Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

All দুর্যোগ ব্যবস্থাপনা do not see u 100% miss

<< < (2/9) > >>

Sultan Mahmud Sujon:
বন্যা কেন হয়    মুদ্রণ    ইমেল
বাংলাদেশ নদীমাতৃক দেশ৷ এদেশের বড় বড় নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রর দু'কূল ছাপিয়ে অনেকসময়ই বন্যার সৃষ্টি হয়৷ যে কারণে এখানে বন্যা হয়

    * প্রচুর বৃষ্টিপাত
    * পাহাড়ি ঢল
    * নদীর বাঁধ ভেঙ্গে গেলে
    * বড় বড় নদীর গভীরতা কমে আসলে
    * সমুদ্রের পানির স্তর বেড়ে গেলে
    * বড় বড় নদীর পানি বেড়ে গেলে
    * অপরিকল্পিতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি
    * ছোট ছোট খাল-বিল, হাওর, পুকুর ভরাট হয়ে যাওয়া
    * ভূমিকম্পের ফলে কখনো কখনো বন্যা দেখা দেয়৷
 

Sultan Mahmud Sujon:
বন্যা

 
map.jpg

 

 

প্রায় প্রতি বছরই বর্ষার মৌসুমে আমাদের দেশে কম-বেশি বন্যা দেখা দেয়৷ বর্ষাকালে হিমালয়ের বরফ গলা পানি ও এর সাথে প্রচুর বৃষ্টির পানি বাংলাদেশের নদীগুলো দিয়ে বয়ে গিয়ে সমুদ্রে পড়ে৷ একসাথে এত পানি নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নদীর দু'কূল ভেসে দেশে বন্যা দেখা দেয়৷ নদীর পানি উপচিয়ে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়, ডুবে যায় রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিস্তৃর্ণ ফসলের জমি, বির্পযস্ত হয়ে পড়ে জনজীবন৷

 

তথ্যসূত্র :
    * দুর্যোগ ব্যবস্থাপনা বু᐀রো (২০০২): দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল (১ম ও ২য় খন্ড)
    * বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার বি ডি পি সি (২০০২): চেইঞ্জ এজেন্ট গাইড (বন্যা মোকাবেলায় পারিবারিক ও সামাজিক প্রস্তুতি সহায়িকা)
    * বি ডি পি সি, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার ( ২০০২): বন্যা মোকাবেলায় পারিবারিক ও সামাজিক প্রস্তুতি
    * বি ডি পি সি, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার ( ২০০২): বন্যা মোকাবেলায় পারিবারিক ও সামাজিক প্রস্তুতি (চেইঞ্জ -এজেন্টদের জন্য ম্যানুয়াল)

* Hossain Akhtar (2004): National Workshop on Options for Flood Risk and Damage Reduction In Bangladesh :“An Overview on Impacts of Flood in Bangladesh & Options for Mitigation”

 

 

চিত্রসুত্র :

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো /গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার: বন্যা মোকাবেরায় সাধারন করণীয়৷
বি ডি পি সি বাংলাদেশ ডিজাস্টার প্রিপ্রেয়াডᐂনেস সেন্টার (২০০২): বন্যা মোকাবেলায় পারিবারিক সামাজিক প্রস্তুতি৷

Sultan Mahmud Sujon:
খরা হলে কি করবেন    মুদ্রণ    ইমেল
খরা হলে কি করবেন

    কাছাকাছি পুকুর, খালবিল, ডোবানালা বা নদী হতে দোন, সেউতি ও ছোট ছোট পাম্পের সাহায্যে জমিতে সেচ দিন
    অনেকে মিলে অগভীর ও গভীর নলকূপ ও পাওয়ার পাম্পের চালু করে জমিতে সেচ দিন



চিত্র : সেচকাজে পাওয়ার পাম্পের ব্যবহার

    পানির অপচয় কমানোর জন্য ছোট ছোট পাম্প মেশিনে ফিতা পাইপ ব্যবহার করে সেচ দিন
    কাইচথোর অবস্থার আগে খরা দেখা দিলে প্রতিদিন সকাল বেলা শিশির ভেজা পাতার উপর রশি টেনে দেয়া
    সম্পূরক সেচ সহায়তার জন্য স্থানীয় থানা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখুন

Sultan Mahmud Sujon:
খরা মোকাবেলায় প্রস্তুতি    মুদ্রণ    ইমেল

খরার হাত থেকে মাঠের ফসল রক্ষার জন্য কৃষক ভাইগণ জরুরিভাবে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন-

    ধান রোপনের পর হতেই মাঝে মধ্যে ফসল, মাটি এবং বিরাজমান আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করা৷
    মাটি যাতে ভেজা থাকে এবং গাছের শিকড় যাতে মাটির গভীরে প্রেবশ করতে পারে সে জন্য জমি গভীরভাবে চাষ দেওয়া দরকার৷
    জমির আইল ১০ সেঃ মিঃ হতে ২৫ সেঃ মিঃ উঁচু করে বাঁধা যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়৷
    জমির এক কোণায় ২X৩X২ মিটার আকারে একটি গর্ত করে রাখা যাতে বর্ষার পানি জমা করে রাখা যায়৷ খরা দেখা দিলে এ জমা পানি দিয়ে জমিতে সেচ প্রদান করা যাবে৷
    বরেন্দ্র এলাকায় ফার্ম রিজার্ভারে বৃষ্টির পানি সংগ্রহ করা যেতে পারে৷ অসমতল জমির মাঝারী উচ্চতায় রিজার্ভার তৈরি করতে হবে যাতে উঁচু জমি হতে পানি গড়িয়ে এসে রিজার্ভারে জমা হয়৷ রিজার্ভার হতে প্রয়োজনের সময় এ পানি সেচ কাজে লাগানো যাবে৷ রিজাভারের গভীরতা ২ মিটার এবং এর আকার জমির ৫%  এলাকা নিয়ে হতে পারে৷
    বোরো মৌসুমের সেচ নালা নষ্ট না করা৷
    আমন মৌসুমের শুরুতেই সেচ যন্ত্রাদি সচল অবস্থায় রাখা৷
    খরার পূর্বাভাস দেখা মাত্রই জমিতে সম্পূরক সেচ প্রদানের প্রস্তুতি গ্রহণ করা৷
    সেচের ব্যবস্থা করা (দেশীয় ও উন্নত পদ্ধতি), আর্দ্রতা সংরক্ষণ, সেচের প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন৷

     ধান রোপনের পর হতেই মাঝে মধ্যে ফসল, মাটি এবং বিরাজমান আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করা৷

    মাটি যাতে ভেজা থাকে এবং গাছের শিকড় যাতে মাটির গভীরে প্রেবশ করতে পারে সে জন্য জমি গভীরভাবে চাষ দেওয়া দরকার৷
    জমির আইল ১০ সেঃ মিঃ হতে ২৫ সেঃ মিঃ উঁচু করে বাঁধা যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়৷
    জমির এক কোণায় ২X৩X২ মিটার আকারে একটি গর্ত করে রাখা যাতে বর্ষার পানি জমা করে রাখা যায়৷ খরা দেখা দিলে এ জমা পানি দিয়ে জমিতে সেচ প্রদান করা যাবে৷
    বরেন্দ্র এলাকায় ফার্ম রিজার্ভারে বৃষ্টির পানি সংগ্রহ করা যেতে পারে৷ অসমতল জমির মাঝারী উচ্চতায় রিজার্ভার তৈরি করতে হবে যাতে উঁচু জমি হতে পানি গড়িয়ে এসে রিজার্ভারে জমা হয়৷ রিজার্ভার হতে প্রয়োজনের সময় এ পানি সেচ কাজে লাগানো যাবে৷ রিজাভারের গভীরতা ২ মিটার এবং এর আকার জমির ৫%  এলাকা নিয়ে হতে পারে৷
    বোরো মৌসুমের সেচ নালা নষ্ট না করা৷
    আমন মৌসুমের শুরুতেই সেচ যন্ত্রাদি সচল অবস্থায় রাখা৷
    খরার পূর্বাভাস দেখা মাত্রই জমিতে সম্পূরক সেচ প্রদানের প্রস্তুতি গ্রহণ করা৷
    সেচের ব্যবস্থা করা (দেশীয় ও উন্নত পদ্ধতি), আর্দ্রতা সংরক্ষণ, সেচের প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন৷

pump.jpg

চিত্র: খরাপ্রবণ এলাকার কৃষিকাজে সেচ ব্যবস্থা জরুরি

    মাটি ভেজা রাখার জন্য জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে৷
    মাটির কিছুটা গভীরে চারা রোপন করতে হবে৷
    আর্দ্রতা সংরক্ষণের জন্য যথা সময়ে আচড়া বা নিড়ানী দিয়ে কিংবা কুপিয়ে মাটির উপরের স্তর ভেঙ্গে দেয়া উচিত৷ সেই সাথে আগাছাও দমন করতে হবে৷
    সম্ভাব্য ক্ষেত্রে খর-কুটা, পাতা, আগাছা, কচুরীপানা দ্বারা মাটির উপরের স্তরে জাবড়া আচ্ছাদন দিলে মাটির রস মজুদ থাকে৷
    আউশ ও রোপা আমন ধানের জমি সমান করে তৈরি করা ও আইল মেরামত করা জরুরি, যাতে বৃষ্টি/সেচের পানির সর্বোচ্চ ব্যবহার হয়৷
    পুকুর, ডোবা, নালায় পানি সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করা৷
    নাবী রোপা আমনের পরির্বতে যথা সম্ভব আগাম রোপা আমনের চাষ করা উচিত, যাতে কার্তিক-অগ্রাহায়ণ মাসের মধ্যে কেটে নিলে ফসল খরায় কম ক্ষতিগ্রস্থ হবে৷


Sultan Mahmud Sujon:
আমন জমির জন্য যেসব দিকে নজর রাখা জরুরি    মুদ্রণ    ইমেল
আমন জমির জন্য যেসব দিকে নজর রাখা জরুরি:

        জমিতে পানি আছে কিনা, থাকলে কি পরিমাণ আছে
        জমিতে দড়ানো পানি আছে কিনা থাকলে মাটিতে পর্যাপ্ত রস আছে কিনা দেখা৷ এজন্য জমির বিভিন্ন জায়গার ১০-১৫ সেন্টিমিটার তলের/ গভীরের মাটি পরীক্ষা করে দেখা
        হাতে মাটি নিয়ে চাপ দিলে তা যদি ঢেলা না হয় তবে খরার সূচনা বা শুরু বলে মনে করা যেতে পারে
        মাটিতে যদি চিকন ফাটল দেখা দেয় তবে বুঝতে হবে মাটিতে রসের অভাব
        থোর অবস্থা থেকে দানা বাধাঁর সময় খরা দেখা দিলে ছড়া পুরোপুরি বের হবে না, দানায় দুধ থাকবে না চিটে হয়ে যাবে৷

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version