Religion & Belief (Alor Pothay) > Hadith

ঈমানদার ব্যাক্তির মানবিক গুণাবলী

<< < (3/4) > >>

arefin:
হযরত শাদ্দা ইবনে আউস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ঐ ব্যক্তি যে নিজের নফসের হিসাব নিতে হাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আর বোকা ঐ ব্যক্তি যে নফসের খাহেশ মোতাবেক চলে এবং আল্লাহ্‌ তা'আলার উপর আশা রাখে ( যে আল্লাহ্‌ তা'আলা বড় ক্ষমাশীল)।

{ জামে তিরমিযী, হাদিস নং-২৪৫৯}

arefin:
হযরত আবু মুসা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের মতো। (অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত। আর যে স্মরণ করে না সে মৃত)।

 {সহীহ বুখারী, হাদীস : ৬৪০৭; মুসলিম, হাদীস : ৭৭৯}

arefin:
আবু হুরাইরা (রা) বর্ননা করেন, রাসুলুল্লাহ (সা) বলেন, "একজন মু'মিন এর উদাহরণ হলো একটা সতেজ তরুলতার মত। যেদিক থেকে বাতাস আসে তা তাকে বাঁকিয়ে দেয়। আর যখন বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায় তা আবার সোজা হয়ে যায়। ঠিক এইভাবেই মু'মিন বান্দা তার জীবনে নানা ঘাত-প্রতিঘাত আর বিপর্যয়ের সম্মুখীন হন কিন্তু ধৈর্য ধরে থাকেন যতক্ষন পর্যন্ত আল্লাহ তার সমস্যা দূর করেন। আর একজন কূটিল মুনাফিকের হলো দেবদারু বৃক্ষের মত শক্ত ও সোজা থাকে, যতক্ষন পর্যন্ত আল্লাহ তার মূলোৎপাটন করেন"

(বুখারীঃ বইঃ ০৭, খন্ডঃ ৭০, ৫৪৭নং হাদীস)

sumon_acce:
Thanks for sharing this.

arefin:
“আল্লাহ বলেন: আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে , তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ”।

[হাদীসে কুদসী:: বুখারি ও মুসলিম]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version