Faculty of Humanities and Social Science > Law

উত্তরাধিকার আইন, ১৯২৫ (THE SUCCESSION ACT, 1925) (১২৫ সনের ৩৯নং আই&

<< < (2/9) > >>

Sultan Mahmud Sujon:
অধ্যায় -চার

বিশেষ সুবিধাপ্রাপ্ত (প্রিভিলেজড) উইল সম্পর্কে

ধারা-৬৫৷ প্রিভিলেজড উইল৷- কোন অভিযানে নিয়োজিত বা যুদ্ধে সংশ্লিষ্ট সৈনিক অথবা অনুরূপভাবে নিয়োজিত বা সংশ্লিষ্ট বৈমানিক অথবা সমুদ্রের নাবিক এমন যে কেউ, যদি তিনি ১৮ বত্সর বয়স পূর্ণ করে থাকেন, ৬৬ ধারায় বর্ণিত পদ্ধতিতে উইলের মাধ্যমে তাঁহার সম্পত্তি হস্তান্তর করিতে পারিবেন৷ এইরূপ উইলকে প্রিভিলেজড উইল বলে৷

 

উদাহরণ

(অ) কোন রেজিমেন্টের সাথে সংশ্লিষ্ট ক, একজন মেডিকেল অফিসার, সত্যিকারে কোন অভিযানে নিয়োজিত৷ তিনি প্রকৃতই কোন অভিযানে নিয়োজিত সৈনিক, আর তাই প্রিভিলেজড উইল করতে পারবেন৷

(আ) ক, সমুদ্রে অবস্থানরত কোন বাণিজ্যিক জাহাজের পার্সার (Purser), তিনি একজন নাবিক, এবং সমুদ্রে অবস্থান করায় প্রিভেলেজড উইল করতে পারবেন৷

(ই) ক, বিদ্রোহীদের বিরুদ্ধে ময়দানে যুদ্ধরত একজন সৈনিক হওয়ায় তিনি প্রকৃত পক্ষেই যুদ্ধক্ষেত্রে নিয়োজিত বলে গণ্য হন এবং সেইহেতু প্রিভিলেজড উইল করতে পারবেন৷

(ঈ) ক, একটা জাহাজের নাবিক৷ সমুদ্র যাত্রাকালে অল্প সময়ের জন্য তিনি তীরবর্তী পোতাশ্রয়ে শুয়ে আছেন৷ এই ধারার উদ্দেশ্যপূরণ কল্পে তিনি সমুদ্রের একজন নাবিক হওয়ায় প্রিভিলেজড উইল করতে পারবেন৷

(উ) নৌবাহিনীর কমান্ডদানকারী একজন এডমিরাল৷ কিন্তু তিনি তীরে বাস করেন এবং মাঝে মাঝে জাহাজে গমন করেন৷ তিনি সমুদ্রে অবস্থানকারী হিসেবে গণ্য না হওয়ায় প্রিভিলেজড উইল করতে পারবেন না৷

(ঊ) ক সামরিক অভিযানে কর্মরত একজন নাবিক, কিন্তু সমুদ্রে অবস্থানরত নয়৷ তিনি একজন সৈন্য হিসাবে গণ্য হওয়ায় প্রিভিলেজড উইল করতে পারবেন৷

 

ধারা-৬৬৷ প্রিভিলেজড উইল করার নিয়ম এবং সম্পাদনের বিধি৷-(১) প্রিভিলেজড উইল লিখিত হইতে পারিবে, অথবা মৌখিকভাবেও করা যাইবে৷

(২) প্রিভিলেজড উইলের সম্পাদন নিম্নলিখিত বিধি দ্বারা নিয়ন্ত্রিত হইবেঃ

(ক) উইলটি সম্পূর্ণভাবে উইলকারীর নিজহাতে লিখিত হইতে পারিবে৷ এইরূপ ক্ষেত্রে উহা স্বাক্ষরিত কিংবা সত্যায়িত হওয়ার প্রয়োজন নাই৷

(খ) উহা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিখিত হইতে পারিবে এবং উইলকারী কর্তৃক স্বাক্ষরিত হইতে পারিবে৷ এই ক্ষেত্রে উহা সত্যায়িত হওয়ার প্রয়োজন নাই৷

(গ) যদি হিসাবে বিবেচিত দলিলটি অন্য কোন ব্যক্তি কর্তৃক সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিখিত হয় এবং উইলকারী কর্তৃক স্বাক্ষরিত না হয়, তাহা হইলে, যদি এই মর্মে প্রমাণ করা যায় যে, উহা উইলকারীর নির্দেশে লিখিত হইয়াছে কিংবা তিনি উহা উইল হিসাবে স্বীকার করিয়াছেন, দলিলটি তাঁহার উইল হিসাবে বিবেচিত হইবে৷

(ঘ) যদি দলিল হইতে এইরূপ প্রতীয়মান হয় যে, দলিলটি উইলকারীর ইচ্ছানুযায়ী সম্পূর্ণ করা হয় নাই, তাহা হইলে উক্ত কারণে, দলিলটি উইল হিসাবে বৈধ হইবে না, এই শর্তে যে, দলিলটির অসম্পাদন দলিলে প্রকাশিত উইল সংক্রান্ত অভিপ্রায়ের পরিত্যাগ ব্যতীত যুক্তিসংগতভাবে অন্য কোন কারণ অনুমোদন করা যাইবে৷

(ঙ) যদি সৈনিক, বৈমানিক এবং নাবিকদের উইল প্রস্তুতের জন্য লিখিত নির্দেশ থাকে, কিন্তু উইল প্রস্তুত এবং সম্পাদিত হওয়ার আগে মারা যায়, তাহা হইলে ঐরূপ নির্দেশ তাঁহার উইল সৃষ্টিকারী হিসাবে বিবেচিত হইবে৷

(চ) যদি উইল প্রস্তুত করার জন্য সৈনিক, বৈমানিক কিংবা নাবিক, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মৌখিক নির্দেশ দিয়া থাকেন, এবং উক্ত নির্দেশ তাঁহার জীবদ্দশায় লিখিত হইয়া থাকে, কিন্তু উহা প্রস্তুত এবং সম্পাদনের আগেই তিনি মারা যান, তাহা হইলে উক্ত নির্দেশ তাহার উপস্থিতিতে লিখিত না হইলেও কিংবা তাহাকে পাঠ করিয়া শুনানো না হইলেও উইল বলিয়া বিবেচিত হইবে৷

(ছ) সৈনিক, বৈমানিক কিংবা নাবিক এই সময়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে তাঁহার ইচ্ছা ঘোষণার মাধ্যমে মৌখিকভাবে উইল তৈরী করিতে পারিবেন৷

(জ) মৌখিকভাবে তৈরী উইল এক মাসের অবস্থানে বাতিল হইয়া যাইবে এবং তত্পরে উইলকারী জীবিত থাকিলেও কোন প্রিভিলেজড উইল করিতে পারিবেন না৷

Sultan Mahmud Sujon:
অধ্যায়-পাঁচ

উইল সত্যায়িতকরণ, প্রত্যাহার, পরিবর্তন এবং পুর্নবহাল সম্পর্কে

ধারা-৬৭৷ সত্যায়িতকরণ সাক্ষীকে প্রদত্ত দানের ফল৷- উইল সত্যায়িতকারী কোন ব্যক্তি, কিংবা তাঁহার স্বামী বা স্ত্রীকে বিকোয়েস্ট বা চাকুরী হিসাবে প্রদত্ত কোন লাভের কারণে উইলটি অপর্যাপ্তভাবে সত্যায়িত হইয়াছে বলিয়া বিবেচিত হইবে না কিন্তু রিকোয়েস্ট বা পদ/চাকুরীটি যতদূর পর্যন্ত সত্যায়িতকারী ব্যক্তি, তাহার স্বামী বা স্ত্রী, কিংবা তাহাদের মাধ্যমে দাবীদার যে কোন সম্পর্কে হইবে তত্দূর পর্যন্ত বাতিল বলিয়া বিবেচিত হইবে৷

 

ধারা-৬৮৷ স্বার্থ থাকিবার কিংবা নির্বাহক হওয়ার কারণে সাক্ষীগণ অযোগ্য হইবেন না৷-উইলে স্বার্থ থাকা কিংবা নির্বাহক হওয়ার কারণে কোন ব্যক্তি সাক্ষী হিসাবে উইলটির সম্পাদন প্রমাণ করার কিংবা উহার বৈধতা বা অবৈধতা প্রমাণ করার অযোগ্য হইবেন না৷

 

ধারা-৬৯৷ উইলকারীর বিবাহের মাধ্যমে উইল প্রত্যাহার৷ - পদের ক্ষমতাবলে প্রস্তুত ব্যতীত প্রত্যেকটি উইল উইলকারীর বিবাহের মাধ্যমে প্রত্যাহৃত হইবে, যখন উক্ত পদের ক্ষমতা প্রযোজ্য সম্পত্তি, উক্তরূপ বন্দোবস্ত না থাকিলে তাঁহার নির্বাহক বা প্রশাসক কিংবা উইলবিহীন অবস্থার ক্ষেত্রে অধিকারী ব্যক্তির বরাবরে চলিয়া যাইত৷

ব্যাখ্যা- যখন কোন ব্যক্তি তিনি মালিক নন এমন কোন সম্পত্তির বিলিব্যবস্থা নির্ধারণ করার ক্ষমতাপ্রাপ্ত হন, তখন ঐরূপ সম্পত্তি নির্দিষ্ট করিবার ক্ষমতা তাঁহার থাকিবে৷

 

ধারা-৭০৷ আনপ্রিভিলেজড উইল বা কডিসিলের প্রত্যাহার৷- কোন আনপ্রিভিলেজড উইল বা উহার কোন অংশ, বিবাহ বা অন্যকোন উইল বা কডিসিল কিংবা উহা প্রত্যাহার করিবার জন্য কোন লিখিত ঘোষণা এবং ইতিপূর্বে সম্পাদিত হওয়ার জন্য আনপ্রিভিলেজড উইল সম্পাদনের পদ্ধতি কিংবা উহা প্রত্যাহারের ইচ্ছায় তাঁহার উপস্থিতিতে বা নির্দেশে তদকর্তৃক বা অন্যকোন ব্যক্তি কর্তৃক পুড়ে যাওয়া, ছিঁড়ে ফেলা বা অন্য কোনভাবে ধ্বংস হওয়া ব্যতীত, প্রত্যাহৃত হইবে না৷

 

উদাহরণ

(অ) ক- একটা আনপ্রিভিলেজড উইল করিয়াছেন৷ পরবর্তীতে তিনি প্রথমটির প্রত্যাহারের ইচ্ছায় অন্য আরেকটি প্রিভিলেজড উইল করিয়াছেন৷ ইহা প্রত্যাহার হইবে৷

(আ) ক- একটা আনপ্রিভিলেজড উইল করেন৷ পরবর্তীতে তিনি অন্য একটা প্রিভিলেজড উইল করিবার অধিকারী হইয়া আনপ্রিভিলেজড উইল প্রত্যাহারের ইচ্ছায় একটা প্রিভিলেজড উইল করেন৷ এটা প্রত্যাহার হইবে৷

 

ধারা-৭১৷ আনপ্রিভিলেজড উইলে বিলোপ, ইন্টার-লাইনেশন, বা পরিবর্তনের ফল৷- যতদূর পর্যন্ত কোন আনপ্রিভিলেজড উইলের শব্দাবলী বা অর্থ অপাঠ্য বা বোধগম্যহীন হয়, ততদূর পর্যন্ত ব্যতীত সম্পাদনের পরে উহাতে কোন বিলোপ, ইন্টারলাইনেশন বা পরিবর্তন ঘটানো যাইবে না, যদি না উইল সম্পাদনের জন্য ইতোপূর্বে পদ্ধতিতে উক্ত পরিবর্তন সম্পাদিত না হইয়া থাকেঃ

তবে শর্ত থাকে যে, উক্তরূপে পরিবর্তিত উইল যথোপযুক্তভাবে সম্পাদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি উইলের শেষ প্রান্তে বা মাঝের কোন অংশে বা উক্ত পরিবর্তনের বিপরীতে বা নিকটে বা উক্ত পরিবর্তনের উল্লেখকারী স্মারকের শেষে বা বিপরীতে উইলকারীর স্বাক্ষর এবং সাক্ষীর নাম সই দেওয়া হয় এবং উইলের শেষে বা অন্য কোন অংশে লিখিত হয়৷

 

ধারা-৭২৷ প্রিভিলেজড উইল বা কডিসিলের প্রত্যাহার৷- একটা প্রিভিলেজড উইল বা কডিসিল কোন আনপ্রিভিলেজড উইল বা কডিসিলের মাধ্যমে অথবা উহা প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করিয়া কোন কার্যের মাধ্যমে প্রত্যাহার করা যাইবে এবং প্রিভিলেজড উইলের বৈধতা দেওয়ার পর্যাপ্ত আনুষ্ঠানিকতাও উহার সহিত থাকিতে হইবে৷ আবার উহা প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করিয়া উইলকারীর দ্বারা অথবা তাঁহার উপস্থিতিতে এবং নির্দেশে কোন ব্যক্তির দ্বারা পুড়িয়ে, ছিড়ে ফেলে কিংবা অন্য কোনভাবে ধ্বংস করিয়াও প্রত্যাহার করা যাইবে৷

ব্যাখ্যা - প্রিভিলেজড উইলকে বৈধতা দান করার পর্যাপ্ত আনুষ্ঠানিকতা সংযোগে কার্যদ্বারা প্রিভিলেজড উইল বা কডিসিলের প্রত্যাহারার্থে উক্ত কার্য করিবার সময় উইলকারীকে প্রিভিলেজড উইল করিবার অবস্থানে থাকিবার প্রয়োজন নাই৷

ধারা-৭৩৷ আন প্রিভিলেজড উইলের পুনর্বহাল৷- (১) প্রত্যাহার করা হইয়াছে এমন কোন আন প্রিভিলেজড উইল বা কডিসিল বা উহার কোন অংশবিশেষ উহার পুন সম্পাদন, কিংবা কডিসিল সম্পাদিত হবার পূর্বোক্ত পদ্ধতি এবং উহা পুনর্বহালের ইচ্ছা প্রকাশ ব্যতীত অন্য কোনভাবে পুনর্বহাল করা যাইবে না৷

(২) যখন আংশিকভাবে প্রত্যাহার করা হইয়াছে এবং পরবর্তীতে সস্পূর্ণভাবে প্রত্যাহার করা হইয়াছে এইরূপ কোন উইল বা কডিসিল পূনর্বহাল করা হয়, তখন এইরূপ পুনঃপ্রচলন সম্পূর্ণ অংশের প্রত্যাহারের পূর্বে যতখানি প্রত্যাহার করা হইয়াছে ততখানি পর্যন্ত সম্প্রসারিত হইবে; উক্ত উইল বা কডিসিলের মাধ্যমে বিপরীত মর্মে কোন ইচ্ছা প্রমাণিত না হইলে৷

Sultan Mahmud Sujon:
অধ্যায় -ছয়

উইলের ব্যাখ্যা সম্পর্কে

ধারা-৭৪৷ উইলের শব্দ৷- উইলে কোন টেকনিক্যাল শব্দ বা কলা সম্পর্কিত পদ ব্যবহৃত হইবে এইরূপ প্রয়োজন নাই, তবে শুধুমাত্র উইল হইতে উইলকারীর ইচ্ছা জানা যায় এইরূপ শব্দ ব্যবহার করিতে হইবে৷

ধারা-৭৫৷ উইলের উদ্দেশ্য বা বিষয় সম্পর্কে প্রশ্ন নির্ণয়ে তদন্ত৷- উইলের ব্যবহৃত কোন শব্দাবলীর মাধ্যমে কোন ব্যক্তি বা কোন সম্পত্তি নির্দেশ করা হইয়াছে৷ এতদবিষয়ে প্রশ্নের নিষ্পত্তিকল্পে আদালত উক্ত উইলের অধীনে স্বার্থ আছে বলিয়া দাবীদার ব্যক্তি সম্পর্কিত প্রত্যেকটি প্রাসঙ্গিক ঘটনা/বিষয়, বিলি ব্যবস্থার বিষয় হিসাবে দাবীকৃত সম্পত্তি, উইলকারী এবং তাহার পরিবারের অবস্থা এবং উইলকারী ব্যবহার করিয়াছে এইরূপ শব্দের সঠিক প্রয়োগ সহায়তা করিতে পারে৷ এইরূপ প্রত্যেকটি ঘটনার অবগতি সম্পর্কে তদন্ত করিবে৷

 

উদাহরণ

(অ) ক- উইলের মাধ্যমে তাঁহার জ্যেষ্ঠ সন্তানকে অথবা তাহার কনিষ্ঠ নাতী/নাতনীকে অথকা তাঁহার চাচাতো বোন মেরীকে দান করেন৷ উইলের বর্ণনা কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য উহা নিষ্পত্তিকল্পে আদালত তদন্ত করিতে পারিবে৷

(আ) ক, উইলের মাধ্যমে খ কে ''ব্লাক একর'' নামে আমার ভূ-সম্পত্তি দান করেন৷ উইলের বিষয়বস্তু কি উহা নির্ণয় করার উদ্দেশ্যে অর্থাত্ উইলকারী কোন ভূ-সম্পত্তিকে ব্লাক একর বলেন উহা নির্ণয় করার উদ্দেশ্যে সাক্ষ্য গ্রহণ করা আবশ্যক হইবে৷

(ই) ক, খ কে উইলের মাধ্যমে ''গ-এর নিকট হইতে আমি ক্রয়কৃত সম্পত্তি'' দান করেন৷ কোন সম্পত্তি খ-এর নিকট হইতে গ ক্রয় করিয়াছেন উহা নির্ণয়ে সাক্ষ্য গ্রহণ করা যাইবে৷

ধারা-৭৬৷ উদ্দেশ্যের ভ্রান্ত ব্যাখ্যা বা ভ্রান্ত বর্ণনা৷- (১) যেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা বা উত্তরদায়গ্রহীতার শ্রেণীকে বর্ণনা করার জন্য উইলে ব্যবহৃত শব্দাবলীর অর্থ কি এইরূপ বুঝানো হয়, সেক্ষেত্রে নামের বর্ণনায় বিদ্যমান কোন ভুল উত্তরদায় কার্যকর হইতে বিরত থাকিবে না৷

(২) উত্তরদায়গ্রহীতার নামে ভুল তাহাকে বর্ণনার দ্বারা এবং উত্তরদায়গ্রহীতার বর্ণনায় ভুল নামের দ্বারা সংশোধন করা যাইবে৷

 

উদাহরণ

(অ) ক-একটি উত্তর দায় ''আমার ভাই জনের দ্বিতীয় পুত্র থমাসকে'' উইল করিয়া দিলেন৷ উইলকারীর একটিমাত্র ভাই ছিল জন নামে যাহার থমাস নামে কোন সন্তান নেই৷ কিন্তু উইলিয়াম নামে দ্বিতীয় পুত্র আছে৷ উইলিয়াম উক্ত উত্তরদায় পাইবে৷

(আ) ক, ''আমার ভাই জনের দ্বিতীয় পুত্র থমাস'' কে উত্তরদায় উইল করিয়া দেন৷ উইলকারী জন নামে একটিমাত্র ভাই আছে, যাহার প্রথম সন্তানের নাম থমাস এবং দ্বিতীয় পুত্রের নাম উইলিয়াম৷ থমাস উত্তরদায় পাইবে৷

(ই) উইলকারী তাঁহার সম্পত্তি ''গ-এর বৈধ সন্তান ক, এবং খ কে'' উইল করিয়া দিলেন৷ গ-এর কোন বৈধ সন্তান নেই, তবে ক ও খ নামে দুইটি অবৈধ সন্তান আছে৷ অবৈধ হইলে দানটি ক ও খ-এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷

(ঈ) উইলকারী তাহার অবশিষ্ট ভূ-সম্পত্তি ''আমার ৭ সন্তানের মধ্যে ভাগ হইবে'' এই মর্মে উইল করেন এবং নাম উল্লেখ করার সময় কেবলমাত্র ৬ জনের নাম উল্লেখ করেন৷ এই বিচ্যুতি ৭ম সন্তানকে অন্যান্যদের সহিত তাহার অংশ নিতে প্রতিহত করিবে না৷

(উ) উইলকারীর ৬ জন নাতি-নাতনী বর্তমান থাকাকালে ''আমরা ৬ নাতি-নাতনীকে'' উইল করিয়াছেন এবং তাদের খ্রীস্টীয় নামে উল্লেখের সময় একজনকে একেবারেই বাদ দিয়া আরেকজনের নাম দুইবার উল্লেখ করেন৷ যাহার নাম উল্লেখ করা হয় নাই তিনি অন্যান্যাদের সহিত অংশ পাইবেন৷

(ঊ) উইলকারী ''ক-এর তিন সন্তানের প্রত্যেককে ১০০০ টাকা'' উইল করিয়া দেন৷ উইলের তারিখে ক-এর ৪ সন্তান আছে৷ উইলকারীর মৃত্যুর পূর্বে থাকিলে ৪ সন্তানের প্রত্যেকে ১০০০ টাকা পাইবে৷

 

আলোচনা

উইলে নামে বা বর্ণনায় কোন ভুল থাকলে পরে সেটা সংশোধন করা যাবে৷ তার জন্য উত্তরদায় অকার্যকর হবে না (Murari Lal Vs. Kundar Lal, 31 Au. 330).

 

ধারা-৭৭৷ কখন শব্দাবলী সরবরাহ করা যাইবে৷- যেক্ষেত্রে অর্থের পূর্ণ অভিব্যক্তির ক্ষেত্রে প্রাসঙ্গিক কোন শব্দ বাদ পড়ে যায়, যেক্ষেত্রে প্রসঙ্গ দ্বারা উহা সরবরাহ করা যাইবে৷

 

উদাহরণ

উইলকারী তাহার কন্যা ক-কে ৫০০ টাকা এবং কন্যা খ-কে ৫০০ টাকা উইল করিয়া যান৷ ক, ৫০০ টাকার দানটি গ্রহণ করিবে৷

 

ধারা-৭৮৷ বিষয় বর্ণনার ভ্রান্ত বিবরণের বাতিল৷- যে বিষয়টি উইলকারী ধার্য করিতে চাহেন যদি ঐ বিষয়টি উইলে প্রদত্ত বিবরণ হইতে পর্যাপ্তভাবে চিহ্নিত করা যায়, কিন্তু বর্ণনার কিছু অংশ প্রযোজ্য না হয়, তাহা হইলে বর্ণনার উক্ত অংশ ভ্রান্ত হিসাবে বাতিল হইবে এবং দানটি বলবত্ হইবে৷

 

উদাহরণ

(অ) ক, খ কে ''ঠ এ অবস্থিত এবং ব-এর দখলে থাকা আমার জলাভূমি'' উইলমূলে দান করেন৷ উইলকারীর ঠ-এর জলাভূমি আছে কিন্তু ব-এর দখলে কোন জলাভূমি নেই৷ ''ব-এর দখলে'' শব্দগুলো ভ্রান্ত হিসাবে বাদ যাইবে এবং ঠ-এ অবস্থিত জলাভূমি উইলমূলে হস্তান্তরিত হইবে৷

(আ) উইলকারী ''রামপুরের আমার জামিনদারী'' ক-কে উইলমূলে দান করেন৷ রামপুরে তাহার একটা ভূ-সম্পত্তি ছিল, কিন্তু সেটা তালুক, জামিনদারী নয়৷ উইলমূলে তালুকটি হস্তান্তরিত হইবে৷

 

ধারা-৭৯৷ বর্ণনার কোন অংশ ভ্রান্ত হিসাবে বাতিল হইবে না৷- উইলকারী যে বিষয় উইলমূলে দান করিতে চাহেন ঐ বিষয়ের বর্ণনামূলক হিসাবে কোন উইলে যদি কতিপয় অবস্থার উল্লেখ থাকে, এবং উক্ত অবস্থা বিদ্যমান তাহার এইরূপ সম্পত্তি থাকে, তাহা হইলে দানটি উক্ত সম্পত্তির ক্ষেত্রে সীমাবদ্ধ বলিয়া গণ্য হইবে এবং বর্ণনার কোন অংশ ভ্রান্ত হিসাবে বাতিল করা আইনসঙ্গত হইবে না৷ কারণ উইলকারীর অন্য সম্পত্তি ছিল যাহাতে বর্ণনার ঐরূপ অংশ প্রযোজ্য হয় না৷

ব্যাখ্যা- কোন বিষয় এই ধারার অর্থানুসারে পড়ে কিনা তাহা বিচারে ৭৮ ধারার অধীনে বাতিল হইবে৷ এইরূপ শব্দাবলী উইল হইতে বাদ দেওয়া হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

 

উদাহরণ

(অ) ক, খ-কে ''ঠ-এ অবস্থিত এবং ব-এর দখলে থাকা আমার জলাভূমি'' খ কে উইলমূলে দান করে৷ উইলকারীর ঠ-এ জলাভূমি ছিল যাহার কিছু অংশে দখলে ব ছিল, কিছু অংশের দখলে ব ছিল না৷ দানটি ব-এর দখলে থাকা এবং ঠ-এ অবস্থিত জলাভূমির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকিবে৷

(আ) ক, খ কে ''ঠ-এ অবস্থিত এবং ব-এর দখলে থাকা আমার ১০০০ বিঘার জলাভূমি'' উইলমূলে হস্তান্তর করেন৷ উইলকারীর ঠ-এ জলাভূমি ছিল, যাহার কিছু অংশের দখল ছিল ব-এর এবং কিছু অংশ ব-এর দখলে ছিলনা৷ পরিমাপটি দুইটা জলাভূমির যেকোনটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে অপ্রযোজ্য হইবে৷ পরিমাপটা উইল হইতে বাদ যাইবে বলিয়া গণ্য হইবে এবং ব-এর দখলে থাকা ঠ-এ অবস্থিত জলাভূমিই শুধুমাত্র উইলমূলে হস্তান্তরিত হইবে৷

 

ধারা-৮০৷ মূল দ্ব্যর্থতার ক্ষেত্রে বাহ্যিক সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে৷- যেক্ষেত্রে উইলের শব্দাবলী দ্ব্যর্থহীন নয়, কিন্তু বাহ্যিক সাক্ষে দেখা যায় যে, ঐগুলো প্রয়োগযোগ্য এবং উহার একটা উইলকারী ঐরূপ ইচ্ছা করিয়াছিল, সেক্ষেত্রে বাহ্যিক সাক্ষ্য ঐ শব্দগুলোর কোনগুলো সম্পর্কে ইচ্ছা ব্যক্ত করা হয়েছিল সে সম্পর্কে বিবেচনায় আনা যাইবে৷

 

উদাহরণ

(অ) একজন লোকের মেরী নামে ২ জন চাচাতো/খালাতো বোন আছে৷ তিনি ''আমার চাচাতো/খালাতো বোন মেরী'' কে কিছু অর্থ উইলমূলে দান করেন৷ দেখা যায় যে, দুইজন ব্যক্তির প্রত্যেকে উইলে বর্ণনা দিচ্ছেন৷ অতএব, উক্ত বর্ণনা দুইটি দরখাস্তের বিষয় হয় যাদের একটি উইলকারী ইচ্ছা করেছিল৷ দরখাস্ত দুইটির কোনটি সম্পর্কে উইলকারী ইচ্ছা করেছিল যে সম্পর্কে সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে৷

(আ) ক-উইলের মাধ্যমে খ-কে ''সুলতানপুর খুরদ'' নামে আমায় ভূ-সম্পত্তি দান করেন৷ এর থেকে এইরূপ প্রতীয়মান হয় যে, সুলতানপুর খুরদ নামে তার দুইটি ভূ-সম্পত্তি ছিল৷ ক কোন ভূ-সম্পত্তি উইলমূলে দান করিতে চাহিয়াছিলেন যে সম্পর্কে সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে৷

 

আলোচনা

সম্পূর্ণ উইল থেকেই উইলকারীর ইচ্ছা অনুমান করা যায়৷ তা সেটা ঘটনাগত প্রশ্ন, আইনগত প্রশ্ন নয়৷ তবে উইলে দ্ব্যর্থতা থাকলে অন্তর্নিহিত সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না৷

 

ধারা-৮১৷ মূল দ্ব্যর্থতা বা ত্রুটির ক্ষেত্রে স্বাভাবিক সাক্ষ্য অগ্রহণযোগ্য হইবে৷- যেক্ষেত্রে উইলে দ্ব্যর্থহীনতা বা ত্রুটি থাকে, সেক্ষেত্রে উইলকারীর ইচ্ছা সম্পর্কে কোন স্বাভাবিক সাক্ষ্য দেওয়া যাইবে না৷

 

উদাহরণ

(অ) একজন লোকের ক্যারোলিন নামে একজন চাচী/খালা এবং মেরী নামে একজন চাচাতো/খালাতো বোন আছে; কিন্তু মেরী নামে কোন চাচী/খালা নেই৷ তিনি উইলমূলে ''আমার চাচী/খালা ক্যারোলীনকে'' ১০০০ টাকা এবং ''আমার চাচাতো বোন/খালাতো বোন মেরীকে'' ১০০০ টাকা দান করেন এবং পরবর্তীতে ''আমার পূর্বোল্লিখিত চাচী/খালা মেরীকে'' ১০০০ টাকা দান করেন৷ উইলে প্রদত্ত বর্ণনা প্রযোজ্য হয় এইরূপ কোন ব্যক্তি নাই; এবং ''আমার পূর্বোক্ত চাচী/খালা বলতে কাকে বুঝানো হয় সে সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া যাইবে না৷ ৮৯ ধারার অধীনে অনিশ্চতার কারণে উইলমূলে দানটি অবৈধ৷

(আ) উত্তরদায়গ্রহীতার নামের স্থান খালি স্থান রেখে ক-১০০০ টাকা উইলমূলে দান করেন৷ উইলকারী ঐ ফাঁকা জায়গায় কার নাম বসাতে চেয়েছিলেন সে সম্পর্কে কোন সাক্ষ্য দেওয়া যাইবে না৷

(ই) ক, খ কে ............... টাকা বা ......... তাহার ভূ-সম্পত্তি উইলমূলে দান করেন৷ কি পরিমান অর্থ বা কোন ভূ-সম্পত্তি উইলকারী উল্লেখ করিতে চাহিয়াছিলেন সে সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে না৷

 

ধারা-৮২৷ সমস্ত দফা হইতে সংগৃহিতব্য দফার অর্থ৷- উইলে কোন দফার অর্থ সম্পূর্ণ দলিল হইতে সংগ্রহ করিতে হইবে এবং একে অন্যের বরাতে উহার সকল অংশ ব্যাখ্যা করিতে হইবে৷

 

উদাহরণ

(অ) উইলকারী খ-কে ক-এর মৃত্যুতে একটা সুনির্দিষ্ট তহবিল বা সম্পত্তি দেন এবং পরবর্তী দফার মাধ্যমে তাহার সমুদয় সম্পত্তি ক-কে দেন৷ কতিপয় দফা একত্র করিলে তার ফল এইরূপ হইবে যে, সুনির্দিষ্ট তহবিল বা সম্পত্তি ক-এর জীবদ্দশায় ক-এর উপরে এবং তাহার মৃত্যুর পরে খ-এর উপর ন্যস্ত হইবে৷ খ-এর বরাবরে উইলমূলে দান হইতে এইরূপ প্রতীয়মান হয় যে, উইলকারী শব্দগুলো সংকুচিত অর্থে ব্যবহার করিয়াছিলেন যাহাতে তিনি কোন সম্পত্তি বা তহবিল ক-কে দিবেন বর্ণনা করা হইয়াছে৷

(আ) উইলকারী তাঁহার সমুদয় ভু-সম্পত্তি খ-কে উইলমূলে ভাগ করে দেন যাহার একটা অংশকে বলা হয় ব্ল্যাক একর'' এবং তাঁহার উইলের অন্য অংশে খ-কে ব্ল্যাক একর দেন৷ পরবর্তী দানটি প্রথম দানের ব্যতিক্রম হিসাবে এমনভাবে পড়িতে হইবে যাহাতে ''আমি ব্ল্যাক একর খ-কে এবং আমার ভূ-সম্পত্তির অবশিষ্টাংশ ক-কে দিলাম'' এইরূপ বুঝা যায়৷

 

ধারা ৮৩৷ কখন শব্দাবলী সংকুচিত অর্থে এবং স্বাভাবিকের চেয়ে ব্যাপক অর্থে বুঝিতে হইবে৷- সাধারণ শব্দাবলী সংকুচিত অর্থে বুঝিতে হইবে, যেক্ষেত্রে উইল হইতে এইরূপ সংগ্রহ করা যায় যে, উইলকারী উক্ত শব্দাবলী সংকুচিত অর্থেই ব্যবহার করিতে চাহিয়াছিলেন এবং স্বাভাবিক অর্থের চেয়ে শব্দাবলীকে ব্যাপক অর্থে বুঝিতে হইবে যেক্ষেত্রে উইলের অন্যান্য শব্দাবলী হইতে এমন সংগ্রহ করা যাইবে যে, উইলকারী উহা ঐরূপ ব্যাপক অর্থে ব্যবহার করিতে চাহিয়া ছিলেন৷

 

উদাহরণ

(অ) একজন উইলকারী ক-কে ''খ-এর দখলে আমার ফার্ম এবং গ কে ''ছ-এ অবস্থিত আমার সকল জলা জমি'' দেন৷ খ-এর দখলে থাকা ফার্মের একটা অংশ ঠ-এ অবস্থিত জলাভূমি এবং ঠ-এ উইলকারীর অন্যান্য জলাভূমিও ছিল৷ ''ঠ-এ অবিস্থত আমার সকল জলাভূমি'' এই সাধারণ শব্দগুলো ক-এর বরাবরে দান দ্বারা সংকুচিত ক ঠ-এ অবস্থিত ফার্মের অংশসহ খ-এর দখলে থাকা সমুদয় ফার্ম গ্রহণ করেন৷

(আ) উইলকারী (জাহাজে অবস্থানরত একজন নাবিক) তাঁহার মাকে তাঁহার সোনার আংটি, এবং পোষাকের বোতাম এবং বক্ষদেশ এবং তাঁহার বন্ধুকে (তাঁহার জাহাজ সঙ্গী) একটা লাল বাক্স, একটা ক্লাস্প লাইফ (Clasp Knife) এবং পূর্বে উইলমূলে দান করা হয়নি এমন সকল জিনিস৷ এই উইলমূলে দান দ্বারা বাড়িতে উইলকারীর অংশ ক-এর বরাবরে হস্তান্তরিত হইবে না৷

(ই) ক-উইলমূলে খ-কে তাঁহার গৃহের সকল আসবারপত্র, প্লেট, লিনেন, চায়না, বই, ছবি এবং অন্যান্য প্রকার সকল পণ্য দান করেন এবং পরে খ-কে তাঁহার সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ দান করেন৷ প্রথম উইলমূলে দান করা খ উইলকারীর একই প্রকৃতির দ্রব্যসামগ্রী পাইবার অধিকার হইবেন৷

 

ধারা-৮৪৷দুইটি সম্ভাব্য ব্যাখ্যার কোনটি অগ্রাধিকার পাইবে৷- যেক্ষেত্রে একটা দফার দুইটি অর্থ গ্রহণযোগ্য যাহার একটির প্রভাব/ফল থাকে এবং অন্যটির কিছুই থাকে না, সেক্ষেত্রে প্রথমটি অগ্রাধিকার পাইবে৷

 

ধারা-৮৫৷ যুক্তিসংগতভাবে ব্যাখ্যা করা হইলে কোন অংশ বাতিল হইবে না৷- যুক্তি সংগত ব্যাখ্যা আরোপ সম্ভব হইলে একটা উইলের কোন অংশ অর্থহীন হিসাবে বাতিল হইবে না৷

 

ধারা-৮৬৷ উইলের বিভিন্ন অংশে দ্বিত্ব শব্দের ব্যাখ্যা৷- একই উইলের বিভিন্ন অংশে একই শব্দের ব্যবহার ঘটিলে, বিপক্ষ কিছু প্রমাণিত না হইলে, উহা সর্বত্র একই অর্থে ব্যবহৃত হইয়াছে মর্মে- ধরিয়া নিতে হইবে৷

 

ধারা-৮৭৷ যতদূর সম্ভব উইলকারীর ইচ্ছা কার্যকর করিতে হইবে৷- উইলকারীর ইচ্ছা বাতিল করা যাইবে না কারণ উহা পূর্ণভাবে কার্যকর করা যাইবে না৷ কিন্তু যতদূর সম্ভব কার্যকর করিতে হইবে৷

 

উদাহরণ

উইলকারী মৃত্যু শয্যায় উইলমূলে তাঁহার সকল সম্পত্তি গ, ঘ কে দান করেন এবং তাঁহার মৃত্যুর পরে নির্দিষ্ট একটা হাসপাতালকে উহা দান করেন৷ উইলকারীর ইচ্ছা পূর্ণভাবে কার্যকর হবে না কারণ ১১৮ ধারার অধীন হাসপাতাল বরাবরে দানটি অবৈধ, কিন্তু উহা গ, ঘ-এর বরাবরে কার্যকর হইবে৷

 

ধারা-৮৮৷ সর্বশেষ দুইটি অসামঞ্জস্য দফা বলবত্ থাকিবে৷ - যেক্ষেত্রে দুইটি দফা বা উইলের দান পরস্পর অসামঞ্জস্য হওয়ার কারণে তাহারা পরস্পর একত্রে অবস্থান করিতে পারে না, সেক্ষেত্রে সর্বশেষটি বলবত্ থাকিবে৷

 

উদাহরণ

(অ) উইলকারী উইলের প্রথম দফার মাধ্যমে ক-কে রংপুরের সম্পত্তি এবং সর্বশেষ দফার মাধ্যমে উহা খ-কে দান করেন৷ সম্পত্তিটি খ পাইবে৷

(আ) যদি একজন ব্যক্তি উইলের শুরুতেই তাঁহার বাড়ী ক-কে এবং উইলের শেষে নির্দেশ দেন যে বাড়ীটি বিক্রয় করিয়া লভ্যাংশ খ-এর কল্যাণার্থে বিনিয়োগ করিতে হইবে৷ এক

Sultan Mahmud Sujon:
উদাহরণ

(অ) উইলমূলে একটা দান করা হয়-

    ক এবং তাহার সন্তানদেরকে,

    ক এবং তাহার বর্তমান স্ত্রীর সন্তানদেরকে,

    ক এবং তাহার উত্তরাধিকারীদেরকে,

    ক এবং তাহার শরীরের উত্তরাধিকারীদেরকে,

    ক এবং তাহার শরীরের পুরুষ উত্তরাধিকারীদেরকে,

    ক এবং তাহার শরীরের মহিলা উত্তরাধিকারীদেরকে,

    ক এবং তাহার সন্তানকে,

    ক এবং তাহার পরিবারকে,

    ক এবং তাহার বংশধরদেরকে,

    ক এবং তাহার প্রতিনিধিদেরকে,

    ক এবং তাহার ব্যক্তিগত প্রতিনিধিদেরকে,

    ক এবং তাহার নির্বাহক এবং প্রশাসকদেরকে৷

উক্তক্ষেত্রে প্রত্যেকটিতে সম্পত্তিতে উইলকারীর সমুদয় স্বার্থ ক গ্রহণ করে৷

(আ) ক এবং তাহার ভাইকে উইলমূলে দান করা হয়৷ ক এবং তাহার ভাই যৌথভাবে উত্তরদায়ে অধিকারী৷

(ই) সারা জীবনের জন্য ক কে এবং তাহার মৃত্যুর পরে তাঁহার সন্তানকে উইলমূলে দান করা হয়৷ ক-এর মৃত্যুতে ক-এর সন্তানের বর্ণনাদানকারী সকল ব্যক্তিগণের প্রত্যেকে সমান অংশ সম্পত্তি পাইবে৷

 

ধারা-৯৮৷ শুধুমাত্র সাধারণ বর্ণনাধীন ব্যক্তি-শ্রেণীকে উইলমূলে দান৷- যেক্ষেত্রে শুধুমাত্র সাধারণ বর্ণনাধীন ব্যক্তিশ্রেণীকে উইলমূলে দান করা হয়, সেক্ষেত্রে বর্ণনার শব্দাবলী তাহাদের সাধারণ অর্থে প্রযোজ্য হয় না, এইরূপ কোন ব্যক্তি উত্তরদায় গ্রহণ করিবে না৷

 

ধারা-৯৯৷ শব্দের ব্যাখ্যা৷- একটি উইলে-

(ক) ''ছেলেমেয়ে'' শব্দটি যে ব্যক্তির ''ছেলেমেয়ে'' সম্পর্কে বলা হয় প্রথম ধাপে ঐ ব্যক্তির কেবলমাত্র সরাসরি বংশধরদের ক্ষেত্রে প্রযোজ্য হয়;

(খ) ''নাতি-নাতনী'' শব্দটি যে ব্যক্তির নাতি-নাতনী সম্পর্কে বলা হয় দ্বিতীয় ধাপে ঐ ব্যক্তির কেবলমাত্র সরাসরি বংশধরের ক্ষেত্রে প্রযোজ্য হয়;

(গ) ''ভাইপো'' এবং ''ভাইঝি'' শব্দ দুইটি কেবলমাত্র ভাই বা বোনের ছেলে-মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়;

(ঘ) ''চাচাতো/খালাতো বোন'' বা প্রথম চাচাতো/ ''খালাতো বোন'' বা ''কাজিন জার্মান'' যে ব্যক্তির ''চাচাতো/ খালাতো বোন বা প্রথম চাচাতো/খালাতো বোন বা কাজিন জার্মান সম্পর্কে বলা হয় ঐ ব্যক্তির পিতা বা মাতার ভাই বোনের সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হয়;

(ঙ) একবার দূরীভূত ''প্রথম খালাতো/চাচাতো বোন'' শব্দাবলী যে ব্যক্তির প্রথম চাচাতো/খালাতো বোন সম্পর্কে বলা হয়, ঐ ব্যক্তির পিতামাতারা কাজিন-জার্মানদের ক্ষেত্রে বা কাজিন জার্মানদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হয়;

(চ) ''দ্বিতীয় চাচাতো/খালাতো বোন'' শব্দাবলী যে ব্যক্তির ছেলেমেয়ে সম্পর্কে বলা হয় ঐ ব্যক্তির দাদা বা দাদীর ভাই বা বোনের নাতি-নাতনীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়;

(ছ) ''সন্তান'' এবং ''বংশধর'' শব্দাবলী যে ব্যক্তির সন্তান বা বংশধর সম্পর্কে বলা হয় ঐ ব্যক্তির কেবলমাত্র সরাসরি সকল বংশধরের ক্ষেত্রে প্রযোজ্য;

(জ) রক্ত সম্পর্কীয় প্রকাশক শব্দাবলী আপন এবং সত্সম্পর্কের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হয়৷

সম্পর্ক প্রকাশকারী সকল শব্দাবলী মাতৃগর্ভে সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য, যে পরবর্তীতে জন্মগ্রহণ করে৷

 

ধারা-১০০৷ সম্পর্ক প্রকাশকারী শব্দাবলী কেবলমাত্র বৈধ সম্পর্ককে নির্দেশ করে বা উক্ত সম্পর্ক না থাকিলে খ্যাত বৈধ নির্দেশ করে৷- উইলে বিপরীত মর্মে কোন ইঙ্গিতের অবর্তমানে ''সন্তান'' শব্দটি বা ''ছেলে'' শব্দটি বা ''কন্যা'' শব্দটি অথবা সম্পর্ক প্রকাশকারী অন্য কোন শব্দে কেবলমাত্র বৈধ সম্পর্ক নির্দেশ করে এমনভাবে বুঝিতে হইবে কিংবা যেক্ষেত্রে উক্ত বৈধ সম্পর্ক নেই, সেক্ষেত্রে উইলের তারিখে উক্তরূপ সম্পর্কে খ্যাতি অর্জন করিয়াছে৷

 

উদাহরণ

(ক) ক-এর খ, গ এবং ঘ নামে তিন সন্তান আছে৷ খ ও গ বৈধ কিন্তু ঘ অবৈধ সন্তান৷ ক তাহার সন্তানদের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়ার জন্য সম্পত্তি রাখিয়া যান৷ সম্পত্তি ঘ বাদে খ ও গ-এর মধ্যে সমানভাবে বণ্টিত হইবে৷

(আ) ক-এর একটা অবৈধ ভাইঝি আছে যে তাহার ভাইজি হওয়ার খ্যাতি অর্জন করিয়াছে এবং ক-এর অন্যকোন বৈধ ভাইঝি নাই৷ ক তাহাকে অর্থ দান করিয়াছেন৷ অবৈধ ভাইঝি উত্তরদায়ে অধিকারী৷

(ই) ক, উইলে তাহার সন্তানদের উল্লেখ করে এবং অবৈধ সন্তান খ এর নাম উল্লেখ করে৷ ''আমার উক্ত সন্তানদের বরাবরে'' উত্তরদায় করে৷ বৈধ সন্তানের সাথে খ উত্তরদায়ে অংশ পাইবে৷

(ঈ) ক ''খ-এর সন্তানদেরকে'' উত্তরদায় রাখিয়া যায়৷ খ মারা যায় কিন্তু অবৈধ সন্তান ছাড়া আর কাউকে রাখিয়া যায় নাই৷ উইলের তারিখে যাহারা খ-এর সন্তান হওয়ার খ্যাতি অর্জন করে তাহারাই দানের বিষয়বস্তু হইবে৷

(উ) ক, খ-এর সন্তানদের বরাবরে উত্তরদায় দান করেন৷ খ-এর কখনো কোন বৈধ সন্তান ছিল না৷ গ এবং ঘ উইলের তারিখে খ-এর সন্তানের মর্যাদা অর্জন করে৷ উইলের তারিখের পরে এবং উইলকারীর মৃত্যুর পূর্বে ঙ এবং চ জন্মগ্রহণ করিয়া খ-এর সন্তানের মর্যাদা অর্জন করেন৷ কেবলমাত্র গ এবং ঘ দানের বস্তু হইবে৷

(ঊ) ক, স্ত্রী নয় এমন একজন মহিলার দ্বারা তাহার জাত সন্তানের বরাবরে দান করেন৷ খ উইলের তারিখে উক্ত মহিলার দ্বারা ক-এর সন্তানের মর্যাদা অর্জন করে৷ খ উত্তরদায় পায়৷

(ঋ) ক, কখনো তাহার স্ত্রী হইবে না এমন একজন মহিলার দ্বারা তাঁহার জাত সন্তানের অনুকূলে উইলমূলে দান করেন৷ উত্তরদায়টি অবৈধ৷

(এ) ক-এর বিবাহিত নয় কিন্তু ততকর্তৃক গর্ভবতী এমন একজন মহিলার সন্তানের অনুকূলে উত্তরদায় উইলমূলে দান করেন৷ উত্তরদায়টি অবৈধ৷

 

ধারা-১০১৷ যেক্ষেত্রে একই ব্যক্তির বরাবরে দুইটি দান করা হয় সেক্ষেত্রে ব্যাখ্যার নিয়ম৷-যেক্ষেত্রে একিট উইল দ্বারা একই ব্যক্তির বরাবরে দুইটি দান করা হয় এবং উইলকারী প্রথমটির পরিবর্তে বা প্রথমটি ছাড়াও দ্বিতীয়টি করিতে ইচ্ছা করিয়াছেন কিনা এ বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়; যদি তিনি কি ইচ্ছা পোষণ করিয়াছিলেন সে সম্পর্কে উইলে প্রমাণ করার কিছু না থাকে, সেক্ষেত্রে উইলের ব্যাখ্যায় নিম্নিলিখিত বিধিসমূহ কার্যকরী হইবেঃ-

    (ক) যদি একই নির্দিষ্ট জিনিস একই উইলে কিংবা উইলে এবং আবার কডিসিলে একই উত্তরদায় গ্রহীতার বরাবরে দুইবার উইলমূলে দান করা হয়, তাহা হইলে তিনি কেবলমাত্র ঐ নির্দিষ্ট জিনিস গ্রহণের অধিকার হইবেন৷

    (খ) যেক্ষেত্রে এক এবং একই উইল বা এক এবং একই কডিসিল কোন কিছুর একই পরিমাণ একই ব্যক্তির বরাবরে দুই স্থানে উইলমূলে দান করা হয়, সেক্ষেত্রে তিনি শুধুমাত্র উক্ত একটা উত্তরদায়ের অধিকারী হইবেন৷

    (গ) যেক্ষেত্রে অসম পরিমাণের দুইটি উত্তরদায় একই উইলে বা একই কডিসিলে দেওয়া হয়, সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা উভয়টিতে অধিকারী হইবেন৷

    (ঘ) যেক্ষেত্রে সমান বা অসমান পরিমাণ দুইটি উত্তরদায় একটা উইল দ্বারা এবং অন্যটা কডিসিল দ্বারা একই উত্তরদায়গ্রহীতাকে দেওয়া হয়, সেক্ষেত্রে উত্তরদায় গ্রহীতা উভয় উত্তরদায়ের অধিকারী হইবেন৷

ব্যাখ্যা- এই ধারায় (ক) থেকে (ঘ) দফা পর্যন্ত উইল শব্দটি কডিসিলকে অন্তর্ভূক্ত করে না৷

 

উদাহরণ

(অ) ক-এর ভারত ইস্পেরিয়াল ব্যাংকে দশটি শেয়ার আছে৷ তিনি ''আমি খ কে ইস্পেরিয়াল ব্যাঙকে আমার দশটি শেয়ার উইলমূলে দান করিলাম'' শব্দাবলীর সাহায্যে উইল করেন৷ অন্যান্য দানের পরে ''এবং আমি ইস্পেরিয়াল ব্যাংকে আমার দশটি শেয়ার খ কে দান করিলাম''- এই শব্দাবলী দিয়ে উইলটি শেষ করেন৷ খ সাধারণভাবে ইস্পেরিয়াল ব্যাংকে ক-এর দশটি শেয়ার পাইবে৷

(আ) ক-এর খ দ্বারা প্রদত্ত একটি ডায়মন্ডের আংটি আছে যাহা তিনি খ কে উইলমূলে হস্তান্তর করেন৷ পরবর্তীতে ক তাহার উইলের কডিসিল করেন এবং তাহার অন্যান্য উত্তরদায় দেওয়ার পরে আংটি তিনি গ কে দান করেন৷ আংটি ছাড়া অন্য কিছু দাবী করিতে পারিবেন না৷

(ই) ক উইল দ্বারা খ কে ৫০০০ টাকা দান করেন এবং পরবর্তীতে একই উইলে একই শব্দাবলী পুনর্ব্যক্ত করেন৷ খ শুধুমাত্র ৫০০০ টাকার উত্তরদায়টি পাইবেন৷

(ঈ) ক উইলমূলে খ কে ৫০০০ টাকা দান করেন এবং পরবর্তীতে একই উইলে খ কে ৬০০০ টাকা দান করেন৷ খ ১১০০০ টাকা পাইবে৷

(উ) ক উইলমূলে খ-কে ৫০০০ টাকা এবং উইলের কডিসিল মূলে ৫০০০ টাকা দান করেন৷ খ ১০,০০০ টাকা পাইবেন৷

(ঊ) ক তাঁহার উইলের একটা কডিসিল দ্বারা খ-কে ৫০০০ টাকা এবং অন্য কডিসিল দ্বারা গ-কে ৬০০০ টাকা দান করেন৷ খ-১১,০০০ টাকা পাইবেন৷

(ঋ) ক উইল দ্বারা খ-কে ৫০০০ টাকা দান করেন, কারণ খ আমার নার্স'' এবং উইলের অন্য অংশে তাকে ''৫০০ টাকা দান করেন, কারণ তিনি আমার সন্তানের সাথে ইংল্যান্ড গিয়াছিলেন'' খ ১০০০ টাকা পাইবেন৷

(এ) ক উইল দ্বারা খ-কে ৫০০০ টাকা এবং উইলের অন্য অংশে ভাতা হিসাবে ৪০০ টাকা দান করেন৷ খ উভয় উত্তরদায় পাইবেন৷

(ঐ) ক উইল দ্বারা খ-কে ৫০০০ টাকা এবং যদি সে ১৮ বছর বয়স পূর্ণ করে তাহা হইলে ৫০০০ টাকা দান করেন৷ খ সম্পূর্ণভাবে ৫০০০ টাকা পাইবেন এবং শর্তসাপেক্ষে অপর ৫০০০ টাকা পাইবেন৷

 

ধারা-১০২৷ অবশিষ্ট উত্তর দায় গ্রহীতার গঠন৷ - উইলকারীর ইচ্ছা প্রকাশকারী কোন শব্দাবলী দ্বারা অবশিষ্ট উত্তরদায়গ্রহীতা গঠন করা যাইবে, যাহাতে আখ্যায়িত ব্যক্তি তাহার সম্পত্তির অতিরিক্ত বা অবশিষ্ট অংশ গ্রহণ করিবে৷

 

উদাহরণ

(অ) ক উইল সংক্রান্ত কয়েকটি কাগজপত্রের সমন্বয়ে গঠিত কাগজপত্রে উইল করে যান৷ কাগজপত্রের একটিতে নিম্নলিখিত কথাগুলো লেখা ছিলঃ

আমি মনে করি, আমার অন্ত্যোষ্টিক্রিয়ার যাবতীয় ব্যয় প্রভৃতি নির্বাহ করার পর যা কিছু থাকবে তার সবটুকু বর্তমানে স্কুলে অধ্যয়নরত খ পাবে, যা পরবর্তীতে খ যে পেশায় নিয়োজিত হবে ঐ পেশার জন্য উপযোগী হ্ওয়ার জন্য ব্যয় হবে৷'' এখানে ''খ'' অবশিষ্ট উত্তরদায় গ্রহীতা বলে পরিগণিত হবে৷

(আ) ক উইল করে যান, উইলটির শেষে নিম্নোক্ত কথাটি রয়েছে-''আমি বিশ্বাস করি যে, আমার দেনা পরিশোধ করার মতো পর্যাপ্ত অর্থ আমার ব্যাংকারের হাতে থাকবে এবং খ তদ্বারা আমার দেনা পরিশোধ করবে বলে আমি আশা করি৷ এখানে ''খ'' অবশিষ্ট উত্তর দায় গ্রহীতা বলে বণ্য হবে৷

(ই) ক স্টক ও ফান্ড বাদে তার সমূদয় সম্পত্তি খ কে উইল করে দেন; স্টক ও ফান্ড তিনি গ কে উইল করে দেন৷ ''খ'' অবশিষ্ট উত্তরদায় গ্রহীতা বলে গণ্য হবে৷

 

ধারা-১০৩৷ কোন সম্পত্তিতে উত্তরদায়গ্রহীতা অধিকারী হইবেন৷-অবশিষ্ট দানের অধীনে উইলকারীর মৃত্যুর সময়ে উত্তরদায়গ্রহীতা তাহার সকল সম্পত্তি পাইবেন, যে সম্পত্তি সম্পর্কে অন্যকোন উইলমূলক বিলি করেন নাই যাহা বলবত্ সক্ষম৷

 

উদাহরণ

ক- উইলমূলে কয়েকটি উত্তরদায় হস্তান্তর করেন যাহার মধ্যে ১১৮ ধারায় একটি বাতিল এবং অন্যটি উত্তরদায়গ্রহীতার মৃত্যুজনিত কারণে তামাদি হয়ে যায়৷ তিনি তাঁহার সম্পত্তির অবশিষ্টাংশ খ কে উইলমূলে দান করেন৷ উইল সম্পাদনের পরে ক একটি জামিনদারী! ক্রয় করেন, যাহা মৃত্যুর সময়ে তাঁহার দখলে থাকে৷ খ দুইটি উত্তরদায়ের এবং অবশিষ্টাংশ হিসাবে জামিনদারটির অধিকারী হন৷

 

ধারা-১০৪৷ সাধারণ শর্তে উত্তরদায় ন্যস্ত হবার সময়৷- পরিশোধের সময় উল্লেখ না করিয়া যদি সাধারণ অর্থে একটা উত্তরদায় দেওয়া হয়, তাহা হইলে উইলকারীর মৃত্যুর দিন হইতে উত্তরদায়টিতে উত্তরদায়গ্রহীতার ন্যাস্ত স্বার্থ থাকে, এবং যদি তিনি উহা গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করেন, তাহা হইলে উহা তাহার প্রতিনিধির বরাবরে চলিয়া যাইবে৷

 

ধারা-১০৫৷ কোন ক্ষেত্রে উত্তর দায় তামাদি হয়ে যায়৷- (১) উত্তরদায়গ্রহীতা যদি উইলকারীর পূর্বেই মারা যায়, তাহা হইলে উত্তরদায়টি কার্যকর হইতে পারিবে না, কিন্তু তামাদি হইয়া যাইবে এবং উইলকারীর সম্পত্তির অবশিষ্টাংশ গঠন করিবে যদি না উইল দ্বারা এইরূপ প্রতীয়মান হয় যে, উইলকারী উত্তরদায়টি অন্য কারো বরাবরে চালিয়া যাইবে এইরূপ ইচ্ছা করিয়া থাকেন৷

(২) উত্তরদায় গ্রহণে উত্তরদায়গ্রহীতার প্রতিনিধিকে অধিকার দেওয়ার জন্য প্রমাণ করিতে হইবে যে, উইলকারী তাঁহার পূর্বে মারা গিয়াছেন৷

 

উদাহরণ

(অ) উইলকারী খ ক ''খ আমার কাছে ৫০০ টাকা পাইবে'' উইলমূলে দান করেন৷ খ উইলকারীর পূর্বেই মারা যায়৷ উত্তরদায়টি তামাদি হইয়া যাইবে৷

(আ) ক এবং তাহার সন্তানের বরাবরে উইলমূলে দান করা হয়৷ ক উইলকারীর পূর্বেই মারা যায় কিংবা উইল সম্পাদনের সময়ে মৃত্যুবরণ করেন৷ ক এবং তাঁহার বরাবরে উত্তরদায়টি তামাদি হইয়া যায়৷

(ই) ক কে এবং উইলকারীর পূর্বে মৃত্যুর ক্ষেত্রে খ কে উত্তরদায় দেওয়া হয়৷ উইলকারীর পূর্বে ক মারা যান৷ উত্তরদায়টি খ-এর বরাবরে চলিয়া যায়৷

(ঈ) সারাজীবনের জন্য ক কে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উইল দ্বারা দান করা হয় এবং তাঁহার মৃত্যুর পূর্বে খ কে৷ ক, উইলকারীর জীবদ্দশায় মারা যায়; খ বেঁচে থাকে৷ খ এর বরাবরে দানটি কার্যকর হয়৷

(উ) একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ১৮ বত্সর পূর্ণ হইলে ক কে এবং ১৮ বত্সর পূর্ণ হবার পূর্বে মারা গেলে খ কে দান করা হয়৷ ক ১৮ বত্সর পূর্ণ করেন এবং উইলকারীর জীবদ্দশায় মারা যান৷ ক-এর বরাবরে উত্তরদায়টি তামাটি হয়, এবং খ-এরটি কার্যকর হয় না৷

(ঊ) একই জাহাজ দুর্ঘটনায় উইলকারী এবং উত্তরদায়গ্রহীতা মারা যান; কিন্দু যে প্রথমে মারা যান সে সম্পর্কে কোন সাক্ষ্য নাই৷ উত্তরদায়টি তামাদি হয়ে যায়৷

 

ধারা-১০৬৷ উইলকারীর পূর্বে দু'জন যৌথ উত্তরদায়গ্রহীতা একজন মারা গেলে উত্তরদায় তামাদি হয় না৷- যদি যৌথভাবে দুইজন ব্যক্তিকে উত্তরদায় দেওয়া হয় এবং তাহাদের একজন উইলকারীর পূর্বে মারা যান, তাহা হইলে অন্যজন সমুদয় উত্তরদায়টি পাইবে৷

 

উদাহরণ

সাধারণভাবে ক এবং খ কে উত্তরদায় দেওয়া হয়৷ উইলকারীর পূর্বে ''ক'' মারা যান৷ ''খ'' উত্তরদায়টি পায়৷

 

ধারা-১০৭৷ ভিন্ন অংশ দেবার ক্ষেত্রে উইলকারীর ইচ্ছা সম্বলিত শব্দের ফল৷- যদি উত্তরদায়গ্রহীতাকে একটি উত্তরদায় এমন শব্দের ব্যবহার করিয়া দেওয়া হয় যাহার ফলে এইরূপ বুঝা যায় যে উইলকারী উত্তরদায়টির ভিন্ন ভিন্ন অংশ তাহাদেরকে দিতে চাহিয়াছিলেন, তাহা হইলে উইলকারীর পূর্বে কোন উত্তরদায়গ্রহীতা মারা গেলে উত্তরদায়টির যত খানি অংশ তাহার জন্য দেওয়ার ইচ্ছা করা হইয়াছিল, ততখানি অংশ উইলকারীর সম্পত্তির অবশিষ্টাংশের মধ্যে পড়িবে৷

 

উদাহরণ

ক, খ এবং গ-এর মধ্যে সমানভাবে ভাগ করিয়া দিয়া কিছু অর্থ দা&#

Sultan Mahmud Sujon:
ভাগ-৬

উইল সংক্রান্ত উত্তরাধিকার

অধ্যায়-সাত

বাতিল দান সম্পর্কিত

 

ধারা-১১২৷ উইলকারীর মৃত্যুর সময়ে অস্তিত্ব নাই এমন ব্যক্তির বরাবরে বিশেষ বর্ণনা দ্বারা দান৷- যেক্ষেত্রে বিশেষ বর্ণনা দ্বারা কোন ব্যক্তির বরাবরে দান করা হয় এবং উইলকারীর মৃত্যুর সময়ে কোন অস্তিত্ব থাকে না, যিনি বর্ণনাটির উত্তর দিতে সক্ষম, সেক্ষেত্রে দানটি বাতিল হইবে৷

ব্যতিক্রম- যদি নির্দিষ্ট ব্যক্তির জ্ঞাতির বিশেষ ধাপে দণ্ডায়মান বর্ণিত বর্গের শ্রেণী বরাবরে সম্পত্তি দান করা হয়, কিন্তু উহার পূর্ববর্তী কোন দান বা অন্য কোন কারণে উইলকারীর মৃত্যুর সময় জীবিত থাকে তাহা হইলে সম্পত্তি ঐ ব্যক্তির কাছে যাইবে অথবা তিনি মৃত হইলে তাহার প্রতিনিধির কাছে যাইবে৷

 

উদাহরণ

(অ) ক তাহার জ্যেষ্ঠ পুত্র খ কে ১০০০ টাকা দান করেন৷ উইলকারীর মৃত্যুর সময় খ এর অস্তিত্ব ছিল না৷ দানটি বাতিল হইবে৷

(আ) ক, খ কে এবং খ এর মৃত্যুর পর গ এর জ্যেষ্ঠ পুত্রকে ১০০০ টাকা দান করে৷ উইলকারী মৃত্যুর সময় গ এর কোন পুত্র ছিল না৷ পরবর্তীতে খ এর জীবদ্দশায় গ এর পুত্র সন্তান হয়৷ খ এর মৃত্যুর পর উত্তরদায়টি গ এর পুত্র পাইবে৷

(ই) ক ১০০০/= টাকা সারাজীবনের জন্য খ-কে এবং তাহার মৃত্যুর পরে গ-এর জ্যেষ্ঠ পুত্রকে উইলমূলে দান করে৷ ক-এর ঘ নামে এক পুত্র সন্তান জন্মলাভ করে৷ প্রথমে ঘ মারা যায়, পরে খ দান পত্রটি ঘ-এর প্রতিনিধিগণ পাইবে৷

(ঈ) ক তাহার গ্রীন একরের ভূমি খ কে এবং ঘ এর মৃত্যুর পর গ এর জ্যেষ্ঠ পুত্রকে দান করে৷ ঘ এর মৃত্যু পর্যন্ত গ এর কোন পুত্র সন্তান ছিল না৷ গ এর জ্যেষ্ঠ পুত্রের বরাবরে দানটি বাতিল হইবে৷

(উ) ক, গ এর জ্যেষ্ঠ পুত্রকে ১০০০ টাকা দান করেন, যাহা খ এর মৃত্যুর পরে তাহাকে পরিশোধ করিতে হইবে৷ উইলকারীর মৃত্যুর সময় গ এর কোন পুত্র সন্তান ছিল না কিন্তু, পরবর্তীতে জন্মগ্রহণ করে এবং ঘ এর মৃত্যুর সময় জীবিত থাকে৷ গ এর পুত্র ১০০০ টাকা পাইবে৷

 

ধারা-১১৩৷ পূর্বদান সাপেক্ষে উইলকারীর মৃত্যুর সময়ে অস্তিত্বহীন ব্যক্তির বরাবরে দান৷- যেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর সময়ে অস্তিত্ব নেই এমন কোন ব্যক্তির বরাবরে দান করা হয়, সেক্ষেত্রে পরবর্তী দানটি বাতিল হইবে যদি না উহা উইলকৃত বস্তুতে বিদ্যমান উইলকারীর অবশিষ্ট সমুদয় স্বার্থ থাকে৷

 

 

উদাহরণ

(অ) সম্পত্তি ক কে, ক এর মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্রকে এবং তাহার মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্রকে দান করা হয়৷ উইলকারীর মৃত্যুর সময় ক এর কোন সন্তান নাই৷ ক এর জ্যেষ্ঠ পুত্রের বরাবরে দানটি অস্তিত্বহীন ব্যক্তির বরাবরে দান হওয়ায় দানটি বাতিল হইবে৷

(আ) একটি তহবিল সারা জীবনের জন্য ক-কে এবং তাহার মৃত্যুর পরে তার কন্যাদেরকে উইলমূলে দান করা হয়৷ 'ক' জীবিত থাকাকালীন উইলকারী মারা যায়৷ ক-এর কন্যান সন্তান থাকিলেও তাদের কেউ কেউ উইলকারীর মৃত্যুর সময়ে জন্ম গ্রহণ করেনি৷ ক-এর কন্যাদের বরাবরে প্রদত্ত দান পত্রটিতে উইলকারী উইলকৃত তহবিলে অন্তর্ভূক্ত সমস্ত স্বার্থ থাকবে৷ ক-এর কন্যাদের বরাবরে প্রদত্ত দানপত্রটি বে-আইনী৷

(ই) কিছু তহবিল ক কে এবং ক এর মৃত্যুর পরে তাহার কন্যাগণকে এই মর্মে দান করা হয় যে, যদি কন্যাদের কারো ১৮ বছরের নীচে বিয়ে হয় তাহা হইলে তাহার অংশ তাহার মৃত্যুর পরে তাহার ছেলেমেয়েদের মধ্যে ভাগ হইয়া যাইবে৷ উইলকারীর মৃত্যুর সময় ক এর কোন কন্যা সন্তান ছিল না, কিন্তু উইলকারীর মৃত্যুর পরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে৷ দানটি বাতিল হইবে৷

(ঈ) ক সারাজীবনের জন্য খ-কে কিছু অ উইলমূলে দান করে এবং এই মর্মে নির্দেশ দান করে যে, খ-এর মৃত্যু হইলে উক্ত অর্থ তাহার কন্যা সন্তানগণের উপর এমনভাবে স্থির হইবে যাহাতে প্রত্যেক কন্যার অংশ সারা জীবেনর জন্য তাহার হয় এবং তাহার মৃত্যুর পরে তাহার ছেলে মেয়েদের মধ্যে বণ্টিত হয়৷ উইলকারীর মৃত্যুকালে খ-এর জীবিত কোন কন্যা থাকে না৷ এক্ষেত্রে, খ-এর কন্যাদের বরাবরে প্রদত্ত একমাত্র দানপত্রটি উক্ত অর্থ স্থির হওয়ায় নির্দেশের মধ্যে নিহিত, এবং এই নির্দেশ এখনো জন্মগ্রহণ করেনি এমন ব্যক্তিগণের উক্ত তহবিলে নিহিত জীবন স্বত্বের বরাবরে দান পত্রের ন্যায় হইবে৷ খ-এর কন্যাদের উপর তহবিল স্থির হওয়ার নির্দেশ বে-আইনী৷

ধারা-১১৪৷ অবিরাম হস্তান্তর বিরোধী নিয়ম৷- কোন সম্পত্তি এমনভাবে হস্তান্তর করা যাইবে না, যাহা হস্তান্তরের তারিখে জীবিত এক বা একাধিক ব্যক্তির জীবনকাল এবং এইরূপ জীবনকালের অব্যবহিত পর হইতে অপর কোন ব্যক্তির নাবালক অবস্থা অবিবাহিত হওয়ার পরে বলবত্ হইবে৷ জীবিত ব্যক্তির বা ব্যক্তিগণের জীবনকাল সমাপ্ত হওয়ার সময় উক্ত নাবালকের অস্তিত্ব থাকিতে হইবে এবং নাবালক সাবালক হওয়ার সাথে সাথে সৃষ্ট স্বার্থ তাহার উপর বর্তাইবে৷

 

উদাহরণ

(অ) একটি তহবিল সারাজীবনের জন্য ক কে, এবং ক-এর মৃত্যুর পরে সারাজীবনের জন্য খ কে; এবং খ এর মৃত্যুর পরে প্রথম ২৫ বত্সর পূর্ণ হওয়া খ-এর ছেলের বরাবরে উইল মূলে দান করা হইল৷ উইলকারীর মৃত্যুর পর ক ও খ জীবিত থাকে৷ এখন খ এর যে পুত্র প্রথম ২৫ বত্সর পূর্ণ করিবেন তিনি হইবেন উইলকারীর মৃত্যুর পরে প্রথম জন্মলাভকারী পুত্র; ক ও খ-এর মৃত্যুর পরে ১৮ বত্সরের অধিক অতিক্রান্ত হওয়া পর্যন্ত এইরূপ পুত্র ২৫ বত্সর পূর্ণ নাও করিতে পারেন; এবং ক ও খ-এর জীবনকাল এবং খ-এর পুত্রদের নাবালকত্ব শেষ হওয়ার পরে উক্ত তহবিল ন্যস্ত হওয়া বিলম্বিত হইতে পারিবে৷ খ-এর মৃত্যুর পরে উইলমূলে দানটি বেআইনী হইবে৷

(আ) একটি তহবিল সরাজীবনের জন্য ক কে, এবং ক-এর মৃত্যুর পরে সারাজীবনের জন্য খ কে; এবং খ এর মৃত্যুর পরে প্রথম ২৫ বত্সর পূর্ণ হওয়া খ-এর ছেলের বরাবরে উইল মূলে দান করা হইল৷ ঘ এক বা একাধিক ছেলে সন্তান রাখিয়া উইলকারীর জীবদ্দশায় মারা যান৷ এইক্ষেত্রে খ-এর সন্তানগণ উইলকারীর মৃত্যুর সময়ে জীবিত থাকা ব্যক্তিগণ এবং যখন তাহাদের মধ্যে যেকোন ১ জন, ২৫ বত্সর পূর্ণ করেন তখন তাহার নিজের জীবদ্দশার মধ্যে পড়েন৷ উইলমূলে দানটি বৈধ হইবে৷

(ই) একটি তহবিল সারাজীবনের জন্য ক কে, এবং ক-এর মৃত্যুর পরে সারাজীবনের জন্য খ-এর বরাবরে উইলমূলে দান করা হয়৷ উইলে এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে, খ-এর মৃত্যুর পরে তহবিলটি খ-এর ঐ রূপ সন্তানদের মধ্যে বিভাজ্য হবে যারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তবে খ-এর কোন সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ না হলে তহবিলটি গ-এর বরাবরে হস্তান্তরিত হবে৷ এখানে খ-এর যিনি উইলকারী মৃত্যুর পরেও জীবিত থাকেন, মৃতু্যর পর হতে ১৮ বছর অতিক্রান্ত হলে তহবিলটি বিভাজ্য হওয়ার সময় হবে৷ উইলমূলে সমস্ত দানপত্র বৈধ৷

(ঈ) একটি তহবিল উইলকারীর কন্যাদের কল্যানার্থে ট্রাস্টিদের বরাবরে উইলমূলে হস্তান্তর করা হলো এবং নির্দেশ দেওয়া হলো যে, যদি তাদের কোন একজন নাবালিকা থাকা অবস্থায় বিবাহ করলে তহবিলে তার অংশটি এমনভাবে স্থিরকৃত হবে যাতে মৃত্যুর পরে ১৮ বছর পূর্ণ হওয়া তার সন্তানের উপর বর্তায়৷ উইলকারীর মৃত্যুকালে নির্দেশটি প্রযোজ্য হয় এমন কোন কন্য সন্তানের অস্তিত্ব অবশ্যই থাকতে হবে এবং তহবিলের কোন অংশ যা নির্দেশ মোতাবেক স্থিরকৃত হবে, কন্যাদের মৃত্যুর পর থেকে ১৮ বছর পরে ন্যস্ত হতে পারবে না৷ সমস্ত শর্তগুলোই বৈধ৷

 

ধারা-১১৫৷ ১১৩ ও ১১৪ ধারার বিধানের অধীন শ্রেণীর বরাবরে দান৷- যদি কোন শ্রেণীর ব্যক্তির বরাবরে উইলমূলে দান করা হয়, যাহাদের কারো সম্পর্কে ১১৩ বা ১১৪ ধারার বিধানাবলীর কারণে উক্ত দান অকার্যকর হইয়া থাকে, তাহা হইলে শুধুমাত্র ঐ ব্যক্তিগণ সম্পর্কে এবং সমুদয় শ্রেণী সম্পর্কে নয় উক্ত দান বাতিল হইবে৷

 

উদাহরণ

(অ) একটা তহবিল সারাজীবনের জন্য ক-কে এবং ক এর মৃত্যুর পরে ২৫ বত্সর বয়স হইবে এমন তাহার সন্তানকে উইলমূলে দান করা হয়৷ ক উইলকারীর পরে জীবিত থাকে এবং উইলকারীর মৃত্যুর সময়ে তাহার সন্তানও থাকে৷ দানের জন্য অনুমোদিত সীমার মধ্যে ক-এর জীবিত প্রতিটি সন্তান ১৫ বছর বয়স্ক হইবে৷ কিন্তু উইলকারীর মৃত্যুর পরে ক-এর সন্তান থাকিতে পারে যাহারা ২৫ বছর বয়স্ক হইবে না যতক্ষণ পর্যন্ত না ক-এর মৃত্যুর পরে ১৮ বছর অতিক্রান্ত হয়৷ উইলকারীর মৃত্যুর পরে জীবিত ক-এর সন্তানের বরাবরে এবং ক-এর মৃত্যুর পরে যাহার ১৮ বছর বয়স হয় নাই, তাহাদের বরাবরে দানটি অকার্যকর হইবে৷ কিন্তু অন্যান্য সন্তানদের সম্পর্কে কার্যকর হয়৷

(আ) কিছু তহবিল ক-কে এবং ক-এর মৃত্যুর পরে খ, গ, ঘ এবং ক-এর অন্য সকল সন্তানকে দান করা হয়, যাহারা ২৫ বছর বয়স্ক হবে৷ উইলকারীর মৃত্যুর সময়ে ক-এর খ, গ, ঘ সন্তানগণ জীবিত থাকে৷ সকল দিক থেকে বিষয়টি (১) নং উদাহরণ বর্ণিত বিষয়ের অনুরূপ হইবে৷ যদিও খ, গ এবং ঘ-এর বরাবরে দানটি কোন শ্রেণীর বরাবরে দান হিসাবে গণ্য করিতে প্রতিহত করিবে না, উহা সম্পূর্ণভাবে বাতিল না৷ উহা ক-এর মৃত্যুর পরে ১৮ বত্ সরের মধ্যে ২৫ বছর বয়স অর্জনকারী খ, গ বা ঘ এর ক্ষেত্রে কার্যকর হইবে৷

 

ধারা-১১৬৷ পূর্বদানের ব্যথতার কারণে দানের কার্যকারিতা৷- যেক্ষেত্রে ১১৩ এবং ১১৪ ধারায় বর্ণিত বিধির কারণে কোন ব্যক্তি বা ব্যক্তির শ্রেণীর বরাবরে উইলমূলে দানটি বাতিল হয়, সেক্ষেত্রে একই উইলে উল্লিখিত এবং উক্ত পূর্বদানের পরে বা ব্যর্থতায় কার্যকর হইবে মর্মে ইচ্ছাকৃত কোন দানও বাতিল হইবে৷

 

উদাহরণ

(অ) কিছু তহবিল ক-কে এবং ক-এর মৃত্যুর পরে ২৫ বত্সর অর্জনকারী তাহার ছেলেদেরকে উইলমূলে দান করা হয়, এবং উক্ত সন্তানের মৃত্যুর পরে খ-কে৷ খ-এর বরাবরে দানটি ১১৪ ধারার অধীনে বাতিল হইবে কারণ উহা ক-এর সন্তানগণের বয়স ২৫ বছর হওয়ার পরে কার্যকর হইবে মর্মে ইচ্ছা ব্যক্ত করা হইয়াছিল৷ খ কে প্রদত্ত দানটিও বাতিল হইবে৷

(আ) কিছু তহবিল ক-কে এবং ক-এর মৃত্যুর পরে তাঁহার পুত্রদের মধ্যে সর্বপ্রথম ২৫ বত্সর বয়স হইবে তাহার বরাবরে এবং কোন পুত্র ২৫ বছর বয়স অর্জন না করিলে খ-এর বরাবরে দান করা হয়৷ উইলকারী ক এবং খ এর পূর্বে মারা যায়৷ খ-এর বরাবরে দানটি বাতিল হইবে কারণ উহা ক-এর পুত্রদের মধ্যে সর্বপ্রথম ২৫ বছর পূর্ণ করিতে ব্যর্থতার কারণে খ-এর বরাবরে দান করা হয়৷

 

ধারা-১১৭৷ পুঞ্জীভুত করার নির্দেশের ফল৷- (১) যেক্ষেত্রে কোন উইলের শর্তাবলীতে এইরূপ নির্দেশ থাকে যে, কোন সম্পত্তি হইতে উদ্ভূত আয় সম্পূর্ণভাবে কিংবা আংশিকভাবে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে বত্সরেরও বেশি মেয়াদে জমা হইবে, সেক্ষেত্রে অতঃপর যাহা বলা হইয়াছে তাহা ব্যতীত উক্ত নির্দেশ যে সময় পর্যন্ত পুঞ্জীভূত করিবার নির্দেশ দেওয়া হয় ঐ সময়ের যতখানি অতিরিক্ত ততখানি বাতিল হইবে, এবং উক্ত ১৮ বত্সর সময় অন্তে সম্পত্তি এবং উহার আয় যে সময় পর্যন্ত পুঞ্জীভূত করার নির্দেশ দেওয়া হয় ঐ সময় অবসানে বিলি হইবে৷

(২) এই ধারা নিম্নলিখিত উদ্দেশ্যে পুঞ্জীভূত করিবার কোন নির্দেশ প্রভাবিত করিবে না-

    (অ) উইলকারী কিংবা উইলের স্বার্থ গ্রহণকারী কোন ব্যক্তির দেনা পরিশোধ, বা

    (আ) উইলকারী কিংবা উইলের অধীনে স্বার্থ গ্রহণকারী কোন ব্যক্তির সন্তানদের কিংবা পূর্ববর্তী সন্তানের জন্য অংশের বিধান, বা

    (ই) উইলকৃত সম্পত্তির হেফাজত বা রক্ষণাবেক্ষণ, এবং উক্ত নির্দেশ সেই মোতাবেক দেওয়া যাইবে৷

ধারা-১১৮৷ ধর্মীয় বা দাতব্য ব্যবহারের জন্য দান৷ - ভাইপো, বা ভাইঝি বা অন্য কোন নিকট আত্মীয় আছে এইরূপ কোন ব্যক্তি তাঁহার মৃত্যুর অন্যূন ১২ বত্সর পূর্বে, উইলদ্বারা সম্পাদিত এবং জীবিত ব্যক্তিগণের উইলের নিরাপত্তা হেফাজতের আইন দ্বারা নির্ধারিত কোন স্থানে উক্ত উইল সম্পাদনের তারিখ হইতে ৬ মাসের মধ্যে জমাকৃত ব্যতীত ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোন সম্পত্তি উইলমূলে দান করিতে পারিবেন না৷

 

উদাহরণ

ক-এর একজন ভাইপো আছে৷ ক-প্রয়োজন মত সম্পাদিত এবং জমাকৃত হয় নাই উইল দ্বারা দান করেন-

    দরিদ্র জনগণের জন্য;

    অসুস্থ সৈন্যদের দেখাশুনার জন্য;

    হাসপাতাল প্রতিষ্ঠা বা উহার ব্যয়ের জন্য;

    এতিমদের শিক্ষার জন্য;

    পণ্ডিতদের সহায়তার জন্য;

    স্কুল প্রতিষ্ঠার জন্য;

    সেতু তৈরী এবং সংস্কারের জন্য;

    রাস্তা তৈরীর জন্য;

    চার্চ সংস্কারের জন্য;

    ধর্মীয় ব্যক্তিদের কল্যাণের জন্য;

    পাবলিক গার্ডেন প্রতিষ্ঠার জন্য

    উক্ত সমস্ত দান বাতিল হইবে৷

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version