Faculty of Humanities and Social Science > Law
উত্তরাধিকার আইন, ১৯২৫ (THE SUCCESSION ACT, 1925) (১২৫ সনের ৩৯নং আই&
Sultan Mahmud Sujon:
অধ্যায় -নয়
ভাতা পরিশোধ এবং বণ্টন সম্পর্কে
ধারা-৩৩৮৷ উইলের দ্বারা সময় নির্ধারিত না থাকিলে ভাতার আরম্ভ৷- যেক্ষেত্রে উইলের দ্বারা ভাড়া দেওয়া হয় এবং উহা আরম্ভের তারিখ উল্লেখ না করা হয়, সেক্ষেত্রে উহা উইলকারীর মৃত্যু হইতে শুরু হইবে এবং প্রথম পরিশোধ উক্ত ঘটনার পরবর্তী এক বছর অতিবাহিত হইলে করিতে হইবে৷
ধারা-৩৩৯৷ কখন ষান্মাসিক বা মাসিক হারে ভাতা প্রদান করিতে হইবে৷-যেক্ষেত্রে ষান্মাসিক বা মাসিক ভাবে ভাতা পরিশোধ করিতে হইবে বলিয়া নির্দেশ থাকে সেক্ষেত্রে প্রথম এক চতুর্থাংশ বা উইলকারীর মৃত্যুর পরে প্রথম মাস সমাপ্তির পরে প্রথম পরিশোধ দেয় হইবে এবং নির্বাহক বা ব্যবস্থাপক উপযুক্ত মনে করিলে যখন প্রাপ্য হইবে তখন পরিশোধ করিতে হইবে কিন্তু, বছর শেষ না হওয়া পর্যন্ত নির্বাহক বা ব্যবস্থাপক উহা পরিশোধে বাধ্য থাকিবে না৷
ধারা-৩৪০৷ অনুক্রমিক পরিশোধের তারিখ যখন নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা নির্দিষ্ট দিনে প্রথম পরিশোধে নির্দেশ থাকেঃ পরিশোধের পূর্বে ভাতা গ্রহণকারীর মৃত্যু৷- (১) যেক্ষেত্রে উইলকারী মৃত্যু হইতে এক মাস কিংবা এক মাস সময়ের কোন অংশের মধ্যে কিংবা কোন নির্দিষ্ট দিনে ভাতা প্রথম পরিশোধ করিতে হইবে বলিয়া নির্দেশ থাকে, সেক্ষেত্রে যে তারিখে প্রথম পরিশোধ করিত হইবে বলিয়া নির্দেশ থাকে ঐ তারিখ অনুক্রমিক পরিশোধ করিতে হইবে৷
(২) যদি পরিশোধের সময় মধ্যে বিরোধিতা গ্রহণকারী মারা যান তাহা হইলে ভাতার বণ্টিত ভাগ তাহার প্রতিনিধিকে পরিশোধ করিতে হইবে
Sultan Mahmud Sujon:
অধ্যায়-দশ
উত্তরদায়ের জন্য প্রদত্ত তহবিলে বিনিয়োগ
ধারা-৩৪১৷ দানকৃত অর্থের বিনিয়োগ যেক্ষেত্রে সুনির্দিষ্ট নয় এইরূপ উত্তরদায়গ্রহীতা আজীবনের জন্য প্রদত্ত৷ -যেক্ষেত্রে সুনির্দিষ্ট নয় এইরূপ উত্তরদায়গ্রহীতা আজীবনের জন্য দেওয়া হয়, সেক্ষেত্রে বছরান্তে দানকৃত অর্থ সুপ্রীমকোর্ট সাধারণ বিধি দ্বারা যেমন ক্ষমতা দান করবেন বা নির্দেশ দিবেন তেমনভাবে বিনিয়োগ করিতে হইবে এবং উদ্ভূত লভ্যাংশ উত্তরদায়গ্রহীতাকে পরিশোধ করিতে হইবে৷
ধারা-৩৪২৷ সাধারণ উত্তরদায়ের বিনিয়োগ ভবিষ্যতে পরিশোধ করিতে হইবে মধ্যবর্তী সুদের বিলিব্যবস্থা৷- (১) যেক্ষেত্রে একটি সাধারণ উত্তরদায় ভবিষ্যত্ সময়ে পরিশোধিতব্য বলিয়া দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক ৩৪১ ধারায় উল্লিখিত প্রকারের সিকিউরিটিতে উহা মিটানোর জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করিতে হইবে৷
(২) মধ্যবর্তী সুদ উইলকারীর ভূ-সম্পত্তি অবশিষ্টাংশ গঠন করিবে৷
ধারা-৩৪৩৷ কোন তহবিল ভাতার সহিত চার্জকৃত কিংবা বণ্টিত না হইলে পদ্ধতি৷-যেক্ষেত্রে বার্ষিক ভাগ দেওয়া হয় এবং উহা পূরণে উহার পরিশোধের সহিত বা উইলের দ্বারা বণ্টিত না হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সরকারী ভাতা ক্রয় করিতে হইবে কিংবা যদি উক্ত কোন বার্ষিক ভাতা পাওয়া না যায়, তাহা হইলে ৩৪১ ধারায় উল্লিখিত প্রকারে সিকিউরিটিজে বার্ষিক ভাতা মিটাতে পর্যাপ্ত অর্থ উক্ত উদ্দেশ্যে বিনিয়োগ করিতে হইবে৷
ধারা-৩৪৪৷ অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতাকে শর্তসাপেক্ষ দান হস্তান্তর৷-যেক্ষেত্রে দান শর্তসাপেক্ষ হয়, সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক উত্তরদায়ের পরিমাণ বিনিয়োগ করিতে বাধ্য নয়, কিন্তু উত্তরদায় দেয় হইলে উত্তরদায় পরিশোধের জন্য তত্ কর্তৃক পর্যাপ্ত দেওয়ার ভিত্তিতে অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতাকে ভূ-সম্পত্তির অবশিষ্ট সমুদয় অংশ হস্তান্তর করিতে পারিবেন৷
ধারা-৩৪৫৷ বিশেষ সিকিউরিটিজে বিনিয়োগের নির্দেশ ব্যতীত আজীবনের জন্য দানকৃত অবশিষ্টাংশের বিনিয়োগ৷- (১) যেক্ষেত্রে উইলকারী কোন নির্দেশ ব্যতীত কোন ব্যক্তিকে আজীবনের জন্য তাহার ভূ-সম্পত্তির অবশিষ্টাংশ দান করেন, সেক্ষেত্রে ৩৪১ ধারায় উল্লেখিত প্রকারের সিকিউরিটিজে উইলকারীর মৃত্যুর সময়ে যতখানি বিনিয়োগ করা হয় নাই ততখানি অর্থে পরিণত করা যাইবে এবং উক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাইবে৷
(২) মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হইলে এই ধারা প্রযোজ্য হইবে নার
ধারা-৩৪৬৷ সুনির্দিষ্ট সিকিউরিটিজে বিনিয়োগ করিবার নির্দেশসহ দানকৃত অবশিষ্টাংশের বিনিয়োগ৷- যেক্ষেত্রে উইলকারী কোন ব্যক্তিকে সারাজীবনের জন্য তাহার ভূ-সম্পত্তির অবশিষ্টাংশ দান করেন এবং নির্দেশ দেন যে, উহা নির্দিষ্ট সিকিউরিটিজে বিনিয়োগ করিতে হইবে, সেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর সময়ে ভূ-সম্পত্তির যতখানি অংশ সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়নি ততখানি অর্থে পরিণত হইবে এবং উক্ত সিকিউরিটিকে বিনিয়োগ করিতে হইবে৷
ধারা-৩৪৭৷ রূপান্তর এবং বিনিয়োগের সময় ক্রয় পদ্ধতি৷- ৩৪৫ এবং ৩৪৬ ধারায় বর্ণিত উক্ত রূপান্তর ক্রয় বিনিয়োগ নির্বাহক বা ব্যবস্থাপক যে সময় উপযুক্ত মনে করেন ঐ সময়ে এবং পদ্ধতিতে করিতে হইবে এবং উক্ত রূপান্তর এবং বিনিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যে ব্যক্তি উক্ত তহবিলের আয়ে সাময়িকভাবে অধিকারী হইতেন ঐ ব্যক্তি বিনিয়োগ করা হয় নাই এইরূপ তহবিলের অংশবিশেষের বাজার মূল্যের উপর বার্ষিক ৪% হারে সুদ পাইবেনঃ
তবে শর্ত থাকে যে, বিনিয়োগ সম্পন্ন হওয়ার পূর্বে সুদের হার বার্ষিক ৬% হইবে যখন উইলকারী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, বা জৈন বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হন৷
ধারা-৩৪৮৷ নাবালক তাত্ ক্ষণিক পরিশোধ বা দানের দখলের অধিকারী হইলে পদ্ধতি, এবং তাহার পক্ষে ব্যক্তিকে পরিশোধের কোন নির্দেশ না থাকিলে৷- (১) যেক্ষেত্রে দানের শর্ত দ্বারা, উত্তরদায়গ্রহীতা দানকৃত পরিশোধ বা অর্থ বা দানের সরাসরি দখলের অধিকারী, কিন্তু তিনি নাবালক এবং তাহার পক্ষে অন্য কোন ব্যক্তিকে পরিশোধ করিবার জন্য উইলে কোন নির্দেশ নাই, সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক উহা জেলা আদালতে পরিশোধ কিংবা অর্পণ করিবেন, যাহার জেলা প্রতিনিধি দ্বারা প্রবেট বা ব্যবস্থাপনাপত্র উত্তরদায়গ্রহীতাকে মঞ্জুর করা হইয়াছিল যদি উত্তরদায়গ্রহীতা একজন ওয়ার্ড অব কোর্ট না হয়৷
(২) যদি উত্তরদায় গ্রহীতা কোর্ট অব ওয়ার্ড হন, তাহা হইলে উত্তরদায়টি তাহার কোর্ট অব ওয়ার্ডের হিসাবে পরিশোধ করিতে হইবে৷
(৩) জেলা আদালতে কিংবা কোর্ট অব ওয়ার্ডে উক্ত পরিশোধ উক্তভাবে পরিশোধিত অর্থের পর্যাপ্ত অব্যাহতি হইবে৷
(৪) এই ধারার অধীনে পরিশোধিত অর্থ সরকারী সিকিউরিটিজ ক্রয়ে বিনিয়োগ করিতে হইবে, যাহা সুদসহ উহাতে অধিকারী ব্যক্তিকে পরিশোধ করিতে হইবে অথবা ভিন্নভাবে তাহার কল্যাণে ব্যয় হইবে অথবা আদালত বা জজ যেমন নির্দেশ দেন তেমন হইবে৷
Sultan Mahmud Sujon:
অধ্যায়-এগার
উত্তরদায়ের লাভ এবং সুদ
ধারা-৩৪৯৷ সুনির্দিষ্ট উত্তরদায়ের লাভে উত্তরদায়গ্রহীতার স্বত্ব৷- উইলকারীর মৃত্যু হইতে সুনির্দিষ্ট উত্তরদায়ের উত্তরদায় গ্রহীতা উহার পরিমাণ লাভের অধিকারী হইবেন৷
ব্যতিক্রমঃ- শর্তসাপেক্ষ সুনির্দিষ্ট দান, উইলকারীর মৃত্যু এবং উত্তরদায় ন্যস্ততার মধ্যবর্তী সময়ে উত্তরদায়ের লাভ অন্তর্ভূক্ত করে না৷ উহার স্পষ্ট লাভ উইলকারীর ভূ-সম্পত্তির অবশিষ্টাংশ গঠন করে৷
উদাহরণ
(অ) ক, খ কে তাহার ভেড়ার পাল দান করেন৷ ক-এর মৃত্যু এবং তাহার নির্বাহকরা ভেড়া অর্পণের মধ্যে কিছু ভেড়ী শাবক জন্ম দেয়৷ উল এবং বাচ্চা খ এর সম্পত্তি৷
(আ) ক, খ কে সরকারী সিকিউরিটিজ দান করে, কিন্তু গ-এর মৃত্যু পর্যন্ত উহার অর্পণ স্থগিত রাখে৷ ক এবং গ এর মৃত্যুর মধ্যবর্তী সময়ে দেয় সুদ খ পাইবে এবং তিনি নাবালক না হইলে উহা তাহাকেই প্রদান করিতে হইবে৷
(ই) উইলকারী তাহার সরকারী প্রতিজ্ঞাপত্রের ৪% হারের সকল কিছু ক-কে দান করেন যখন তাহার বয়স ১৮ বত্সর হইবে৷ ক যদি ১৮ বছর পূর্ণ হওয়ার মধ্যবর্তী সময়ে উদ্ভূত সুদ অবশিষ্টাংশ গঠন করিবে৷
ধারা-৩৫০৷ অবশিষ্ট তহবিলের লাভে অবশিষ্টভোগী উত্তরদায় গ্রহীতার গড়৷- একটি সাধারণ অবশিষ্ট দানের অধীনে উত্তরদায়গ্রহীতা উইলকারীর মৃত্যু হইতে অবশিষ্ট তহবিলের লাভের অধিকারী হন৷
ব্যতিক্রম- একটি সাধারণ শর্তসাপেক্ষ অবশিষ্ট দান উইলকারীর মৃত্যু এবং উত্তরদায় ন্যস্ত হওয়ার মধ্যবর্তী সময়ে দানকৃত তহবিলের উপর উদ্ভূত আয় অন্তর্ভূক্ত করিবে না৷ উক্ত আয় বিলিব্যবস্থাহীন হয়৷
উদাহরণ
(অ) উইলকারী নাবলক ক কে যখন সে ১৮ বছর বয়স পূর্ণ করিবে, তাহার সম্পত্তি দান করেন৷ উইলকারী মৃত্যু হইতে আয় ক পাইবে৷
(আ) ক এর বয়স যখন ১৮ বছর হইবে শর্তে তখন ক কে উইলকারী তাহার সম্পত্তি দান করে, ক ১৮ বছর বয়স হইলে অবশিষ্ট অংশ পাইবে৷ উইলকারীর মৃত্যু হইতে উদ্ভূত আয় বিলিব্যবস্থাহীন হয়৷
ধারা-৩৫১৷ যখন সাধারণ উত্তরদায়ের পরিশোধের জন্য কোন সময় নির্দিষ্ট নয়৷- যেক্ষেত্রে সাধারণ উত্তরদায় পরিশোধের কোন নির্দিষ্ট সময় নাই, সেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ একবছর অতিক্রান্ত হইলে সুদ সৃষ্টি হইবে৷
ব্যতিক্রম- (১) যেক্ষেত্রে দানকৃত উত্তরদায় দেনা পরিশোধে পর্যাপ্ত সেইক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে সুদের সৃষ্টি হয়৷
(২) যেক্ষেত্রে উইলকারী উত্তরদায় গ্রহীতার পিতা বা অধিক দূরবর্তী পূর্বপুরুষ ছিলেন, অথবা উত্তরদায়গ্রহীতার পিতার স্থানে নিজেকে অধিষ্ঠিত করেন, সেক্ষেত্রে উত্তরদায়টি উইলকারীর মৃত্যুর পর হতে সুদ বহন করবে৷
(৩) যেক্ষেত্রে নাবালককে তাহার ভরণ-পোষণের জন্য অর্থ দান করা হয়, সেই ক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে সুদ প্রদেয় হইবে৷
ধারা-৩৫২৷ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সুদ৷- যেক্ষেত্রে সাধারণ উত্তরদায় পরিশোধের সময় নির্দিষ্ট থাকে, সেই ক্ষেত্রে উক্ত নির্ধারিত সময় হইতে সুদ শুরু হয়৷ উক্ত সময় পর্যন্ত সুদ উইলকারীর ভূ-সম্পত্তির অবশিষ্ট অংশ গঠন করে৷
ব্যতিক্রম- যেক্ষেত্রে উইলকারী উত্তরদায়গ্রহীতার কোন দূরবর্তী পূর্বপুরুষ অথবা নিজেকে উত্তরদায় গ্রহীতার পিতামাতার স্থলে নিজেকে বসান, সেইক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে উত্তরদায়ের সুদ হইবে৷ যদি না ভরণ-পোষণের জন্য উইলের মাধ্যমে নির্দিষ্ট অর্থ দেওয়া হয় অথবা যদি না উইলে বিপরীত মর্মে নির্দেশ থাকে৷
ধারা-৩৫৩৷ সুদের হার৷ উইলকারী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন বা অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি হইলে, সেই ক্ষেত্রে বার্ষিক সুদের হার ৬% হইবে৷ অন্যান্য সকল ক্ষেত্রে বার্ষিক ৪% সুদ হইবে৷
ধারা- ৩৫৪৷ উইলকারীর মৃত্যুর পর প্রথম বছরের মধ্যে বার্ষিক ভাতার উপর কোন সুদ হইবে না৷- উইলকারীর মৃত্যুর তারিখ হইতে প্রথম বছরের মধ্যে বার্ষিক ভাতার উপর কোন সুদ হইবে না, যদিও উক্ত বত্ সর অতিক্রান্ত হওয়ার পূর্বে বার্ষিক ভাতার প্রথম পরিশোধের জন্য উইলের দ্বারা সময় নির্দিষ্ট করা হয়৷
ধারা-৩৫৫৷ বার্ষিক ভাতা হ্রাসে বিনিয়োগে তাহার উপর সুদ৷ - যেক্ষেত্রে বার্ষিক ভাতা আয়ের ক্ষেত্রে নির্দিষ্ট অর্থ বিনিয়োগ হইত বলিয়া নির্দেশ থাকে, সেইক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে সুদ প্রদেয় হয়৷
Sultan Mahmud Sujon:
অধ্যায়-১২
উত্তর দায় হ্রাস
ধারা-৩৫৬৷ আদালতের আদেশ প্রদত্ত উত্তরদায় ফেরত্ দান৷-যখন একজন নির্বাহক বা ব্যবস্থাপক আদালতের আদেশে উত্তরদায় পরিশোধ করেন তখন তিনি সকল উত্তরদায় পরিশোধে অপর্যাপ্ত সম্পত্তির ক্ষেত্রে উহা ফেরতদানে উত্তরদায়গ্রহীতাকে আহবান করিতে পারিবেন৷
ধারা-৩৫৭৷ স্বেচ্ছামূলকভাবে পরিশোধের ক্ষেত্রে কোন ফেরতদান হইবে না৷ - যখন নির্বাহক বা ব্যবস্থাপক স্বেচ্ছামূলকভাবে উত্তরদায় পরিশোধ করেন তখন তিনি সকল উত্তরদায় পরিশোধে অপর্যাপ্ত সম্পত্তির ক্ষেত্রে উহা ফেরতদান উত্তরদায় গ্রহীতাকে আহবান করিতে পারিবেন না৷
ধারা-৩৫৮৷ ১৩৭ ধারার অধীনে অধিক সময় প্রদানের মধ্যে শর্তপূরণ হইলে দেয় উত্তরদায় ফেরতদান৷- যখন শর্তপূরণ ব্যতিরেকে শর্তপূরণের জন্য উইলদ্বারা নির্ধারিত সময় অতিক্রান্ত হয়, এবং নির্বাহক বা ব্যবস্থাপক উহার ফলে প্রতারণা ব্যতীত, সম্পত্তি বণ্টন করেন; উক্ত ক্ষেত্রে শর্ত পূরণের ১৩৭ ধারার অধীনে অতিরিক্ত সময় প্রদান করা হইলে এবং শর্তটি তদনুসারে পূরণ করা হইলে উত্তরদায়টি নির্বাহক বা ব্যবস্থাপকের নিকট হইতে দাবী করা যাইবে না কিন্তু যাহাদেরকে তিনি উহা পরিশোধ করিয়াছেন তাহারা উহা ফেরতদানে বাধ্য থাকিবেন৷
ধারা-৩৫৯৷ কখন প্রত্যেক উত্তরদায়গ্রহীতা আনুপাতিকভাবে ফেরতদানে বাধ্য৷- যখন নির্বাহক বা ব্যবস্থাপক উত্তরদানের সম্পত্তি পরিশোধ করেন এবং পরবর্তীতে তিনি যে দেনার সম্পর্কে তাহার কোন নোটিশ ছিল না ঐ দেনা পরিশোধ করেন, তখন তিনি প্রত্যেক উত্তরদায়গ্রহীতাকে আনুপাতিক হারে ফেরতদানের আহবান করিতে পারিবেন৷
ধারা- ৩৬০৷ সম্পত্তি বণ্টন৷ - যেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক সুপ্রীম কোর্টের দ্বারা সাধারণ বিধিবলে নির্ধারিত নোটিশ দেন কিংবা মৃত ব্যক্তির সম্পত্তির বিরুদ্ধে দাবী জানাইয়া তাহার নিকট হাইকোর্ট বিভাগ পাওনাদারের ক্ষেত্রে ব্যবস্থাপনা মামলায় যেমন পারতেন তেমন কোন নোটিশ না দেন, তাহা হইলে তিনি নোটিশে দাবী প্রেরণের জন্য উল্লিখিত সময়ের অবসানে সম্পত্তি বা উহার অংশবিশেষ বণ্টনের অধিকারী হইবেন এবং তিনি উক্ত বণ্টনের সময়ে তাহার অজ্ঞাত দাবীর জন্য উক্তভাবে বণ্টিত সম্পত্তির জন্য দায়বদ্ধ থাকিবেন নাঃ
তবে শর্ত থাকে যে, এখানে বিধৃত কোন কিছুই কোন পাওনাদার বা দাবীদারকে যে ব্যক্তিগণ উহা গ্রহণ করিতে পারিতেন ঐ ব্যক্তিগণের নিকট সম্পত্তি বা উহার অংশবিশেষ অনুসরণ করা ক্ষুণ্ণ করিবে না৷
ধারা-৩৬১৷ পাওনাদার ফেরতদানে উত্তরদায়গ্রহীতাকে আহবান করিতে পারিবেন৷- নিজের দেনা গ্রহণ করেন নাই এমন পাওনাদার উত্তরদায় পরিশোধ গ্রহন করিয়াছেন এমন উত্তরদায়গ্রহীতাকে ফেরতদানের আহবান জানতে পারিবেন, মৃত্যুর সময়ে উইলকারীর ভূ-সম্পত্তির সম্পদ দেনা এবং উত্তরদায় উভয়ই পরিশোধে পর্যাপ্ত থাকুক বা না থাকুক এবং নির্বাহক বা ব্যবস্থাপকের দ্বারা উত্তর দায়ের পরিশোধ স্বেচ্ছামূলক হোক বা না হোক৷
ধারা-৩৬২৷ ৩৬১ ধারার অধীনে ফেরতদানে সন্তুষ্ট বা বাধ্য না হইয়া যখন উত্তরদায়গ্রহীতা অন্যজন্যকে পূর্ণভাবে পরিশোধিত ফেরতদানে বাধ্য করিতে পারিবেন না৷- যদি উইলকারীর মৃত্যুর সময়ে সকল সম্পদ উত্তরদায় পরিশোধে পর্যাপ্ত থাকে তাহা হইলে উত্তরদায় গ্রহণ করেন নাই, এমন উত্তরদায়গ্রহীতা বা যিনি ৩৬১ ধারার, অধীনে ফেরতদানে বাধ্য হইয়াছেন, তিনি পূর্ণ পরিশোধ গ্রহণ করিয়াছে এমন কাউকে ফেরতদানে বাধ্য করিতে পারিবেন না, মামলাসহ বা মামলা ব্যতীত উত্তরদায় পরিশোধ করা হোক বা না হোক যদিও নির্বাহকের অপচয়ের মাধ্যমে পরবর্তীতে সম্পদের ঘাটতি দেখা যায়৷
ধারা- ৩৬৩৷ কখন অসুন্তুষ্ট উত্তরদায়গ্রহীতা দেউলিয়া হওয়া নির্বাহকের বিরুদ্ধে প্রথমে অগ্রসর হইবেন৷- যদি উইলকারীর মৃত্যুর সময়ে সকল উত্তরদায় পরিশোধে সম্পদ পর্যাপ্ত না থাকা তাহা হইলে উত্তরদায়ের পরিশোধ গ্রহণ করেন নাই এমন উত্তরদায়গ্রহীতা নির্বাহক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে যদি তিনি দেউলিয়া হন প্রথমেই অগ্রসর হইবেন কিন্তু নির্বাহক বা ব্যবস্থাপক দেউলিয়া না হইলে অসুন্তুষ্ট উত্তরদায় গ্রহীতা প্রত্যেক সন্তুষ্ট উত্তরদায়গ্রহীতাকে আনুপাতিক হারে ফেরতদানে বাধ্য করিতে পারিবেন৷
ধারা- ৩৬৪৷ একজন উত্তরদায়গ্রহীতা অন্যজনকে ফেরতদানের সীমা৷- একজন উত্তরদায়গ্রহীতা অন্যজনকে ফেরতদান সুন্তুষ্ট উত্তরদায় যতখানি কম হওয়া উচিত ততখানি অর্থের অধিক হইবেন যদি সম্পত্তি উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা হয়৷
উদাহরণ
ক, খ কে ২৪০ টাকা গ কে ৪৮০ টাকা এবং ঘ কে ৭২০ টাকা দান করে৷ সম্পদের মূল্য ১২০০ টাকা এবং উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা হইলে খ কে ২০০ টাকা গ কে ৪০০ টাকা এবং ঘ কে ৬০০ টাকা দেওয়া যাইবে৷ গ এবং ঘ, খ এর জন্য কিছু না রাখিয়া পূর্ণভাবে তাদের উত্তরদায় পরিশোধ করেন৷ খ ৮০ টাকা ফেরতদানে গ কে এবং ১২০ টাকা ফেরতদানে ঘ কে বাধ্য করিতে পারিবেন৷
ধারা-৩৬৫৷ ফেরতদান সুদ ব্যতীত হইবে৷ - সকল ক্ষেত্রে ফেরতদান সুদ ব্যতীত হইবে৷
ধারা- ৩৬৬৷ অবশিষ্টভোগী উত্তরদায়ীগ্রহীতাকে স্বাভাবিক পরিশোধের পরে অবশিষ্ট অংশ৷- দেনা এবং উত্তরদায় পরিশোধের পরে মৃত ব্যক্তির সম্পত্তি উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতাকে যখন কাউকে উইলের দ্বারা নিয়োগ করা হয় পরিশোধ করিতে হইবে৷
ধারা-৩৬৭৷ স্থায়ী নিবাসের দেশে নির্বাহক বা ব্যবস্থাপকের নিকট বণ্টনের জন্য পাকিস্তান হইতে সম্পদের হস্তান্তর৷- যেক্ষেত্রে বাংলাদেশের স্থায়ী আবাস নাই এইরূপ কোন ব্যক্তি বাংলাদেশ এবং মৃত্যুর সময়ে স্থায়ী নিবাস ছিল এইরূপ কোন দেশে সম্পদ রাখিয়া মারা যান এবং সম্পদ সম্পর্কে বাংলাদেশে প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর থাকে এবং স্থায়ী নিবাসের দেশেও থাকে সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক ৩৬০ ধারা উল্লেখিত নোটিশ প্রদানের পরে এবং নোটিশের উল্লেখিত সময় অতিক্রান্ত হওয়ার পরে তাহার অবগতির মধ্যে বৈধ দাবী অব্যাহতি দেওয়ার পরে বাংলাদেশের বাইরে বসকারী ব্যক্তগণকে মৃত ব্যক্তির সম্পত্তির উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ নিজে বণ্টনের পরিবর্তে নির্বাহক বা ব্যবস্থাপকের সম্মতিতে উক্ত ব্যক্তিগণকে বণ্টনের জন্য দিতে পারিবেন৷
Sultan Mahmud Sujon:
অধ্যায়- তের
ধ্বংসের জন্য নির্বাহক বা ব্যবস্থাপকের দায়দায়িত্ব
ধারা-৩৬৮৷ ধ্বংসের নির্বাহক বা ব্যবস্থাপকের দায়-দায়িত্ব৷- যখন নির্বাহক বা ব্যবস্থাপক মৃতের সম্পত্তির অপ্রয়োগ করেন কিংবা উহা বিনষ্ট বা ক্ষতি করেন তখন তিনি উক্ত বিনষ্ট বা ক্ষতিপূরণ দানে বাধ্য থাকিবেন৷
উদাহরণ
(অ) নির্বাহক অপ্রতিষ্ঠিত দাবী ভূ-সম্পত্তি হইতে পরিশোধ করেন৷ তিনি ক্ষতি পূরণ দিবেন৷
(আ) মৃত ব্যক্তির নোটিশ দ্বারা নবায়নযোগ্য একটি ইজারা ছিল যাহা নির্বাহক দিতে অবহেলা করেন৷ নির্বাহক উহার ক্ষতিপূরণ দানে বাধ্য৷
(ই) মৃত ব্যক্তির একটি লীজ ছিল যাহার মূল্য খাজনার চাইতে কম, কিন্তু বিশেষ সময়ে নোটিশ মূল্যে যাহা সমাপ্ত করা যায়৷ নির্বাহক নোটিশ দিতে অবহেলা করেন৷ তিনি ক্ষতিপূরণ দানে বাধ্য৷
ধারা-৩৬৯৷ সম্পত্তির কোন অংশ লাভে নির্বাহক বা ব্যবস্থাপকের অবহেলার দায়-দায়িত্ব৷- যখন নির্বাহক কিংবা ব্যবস্থাপক মৃতের সম্পত্তির কোন অংশ লাভে অবহেলা করিয়া ভূ-সম্পত্তির ক্ষতি করেন, তখন তিনি উক্ত ক্ষতিপূরণ দানে বাধ্য থাকিবেন৷
উদাহরণ
(অ) নির্বাহক মৃতের নিকট পাওনা একটি দেনা সম্পূর্ণভাবে ছেড়ে দেন৷ নির্বাহক ক্ষতিপূরণে বাধ্য থাকিবেন৷
(আ) নির্বাহক, দেনার জন্য দেনাদার দাবীটি তামাদি দোষে দুষ্ট ওজর করা সত্ত্বেও মামলা করিতে অবহেলা করেন এবং দেনাটি উহার ফলে ভূ-সম্পত্তিতে হারাইয়া যায়৷ নির্বাহক ক্ষতিপূরণ দানে বাধ্য৷
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version