Faculty of Humanities and Social Science > Law
উত্তরাধিকার আইন, ১৯২৫ (THE SUCCESSION ACT, 1925) (১২৫ সনের ৩৯নং আই&
Sultan Mahmud Sujon:
অধ্যায় - আট
উত্তরদায়ের ন্যস্ততা সম্পর্কে
ধারা-১১৯৷ উত্তরদায়ের ন্যস্ততার তারিখ যখন পরিশোধ বা দখল স্থগিত করা হয়৷- যেক্ষেত্রে দানের শর্তাবলী দ্বারা উত্তরদায়গ্রহীতা উইলকৃত বস্তুটির তাত্ক্ষণিক দখলের অধিকারী না হন, সেক্ষেত্রে উপযুক্ত সময়ে উহা গ্রহণের অধিকার, যদিনা উইল দ্বারা ভিন্ন ইচ্ছা ব্যক্ত হয়, উইলকারীর মৃত্যুতে উত্তরদায় গ্রহীতার উপর ন্যস্ত হইবে, এবং উত্তরদায়গ্রহীতার প্রতিনিধির বরাবরে চলিয়া যাইবে৷ যদি তিনি উক্ত সময়ের পূর্বে মারা যান এবং উক্ত ক্ষেত্রে উইলকারীর মৃত্যু হইতে উত্তরদায়টি ন্যস্ত হইয়া থাকে৷
ব্যাখ্যা৷- কোন ব্যক্তির বরাবরে উত্তরদায় তাহার উপর স্বার্থে ন্যস্ত হইবে না এমন ইচ্ছা শুধুমাত্র একটি বিধান হইতে অনুমান করা যাইবে না যদদ্বারা উইলকৃত বস্তুটির পরিশোধ বা দখল স্থগিত করা হয় বা যদদ্বারা উইলকৃত তহবিল হইতে আয় পুঞ্জীভূত হইবে বলিয়া নির্দেশ দেওয়া হয় যতক্ষণ না পরিশোধের সময় হয় কিংবা এইরূপ কোন দফা হইতে যে, যদি বিশেষ কোন ঘটনা ঘটে, তাহা হইলে উত্তরদায়টি অন্যকোন ব্যক্তির বরাবরে চলিয়া যাইবে৷
উদাহরণ
(অ) ক, খ কে ১০০ টাকা দান করে যাহা গ-এর মৃত্যুতে প্রদেয় হইবে৷ ক- এর মৃত্যুতে উত্তরদায়টি খ-এর উপর ন্যস্ত হয়, এবং যদি সে গ-এর পূর্বে মারা যায়, তাহা হইলে তাহার প্রতিনিধি উত্তরদায়টি পাইবে৷
(আ) ক, খ কে ১০০ টাকা দান করে, যাহা ১৮ বছর বয়স পূর্ণ হইলে প্রদেয় হইবে৷ ক-এর মৃত্যুতে উহা খ-এর বরাবরে ন্যস্ত হয়৷
(ই) একটা ভূ-সম্পত্তি ক-কে আজীবনের জন্য দান করা হয় এবং তাহার মৃত্যুর পর 'খ' যদি জীবিত থাকে তবে সে পাইবে এই বলা থাকে, কিন্তু যদি 'খ' জীবিত না থাকেন তবে 'গ' পাইবে৷ উইলকারীর জীবিত অবস্থায় ক এবং 'খ' বাচিয়া থাকে৷ এক্ষেত্রে খ এবং গ ভূ-সম্পত্তিতে শর্ত সাপেক্ষ স্বার্থ পাইবে যদি না ঘটনাটি ঘটে৷
(ঈ) খ-এর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ক কে তহবিল দান করা হয় এবং তারপর খ-কে৷ উইলকারীর মৃত্যু হইতে খ-এর বরাবরে উত্তরদায়টি ন্যস্ত হয়৷
(উ) ক, খ কে ট্রাস্টমূলে তাঁহার সমুদয় সম্পত্তি উইলমূলে দান করে এবং তারপর গ কে দেয়৷ ক-এর মৃত্যুতে গ-এর বরাবরে দানটি তাহার উপর ন্যস্ত হইবে৷
ধারা-১২০৷ ন্যস্ততার তারিখ যখন নির্দিষ্ট অনিশ্চিত ঘটনায় উত্তরদায় শর্তসাপেক্ষে৷- (১) কোন নির্দিষ্ট অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে উইলকৃত উত্তরদায় উক্ত ঘটনা না ঘটা পর্যন্ত ন্যস্ত হইবে না৷
(২) কোন নির্দিষ্ট অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে উইলকৃত উত্তরদায় উক্ত ঘটনা ঘটা অসম্ভব না হওয়া পর্যন্ত ন্যস্ত হইবে না৷
(৩) যে কোন একটা ক্ষেত্রে শর্তটি পূরণ না হইলে উত্তরদায়গ্রহীতার স্বাথর্কে শর্তাধীন বলা হয়৷
ব্যতিক্রম- যেক্ষেত্রে কোন ব্যক্তির বরাবরে বিশেষ বয়স অর্জন পর্যন্ত দান করা হয় এবং তিনি উক্ত বয়সে পৌঁছানোর পূর্বে উইলটি তহবিল হইতে উদ্বৃত্ত আয় তাহাকে দিয়া দেয় অথবা তাহার কল্যাণার্থে যতখানি প্রযোজন আয় ততখানি প্রয়োজন হইবে এইরূপ নির্দেশ দেয়, সেক্ষেত্রে তহবিলের দানটি শর্তাধীন নয়৷
উদাহরণ
(১) ঘ এর বরাবরে উত্তরদায় দান করা হয় যদি ক, খ এবং ঘ সকলে ১৮ বছরের নীচে মারা যায়৷ উত্তরদায়টিতে ঘ এর শর্তসাপেক্ষে স্বার্থ আছে যতক্ষণ না ক, খ এবং গ সকলে ১৮ বছরের নীচে মারা যায় অথবা তাহাদের সকলে উক্ত বয়স অর্জন করে৷
(২) কিছু অর্থ খ কে দান করা হয় যদি সে ১৮ বছর বয়স্ক হয় অথবা যখন তাহার বয়স ১৮ বছর হইবে৷ ক এর স্বার্থ শর্তসাপেক্ষে হয় যতক্ষণ না পর্যন্ত সে উক্ত বয়স অর্জন দ্বারা শর্তটি পূর্ণ হয়৷
(৩) একটা ভূ-সম্পত্তি ক-কে তাহার মৃত্যুর পর খ-কে দান করা হয় যদি খ তখন জীবিত থাকে, কিন্তু খ জীবিত না থাকিলে গ-কে৷ উইলকারী ক, খ এবং গ এর পূর্বে মারা যায়৷ খ এবং গ প্রত্যেকে ভূ-সম্পত্তিতে শর্তসাপেক্ষ স্বার্থ পায় যদি না ঘটনাটি ঘটে৷
(৪) একটি ভূ-সম্পত্তি 'ক'-এর বরাবরে আজীবনের জন্য দান উইল করা হইল৷ ক-এর জীবদ্দশায় 'খ' মারা যায় এবং 'খ'-এর মৃত্যুর পর 'গ' উহাতে কায়েজী স্বার্থ-লাভ করে৷
(৫) 'ক' এর বরাবরে এই মর্মে উইল করা হয় যে, তাহার বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে তখন সে (মহিলা) 'খ'-এর সম্মতিতে বিবাহ করিবে এবং উক্ত মহিলাটি যদি ইহার কোনটাই না করেন, তবে উহা 'গ' পাইবে৷ এক্ষেত্রে উভয়ে শর্তসাপেক্ষ স্বার্থ অর্জন করিবে৷
(৬) একটি ভূ-সম্পত্তি ক কে দান করা হয় যতক্ষণ না সে বিবাহ করিবে এবং উক্ত ঘটনার পরে খ কে দান করা হয়৷ দানে খ এর স্বার্থ শর্তসাপেক্ষ যতক্ষণ না ক এর বিবাহ দ্বারা শর্তটি পূর্ণ হয়৷
(৭) ভূ-সম্পত্তি ক কে দান করা হয় যতক্ষণ না সে ঋণগ্রহীতার প্রতিকারের জন্য কোন আইনের সুবিধা পাইবে এবং উক্ত ঘটনার পরে খ এর বরাবরে দান করা হয়৷ দানটিতে খ এর স্বার্থ শর্তসাপেক্ষ যদি না ক উক্ত আইনের সুবিধা গ্রহণ করে৷
(৮) ভূ-সম্পত্তি ক কে দান করা হয় যদি সে খ কে ৫০০ টাকা দেয়৷ দানটিতে ক এর স্বার্থ শর্তসাপেক্ষ যতক্ষণ সে খ কে ৫০০ টাকা পরিশোধ করে৷
(৯) ক, খ কে তাহার সুলতানপুরের খামারটি দেয় যদি খ গ কে সুলতানপুর বুজা ক এর খামারটি গ কে দেয়৷ দায়টিতে খ এর শর্ত সাপেক্ষ যতক্ষণ না সে পরবর্তী খামারটি গ, কে দিয়া থাকে৷
(১০) ক কে একটি তহবিল দান করা হয় যদি উইলকারীর মৃত্যুর পরে ৫ বছরের মধ্যে খ, গ কে বিবাহ করে৷ উত্তরদায়টিতে ক এর স্বার্থ শর্তসাপেক্ষ যতক্ষণ না গ কে খ এর বিবাহ ব্যতীত ৫ বছর অবসান দ্বারা অথবা উক্ত সময়ের মধ্যে কোন ঘটনা ঘটা দ্বারা যাহা উক্ত শর্ত পূরণ অসম্ভব করিয়া দেয়, শর্তটি পূরণ হয়৷
(১১) একটি তহবিল ক কে দান করা হয় যদি খ উইল দ্বারা তাহার জন্য কোন বিধান না করে৷ খ এর মৃত্যু না হওয়া পর্যন্ত উত্তরদায়টি শর্ত সাপেক্ষ৷
(১২) ১৮ বছর বয়স পূর্ণ হওয়া মাত্র ক, খ কে ৫০০ টাকা দান কের এবং নির্দিষ্ট দেয় যে সুদ অথবা উহার কোন অংশ উক্ত বয়স না হওয়া পর্যন্ত তাহার কল্যাণার্থে ব্যয় হইবে৷ উত্তরদায়টি ন্যস্ত৷
(১৩) ১৮ বছর বয়স পূর্ণ হওয়া মাত্র ক, খ কে ৫০০ টাকা দান করে এবং নির্দেশ দেয় যে উক্ত বয়স না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু অর্থ তাহার ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে৷ উত্তর দায়টি শর্তসাপেক্ষ৷
ধারা-১২১৷ বিশেষ বয়স অর্জন করিবে এইরূপ শ্রেণীর সদস্যগণের বরাবরে দানে বিদ্যমান স্বার্থের ন্যস্ততা৷- যেক্ষেত্রে বিশেষ বয়স অর্জন করিবে শুধুমাত্র এইরূপ শ্রণীর সদস্যগণের বরাবরে দান করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি উক্ত বয়স অর্জন করে নাই তিনি উত্তরদায়টিতে স্বার্থের অধিকারী হইবে না৷
উদাহরণ
একটি তহবিল ১৮ বছর বয়স হইবে ক এর এইরূপ সন্তান এর বরাবরে এমন নির্দেশসহ দান করা হয় যে, যদি ক এর কোন সন্তান ১৮ বছরের নীচে জয় তাহা হইলে যে অংশের সে অধিকারী হইবে ঐ অংশের আয় তাহার ভরণ-পোষণ এবং শিক্ষার জন্য ব্যয় করা হইবে৷ ১৮ বছরের নীচে ক এর কোন সন্তানের দানটিতে ন্যস্ত অধিকার থাকিবে না
Sultan Mahmud Sujon:
অধ্যায় নয়
অ'নারাস দান সম্পর্ক
ধারা-১২২৷ অ'নারাস দান৷- যেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতার উপর কোন দান বাধ্যবাধকতা আরোপ করে, সেক্ষেত্রে তিনি উহা পূর্ণভাবে গ্রহণ না করিলে উহা দ্বারা কিছুই গ্রহণ করিতে পারিবেন না৷
উদাহরণ
ক এর চ নামক জয়েন্ট স্টক কোম্পানীতে এবং ছ নামক অন্য একটি জয়েন্ট স্টক কোম্পানিতে শেয়ার আছে৷ ক, খ কে উক্ত জয়েন্ট স্টক কোম্পানির সমস্ত শেয়ার দান করে৷ খ, ছ কোম্পানির শেয়ার নিতে অস্বীকার করে৷ সে চ কোম্পানির শেয়ার বাজেয়াপ্ত করে৷
ধারা-১২৩৷ একই ব্যক্তিকে দু'টি পৃথক এবং স্বাধীন দানের একটি গ্রহণ করা যাইবে এবং অন্যটি প্রত্যাখান করা যাইবে৷- যেক্ষেত্রে একটি উইল এ একই ব্যক্তির বরাবরে দু'টি পৃথক এবং স্বাধীন দান থাকে, সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতার যে কোন একটি গ্রহণের এবং অন্যটি অস্বীকার করিবার স্বাধীনতা থাকিবে, যদিও পূর্বটি লাভজনক এবং পরেরটি অ'নারাস৷
উদাহরণ
ক এর কয়েক বত্ সর মেয়াদের একটি বাড়ীর ইজারা আছে যাহার খাজনা তিনি এবং তাহার প্রতিনিধি উক্ত মেয়াদে প্রদান করিতে বাধ্য এবং বাড়ীটি যে খাজনায় ভাড়া দেওয়া যাইবে উহা তাহার অধিক৷ খ ইজারাটি গ্রহণ করিতে অস্বীকার করে৷ এইরূপ অস্বীকার দ্বারা সে অর্থ বাজেয়াপ্ত করিবে না৷
Sultan Mahmud Sujon:
অধ্যায় -দশ
শর্তাধীন দান সম্পর্কে
ধারা-১২৪৷ নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটার কোন সময় উল্লেখ না থাকিলে সেক্ষেত্রে শতর্সাপেক্ষ দান৷- যেক্ষেত্রে উত্তরদায় দান করা হয় যদি নির্দিষ্ট ঘটনা ঘটে এবং উইল-এ উক্ত ঘটনা ঘটার জন্য কোন সময় উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উত্তরদায়টি কার্যকর হইবে না যদি না উইলকৃত তহবিল দেয় বা বণ্টনযোগ্য মেয়াদের উক্ত ঘটনা ঘটে৷
উদাহরণ
(অ) একটি উত্তর দায় ক-কে এবং তাহার মৃত্যুতে খ কে দান করা হয়৷ ক যদি জীবিত থাকে তাহা হইলে খ এর বরাবরে উত্তরদায়টি কার্যকর হইবে৷
(আ) একটি উত্তরদায় ক-কে এবং নিঃসন্তান অবস্থায় তাহার মৃত্যুর ক্ষেত্রে খ কে দান করা হয়৷ যদি ক উইলকারীর পরে মারা যায় অথবা সন্তান রাখিয়া তাহার জীবদ্দশায় মারা যায় তাহা হইলে খ এর বরাবরে উত্তরদায়টি কার্যকর হইবে না৷
(ই) যখন এবং যদি ১৮ বছর বয়স্ক হয় তাহা হইলে একটি উত্তরদায় ক কে এবং তাহার মৃত্যুর ক্ষেত্রে খ-কে দান করা হয়৷ ক ১৮ বছর বয়স অর্জন করে৷ খ এর বরাবরে উত্তরদায়টি কার্যকর হইবে না৷
(ঈ) একটি উত্তরদায় ক-কে এবং তাহার মৃত্যুর পরে খ-কে এবং নিঃসন্তান অবস্থায় খ এর মৃত্যুর ক্ষেত্রে গ কে দান করা হয়৷ ''নিঃসন্তান অবস্থায় খ এর মৃত্যুর ক্ষেত্রে'' শব্দগুলি ''ক এর জীবদ্দশায় যদি খ সন্তানহীন অবস্থায় মারা যায়'' অর্থমতে, বুঝিতে হইবে৷
(উ) সারা জীবনের জন্য ক-এর বরাবরে এবং তাহার মৃত্যুর পরে খ-এর বরাবরে এবং 'খ'-এর মৃত্যু হইলে 'গ'-এর বরাবরে একটি উত্তরদায় উইল করে দেয়া হয়৷ ''খ''-এর মৃত্যু হইলে'' শব্দাবলী ক-এর জীবদ্দশায় 'খ' মারা গেলে''- এমন অর্থে বিবেচনা করিতে হইবে৷
ধারা-১২৫৷ নির্দিষ্ট নয় এইরূপ কোন মেয়াদে জীবিত কতিপয় ব্যক্তি বরাবরে দান৷- যেক্ষেত্রে কোন মেয়াদে জীবিত থাকিবে এইরূপ ব্যক্তির বরাবরে কোন দান করা হয় কিন্তু সঠিক সময় উল্লেখ করা না হয়, সেক্ষেত্রে উইল দ্বারা বিপরীত মর্মে ইচ্ছা প্রতীয়মান না হইলে উত্তরদায়টি পরিশোধ বা বণ্টনের সময় জীবিত ব্যক্তির বরাবরে চলিয়া যাইবে৷
উদাহরণ
(অ) সম্পত্তি সমানভাবে ক এবং খ এর মধ্যে অথবা তাদের উত্তরজীবীগণের মধ্যে দান করা হয়৷ ক এবং খ উভয়ই যদি উইলকারীর উত্তরজীবী থাকে তাহা হইলে উত্তরদায়টি তাহাদের মধ্যে সমান ভাগে ভাগ হইবে৷ যদি ক উইলকারীর পূর্বে মারা যায় এবং খ জীবিত থাকে তাহলে উহা খ এর বরাবরে যাইবে৷
(আ) সম্পত্তি ক কে এবং ক এর মৃত্যুর পরে খ এবং গ কে অথবা তাহাদের উত্তরজীবীকে দান করা হয়৷ ক এর জীবদ্দশায় খ মারা যায়, গ, ক এর উত্তরজীবী থাকে৷ ক এর মৃত্যুতে উত্তরদায়টি গ এর কাছে যায়৷
(ই) সম্পত্তি ক কে এবং তাহার মৃত্যুর পরে খ এবং গ কে অথবা তাদের উত্তরজীবীকে এই নির্দেশ দিয়া দান করা হয় যে, যদি খ উইলকারীর উত্তরজীবী না হয় তাহলে তাহার সন্তানগণ তাহার স্থানে অবস্থান করিবে৷ গ উইলকারীর জীবদ্দশায় মারা যায়, খ উইলকারীর উত্তরজীবী থাকে কিন্তু ক এর জীবদ্দশায় মারা যায়৷ উত্তরদায়টি খ এর প্রতিনিধির নিকটে যায়৷
(ঈ) সম্পত্তি ক কে এবং তাহার মৃত্যুর পরে খ এবং গ কে এই নির্দেশ দিয়া দান করা হয় যে, যদি তাহাদের যে কোন একজন ক এর জীবদ্দশায় মারা যায় তাহা হইলে সমুদয় সম্পত্তি উত্তরজীবীর নিকট চলিয়া যাইবে৷ খ, ক এর জীবদ্দশায় মারা যায় পরবর্তী ক, গ এর জীবদ্দশায় মারা যায়, উত্তরদায়টি গ এর প্রতিনিধির নিকটে চলিয়া যায়৷
Sultan Mahmud Sujon:
অধ্যায়-এগার
শর্তসাপেক্ষ দান সম্পর্কে
ধারা-১২৬৷ অসম্ভব শর্তে দান৷- অসম্ভব শর্তে কোন দান বাতিল হয়৷
উদাহরণ
(ক) ভূ-সম্পত্তি ক-কে এই শর্তে দান করা হয় যে, এক ঘন্টায় ১০০ মাইল হাঁটিবে৷ দানটি বাতিল হয়৷
(আ) ক, খ কে এই শর্তে ৫০০ টাকা দান করে যে খ, ক এর কন্যাকে বিবাহ করিবে৷ উইল এর তারিখে ক-এর কন্যা মৃত ছিল দানটি বাতিল হইবে৷
ধারা-১২৭৷ বেআইনী বা অনৈতিক স্বার্থ দান৷- কোন শর্তে দান, যাহা পূরণ করা আইন বা নৈতিকতা বিরোধী হইবে, বাতিল হইবে৷
উদাহরণ
(অ) ক, খ কে এই শর্তে ৫০০ টাকা দান করে যে, সে গ কে খুন করিবে৷ দানটি বাতিল হইবে৷
(আ) ক তাহার ভাইঝিকে ৫০০ টাকা দান করে যদি সে তাহার স্বামীকে ত্যাগ করে৷ দানটি বাতিল হইবে৷
ধারা-১২৮৷ উত্তরদায় ন্যস্ততার পূর্ববর্তী শর্ত পূরণ৷- যেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা উইলকৃত বস্তুতে ন্যস্ত স্বার্থ গ্রহণ করিবার পূর্বে কোন উইল পূরণ করিতে হইবে এমন কোন শর্ত আরোপ করে, সেক্ষেত্রে শর্তটি পালন করা হইলে উহা পূরণ করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে৷
উদাহরণ
(অ) ক কে এই শর্তে উত্তরদায় দান করা যায় যে, সে খ, গ, ঘ এবং ঙ এর সম্মতিতে বিবাহ করিবে৷ ক, খ এর লিখিত সম্মতিতে বিবাহ করে, গ বিবাহের সময় উপস্থিত থাকে৷ খ বিবাহের পূর্বে ক কে একটি উপহার পাঠায়৷ ঙ, ক কে ব্যক্তিগতভাবে তাহার ইচ্ছার কথা জানায় এবং কোন আপত্তি করে নাই৷ ক শর্তটি পূর্ণ করিয়াছেন৷
(আ) একটি উত্তরদায় ক-কে এই শর্তে দান করা হয় যে, খ, গ এবং ঘ-এর সম্মতিতে বিবাহ করে৷ 'ক' শর্তটি পূরণ করিয়াছে৷
(ই) একটি উত্তর দায় ক কে এই শর্তে দান করা হয় যে, সে খ, গ এবং ঘ এর সম্মতিতে বিবাহ করিবে৷ ক, খ এবং গ এর জীবদ্দশায় শুধুমাত্র খ এবং গ এর সম্মতিতে বিবাহ করে৷ ক শর্তটি পূরণ করে নাই৷
(ঈ) একটি উত্তরদায় ক কে এই শর্তে দান করা হয় যে, সে খ, গ এবং ঘ এর সম্মতিতে বিবাহ করিবে৷ ক নিঃশর্তভাবে ঙ এর সহিত তাহার বিবাহে খ, গ এবং ঘ এর সম্মতি লাভ করে৷ পরবর্তীতে খ, গ এবং ঘ খামখেয়ালীভাবে তাহাদের সম্মতি প্রত্যাহার করে৷ ক, ঙ কে বিবাহ করে৷ ক শর্তটি পূরণ করিয়াছে৷
(উ) একটি উত্তরদায় ক-কে এই শর্তে দান করা হয় যে, খ, গ এবং ঘ এর সম্মতিতে বিবাহ করিবে৷ ক তাহাদের সম্মতি ছাড়া বিবাহ করে কিন্তু বিবাহের পরে তাহাদের সম্মতি লাভ করে৷ ক শর্তটি পূরণ করে নাই৷
(ঊ) ক তাহার উইল করে যাহা দ্বারা সে খ কে কিছু অর্থ দান করে যদি খ, ক এর নির্বাহকদের সম্মতিতে বিবাহ করে৷ খ, ক এর জীবদ্দশায় বিবাহ করে এবং ক পরবর্র্তীতে বিবাহে তাহার সম্মতি ব্যক্ত করে৷ ক মারা যায়৷ খ এর বরাবরে দানটি কার্যকর হইবে৷
(ঋ) একটি উত্তরদায় ক কে দান করা হয় যদি সে উইল-এ কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নির্দিষ্ট দলিল সম্পাদন করে৷ যুক্তিসংগত সময়ের মধ্যে ক দলিলটি সম্পাদন করে৷ কিন্তু উইলে উল্লেখিত সময়ের মধ্যে করে না৷ শর্তটি পূরণ করে নাই এবং তাই উত্তরদায়টি গ্রহণ করিবার অধিকারী নয়৷
ধারা-১২৯৷ ক এর বরাবরে দান এবং খ এর বরাবরে পূর্ব দানের ব্যর্থতা৷- যেক্ষেত একজন ব্যক্তির বরাবরে দান করা হয় এবং অন্যজন ব্যক্তির বরাবরে ঐ একই জিনিস দান করা হয়, যদি পূর্ববর্তী দানটি ব্যর্থ হয় সেক্ষেত্রে পূর্ববর্তী দানটির ব্যর্থতায় দ্বিতীয় দানটি কার্যকর হইবে যদিও উক্ত ব্যর্থতা উইলকারীর কল্পিত পদ্ধতিতে ঘটে নাই৷
উদাহরণ
(অ) ক তাহার সন্তানদেরকে কিছু অর্থ এবং ১৮ বছরের নীচে তাহারা সকলে মারা গেলে উক্ত অর্থ খ কে দান করে৷ ক কোন সন্তান না রাখিয়া মারা যায়৷ খ এর বরাবরে দানটি কার্যকরী হইবে৷
(আ) ক, খ কে এই শর্তে কিছু অর্থ দান করে যে, সে ক এর মৃত্যুর তিন মাসের মধ্যে কোন নির্দিষ্ট দলিল সম্পাদন করিবে৷ এবং যদি সে গ এর বরাবরে উহা করিতে অবহেলা করে৷ খ উইলকারীর জীবদ্দশায় মারা যায়৷ গ এর বরাবরে দানটি কার্যকরী হইবে৷
ধারা-১৩০৷ যখন প্রথম দানের ব্যর্থতায় দ্বিতীয় দান কার্যকর হয় না৷- যেক্ষেত্রে উইল-এ এইরূপ ইচ্ছা থাকে যে বিশেষ অবস্থায় কেবলমাত্র প্রথম দানের ব্যর্থতার ঘটনায় দ্বিতীয় দানটি কার্যকর হইবে সেক্ষেত্রে দ্বিতীয় দানটি কার্যকর হইবে না যদি না প্রথম দানটি উক্ত বিশেষভাবে ব্যর্থ হয়৷
উদাহরণ
ক তাহার স্ত্রীকে উইলমূলে দান করে কিন্তু যদি সে (স্ত্রী) তাহার জীবদ্দশায় মারা যায় সেক্ষেত্রে তাহার স্ত্রীর বরাবরে দানকৃত বস্তুটি খ-কে দান করে৷ ক এবং তাহার স্ত্রী একত্রে মারা যায় কিন্তু স্ত্রী তাহার পূর্বে মারা গিয়াছে এইরূপ প্রমাণ করা অসম্ভব হয়, খ-এর বরাবরে দানটি কার্যকর হইবে না৷
ধারা-১৩১৷ নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটা বা না ঘটার ক্ষেত্রে শর্তসাপেক্ষে দান৷- (১) কোন ব্যক্তির বরাবরে এই শর্তে দান করা যাইবে যে, নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটার ক্ষেত্রে উইলকৃত বস্তুটি অন্যকোন ব্যক্তির কাছে যাইবে অথবা এই শর্তে যে, নির্দিষ্ট অনিশ্চিত ঘটনাটি না ঘটিলে উইলকৃত বস্তুটি অন্য ব্যক্তির কাছে যাইবে৷
(২) প্রত্যেকটি ক্ষেত্রে সর্বশেষ দানটি ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৯ এবং ১৩০ ধারায় বর্ণিত বিধি সাপেক্ষে হইবে৷
উদাহরণ
(অ) কিছু অর্থ ''ক'' কে দান করা হয় যাহা তাহার বয়স ১৮ বছর হইলে তাহার বরাবরে প্রদেয় হইবে এবং উক্ত বয়সের পূর্বেই যদি সে মারা যায় তাহা হইলে ''খ'' পাইবে৷ ''ক'' উত্তরদায়টিতে ন্যস্ত স্বার্থ গ্রহণ করে এবং ১৮ বছরের নীচে মারা গেলে উহা ''খ'' পায়৷
(আ) ''ক'' এর বরাবরে ভূ-সম্পত্তি এই শর্তে দান করা হয় যে, যদি ক উইলকারীর উইল করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহা হইলে ভূ-সম্পত্তিটি খ এর কাছে চলিয়া যাইবে৷ ''ক'' উক্ত প্রশ্ন তোলায় ভূ-সম্পত্তিটি ''খ'' এর কাছে চলিয়া যাইবে৷
(ই) কিছু অর্থ ''ক'' ''খ''-কে এবং তাহার মৃত্যুর পরে ''খ'' কে দান করা হয়, কিন্তু যদি ''খ'' তখন পুত্র সন্তান রাখিয়া মারা যায় তাহা হইলে উক্ত সন্তান ''খ'' এর স্থলে অবস্থান করিবে৷ যদি ''ক'' ''খ'' এর জীবদ্দশায় পুত্র রাখিয়া মারা যায় তাহা হইলে সে উত্তরদায়টিতে ন্যস্ত স্বার্থ গ্রহণ করে৷
(ঈ) কিছু অর্থ ''ক'' এবং ''খ'' কে এবং ''গ'' এর জীবদ্দশায় উহাদের যে কোন একজন মারা গেলে গ এর মৃত্যুর সময়ে উত্তরজীবীর বরাবরে দান করা হয়৷ ''ক'' এবং ''খ'' ''গ'' এর পূর্বে মারা যায়৷ দানটি কার্যকর হইবে না কিন্তু ''ক'' এর প্রতিনিধি অর্থের অর্ধেক এবং ''খ'' এর প্রতিনিধি অপর অর্ধেক পায়৷
(উ) ''ক'' ''খ'' কে তহবিলের স্বার্থ দান করে এবং নির্দেশ দেয় যে তাহার মৃত্যুতে উক্ত তহবিল তাহার তিন সন্তানের মধ্যে অথবা তাহার মৃত্যুর সময় জীবিতদের মধ্যে সমান ভাবে বণ্টিত হইবে৷ ''খ'' এর সকল সন্তান তাহার জীবদ্দশায় মারা যায়৷ দানটি কার্যকর হইবে না কিন্তু সন্তানদের স্বার্থ তাহাদের প্রতিনিধির বরাবরে চলিয়া যায়৷
ধারা-১৩২৷ শর্ত অবশ্যই চূড়ান্তভাবে পূরণ করিতে হইবে৷ ১৩১ ধারায় বর্ণিত কোন দান কার্যকর হইবে না, যদি না শর্তটি চূড়ান্তভাবে পূরণ করা হয়৷
উদাহরণ
(অ) একটি উত্তরদায় ''ক'' কে এইশর্তে দান করা হয় যে, যদি সে ''খ'', ''গ'' এবং ''ঘ'' এর সম্মতি ছাড়া বিবাহ করে তাহা হইলে উহা ঙ এর বরাবরে চলিয়া যাইবে৷ ঘ মরা যায়৷ ''খ'' এবং ''গ'' এর সম্মতি ছাড়া বিবাহ করিলেও ''ঙ'' এর বরাবরে দানটি কর্যকর হয় না৷
(আ) একটি উত্তরদায় ক এর বরাবরে এই শর্তে দান করা হয় যে, যদি সে খ এর সম্মতি ব্যতীত বিবাহ করে তাহা হইলে উহা গ এর বরাবরে চলিয়া যাইবে৷ ক খ এর সম্মতিতে বিবাহ করে কিন্তু পরবর্তীতে বিপত্নীক হইয়া যায় এবং খ এর সম্মতি ছাড়া পুনরায় বিবাহ করে৷ গ এর বরাবরে দানটি কার্যকর হয় না৷
(ই) একটি উত্তরদায় ক কে দান করা হয় যাহা তাহার বয়স ১৮ বছর হইলে অথবা সে বিবাহ করিলে প্রদেয় হইবে এবং এই শর্তে যে, যদি ''ক'' ১৮ বছরের নীচে মারা যায় অথবা খ এর সম্মতি ছাড়া বিবাহ করে তাহা হইলে উহা ''গ'' এর বরাবরে চলিয়া যাইবে৷ ''গ'' এর বরাবরে দানটি কার্যকর হয়৷
ধারা-১৩৩৷ দ্বিতীয় দানের অবৈধতার দ্বারা মূল দানটি ক্ষতিগ্রস্ত হইবে না৷- যদি সর্বশেষ দানটি বৈধ না হয় তাহা হইলে তদ্বারা মূল দানটি ক্ষতিগ্রস্ত হইবে না৷
উদাহরণ
(অ) কোন ভূ-সম্পত্তি ''ক'' কে এই শর্তে দান করা হয় যে যদি সে কোন নির্দিষ্ট দিনে এক ঘন্টায় ১০০ মাইল না হাঁটে তাহা হাইলে ভূ-সম্পত্তিটি ''খ'' পাইবে৷ শর্তটি বাতিল হওয়ায় ''ক'' তাহার ভূ-সম্পত্তি এমনভাবে লাভ করে যেন উইল এ কোন শর্তই উল্লেখ করা হয় না৷
(আ) কোন ভূ-সম্পত্তি ''ক'' কে এবং যদি সে তাহার স্বামীকে ত্যাগ না করে তাহা হইলে ''ঘ'' কে দান করা হয়৷ ''ক'' কে দান করা হয়৷ ''ক'' তাহার জীবদ্দশায় ভূ-সম্পত্তিটি এমনভাবে পাইবে যেন উইল এ কোন শর্তই উল্লেখ করা হয় না৷
(ই) একটি ভূ-সম্পত্তি ''ক'' কে এবং যদি সে বিবাহ করে তাহা হইলে ''খ'' এর জ্যেষ্ঠ পুত্রকে দান করা হয়৷ উইলকারীর মৃত্যুর সময় ''খ'' এর কোন সন্তান ছিল না৷ ১০৫ ধারার অধীনে দানটি বাতিল হওয়ায় ''ক'' তাহার জীবদ্দশায় ভূ-সম্পত্তিটির অধিকারী হইবে৷
ধারা-১৩৪৷ এই শর্তে দান করা হয় যে, নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটিলে বা না ঘটিলে উহার কার্যকারিতা থাকিবে না৷- একটি দান এই শর্তে করা যাইবে যে, যদি নির্দিষ্ট ঘটনা ঘটে অথবা যদি নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা না ঘটে তাহা হইলে উহা কার্যকর হইবে না৷
উদাহরণ
(অ) একটি ভূ-সম্পত্তি ''ক'' কে এই শর্তে দান করা হয় যে, যদি সে কোন নির্দিষ্ট গাছ কাটে তাহা হইলে দানটির কোন কার্যকারিতা থাকিবে না, ''ক'' গাছটি কাটে৷ সে ভূ-সম্পত্তিতে তাহার জীবন স্বত্ব হারায়৷
(আ) একটি ভূ-সম্পত্তি ''ক'' কে এই শর্তে দান করা হয় যে, যদি সে উইল এ উল্লেখিত নির্বাহকের সম্মতি ব্যতীত ২৫ বছরের নীচে বিবাহ করে তাহা হইলে উহা তাহার অধিকারভূক্ত হইবে না৷ ''ক'' তদরূপ করায় সে ভূ-সম্পত্তিটি হারায়৷
(ই) একটি ভূ-সম্পত্তি ''ক'' কে এই শর্তে দান করা হয় যে, যদি সে উইলকারীর মৃত্যুর পরে তিন বছরের মধ্যে ইংল্যান্ড না যায় তাহা হইলে ভূ-সম্পত্তিতে তাহার স্বার্থ থাকিবে না৷ ''ক'' উহা না করায় তাহার স্বার্থের অবলুপ্তি ঘটে৷
(ঈ) একটি ভূ-সম্পত্তি ''ক'' কে এই শর্তে দান করা হয় যে যদি সে নান হয় তাহা হইলে সে উহা কোন স্বার্থ পাইবে না৷ ''ক'' নান হওয়ায় তাহার স্বার্থ হারায়৷
(উ) একটি তহবিল ''ক'' কে জীবন স্বত্বে দান করে এবং ''ক'' এর মৃত্যুর পরে ''খ'' কে এই শর্তে দান করা হয় যে যদি ''খ'' নান হয় তাহা হইলে তাহার বরাবরে দানটির কোন কার্যকারিতা থাকিবে না৷ ''খ'' ''ক'' এর জীবদ্দশায় নান হওয়ায় সে তহবিলে বিদ্যমান স্বার্থ হারায়৷
ধারা-১৩৫৷ উক্তরূপ শর্ত ১২০ ধারায় অধীনে অবৈধ হইবে না৷- একটি দানের কার্যকারিতা থাকিবে না এইরূপ শর্ত যাহাতে বৈধ হইতে পারে, ইহা আবশ্যক যে উক্ত শর্ত প্রযোজ্য এইরূপ ঘটনা এমন একটি ঘটনা হইবে যাহা ১২০ ধারায় বর্ণিত দানের শর্ত বৈধভাবে গঠন করিবে৷
ধারা-১৩৬৷ কোন সময় নির্দিষ্ট নাই উত্তরদায়গ্রহীতা কর্তৃক এইরূপ কোন ঘটনা অসম্ভব করা কিংবা অনির্দিষ্টভাবে স্থগিত করার ফলাফল এবং যাহার বিষয়বস্তু সম্পাদন না করায় হস্তান্তরের ফল৷- যেক্ষেত্রে এই শর্ত দান করা হয় যে, উত্তরদায়গ্রহীতা কোন নির্দিষ্ট কার্য না করিলে দানটির বিষয়বস্তু অন্য ব্যক্তির নিকট চলিয়া যাইবে অথবা দানটির কার্যকারিতা থাকিবে না৷ কিন্তু কার্যটি সম্পাদনের জন্য কোন নির্দিষ্ট সময় উল্লেখ না করা হয়, সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে যদি কার্য সম্পন্ন হওয়া অসম্ভব হয় কিংবা অনির্দিষ্টভাবে স্থগিত থাকে, উত্তরদায়টি এমনভাবে যাইবে যেন উত্তরদায়গ্রহীতা উক্ত কার্য সম্পন্ন না করিয়া মারা গিয়াছে৷
উদাহরণ
(অ) ক-কে এই শর্তে উইল করে দেয়া হয় যে, সে সেনাবাহিনীতে যোগদান না করিলে উত্তরদায়টি খ-এর উপর ন্যস্ত হইবে৷ ক পবিত্র আদেশ নেওয়ার কারণে তাহার পক্ষে শর্তপূরণ করা অসম্ভব হইয়া পড়ে৷ উত্তর দায়টি খ পাইবে৷
(আ) ক-কে এই শর্তে উইল করিয়া দেওয়া হইল যে, ক, খ-এর কন্যাকে বিবাহ না করিলে উহার কোন কার্যকরতা থাকিবে না৷ ক, অন্য আরেক জনকে বিবাহ করার কারণে শর্ত পূরণ করিতে ব্যর্থ হইল৷ উত্তরদায়টির কোন কার্যকরতা থাকিবে না৷
ধারা-১৩৭৷ পূর্ববর্তী বা পরবর্তী শর্তের নির্দীষ্ট সময়ের মধ্যে সম্পাদন৷ প্রতারণার ক্ষেত্রে আরও সময়৷- যেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরদায়গ্রহীতা কর্তৃক উত্তরদায়টি ভোগের পূর্বে শর্ত হিসাবে পূরণ করিতে হইবে অথবা দানের বিষয়বস্তু পূরণ করিতে হইবে অথবা দানের বিষয়বস্তু পূরণ না করা শর্তের ক্ষেত্রে উহা অন্য কোন ব্যক্তির কাছে চলিয়া যায় অথবা কার্যকারিতা হারায় উইলে এইরূপ কোন কার্যের উল্লেখ থাকে সেক্ষেত্রে কার্যটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করিতে হইবে৷
Sultan Mahmud Sujon:
অধ্যায়-বার
ভোগের প্রয়োগ বিষয়ে নির্দেশসহ দান সম্পর্কে
ধারা-১৩৮৷ যেক্ষেত্রে কোন ব্যক্তির বরাবরে চূড়ান্তভাবে অথবা তাহার কল্যাণার্থে তহবিল দান করা হয়৷- কিন্তু এই মর্মে নির্দেশ থাকে যে উহা বিশেষভাবে ব্যবহৃত বা ভোগ করিতে হইবে সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতা এমনভাবে তহবিল গ্রহণে অধিকারী হইবে যেন উইলে উক্ত কোন নির্দেশ ছিল না৷
উদাহরণ
ক এর জন্য বাসস্থান ক্রয়ে অথবা ক এর জন্য এ্যানিউটির ক্রয়ের অথবা তাহাকে কোন ব্যবসায় বসানোর জন্য নির্দিষ্ট কিছু অর্থ দান করা হয়৷ ক অর্থের উত্তরদায়টি গ্রহণ করার জন্য পছন্দ করে৷ সে উক্তরূপ করিবার অধিকারী৷
ধারা-১৩৯৷ চূড়ান্ত দানের ভোগের পদ্ধতি সংকুচিত হইবে উত্তরদায়গ্রহীতার নির্দিষ্ট কল্যাণ নিশ্চিত করণার্থে এইরূপ নির্দেশ৷- যেক্ষেত্রে উইলকারী চূড়ান্তভাবে কোন তহবিল এমনভাবে দান করে যাহার ফলে উহা তাহার ভূ-সম্পত্তি হইতে বিচ্ছিন্ন হয় কিন্তু নির্দেশ দেয় যে উহার ভোগের ভরণ উত্তরদায়গ্রহীতার কল্যাণে নিশ্চিত করণার্থে তত্কর্তৃক সংকুচিত হইবে, সেক্ষেত্রে উক্ত কল্যাণ উত্তরদায়গ্রহীতার জন্য পাওয়া না গেলে তহবিল এমনভাবে তাহার দখলভুক্ত হইবে যেন উইলে উক্তরূপ কোন নির্দেশ ছিল না৷
উদাহরণ
(অ) ''ক'' তাহার সম্পত্তির অবশিষ্ট অংশ তাহার কন্যাগণের মধ্যে সমান ভাগে ভাগ হইবে এমনভাবে দান করে এবং নির্দেশ দেয় যে, তাহাদের অংশ জীবনব্যাপী স্থিরকৃত এবং তাহাদের মৃত্যুর পর তাহাদের সন্তানের বরাবরে প্রদত্ত হইবে৷ সকল কল্যাণ অবিবাহিত অবস্থায় মারা যায়৷ প্রত্যেক কন্যার প্রতিনিধিগণ অবশিষ্ট অংশের ভাগ পাইবে৷
(আ) ''ক'' তাহার কন্যার জন্য কিছু অর্থ তুলতে তাহার ট্রাস্টিদের নির্দেশ দেয় এবং পরে সে এরূপ নির্দেশ দেয় যে তাহারা তহবিল বিনিয়োগ করিবে এবং উহা হইতে আয় তাহার জীবদ্দশায় তাহাকে প্রদান করিবে এবং তাহার মৃত্যুর পর প্রধান অংশ তাহার সন্তানদের মধ্যে ভাগ করিয়া দিবে৷ কন্যা কোন সন্তান না রাখিয়া মারা গেল৷ তাহার প্রতিনিধি তহবিলের অধিকারী হইবে৷
ধারা-১৪০৷ কতিপয় উদ্দেশ্যে তহবিলের দান যাহার কিছু অংশ পূরণ করা যায় না৷- যেক্ষেত্রে উইলকারী কোন তহবিল চূড়ান্তভাবে তাহার ভূ-সম্পত্তি হইতে বিচ্ছিন্ন হইবে এমনভাবে দান করে না কিন্তু কতিপয় উদ্দেশ্যে উহা দিয়া থাকে এবং উক্ত উদ্দেশ্যের অংশ পূরণ করা যায় না, সেক্ষেত্রে উক্ত তহবিল অথবা উইলের মাধ্যমে উহার যতখানি অংশ নিশেষিত হইয়াছে ততখানি উইলকারীর ভূ-সম্পত্তির অংশ থাকে৷
উদাহরণ
(অ) কোন বিশেষভাবে ট্রাস্টিগণ কিছু অর্থ বিনিয়োগ করিবে এবং উহার স্বার্থ ''ক'' এর সন্তানকে প্রদান করিবে এবং তাহার মৃত্যুতে প্রধান অংশ তাহার সন্তানদের মধ্যে ভাগ হইবে৷ পুত্র কোন সন্তান না রাখিয়া মারা যায়৷ সন্তানের মৃত্যুর পর তহবিল উইলকারীর ভূ-সম্পত্তিভুক্ত হইবে৷
(আ) ''ক'' তাহার কন্যাগণের মধ্যে সমান ভাগে বণ্টিত হইবে এই মর্মে এবং এই নির্দেশ দেয়া তাহার ভূ-সম্পত্তির অবশিষ্ট দান করে যে কেবলমাত্র তাহাদের জীবদ্দশায় তাহাদের স্বার্থ থাকিবে এবং তাহাদের মৃত্যুর পরে তহবিল তাহাদের সন্তানগণ পাইবে৷ কন্যাদের কোন সন্তান নাই৷ তহবিল উইলকারীর ভূ-সম্পত্তি ভূক্ত হইবে৷
অধ্যায় -তের
নির্বাহকের বরাবরে দান সম্পর্কে
ধারা-১৪১৷ উত্তরদায়গ্রহীতা নির্বাহক হিসাবে কার্য করিবার ইচ্ছা ব্যক্ত না করিলে তিনি নির্বাহক হিসাবে নাম দিতে পারিবেন না৷- যদি কোন উত্তরদায় উইলের নির্বাহক হিসাবে নাম দিতে চায় এমন কোন ব্যক্তির বরাবরে দান করা হয়, তাহা হইলে তিনি উইল প্রমাণ করিতে না পারিলে কিংবা অন্য কোনভাবে নির্বাহক হিসাবে কাজ করিবার ইচ্ছা ব্যক্ত না করিলে, তিনি উত্তরদায়টি গ্রহণ করিতে পারিবেন না৷
উদাহরণ
নির্বাহক হিসাবে নাম দিয়াছেন এমন ব্যক্তি ''ক'' কে একটি উত্তরদায় দান করা হয়৷ ক উইলের নির্দেশ মোতাবেক অন্ত্যেষ্টিক্রিয়ার আদেশ দেন এবং উইল প্রমাণ না করিয়া উইলকারীর কিছু দিন পরে মারা যায়৷ ''ক'' নির্বাহক হিসাবে কাজ করিবার ইচ্ছা ব্যক্ত করিয়াছিল৷
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version