market News  (Read 56907 times)

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #75 on: October 06, 2011, 06:38:23 AM »

মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনী অনুমোদন
ব্যক্তিপর্যায়ে প্লেসমেন্ট বরাদ্দের সর্বোচ্চ সীমা এক কোটি টাকা

ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য প্লেসমেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট বরাদ্দের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। পাশাপাশি প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা ইউনিট বিক্রির বা হস্তান্তরের ক্ষেত্রে নিষেধাজ্ঞার (লক-ইন) মেয়াদ এক বছর থেকে কমিয়ে ছয় মাস করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মিউচুয়াল ফান্ডের কোটা ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল বুধবার এসব সংশোধনীসহ মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।
সভা শেষে সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনীর খসড়ায় ব্যক্তিপর্যায়ে প্লেসমেন্ট বরাদ্দের সীমা তুলে দেওয়ার বিধান রাখা হয়েছিল। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় এই সীমা এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ২৫ লাখ টাকার সর্বোচ্চ সীমা কার্যকর ছিল।
সাইফুর রহমান জানান, সংশোধনীতে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর জন্য মিউচুয়াল ফান্ডের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর ফলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো নিবন্ধিত ট্রাস্ট ফান্ড, অবসরকালীন তহবিল বা পেনশন ফান্ড, ভবিষ্য-তহবিল বা প্রভিডেন্ট ফান্ড, সুপার এনুয়েশন ফান্ড ও ভেঞ্চার মূলধন তহবিল ব্যবস্থাপনা করতে পারবে।
এ ছাড়া এসইসিকে অবহিত করে বিনিয়োগ ব্যবস্থাপনা সেবা ও উপদেষ্টা সেবা দিতে পারবে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো।
সভায় মিউচুয়াল ফান্ড গঠনের ক্ষেত্রে আইপিওর মাধ্যমে ইউনিট বরাদ্দের বাধ্যবাধকতা ৫০ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি মেয়াদহীন বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের সর্বনিম্ন আকার ২০ কোটি টাকার পরিবর্তে করা হয়েছে ১০ কোটি টাকা।
এ ছাড়া এসইসির সংশোধনীতে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্যোক্তা হিসেবে মিউচুয়াল ফান্ড গঠনের সুযোগ থাকছে। একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয় বাধ্যতামূলক করা হয়েছে।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-06/news/191455
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #76 on: October 06, 2011, 06:43:07 AM »

সেরা আর্থিক প্রতিবেদনের জন্য ৩৬ প্রতিষ্ঠানকে পুরস্কার দিল আইসিএবি

২০১০ সালে সমাপ্ত অর্থবছরের প্রকাশিত সেরা হিসাব ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে হিসাব নিরীক্ষক পেশাজীবীদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
এবার ৩৬টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তবে আইসিএবি সাধারণত নয়টি শ্রেণীতে পুরস্কার দিলেও এ বছর দুটি শ্রেণীর কোনো প্রতিষ্ঠানই পুরস্কার পায়নি।
রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। আইসিএবির সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিএবির প্রকাশিত হিসাব ও প্রতিবেদন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ফারুক খান বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। এটি নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।
খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারের স্বচ্ছতা প্রতিষ্ঠায় স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের কোনো বিকল্প নেই।
আইসিএবি ১১ বছর ধরে মানসম্পন্ন আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে—এমন ধরনের সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিয়ে আসছে। এ বছর ব্যাংকিং খাতে সেরা আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য প্রথম পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্যাংক এশিয়া। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।
এ ছাড়া এই শ্রেণীতে নয়টি ব্যাংক উৎকর্ষতার সনদ পেয়েছে। ব্যাংকগুলো হলো: ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এবি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
অ-ব্যাংকিং আর্থিক খাতে প্রথম পুরস্কার জিতেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া উৎকর্ষতার সনদ পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিমা শ্রেণীতে রিলায়েন্স ইন্স্যুরেন্স প্রথম ও গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি দ্বিতীয় পুরস্কার পেয়েছে।
উৎপাদন শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। দ্বিতীয় পুরস্কার পেয়েছে সামিট পাওয়ার। তৃতীয় পুরস্কার পেয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। এ ক্ষেত্রে উৎকর্ষতার সনদ পেয়েছে এসিআই লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ ও বার্জার পেইন্টস।
গ্রামীণফোন তথ্যপ্রযুক্তি খাতের প্রথম ও একমাত্র পুরস্কারটি জিতেছে। বেসরকারি সংস্থা শ্রেণীতে প্রথম পুরস্কার জিতেছে সানজিদা ফাউন্ডেশন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্র্যাক। ব্যুরো (বিইউআরও) বাংলাদেশ এবং ঘাসফুল যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে। এ শ্রেণীতে উৎকর্ষতার সনদ পেয়েছে উদ্দীপন।
সরকারি খাতের প্রতিষ্ঠান শ্রেণীতে প্রথম পুরস্কার জিতেছে অগ্রণী ব্যাংক। রূপালী ব্যাংক পেয়েছে দ্বিতীয় পুরস্কার। আর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পেয়েছে তৃতীয় পুরস্কার।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবহির্ভূত অন্যান্য সেবা খাত এবং কৃষি খাতের কোনো কোম্পানি পুরস্কার পায়নি।
অনুষ্ঠানে জানানো হয়, সাউথ এশিয়ার ফাউন্ডেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) নির্দেশনা অনুযায়ী প্রকাশিত আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে এ পুরস্কার দেওয়া হয়েছে।

Source :http://www.prothom-alo.com/detail/date/2011-10-06/news/191459
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #77 on: October 06, 2011, 11:04:51 PM »

গত সপ্তাহে ধারবাহিকভাবে পড়েছে সূচক

গত সপ্তাহে (২-৫ অক্টোবর) লেনদেন হওয়া ৪ কার্যদিবসে ধারাবাহিকভাবে কমেছে দেশের দুই শেয়ারবাজারের সূচক। দুর্গাপূজা উপলক্ষে সপ্তাহের শেষ কার্যদিবস ৬ অক্টোবর বৃহস্পতিবার উভয় বাজারের লেনদেন বন্ধ রয়েছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৩.০৯ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩.১৫ শতাংশ। একই সঙ্গে বাজার মূলধন ও সাপ্তাহিক মোট লেনদেন কমেছে।

আগের সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) দেশের দুই শেয়ারবাজারে সূচক, বাজার মূলধন ও সাপ্তাহিক মোট লেনদেন বেড়েছিল। ওই সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৪.৫৬ শতাংশ ও সিএসইর  ১.৫৪ শতাংশ। একই সঙ্গে ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেন বাড়ে ৩৫৩ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৬৫৯ টাকা ও সিএসইর ৯৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪৫৮ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৫টির লেনদেন হয়। লেনদেন হওয়া প্র্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টির ও কমেছে ২০৪টির ও অপরিবর্তিত ছিল ৩টি প্রতিষ্ঠানের দাম। বাকি ৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়নি।

পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমে নেমে যায় ৫ হাজার ৭২৭.৮০ পয়েন্টে যা আগের সপ্তাহের চেয়ে ৩.০৯ শতাংশ বা ১৮২.৪০ পয়েন্ট কম। সার্বিক সূচক ২.৮৫ শতাংশ বা ১৪০.৭৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৮০৪.১৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১ হাজার ৩৩১ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৪২৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯১ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৯১৩ টাকা। অর্থাৎ সাপ্তাহিক মোট লেনদেন কমেছে ৩৬.৩৩ শতাংশ।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১৬ টাকায় যা আগের সপ্তাহের চেয়ে ২.৩৬ শতাংশ কম।

গত সপ্তাহে দাম বাড়ার দিক দিয়ে ডিএসইর শীর্ষ প্র্রতিষ্ঠান ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এরপরে ছিল যথাক্রমে তাল্লু স্পিনিং, চিটাগং ভেজিটেবল, রহিমা ফুড, এমবি ফার্মা, ইমাম বাটন, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিক, অরিয়ন ইনফিউশন ও ৫ম আইসিবি মি.ফা.।

দাম কমার শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ডেল্টা ব্র্যাক হাউজিং, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, ফারইস্ট ইসলামী লাইফ, গ্রামীণ ওয়ান স্কিম টু, ফার্মা এইডস, প্রিমিয়ার লিজিং, জেমিনি সি ফুড, ইউনাইটেড এয়ারওয়েজ ও লঙ্কাবাংলা ফিন্যান্স ।

এছাড়া লেনদেনের ভিত্তিতে (টাকায়) সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- লাফার্জ সুরমা, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিকস, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, মালেক স্পিনিং, ইস্টার্ন হাউজিং ও বিডি থাই অ্যালুমিনিয়াম।

অপরদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত ছিল ৯টি প্রতিষ্ঠানের দাম।

সপ্তাহজুড়ে সিএসইর সাধারণ সূচক ৩.১৫ শতাংশ কমে নেমে আসে ১০ হাজার ৩২৮.৬৩ পয়েন্টে। সার্বিক সূচক ২.৯৩ শতাংশ কমে দাঁড়ায় ১৬ হাজার ১৫৫.১৩ পয়েন্টে।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় মোট ১৮৬ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার ১৩৩ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৩৪০ কোটি ১৪ লাখ ৫ হাজার ৭৫৯ টাকা।

গত সপ্তাহে সিএসইর দাম বৃদ্ধির শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, এমবি ফার্মা, রহিমা ফুড, তাল্লু স্পিনিং, ইমাম বাটন, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিক, সাফকো স্পিনিং, মিথুন নিটিং ও প্রাইম ইন্স্যুরেন্স।

সাপ্তাহিক দাম কমার শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- লাফার্জ সুরমা, প্রিমিয়ার লিজিং, বঙ্গজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকন্ড মি.ফা., বার্জার পেইন্ট, প্রাইফ ফিন্যান্স, সালভো কেমিক্যাল ও মেট্রো স্পিনিং।

ওদিকে লেনদেনের ভিত্তিতে (টাকায়) সিএসইর সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- লাফার্জ সুরমা, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, গ্রামীণফোন, ইউসিবিএল, পিপলস লিজিং ও খুলনা পাওয়ার কোম্পানি।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=0eaba71121c8d99c0b06c0452e5d8314&nttl=2011100612295861509&toppos=1
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #78 on: October 07, 2011, 11:14:56 PM »

শেয়ারবাজারের হাল ফেরাতে দরকার সমন্বিত পদক্ষেপ

শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটে দেখা যাচ্ছে। এই দরপতন দীর্ঘস্থায়ী হওয়ায় আস্থার সংকটও দিন দিন প্রকট হচ্ছে। এই সংকট কাটাতে এখনই সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। অন্যথায়, দিন দিন পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা বাজার বিমুখ পয়ে পড়বেন বলে আশঙ্কা রয়েছে। এ থেকে উদ্ধারের জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজন বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।
গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে বড় ধরনের ধসের ঘটনা ঘটে। ১০ মাস পরও দরপতনের এই ধারা অব্যাহত রয়েছে বাজারে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণে বারবার এই দরপতন হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে আস্থার সংকট কাটেনি। তাই বাজারে আস্থা ফিরিয়ে আনতে আরও অনেক প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, অব্যাহত দরপতনের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো বর্তমানে বাজার থেকে দূরে অবস্থান করছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। আবার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেকে বিনিয়োগে আসতে পারছেন না। পুঁজি হারিয়ে অনেকে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বাজারে ধরে রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করলে লাভবান হতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছেন। তাই তাঁরা বাজারের ওপর কিছুতেই বিশ্বাস রাখতে পারছেন না। আর এখান থেকেই আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, কেনা-বেচার মধ্য দিয়ে বাজারে লেনদেন বাড়লে বোঝা যাবে, বাজারে আস্থা ফিরতে শুরু করেছে। এ ছাড়া বাজার ভালো হলে ভালো মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়লে এবং খারাপ হলে তুলনামূলক খারাপ মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম কমলে বোঝা যাবে বাজার ভালোর দিকে যাচ্ছে। এর বিপরীত বাজারের জন্য খারাপ লক্ষণ বহন করবে। তবে ধারাবাহিকভাবে বাজার বাড়বে বা ধারাবাহিকভাবে বাজার কমবে, এটা ভুল ধারণা বলে তিনি মন্তব্য করেন।
আহসানুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে খুবই কঠিন অবস্থা বিরাজ করছে। এ অবস্থার উত্তরণ করতে হলে নতুন ভালো কোম্পানি বাজারে নিয়ে আসা দরকার। একই সঙ্গে নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণও বাড়ানো প্রয়োজন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদের মতে, আস্থা ও তারল্যসংকটের কারণে শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পরে ব্যবস্থা নিলে তাতে আর কোনো কাজ হবে না।
ফখর উদ্দিন বলেন, ‘সম্প্রতি আমরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সফর করেছি। সিএসইর সদস্যদের সঙ্গে বাজারের সার্বিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। আমরা তাঁদের মতামত নিয়েছি। সেখান থেকে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। সুপারিশগুলো বাস্তবায়িত হলে সংকট অনেকাংশে কেটে যাবে।’
জানা গেছে, এসব সুপারিশের মধ্যে আছে, জেড গ্রুপের শেয়ারের লেনদেন নিষ্পত্তি হওয়ার সময় টি+৯ থেকে কমিয়ে টি+৩ করা, সব শেয়ারের ক্ষেত্রে ক্যাশ নিটিং পুরোপুরি উন্মুক্ত করা, সেটেলমেন্ট সাইকেল সহজতর করা, মার্চেন্ট ব্যাংকগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা নজরে রাখা, প্রয়োজনে নতুন মার্চেন্ট ব্যাংক খোলার অনুমতি দেওয়া, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূর করা এবং স্বচ্ছতা আনা, মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা দূর করা ও শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় টি+২ দ্রুত বাস্তবায়ন করা। এসব পদক্ষেপ নেওয়া হলে বাজারে অর্থপ্রবাহ বাড়বে বলে মনে করেন সিএসইর এই নেতা। এমনকি এতে বাজারে স্থিতিশীলতা আসবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।
এ ছাড়া ব্রোকারেজ হাউসের আরও শাখা খোলা যেতে পারে বলে মনে করেন ফখর উদ্দিন। বিনিয়োগকারীরা যেন সেখান থেকে বিনিয়োগ সম্পর্কে যথাযথ জ্ঞানার্জন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এ ব্যাপারে বাজার বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকস বিভাগের অধ্যাপক মোহাম্মাদ মুসা বলেন, বারবার দরপতনে বিনিয়োগকারীরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন। বিনিয়োগ করে লাভবান হতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা সংশয়ের মধ্যে রয়েছেন। নিয়ন্ত্রণকারী সংস্থা ও বড় খেলোয়াড়দের কাজের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকায় সমস্যা হচ্ছে। বিনিয়োগকারীরা যখন নিশ্চিত হবেন যে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন না, তখনই তাঁরা বিনিয়োগে এগিয়ে আসবেন।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাঁদের ক্রয়ক্ষমতা বাড়ানোর ব্যাপারে মত দিয়েছেন এই বিশেষজ্ঞ। এ ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলো যাতে প্রয়োজনীয় ঋণ দিতে পারে, বাংলাদেশ ব্যাংককে সেই উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। সব মিলিয়ে সব পক্ষের সমন্বিত পদক্ষেপ শেয়ারবাজারের এই ক্রান্তিকাল থেকে ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন অধ্যাপক মুসা।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-07/news/191942
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #79 on: October 08, 2011, 11:55:28 PM »
মার্চেন্ট ব্যাংকগুলো নিয়ন্ত্রণে বিধিমালার সংশোধন হচ্ছে

পুঁজিবাজার বিপর্যয়ের ঘটনা তদন্তে ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ বিধিমালা সংশোধন করা হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এই উদ্যোগ নিয়েছে। এ কাজ সম্পন্ন করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
গত বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এসইসির পরিচালক মাহবুবুল আমল ও পরিচালক জাহাঙ্গীর আলম। এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খসড়া সংশোধনী এসইসিতে জমা দিতে বলা হয়েছে।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, ‘রোববার থেকে আমরা মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালার সংশোধনের কাজ শুরু করব।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-08/news/192164
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline shibli

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 2774
  • God is only one without a second. [Upanisad 6:2]
    • View Profile
Re: Share Market News
« Reply #80 on: October 09, 2011, 10:44:15 AM »
"All of us would be better investors if we just made fewer decisions" ... ... Daniel Kahneman, Recipient of 2002 Nobel Prize in Economic Sciences
Those who worship the natural elements enter darkness (Air, Water, Fire, etc.). Those who worship sambhuti sink deeper in darkness. [Yajurveda 40:9]; Sambhuti means created things, for example table, chair, idol, etc.

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #81 on: October 09, 2011, 10:19:24 PM »

ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা

ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইডস কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১১ সমাপ্ত অর্থবছরের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, ২৪ নভেম্বর সকাল ১১টায় রাজধানী কাকরাইলের আইডিইবি ভবনে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২০ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪.৫১ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৭.৩৭ টাকা ও নেট অপারের্টি ক্যাশফ্লো ১০.৪৯ টাকা।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=39d0d502e6ef0f29515290c88295903f&nttl=2011100911184261976&toppos=3
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #82 on: October 09, 2011, 10:21:31 PM »

বিএসসির আরপিও’র আবেদন গ্রহণ শুরু

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) রোববার থেকে পুনঃগণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের আবেদনপত্র নেওয়া শুরু করেছে।

আবেদনপত্র ১৩ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। তবে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) বিনিয়োগকারীরা আবেদন পত্র জমা দিতে পারবেন ২২ অক্টোবর পর্যন্ত।

এর আগে বিএসসি আরপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে নতুন করে অর্থ সংগ্রহের আবেদন করলে গত ২৩ আগস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তা অনুমোদন করে।

এর মাধ্যমে বিএসসি ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩১৩ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। প্রতিটি শেয়ারের বিপরীতে ৪০০ টাকা প্রিমিয়ামসহ বিনিয়োগকারীদের কাছে থেকে মোট ৫০০ টাকা নেওয়া হবে। প্রতিটি লটের (পাঁচটি) জন্য বিনিয়োগকারীকে দুই হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।

বিএসসি সূত্রে জানা যায়, আরপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ৫৬৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি মালামালবাহী জাহাজ কিনবে। তবে এর মধ্যে ২৪৫  টাকা ন্রেয়া হবে কৌশলগত অংশীদারদের কাছ থেকে।

বিএসসি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর ৮৭ দশমিক ৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের এবং বাকি ১২ দশমিক ৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

গত ৫ বছরের গড়ের হিসাবে বিএসসির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৮ টাকা ৭৬ পয়সা। আর সর্বশেষ নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি মোট সম্পদের পরিমাণ (এনএভি) ২৭৮ টাকা ৯০ পয়সা।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=8ef223e3605ab2bad0469333d450fa28&nttl=2011100904114062038&toppos=1
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #83 on: October 09, 2011, 10:24:47 PM »
Date : October 09, 2011

DSI Index         4642.34784    -161.82237    -3.368373%    
General Index    5533.39132    -194.40905    -3.394131%    
 
Total Trade    Total Volume    Total Value in Taka (mn)
   95006            38009325               3247.751

Issues Advanced     Issues declined         Issues Unchanged
    20                           239                         4







« Last Edit: October 09, 2011, 10:28:36 PM by Golam Kibria »
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #84 on: October 09, 2011, 10:51:24 PM »
ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীদের একটি অংশ। বেলা পৌনে দুইটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হচ্ছে।
এ সময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। এ ছাড়া অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন বিনিয়োগকারীরা।

Source : http://www.prothom-alo.com/detail/date/2011-10-09/news/192422
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #85 on: October 11, 2011, 12:20:56 AM »
বাংলাদেশ ফান্ড ইউনিটের বিক্রি শুরু

ঢাকা ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেডের কাছে ইউনিট বিক্রির মাধ্যমে বাংলাদেশ ফান্ড ইউনিট বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর  রহমান।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ফান্ড ইউনিটের বিক্রির উদ্বোধন করেন।

ঢাকা ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেড ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকার ইউনিট ক্রয় করে।

এসময় আরও উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খাইরুল ইসলাম, আইসিবির চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=eda7ed80f43155804315545688269635&nttl=2011101005500462261&toppos=5
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #86 on: October 11, 2011, 12:24:23 AM »
ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার মূল্য ১০ টাকা হচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল) কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকা হচ্ছে। পাশাপাশি কোম্পানির শেয়ারের মার্কেট লটও পরিবর্তন করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আদেশ অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ৫০০টিতে রূপান্তর করা হবে।

এজন্য ২০ নভেম্বর সকাল ১১টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২০ অক্টোবর।

ওদিকে বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্স জানিয়েছে ১ নভেম্বর প্রতিষ্ঠানটির ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তর করবে। পাশাপাশি মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ২৫০টি করা হবে। ইজিএমে এ ব্যাপারে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=309b21599d51c4cce432b4d5ec3ab259&nttl=2011101012211162186&toppos=4
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #87 on: October 11, 2011, 12:26:12 AM »
চার কোম্পানির স্বাভাবিক লেনদেন শুরু মঙ্গলবার

রেকর্ড ডেটের পর প্রিমিয়ার লিজিং, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও জেমিনি সি ফুড কোম্পানির স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে মঙ্গলবার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের কারণে ১০ অক্টোবর সোমবার প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ রয়েছে।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=626ddccdec0c4e3858c4e1720c55c440&nttl=2011101002293062211&toppos=3
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #88 on: October 11, 2011, 12:28:25 AM »

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এদিন লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ার দর।

একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক কমেছে ১৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৫১৮ দশমিক ৮৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২৫৫কোটি ৮০লাখ ৫৫হাজার টাকার।

প্রথম কার্যদিবস রোববার ব্যাপক দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসই ও সিএসইতে সূচকের দ্রুত ওঠানামায় লেনদেন চলে।

প্রথম আধঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক কমে ৪১ ও সিএসইতে ২৫ পয়েন্ট। দ্বিতীয় ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ সূচক কমে ৩৪ ও সিএসইতে ৩৯ পয়েন্ট। তৃতীয় ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ সূচক ১৪ পয়েন্ট বাড়লেও সিএসইতে ২৬ পয়েন্ট কমে। তবে এরপর কয়েকবার উভয় বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

রোববার ডিএসইর সাধারণ সূচক কমেছিল ১৯৪ ও সিএসইর ৩৩৫ পয়েন্ট।

এদিন সূচক বেড়ে উভয় বাজারের লেনদেন শুরু হয়। প্রথম ১০ মিনিটে অর্থাৎ ১১টা ১০ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে যায়। তবে পরের ১০ মিনিটে সূচক ২১ পয়েন্ট পড়ে যায়। পরের ৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৯১ পয়েন্টে।
মাঝে বেলা ১১ টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত নিম্নমুখী ছিল সূচক। পরবর্তীতে ১২টা ২৫ থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত হারানো সূচক কিছুটা উদ্ধার হয়। তবে দুপুর দুপুর ১টা ৫ মিনিট থেকে ফের ঊর্ধ্বমুখী হলেও দিনশেষে সূচক আগের দিনের চেয়ে অতিক্রম করতে পারেনি।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইতে লেনদেন হয় ২৫৪টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ১০৩টির দাম বেড়েছে, ১৩৬টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাকি ১৫টি প্রতিষ্ঠানের দাম।

এদিন ডিএসইর সাধারণ সূচক ১৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে নেমে যায় ৫ হাজার ৫১৮ দশমিক ৮৫ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৮০লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে-  লাফার্জ সুরমা, গ্রামীণফোন, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক লি:, এমজেএল বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, ইউসিবিএল ও মালেক স্পিনিং।

অন্যদিকে, সিএসইতে ১৭০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ৩৯টির দাম বেড়েছে, ১২৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের দাম।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=5bdb8d7d74811df8a0476d2e3f09eaca&nttl=2011101011463162177&toppos=1
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com

Offline Golam Kibria

  • Hero Member
  • *****
  • Posts: 1127
  • Working for a better life
    • View Profile
    • Golam Kibria
Re: Share Market News
« Reply #89 on: October 11, 2011, 12:30:04 AM »
Date : 10 October, 2011




DSI Index         4629.83958    -12.50826    -0.2694382%    
General Index    5518.85029    -14.54103    -0.2627869%    
 
Total Trade    Total Volume    Total Value in Taka (mn)
     81847        30734299                    2558.055

Issues Advanced     Issues declined        Issues Unchanged
        103                     136                              15






« Last Edit: October 11, 2011, 12:34:05 AM by Golam Kibria »
Golam Kibria
ID:101-11-1373 (BBA)
Asst.Offic, Bangladesh Skill Development Institute
Ex.Lecturer,SEBGC
Email : golam_1373@diu.edu.bd
http://www.golamkibria.com
Mob:01843674226
Digital University: http://www.daffodilvarsity.edu.bd
Bangladeshi Poems, Novels and history: http://www.trulybangladesh.com