Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

আল্লাহর জন্য ভালোবাসা

<< < (3/26) > >>

Md. Zakaria Khan:
মুসাফাহার মর্যাদা:
হুযায়ফা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
إنَّ المؤمنَ إذا لقِيَ المؤمنَ فسلَّم عليه وأخذ بيدِه فصافَحَه تناثرَتْ خطاياهما كما يتناثرُ ورقُ الشجرِ
الراوي: حذيفة بن اليمان المحدث:الألباني - المصدر: السلسلة الصحيحة - الصفحة أو الرقم: 2/60
خلاصة حكم المحدث: إسناده جيد
‘‘একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের সাথে স্বাক্ষাত করে তার হাত ধরে মুসাফাহা করে তখন তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যায় যেভাবে
গাছ থেকে পাতাগুলো ঝরে যায়।’’
(সিলসিলা সহীহাহ ২/৬০)

Md. Zakaria Khan:
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত,

তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, " দু'টি কলেমা (বাক্য) রয়েছে,

যে দু'টি দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়,
জবানে (উচ্চারণে) খুবই সহজ ,
আমলের পাল্লায় অত্যন্ত ভারী |
তা হচ্ছে, 'সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম |'

অর্থাৎ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করেছি, মহান আল্লাহ অতীব পবিত্র |"

( বুখারী ৬৪০৬, ৬৬৮২ ,৭৫৬৩ , মুসলিম ২৬৯৪ ,

Md. Zakaria Khan:
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

(সূরা ক্বাদরঃ ০৩)

রসূল (স) বলেছেন তোমরা রামাযানের শেষ দশকের
বেজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর

[বুখারী]

আসুন আমরা ক্বাদর এর রাতে বেশী বেশী করে ইবাদাত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কে তওফিক দান করুন। আমীন।

Md. Zakaria Khan:
আবূ সাঈদ আলখুদরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাআহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: “যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোযা রাখবে সেই বান্দার চেহারাকে আল্লাহ্ (ঐ রোযার বিনিময়ে) জাহান্নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।”

[বুখারী: ২৮৪০, মুসলিম: ১১৫৩, তিরমিযী, নাসাঈ]

Md. Zakaria Khan:
মহান আল্লাহ তায়া’লা ইরশাদ করেন্ঃ ‘‘যারা নামায কায়েম করে এবং আমার দেয়া রিযিক থেকে ব্যয় করে। তারা হল সত্যিকার ঈমানদার। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিযিক | [ সূরা আনফাল-৩-৪]

আল্লাহ তা’য়ালা আরো বলে "আর যারা তাদের নামায সমূহের হিফাযত করে তারাই হবে অধিকারী। অধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের তাতে চিরকাল থাকবে। [সূরা মুমিনুন -৯ -১১]

হাদীসে কুদসীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ তায়া’লা বলেন ঃ আমি আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছি এবং আমি আমার নিজের সাথে অঙ্গীকার করেছি যে, যে ব্যক্তি যথা সময়ে নামায সমূহের পূর্ণ হিফাযত করবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। আর যে নামায সমূহের হিফাযত করবে না, তার জন্য আমার কাছে কোন অঙ্গীকার নেই। [আবু দাউদ, ইবনে মাজাহ]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version