Career Development Centre (CDC) > Academia Lecture Series

একটি সাইকেল, একজন মোস্তফা কামাল এবং মেঘনা গ্রুপের গল্প

<< < (3/3)

Noor E Alam:

পিয়াস অমি নামে এক শিক্ষার্থী মোস্তফা কামালের কাছে জানতে চান, আপনাদের সময় এবং আমাদের সময়ের মধ্যে বিস্তর পার্থক্য। এই ডিজিটাল যুগে আমরা নিজেকে কীভাবে উদ্যোক্তা হিসেবে তৈরি করব?

জবাবে মোস্তফা কামাল বলেন, উদ্যোক্তা হওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। ইচ্ছাশক্তি নিয়ে কঠোর পরিশ্রম করলে অবশ্যই সফল হওয়া যায়। তবে সময়টা যেহেতু ডিজিটাল, সেহেতু প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। প্রযুক্তি বিষয়ে এখন বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত কোর্স করা যায়। তরুণ উদ্যোকর্তাদের এসব করার আহ্বান জানান মোস্তফা কামাল।
লতান মাহমুদ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে অনেক শিল্প কারখানাই সমস্যায় আছে। সরকারের কাছে তারা প্রতিনিয়ত বিদ্যুৎ চাইছে। এরকম পরিস্থিতিতে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য নিজস্ব পাওয়ার প্ল্যান্ট করেছেন। বিষয়টি অভাবনীয় এবং বিস্ময়কর! এমন ভাবনা আপনার মাথায় কীভাবে এলো?

মোস্তফা কামাল মৃদু হেসে বলেন, একটা সময় দেখলাম, দিনে প্রায় চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। উৎপাদন ব্যহত হয়। তাছাড়া লো ভোল্টেজ, হাই ভোল্টেজ এসব কারণে প্রায়ই যন্ত্রপাতি নষ্ট হতে শুরু করল। এক একটি যন্ত্রের দাম লাখ লাখ টাকা। তখন ভাবলাম, নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ছাড়া উপায় নেই। সেই ভাবনা থেকেই ২০১৫ সালে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট স্থাপন করি।

Noor E Alam:
মেঘনা গ্রুপের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল শিক্ষার্থীদেরকে মার্কেটিং সম্পর্কে নানা পরামর্শ দেন। ভাইরাল মার্কেটিং সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভাইরাল মার্কেটিংয়ের ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর খারাপ দিক হচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো কিছুকে ভাইরাল করা বেশ কঠিন। কিন্তু গুজব, অসত্য বা নেতিবাচক কিছু উপস্থাপন করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তাই ভাইরাল মার্কেটিং বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত যে এমন কিছু ভাইরাল না করা যেটা কোম্পানির ইমেজ বা ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করে। এসময় তিনি ফ্রেস মিল্কের উদাহরণ দিয়ে বলেন, ফ্রেস মিল্কের একটি ট্যাগ লাইন হচ্ছে ‘আমি জিতলে জিতে যায় মা’। এটি ইতিবাচক ভাইরাল মার্কেটিংয়ের একটি অন্যতম উদাহরণ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, ইতিবাচক ভাইরাল মার্কেটিংয়ের জন্য কনভার্সেশনাল ভ্যালুকে গুরুত্ব দিতে হবে। কনভার্সেশনাল ভ্যালু—অর্থাৎ কথপোকথনের গুরুত্বকে আত্মস্থ করতে পারলে ভাইরাল মার্কেটিংয়ে সফল হওয়া কঠিন কিছু নয়।

Noor E Alam:
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালের সেদিনের বক্তব্য লাইভ সম্প্রচার করা হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফেসবুক পেজ থেকে। সেখানেও উচ্ছসিত মন্তব্য করেন অনেক দর্শক। যেমন মো. আরিফ বিল্লাহ নাছিম লিখেছেন, আমি স্যারের কোম্পানিতে আছি ট্রেডিংয়ে ফ্রেশ সিমেন্ট ব্র্যান্ডের নির্বাহী (বিক্রয় ও বিপণন) হিসাবে। স্যার আমার দেখা একজন সফল মানুষ।


জাফর ইকবাল নামের একজন লিখেছেন, খুবই অনুপ্রেরণাদায়ী বক্তব্য। শেখার আছে অনেক কিছু। অপরদিকে নুসরাত জাহান লিখেছেন, জীবনে অনেক পরিশ্রম করেছেন স্যার। আপনাকে অভিনন্দন।

জাকির হোসেন নামের একজন লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে অনেক তরুণ শিক্ষার্থী তাঁর বক্তব্য শুনছে। নিশ্চয় এই তরুণ প্রজন্ম মোস্তফা কামালের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।

ক্যাম্পাস টিভির লাইভ অনুষ্ঠানে দর্শক মন্তব্য
ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজের সেদিনের অনুষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। সরাসরি অনুষ্ঠানে দেশ বিদেশের বিপুল সংখ্যক দর্শক তাঁকে অভিনন্দ জানান এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। যেমন ফিনল্যান্ড থেকে মি. রাস্কিন লিখেছেন, আপনি বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এজন্য আপনাকে অভিনন্দন জানাই। সেদিনের অনুভূতি কী একটু জানাবেন?

উত্তরে মোস্তফা কামাল বলেন, আমার বক্তব্যের পুরো ভিডিও ইউটিউবে আছে। আগ্রহীরা সেটা দেখতে পারেন। আমার যদ্দুর মনে পড়ে, এরকম বলেছিলাম যে বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এবং একইসঙ্গে বিনিয়োগবান্ধব। আপনারা আমাদের দেশে আসুন। বিনিয়োগ করুন।

মো. আবু তাহের নামের একজন লিখেছেন, অনেক সালাম জনাব মোস্তফা কামালকে। আমরা গর্বিত আপনি আমাদের প্রিয় মাটি চৌদ্দগ্রামের মেধাবী সন্তান। আপনি কর্মবীর, আপনি সততার উজ্জ্বল দৃষ্টান্ত, আপনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সফল মানুষ। বাংলাদেশে ব্যবসা ও শিল্প কারখানা প্রতিষ্ঠিত করে কর্ম সংস্থান সৃষ্টিতে আপনি বিরল মেধার পরিচয় দিয়েছেন। এখন আমরা ভাবতে পারি সে সময় বেশী দূর নয় আমরা সিংগাপুরসহ অনেক উন্নত দেশকে অতিক্রম করতে পারি। আপনার সফল এ কাজটি একঝাঁক মেধাবী তারুণ্য আপনার পাশে আছে। সকল মহতী উদ্যোগ আপনার সফলতা আসুক, কামনা করি। আপনি সুস্থ থাকুন, ভাল থাকুন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সোনার বাংলা বিনির্মাণে।

আব্দুস সাত্তার প্রধান লিখেছেন, মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামাল, সত্যিই তিনি একজন বড় মনের মানুষ, তার জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করছি।

শেখ মো. রফিক বলেছেন, শরীরের ঘাম একদিন দিবে দাম/ শ্রম ও সততাই মহান/ তিলেতিলে গড়া মেঘনা গ্রুপ, এটাই তার প্রমাণ।

গোকুল চক্রবর্তী লিখেছেন, স্যার সততা আর কঠোর পরিশ্রমই ছিলো আপনার মূলধন। আপনার জয হবে সবসময়।

এরকম আরো অসংখ্য মন্তব্য ছিল ক্যাম্পাসি টিভির লাইভ অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে অনুষ্ঠান শুরুর সময়ে তোলা ছবি উপহার দিচ্ছেন ড. মো. সবুর খান ও উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম।

Noor E Alam:
Documentary on DIU Industry Academia lecture series, 13- 30 July 2018 Link:- [ Invalid YouTube link ]


এটিএন বাংলা:

একাত্তর টেলিভিশন:

সময় টেলিভিশন:

ডিবিসি টেলিভিশন:

চ্যানেল আই:










Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version