Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Badshah Mamun

Pages: [1] 2 3 ... 135
1
কর্মশক্তি কৌশল ও বাংলাদেশের উচ্চশিক্ষা


চলমান প্রযুক্তিগত বিপ্লব আমাদের অর্থনীতি, শিল্প, প্রশাসন ও কর্মজীবনে দ্রুত পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানি একদিকে নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে অনেক প্রচলিত কাজের প্রয়োজনীয়তাও কমিয়ে দিচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক অস্থিরতা শ্রমবাজারকে আরো জটিল করে তুলছে। তাই ভবিষ্যতে দরকার এমন দক্ষতা, যা শুধু প্রযুক্তি জানার মধ্যেই সীমাবদ্ধ নয়—কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ধারণা, পাশাপাশি সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার মতো মানবিক গুণও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই রাখতে হলে এ পরিবর্তনগুলো আগেভাগে বুঝে কর্মশক্তি পরিকল্পনা নিতে হবে। নিয়োগকর্তা ও কর্মী দুই পক্ষকেই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে। সবচেয়ে জরুরি উচ্চ শিক্ষার সংস্কার, যাতে স্নাতকরা শুধু চাকরির যোগ্যতা নয়, বরং ভবিষ্যতের অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষতা ও মানসিকতা অর্জন করতে পারে। এখনই পদক্ষেপ না নিলে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সামাজিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়বে।

গত তিন দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত তৈরি পোশাক, রেমিট্যান্স ও কৃষির ওপর নির্ভরশীল ছিল। ২০২৪-২৫ অর্থবছরে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারে, যার মধ্যে ৮০ শতাংশেরও বেশি এসেছে পোশাক খাত থেকে। একটি মাত্র খাতের ওপর এত বেশি নির্ভরশীলতা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন বিশ্ব এরই মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। তাই বাংলাদেশের জন্য এখন জরুরি নতুন খাত চিহ্নিত করা, যেখানে প্রযুক্তি, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা সম্ভব। ওষুধ শিল্প, তথ্য-প্রযুক্তি, কৃষি-প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং সবুজ উৎপাদন এসব খাত রফতানিকে বৈচিত্র্যময় করতে ও অর্থনীতিকে আরো স্থিতিশীল ভিত্তি দিতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং উদ্যোক্তা কার্যক্রমের নতুন পথ অনুসন্ধানও টেকসই সমাধান হতে পারে। সঠিকভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের জন্য তৈরি পোশাকনির্ভর প্রবৃদ্ধির সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

অন্যদিকে অনেক প্রচলিত কাজ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তাই সৃজনশীলভাবে চিন্তা করা, দ্রুত অভিযোজিত হওয়া এবং নতুন দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভবিষ্যতের কর্মজগৎ গড়ে উঠছে হাইব্রিড ওয়ার্ক, রিমোট জব, গিগ ইকোনমি ও উদ্যোক্তা বৃত্তির ওপর ভিত্তি করে। কর্মীদের তাই আরো নমনীয়, অভিযোজ্য ও স্বনির্ভর হতে হবে। পাশাপাশি চাকরি পরিবর্তন ও নতুন শিল্পে প্রবেশ করা সাধারণ ব্যাপার হয়ে উঠবে। এর মানে প্রতিটি ব্যক্তিকে সারাজীবন শেখা ও পুরনো ধারণা ভুলে নতুন দক্ষতা আয়ত্ত করার মানসিকতা গড়ে তুলতে হবে।

বিশেষভাবে গুরুত্ব পাওয়া ক্ষেত্র হলো সাইবার নিরাপত্তা। যত বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল লেনদেন ও রিমোট ওয়ার্কের মাধ্যমে অনলাইনে চলে যাচ্ছে, তত বেশি র‍্যানসমওয়্যার, ফিশিং, ডাটা চুরি এবং সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। প্রতিটি সংযুক্ত সিস্টেম নতুন দুর্বলতা তৈরি করছে। তাই সাইবার নিরাপত্তা ও নেটওয়ার্ক রক্ষা বাংলাদেশের শ্রমবাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতার একটি হিসেবে গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতের কর্মজগতে টিকে থাকতে পার্থক্য গড়ে দেবে—দৃঢ়তা, নমনীয়তা ও অভিযোজন ক্ষমতা, সম্পদ ব্যবস্থাপনা ও পরিচালনার দক্ষতা, গুণগত মাননিয়ন্ত্রণ, প্রোগ্রামিং ও প্রযুক্তিগত জ্ঞান। বাংলাদেশ যদিও এসব বিষয়ে পিছিয়ে আছে। এটা বড় সমস্যা নয়। বরং অগ্রণী দেশগুলোর অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে বাংলাদেশ সরাসরি আধুনিক, সাশ্রয়ী ও সম্প্রসারণযোগ্য স্মার্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেমে প্রবেশ করতে পারে। সঠিক নীতি ও মানবসম্পদ বিনিয়োগ থাকলে বাংলাদেশ তৈরি পোশাকের বাইরে রফতানি বৈচিত্র্য আনতে এবং বৈশ্বিক শিল্প ব্যবস্থায় নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবে।

বাংলাদেশকে পুরনো ও ব্যয়বহুল স্বয়ংক্রিয়তা নয়, বরং আধুনিক ও নমনীয় স্মার্ট সমাধানের পথে এগোতে হবে। একই সঙ্গে গড়ে তুলতে হবে এমন কর্মশক্তি, যারা সাংগঠনিক ও মানসিক দক্ষতা (বিশ্লেষণধর্মী চিন্তা, সৃজনশীলতা, সমস্যা সমাধান, বহুভাষিকতা, পাঠ্য ও গাণিতিক জ্ঞান), প্রযুক্তিগত দক্ষতা (প্রযুক্তি সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটা, সাইবার নিরাপত্তা, প্রোগ্রামিং, ব্যবহারকারীর অভিজ্ঞতা নকশা) এবং মানবিক দক্ষতা (দৃঢ়তা, অভিযোজন, নেতৃত্ব, সহমর্মিতা, জীবনব্যাপী শেখার মনোভাব, পরিবেশ-সচেতনতা ও বৈশ্বিক নাগরিকত্ব) অর্জন করবে। এ সমন্বিত দক্ষতা বাংলাদেশকে ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে।

গত দুই দশকে ভিয়েতনাম, ভারত ও চীন শ্রমনির্ভর শিল্প থেকে উচ্চমূল্য সংযোজিত উৎপাদনের দিকে রূপান্তর করেছে। তাদের অভিজ্ঞতা বাংলাদেশকে পথ দেখাতে পারে। ভিয়েতনাম দেখায় কীভাবে প্রযুক্তিনির্ভর প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা যায়। ভারত শেখায় কীভাবে উদ্ভাবন ও দক্ষতাভিত্তিক ইকোসিস্টেম তৈরি করা যায়। চীনের অভিজ্ঞতা বলে দেয় কীভাবে দীর্ঘমেয়াদি নীতি, গবেষণা ও উন্নয়ন এবং শিল্পকেন্দ্রিক গুচ্ছ তৈরি করে স্থায়ী উন্নয়ন সম্ভব।

বাংলাদেশেও স্বয়ংক্রিয়তা, আইওটি রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল গুণগত মান নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রে পুনঃদক্ষীকরণ ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্প-বিশ্ববিদ্যালয় সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচি চালু করলে তা কর্মশক্তিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

বাংলাদেশের কর্মশক্তি কৌশল এগিয়ে নিতে তিনটি পদক্ষেপ জরুরি। প্রথমত, উচ্চ শিক্ষাকে শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য করা। দ্বিতীয়ত, সারাজীবন শেখা ও পুনঃদক্ষীকরণের সুযোগ বাড়ানো। তৃতীয়ত, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোয় নীতিগত বিনিয়োগ বাড়ানো। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শেখার প্রক্রিয়া আধুনিক করতে হবে, যাতে স্নাতকরা শুধু সনদ নয়, বরং ভবিষ্যতের চাকরির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে।

এ পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক শিল্পের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আরো বহুমুখী ও শক্তিশালী হয়ে উঠবে। ফলে একবিংশ শতাব্দীর উপযোগী জ্ঞানভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। টিকে থাকতে এবং সফল হতে হলে আমাদেরও বদলাতে হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, প্রযুক্তি বোঝা, নতুন টুল ব্যবহার করা, সৃজনশীল হওয়া এবং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতাই এখন সবচেয়ে বড় চাবিকাঠি।

এমএম শহিদুল হাসান: ডিস্টিংগুইশড প্রফেসর ইস্টার্ন ইউনিভার্সিটি ও অধ্যাপক (অব.), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

Source: https://bonikbarta.com/editorial/J6gXlsI4W3NYbKpJ

2
Technology / Advanced automation will lead the way
« on: Today at 02:11:34 PM »
Advanced automation will lead the way
The future of Bangladesh’s economy depends on smart manufacturing


Smart manufacturing -- powered by automation, robotics, data analytics, the Internet of Things (IoT), and artificial intelligence (AI) -- is reshaping industrial landscapes in advanced economies such as Germany, South Korea, China, and the United States.

In this transformation, IoT acts as the “eyes and ears,” collecting and transmitting data, while AI serves as the “brain,” analyzing information and guiding decisions. Together, they make industries smarter, safer, and more efficient.

Bangladesh, though a latecomer, cannot afford to overlook this shift if it wants to sustain export competitiveness and move up the global value chain.

At present, Bangladesh’s industrial base is dominated by labour-intensive sectors, particularly ready-made garments (RMG), light engineering, leather, and basic manufacturing. These industries have thrived on the advantage of low-cost labour.

Today, economic growth is driven by export-oriented industries, domestic demand, and remittance inflows.

The RMG sector alone accounts for more than 80% of export earnings. But in the present era, this model is no longer sufficient.

Global buyers in Europe, North America, and East Asia now demand speed, zero-defect quality, full traceability, and demonstrable sustainability.

Advances in automation, AI, digital design, and smart supply chains are changing the rules of the game: Buyers no longer reward only low prices but also agility, predictability, and verifiable environmental and social performance.

For Bangladesh, clinging to a purely labour-cost advantage is a risky strategy -- one that will yield diminishing returns as competitors embrace technology and brands shift orders to suppliers that can meet these new standards.

Yet this is not a fatalistic argument. Bangladesh’s RMG sector can survive and thrive in the 4IR -- if it chooses transformation over complacency.

That survival, however, will not be passive. It requires coordinated action by factories, buyers, financial institutions, and the state to upgrade technology, skills, energy systems, and governance.

The challenge is to keep the RMG engine running while accelerating diversification into higher-value manufacturing and digital services. The goal is twofold: Reduce macro-economic risk from overdependence on a single sector and capture higher margins and resilience through technology-enabled products and services.

Globally, Industry 4.0 and smart factories mean that cost efficiency alone will no longer guarantee market share. To sustain growth and remain competitive, Bangladesh must identify emerging sectors where technology, skills, and innovation can create a decisive edge.

The opportunities are clear: Pharmaceuticals, ICT, agro-tech, digital services, and green manufacturing could diversify exports and build a more resilient, future-ready economy. If managed wisely, the 4IR could be the turning point that propels Bangladesh beyond its garment-driven growth model.

Pharmaceuticals -- blockchain and digital tagging (RFID/QR codes) can ensure end-to-end traceability. Smart R&D, robotic packaging, and precision instruments can help Bangladesh move into high-value exports such as biosimilars, vaccines, and medical equipment.

Agro-tech and food processing --  agriculture still employs a large share of Bangladesh’s workforce. Smart food processing, IoT-enabled cold-chain logistics, sensor-based quality sorting, and automated packaging can raise farmers’ incomes and strengthen processed food exports.

Smart packaging and blockchain traceability will also boost Bangladesh’s position in organic food markets.

Light engineering and electronics -- 3D printing and smart prototyping can supply spare parts. The domestic electronics market (TVs, refrigerators, mobile phones) can be a foundation for export-oriented production. Smart manufacturing can position Bangladesh as a supplier of precision parts and components in global automotive and machinery value chains.

Digital services and ICT -- integration of IoT, AI, and software solutions can allow Bangladeshi firms to compete in regional markets for consumer electronics, IoT devices, and renewable energy components.

Green manufacturing and circular economy  --
Renewable energy integration is vital, since 4IR technologies are energy-intensive. Solar module assembly, inverter and battery-pack production, and small wind systems can contribute to both rural electrification and green branding. Recycling plants that turn industrial and urban waste into new feedstock can cut import dependence while reducing environmental risks.

Bangladesh is not yet ready for fully automated “lights-out” factories, but it is well-positioned for hybrid smart manufacturing: Selective automation, digital integration, sustainable production, and traceable supply chains. This model fits the country’s current industrial base, preserves employment, and satisfies the evolving demands of global buyers.

The shift, however, will not be easy. Bangladesh faces significant constraints: High upfront investment in automation, limited access to finance for SMEs, and a serious skills gap, as most workers are trained in traditional manufacturing.

To overcome these challenges, three measures are essential:
1. Upskilling and reskilling through large-scale training programs to prepare the workforce for new roles;
2. Technology diffusion, with programs that help SMEs adopt affordable and modular smart manufacturing solutions;
3. Policy support with financing, including targeted incentives, credit facilities, and partnerships to lower entry barriers for firms.
4. Bangladesh may be behind global frontrunners, but this is not necessarily a disadvantage. By learning from the experiences of early adopters,
5. Bangladesh can leapfrog into modular, scalable, and cost-efficient smart manufacturing systems, avoiding outdated models.

If supported by coherent policies and strategic investment in human capital, smart manufacturing could become the catalyst that propels Bangladesh beyond its garment-dependent growth path -- towards a more diversified, resilient, and future-ready economy.

Author:
MM Shahidul Hassan is Distinguished Professor, Eastern University, and Professor (retd), BUET.

Source: https://www.dhakatribune.com/opinion/op-ed/390177/advanced-automation-will-lead-the-way


3
Innovation Over Bureaucracy: Why Private Universities Require a Distinct Governing Structure

The Promise and Paradox of Private Higher Education

Private universities in South Asia and Southeast Asia have evolved over the past three decades as crucial drivers of higher education expansion. They have facilitated access where state universities were unable to keep pace with population expansion, brought competitive learning environments, and injected entrepreneurial energy into schooling systems long controlled by the state. Private universities in countries like Bangladesh, Malaysia, India, and Sri Lanka now account for a significant proportion of the student enrollments, especially within the urban centers and professional schools.

But paradoxically, the very institutions created to be agile, creative, and sensitive to the marketplace are constrained by regulatory systems designed for slow-moving public universities. The University Grants Commission (UGC) of Bangladesh—like its counterparts elsewhere—was built to regulate and subsidize public universities. Its structures, processes, and calendars reflect that original intent. By applying the same governance model to private institutions, these commissions unintentionally constrain the very strengths that justify private universities.

This is why the existence of a separate Higher Education Commission (HEC) for private universities is not a matter of administrative expediency, but one of strategic imperative. A separate regulatory agency would enable Innovation, streamline processes, and ensure quality assurance without stifling responsiveness to global academic trends. Comparative experience from Malaysia, India, and Sri Lanka indicates how specialized regulation can stimulate and not stifle academic excellence. This piece marks the opening installment in a ten-part series titled Reimagining Governance: The Case for a Separate Higher Education Commission for Private Universities in Bangladesh.

The Structural Mismatch: Why One Size Doesn’t Fit All

The University Grants Commission (UGC) system of governance, which has been inherited from an era when almost all universities were government-funded, relies on a set of assumptions that once served but no longer are fittingly aligned with the conditions of private higher education. This model, designed for universities that are wholly dependent on public funds and operating in a system of centralized higher education, imposes constraints that eliminate the dynamism and entrepreneurial nature of private universities. To understand this incompatibility, we need first to dismantle the original tenets that inform the UGC’s approach and then contrast them with the operating imperatives of private universities.

APUB President and Board of Trustees Chairman of Daffodil International University, Dr. Sabur Khan, confirmed, “We believe in accountability, because it lies at the heart of quality and trust. But accountability must not be a straitjacket. We will agree to be held accountable to the highest standards—but not to be bogged down by processes of yesteryears, whimsical delays, or regulations that do not factor in the pace at which higher education must move.”. The measure of good governance is not how much it controls, but how much it enables institutions to function, to innovate, and to serve the nation.”

Equal Funding and Governance

The UGC model assumes that all universities share one unified fiscal dependence on state funding, justifying strict budgetary control and centrally mandated controls of governance. This can be justified in the case of public universities, where public tax dollars justify strict audits and compliance with government expenditure standards. But imposing the same bureaucratic structure on private universities—those sustained by revenues from tuition, gift funding, and endowment—engenders unnecessary bureaucratic expense. Private universities must compete for students and funds in a free market and thus require efficient decision-making. Forced to operate under the same administrative structure as state universities, they lose the necessary operational efficiency for their sustained existence and growth.

As NSU Trustee Board Chair A. A. Kaiser Tito aptly put it, “The private university sector was built on speed and vision. But today, we are run by an old system, where speed never was a choice. As a matter of fact, there is no priority. The world is changing so fast, and we are going in the opposite direction.”

Centralized Curriculum Oversight


In the public sector, curricula remain static for many years, subject only to long review cycles designed to permit political supervision, faculty consensus formation, and limited resource allocation. This is compatible with a conservative academic change policy, based on a requirement to offer stability in the national education system. Private universities, however, operate in a climate where curriculum applicability is equated with institutional survival. Their edge lies in being able to design, re-design, and launch programs over a shorter period to respond to new emerging global patterns of knowledge, occupational needs, and technological advancements. If such institutions are forced to adopt the same lengthy approval process of public universities, they risk offering outdated programs that fail to meet students’ and employers’ expectations.

A senior NSU teacher observed, “In research, timing is everything. A delay of one year can mean missing a whole wave of worldwide discovery.”

Congruence with State Priorities

Public universities align their research agenda with national development plans, sectoral priorities, and politically endorsed objectives. While this ensures that public spending on research furthers the overall policy aims of the government, it also diminishes the potential for experimental, cross-disciplinary, or paradigm-shaking research. Private universities, by contrast, have the freedom to pursue research driven by international market imperatives, intellectual interest, and industry interactions. They can invest in new or emerging fields—e.g., artificial intelligence ethics, renewable energy innovation, or indigenous culture studies—without any hope of state endorsement or funding allocation. Forcing them to the exact conformity demands of state universities not only limits intellectual diversity but also stifles Innovation that can grant the nation a competitive edge in the global research landscape.

Private Universities: A Different Operating DNA

Private universities, unlike their public counterparts, are entrepreneurial in nature and self-supporting. They fund their operations from tuition, endowments, and, increasingly today, corporate partnerships, which require efficient administration and aggressive program choices to survive. They possess market-aware curricula that adapt rapidly to emerging industries and global standards and also forecast shifts in student trends. They also value independent research agendas, with the freedom to launch interdisciplinary or specialty scholarly research without interference by national funding cycles. Such features—efficiency, responsiveness, and autonomy—are the lifeline of private higher education.

The Consequence of a Uniform Regulatory Regime

When the same regulations and timeline are imposed by a regulatory body like the UGC on private and public universities, what follows is inevitable: bureaucratic bottlenecks, tardy programme launching, and lost opportunities in research and industry connections. The mismatch between governance structure and institutional purpose not only bars private universities from reaching their optimum potential but also deprives the national education system of a significant source of Innovation, competitiveness, and international orientation.

Bureaucracy in Practice: The Cost of Delay

Private universities in Bangladesh under the current regulatory regime are not abstract arguments about policy-they have actual, tangible impacts on foregone opportunities that affect industries, students, and national competitiveness in the world. Consider an example that, posed hypothetically, captures the truth in much of what currently happens.

One of EWU’s professors stated, “Our students are world-ready—but the system is not world-ready for them. That’s why the reform needs to be done, this urgently.”

Uncovering a Market Opportunity
A forward-thinking private university finds a global surge in demand for cybersecurity professionals driven by mounting cyber risks, business digitalization, and new data protection laws worldwide. Industry forecasts predict a shortage of skilled professionals within the next five years, so this is an area of high-priority workforce development. Recognizing its capacity to meet a national need and position itself as a regional leader, the university is prepared to invest in a creative academic program.

Developing a World Class Curriculum
The institution quickly assembles an international team of industry practitioners, senior faculty, and global subject-matter experts to create a curriculum development team. These experts collaborate to ensure the program effectively combines theory and practice with industry-relevant skills. Courses are designed based on globally accepted cybersecurity frameworks, include hands-on lab simulations, and offer paths to leading professional certifications. The course is not only reactive, but also anticipatory, looking to the future wave of digital security threats so that graduates are a notch above their local and global competition.

APUB Executive Council member and former Chairperson of the Board of Trustees of Eastern University, Mr. Abul Quasem Haider, added, “This is not a cry for fewer rules—it is an appeal for wiser ones. Regulation must be attuned to the pace and realities of private higher education, or risk becoming the very stumbling block to the progress it seeks to safeguard.”

Entering the UGC Approval Pipeline
Once the curriculum is set, it is submitted by the university to the University Grants Commission (UGC) for approval. This is where the momentum gets stuck. The program undergoes numerous committee reviews, each with more paperwork, rewriting, and explanations—sometimes independent of academic content. Ministerial signoffs add more layers of delay because approval hinges on political calendars and shifting administrative priorities. The process also requires compliance with out-of-date template requirements that fail to acknowledge emerging fields like cybersecurity, putting innovative programs into molds appropriate for traditional disciplines.

As one IUB faculty member summed it up, “Our curriculum update process is stuck in the 20th century. The world’s knowledge frontier changes every quarter.”

The Cost of Time in a Fast-Moving Field
When the program finishes all approvals—often 18 to 24 months later—the market environment has altered drastically. Competing institutions abroad have already implemented comparable programs, working intensively to promote them to the same student base. Industry needs, while still strong, may have shifted to emphasize nascent sub-specialties such as cloud security, AI-threat detection, or blockchain-enabled data defense. The university’s once-pioneering curriculum may become outdated even before its first cohort begins.

A DIU professor lamented, “We lose good students to foreign universities every year because of sluggish approvals in our hands.”

Lost Opportunities for Students and the Nation
Students suffer most acutely. With no timely local alternatives, most have to look abroad, denying the nation talent and resources. Others bypass the traditional university track altogether, pursuing instead shorter-term industry certifications that are nearer the target straight away but lack the depth and breadth of a full degree. For the nation as a whole, the deferment is a double loss: it misses the potential to develop homegrown experts in a strategic field and the economic benefit of retaining tuition charges, research initiatives, and educated graduates at home.

Not an Exception, but the Rule
This is not an isolated event or a poor coincidence—but the everyday experience for private universities under regulatory regimes designed for a bygone world. Fields such as artificial intelligence, renewable energy technology, data science, and biotechnology all have the same fate: groundbreaking programs are planned but mired in bureaucratic limbo until their competitive advantage expires. In the modern global knowledge economy, where speed is as important as quality, such delays are not only frustrating—they are crippling.

The Case for a Separate Higher Education Commission for Private Universities

A Higher Education Commission for Private Universities (HEC-PU) with specialized responsibilities would not be more bureaucracy. Still, a specialized body molded to recognize, build on, and oversee the unique strengths of private higher education. Its purpose would be to maintain academic standards while enabling the flexibility and responsiveness necessary to succeed in the knowledge economy. The following functions illustrate how such a commission would transform the private university sector.

Mr. Mohammad Shajahan, esteemed Trustee and ex-Chairman of NSU Trustee Board, challenged the norm with an incisive question: “If an entire industry can be thought of, constructed, and launched in six months, why must two long years be taken to approve and introduce an academic degree program? In a time when knowledge, technology, and the needs of the marketplace evolve at lightning speed, such delays are not merely inefficient—they can render our graduates obsolete even before they get to the workplace.”

Streamline Academic Approvals
One of the most critical challenges facing private universities is the lengthy process of approval for launching new programs. Under a committed commission, approval times can be shortened from years to a matter of months by providing for expedited procedures for institutions possessing well-established quality assurance systems and excellent records. This would pay premiums for excellence in speed, allowing universities to respond in near real-time to emerging academic and professional demands. Rather than see hopes fade through slow bureaucratic approvals, institutions might go from idea to classroom with the nimbleness today’s education requires.

An APUB elected member of the Executive Council, Mr. Qayum Reza Chowdhury, and the former Chair of the Trustee Board of the University of Asia Pacific, pointed out, “The very guidelines that are meant to guide us are the very ones that hold us back. When approval cycles drag along at a snail’s pace, our students pay the highest price—graduating into industries that have already moved ahead, where knowledge that was good yesterday no longer translates into requirements today.”

Facilitate Quick Curriculum Revision
In the era of artificial intelligence, the renewable energy revolution, and rapidly changing global economies, curricula within academies might become outdated within less than a year. A special HEC-PU might create rolling review cycles so programs might be updated annually or every other year without shutting down the entire approval process. This would enable institutions to integrate the latest industry standards, integrate recent research outputs, and maintain global competitiveness. By making it a routine procedure instead of a bureaucratic process, the commission would ensure that students graduate with the skills and knowledge necessary to apply in the world they are entering.

APUB Executive Council Member and NSU Board of Trustees Member, Mr. Benajir Ahmed, said, “Private higher education is not a peripheral player, it is a national engine of Innovation, talent, and competitiveness. If regulation cannot keep pace with its dynamism, it will choke the very progress it seeks to nurture. We need governance that empowers excellence, not bureaucracy that punishes it.”

Encourage International Collaborations
International outreach is no longer an option for universities seeking top-tier status. HEC-PU could proactively encourage and expedite partnerships with foreign universities, industry groups, and research networks. Joint degrees, exchange of faculty, and collaborative research programs would be approved with ease, free from political or procedural hindrances. This would not only enhance the international status of private universities but also prepare students for cross-cultural abilities, global connections, and familiarity with a diversity of intellectual traditions that are increasingly important in today’s globalized world.

Mr. Towhid Samad, Trustee and former Chairman of IUB’s Board of Trustees, captured the frustration with striking clarity: “As President Warren G. Harding once observed, there should be less government in business and even less business in government—a lesson our lawmakers would do well to embrace. Education, like any other offering, is packaged and presented by universities as a product, and it is parents, guardians, and students who act as discerning buyers, determining which institution offers good, better, or best value. The government’s role should be akin to that of a rating agency—assigning clear, transparent grades such as A, AA, or AAA to guide informed choices. Ultimately, only market forces can hold delinquent providers accountable. The UGC neither funds private universities nor should it interfere with their innovation and research activities.”

Enhance Quality without Stifling Innovation
The most effective regulatory frameworks guard quality without stifling Innovation. An energetic HEC-PU could establish quality assurance mechanisms attuned to the circumstances of private universities, which usually have entrepreneurial organizational structures and diverse funding arrangements. Rather than imposing rigid, prescriptive requirements, the commission could monitor outcomes—such as graduate employability, research impact, and intellectual creativity—while giving institutions the freedom to experiment with new pedagogies, transdisciplinary curricula, and technology-enabled learning models. This three-way balance between regulation and freedom of action would create a space that enables Innovation without compromising academic standards.

An NSU professor also stated, “In the global race for knowledge, one month is a considerable margin. We cannot lag behind in seeking programs for emerging fields.”

Encourage Research Agility
Private universities can pioneer areas that are slow to act on the part of public institutions, particularly in niche and interdisciplinary research. An engaged commission would provide these institutions with the freedom to define their research agendas, both by world possibility and national need, without waiting for state funding cycles or political fiat. From front-line climate adaptation studies to culturally embedded AI models to the seeking of indigenous knowledge forms, private universities could be labs of Innovation, going at the speed of the best-of-the-best to confront both societal demand and market potential.

In summarizing the prevalent mood, as APUB President Dr. Sabur Khan stated: “The cost of delay is not measured in paperwork—it is measured in lost futures.” Across NSU, IUB, DIU, EWU, AIU, EU, and all other private universities, the message is clear: a standalone commission is not about shirking standards; it is about making a system where high standards and quick response are compatible.

Learning from the Region: Case Studies

Malaysia: The Malaysian Qualifications Agency (MQA)


Perhaps the best example of a specialized quality assurance and accreditation system is that of Malaysia, with both private and public institutions, but also with space for Innovation by the private sector.

Key Feature: MQA has strict standards but is independent of the budget mechanisms that prevail in public universities.
Impact: Private universities such as Monash University Malaysia and Sunway University have introduced innovative courses in data science, hospitality, and biomedical sciences much more quickly than their public counterparts.
India: National Accreditation and Specialized Councils

While India’s University Grants Commission (UGC) continues to oversee most of the higher education, professional courses in fields like engineering, management, and law are under the purview of specialized councils (such as AICTE for technical education, BCI for legal education).

Key Feature: The councils allow private schools to propose and implement programs more rapidly, provided they are capable of meeting specified levels of quality.

Effect: ISB, a private school, has become an internationally recognized brand for management education by applying flexible program architecture and industry engagement, something that a public-sector model of approval would have placed on hold.
Sri Lanka: Non-State Higher Education Directorate

Sri Lanka created a Non-State Higher Education Directorate under its Ministry of Higher Education to regulate and assist specifically private higher education.

Keystone Feature: Private university departments handle program approval, accreditation, and monitoring as individual entities apart from public university administration.

Impact: This has enabled private universities to expand in specialized areas such as maritime studies and tourism management—areas critical to Sri Lanka’s economy—without being bogged down by bureaucracy from the public sector.
Global Knowledge Trends Demand Agility

The knowledge economy of the 21st century has no room for slow bureaucracies:

  • Artificial Intelligence & Machine Learning – Curricula need to be revised annually, if not every quarter.
    Sustainable Development Goals (SDGs) – Institutions of higher learning must align instruction and research with shifting global sustainability agendas.
    Interdisciplinary Learning – The pace of convergence of STEM with social sciences and humanities necessitates structural agility.
    Government department administrative models were built to provide stability, not to be agile.
Agility in the knowledge economy is not a luxury; it is the minimum to be competitive.

Addressing Quality and Oversight Concerns

Critics of autonomous regulatory institutions, of course, brandish “dilution of quality” or profit-for-lucrative-interest motives fatal to scholarship in academia. Though these are real concerns, they can be addressed short of shooting back at the choking bureaucracy.

An autonomous HEC for private universities could be implemented:

Tiered Accreditation – Provide greater autonomy to high-performing institutions.
Transparent Review Panels – Include international scholars, business leaders, and student representatives on them.
Annual Public Reporting – Compel all institutions to publish audited academic and financial performance measures.
By focusing on results rather than procedural uniformity, an independent commission can ensure accountability along with Innovation.

Economic and Social Imperatives

In Bangladesh and the northeast region, higher education is now not just a social good but an economic imperative. Countries that align higher education management with market and technological conditions see:

Reduced Brain Drain – Students favor local institutions with competitive products.
Industry-Academia Synergy – Companies work with universities on research, internships, and pipelines for talent.
Global Competitiveness – Nations position themselves as knowledge hubs, attracting international students and research funding.
Malaysia’s 2015–2025 Education Blueprint aimed at the country’s emergence as an education hub in the region—a path made easier by loose accreditation and governance structures. Bangladesh could take a similar path with a dedicated private-sector higher education commission.

Roadmap for Implementation

Legislative Framework

Pass a Higher Education Commission for Private Universities Act defining mandate, scope, and governance structure.

Stakeholder Engagement
Involve private universities, industry leaders, students, and foreign advisors in policy formulation for the commission.

Phased Transition
Begin with pilot schools in the new commission, followed by pilot procedures, and then scale across the country.

Alignment with Global Standards
Harmonize accreditation systems with global bodies like the Quality Assurance Agency (UK) or Council for Higher Education Accreditation (US).

Digital Governance
Utilize online portals for program submissions, evaluation, and reporting compliance to avoid administrative delay.

Conclusion: Innovation Needs the Right Environment

In the global race for dominance in knowledge, responsiveness, and speed are as important as quality. Private universities were founded to be fast, innovative, and responsive—but current governance structures incline towards the slow lanes of public-sector bureaucracy.

The solution is not deregulation—it is wise regulation by an independent Higher Education Commission for Private Universities. As Malaysia, India, and Sri Lanka have proved, targeted regulation can preserve quality while unleashing Innovation. For Bangladesh and others like it, the reform is not just welcome—it is an imperative of economic development, social mobility, and global competitiveness.

By embracing a governance structure that recognizes the unique contribution of private universities, we can ensure that they realize their potential: producing graduates who can confront tomorrow’s challenges, carrying out research in emerging areas, and driving their nations to the head of the world knowledge economy.

Merely renaming the UGC as the Higher Education Commission, without seeking earnest restructuring and establishing autonomous governance mechanisms for private and public universities, would be no change whatsoever. It would amount to nothing less than offering old wine in a new bottle.

Source: https://southasiajournal.net/innovation-over-bureaucracy-why-private-universities-require-a-distinct-governing-structure/

4
পাঁচ বছরে ২০ বিলিয়ন ডলারের তুলা কিনেছে বাংলাদেশ


তৈরি পোশাক রফতানিতে বিশ্বে শীর্ষস্থানে থাকা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে তুলা। দেশীয় উৎপাদন একেবারেই নগণ্য হওয়ায়, প্রায় শতভাগ তুলাই আমদানি করতে হয় বিদেশ থেকে। গত পাঁচ বছরে (২০২০-২০২৪) বাংলাদেশ ৩৬টি দেশ থেকে ৩৯ দশমিক ৬১ মিলিয়ন বেল তুলা আমদানি করেছে, যার ব্যয় প্রায় ২০ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিশ্লেষণ করে কৃষিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস (বিএই) এ প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছরই তুলা আমদানি ও ব্যয়ের অঙ্ক উল্লেখযোগ্য, যদিও বছরভেদে কিছুটা ওঠানামা রয়েছে।

বছরভিত্তিক তুলা আমদানির চিত্র

২০২০ সালে ৬.৫২ মিলিয়ন বেল তুলা আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছিল ৩.২৯ বিলিয়ন ডলার। পরের বছর ২০২১ সালে আমদানি বেড়ে দাঁড়ায় ১০.০৮ মিলিয়ন বেলে, ব্যয় হয় ৪.৭২ বিলিয়ন ডলার।

২০২২ সালে আমদানির পরিমাণ কিছুটা কমে ৮.৩৭ মিলিয়ন বেল হলেও মূল্য দাঁড়ায় সর্বোচ্চ ৫.০৪ বিলিয়ন ডলারে।

২০২৩ সালে তুলা আমদানি আরও কমে ৬.২৬ মিলিয়ন বেলে নেমে এলেও, ২০২৪ সালে তা আবার বেড়ে পৌঁছায় ৮.৩৮ মিলিয়ন বেলে। এই বছর তুলা আমদানিতে ব্যয় হয় ৩.৯২ বিলিয়ন ডলার।

তুলা আমদানির প্রধান উৎস

প্রধান উৎস আফ্রিকা


তুলা আমদানির ক্ষেত্রে আফ্রিকা এখন বাংলাদেশের প্রধান উৎস। এছাড়া বেনিন, মালি, মোজাম্বিক, নাইজেরিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, ঘানা ও কেনিয়া থেকে মোট ১৬.৩২ মিলিয়ন বেল তুলা আমদানি করা হয়েছে, যার মূল্য ৮.১৬ বিলিয়ন ডলার— মোট আমদানির প্রায় ৪১ শতাংশ।

আফ্রিকার তুলা মানসম্মত, সহজলভ্য এবং তুলনামূলক কমদামে পাওয়া যায়— যার ফলে বাংলাদেশের স্পিনিং মিলগুলো এই উৎসের ওপর অনেকটা নির্ভরশীল।

দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত

পাঁচ বছরে ভারত থেকে আমদানি হয়েছে ৯.৫২ মিলিয়ন বেল তুলা, যার বাজারমূল্য ৪.৮৩ বিলিয়ন ডলার। ভারতীয় তুলা বাংলাদেশের মোট তুলা আমদানির প্রায় ২৪ শতাংশ।

ভৌগোলিকভাবে কম দূরত্ব, স্থলবন্দরের সুবিধা (বেনাপোল, ভোমরা) ও দ্রুত সরবরাহ ভারতীয় তুলাকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উৎসে পরিণত করেছে। এ প্রসঙ্গে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “তৈরি পোশাক শিল্প একটি বৈশ্বিক প্রতিযোগিতার বাজার। এখানে অনেক সময় মাত্র এক-দুই সেন্টের পার্থক্যেই ক্রয়াদেশ হারাতে হয়। তাই কারখানাগুলোর টিকে থাকতে হলে সুতা প্রতিযোগিতামূলক দামে পাওয়া অত্যন্ত জরুরি। দেশি সুতা ব্যবহার অবশ্যই করবো, তবে তা যেন মানসম্পন্ন ও মূল্যসাশ্রয়ী হয়— সেটাই মূল কথা।”

তিনি আরও বলেন, “স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ হওয়ার পর দেশি মিলগুলোর অনেকে দাম বাড়িয়ে দিয়েছেন, অথচ বাজার নিয়ন্ত্রণে কোনও তদারকি নেই। ফলে পোশাকশিল্পের উদ্যোক্তারা বাধ্য হয়ে বাড়তি দামে সুতা কিনছেন। এর ফলে প্রতিযোগিতা সক্ষমতা হুমকির মুখে পড়ছে।”

যুক্তরাষ্ট্র: উচ্চমানের তুলার উৎস

যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছরে ২.৮৪ মিলিয়ন বেল তুলা আমদানিতে ব্যয় হয়েছে ১.৮৭ বিলিয়ন ডলার— মোট আমদানির ৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের তুলার মান উচ্চতর এবং ফাইবার স্ট্যাপল দীর্ঘ হওয়ায় এটি মূলত বড় মিল ও স্পেশাল রফতানির কাজে ব্যবহৃত হয়।

অস্ট্রেলিয়া ও সিআইএস দেশগুলো

অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত তুলার পরিমাণ ২.২৪ মিলিয়ন বেল, মূল্য ১.১৬ বিলিয়ন ডলার। অপরদিকে উজবেকিস্তান, তাজিকিস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ সিআইএস দেশগুলো থেকে ০.৭৯ মিলিয়ন বেল তুলা আমদানি হয়েছে, যার মূল্য ৩৭৫ মিলিয়ন ডলারের কিছু বেশি।

অন্যান্য উৎস দেশ

ব্রাজিল, আর্জেন্টিনা, চীন, কানাডা, গ্রিস, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ থেকে মোট ৭.৯ মিলিয়ন বেল তুলা আমদানি হয়েছে, যার মূল্য ৩.৮৭ বিলিয়ন ডলার—মোট আমদানির প্রায় ১৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ছাড়ের সম্ভাবনা

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তুলাভিত্তিক পোশাক রফতানিতে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। তবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ অনুযায়ী, কোনও পোশাক পণ্যে যদি অন্তত ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকে, তবে সেই অংশের ওপর পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না।

তিনি বলেন, “আমরা যদি ইউএস কটন বা কৃত্রিম তন্তু ব্যবহার করি, তাহলে ওই অংশে শুল্ক ছাড় পাওয়া যেতে পারে।”

বর্তমানে বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে ৪০০-৫০০ মিলিয়ন ডলারের সুতা আমদানি করে। বিজিএমইএ মনে করে, এই আমদানির পরিমাণ বাড়িয়ে ২ বিলিয়ন ডলার পর্যন্ত নেওয়া গেলে রফতানিকারকরা উল্লেখযোগ্য শুল্কছাড় পেতে পারেন।

বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশের পথে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কৃষি দফতর ইউএসডিএ’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় তুলা আমদানিকারক দেশে পরিণত হবে। এ সময় ৮৪ লাখ বেল তুলা আমদানি করা হবে, যা বৈশ্বিক তুলা বাণিজ্যের প্রায় ২০ শতাংশ।

তুলা ব্যবহারে বাংলাদেশ এখন চতুর্থ অবস্থানে। চীন, ভারত ও পাকিস্তানের পরেই অবস্থান করছে বাংলাদেশ। এখানে বছরে ব্যবহৃত হচ্ছে ৮৫ লাখ ৫০ হাজার বেল তুলা।

তুলার বিপুল আমদানির পেছনে কারণ

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ হাজার ৮৪৯টি স্পিনিং মিল রয়েছে, যাদের তুলার চাহিদা দ্রুত বাড়ছে। চীনের তৈরি পোশাক ও কাপড় উৎপাদনে কাঠামোগত পরিবর্তনের ফলে অনেক বিদেশি ব্র্যান্ড এখন বাংলাদেশমুখী, যার ফলে তুলার আমদানিও বাড়ছে।

তবে তুলা উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে মাত্র ৪৫ হাজার হেক্টর জমিতে ১.৫৩ লাখ বেল তুলা উৎপাদিত হয়েছে।

অর্থনৈতিক প্রভাব ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক দশকে তুলা আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৬৭ হাজার কোটি টাকা। শুধু ২০২৩-২৪ অর্থবছরেই খরচ হয়েছে ৩৯ হাজার ৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই এই ব্যয় ছাড়িয়েছে ৩০ হাজার ৩৫০ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে তুলা উৎপাদন বাড়ানো গেলে এই বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে বছরে একটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো।

তুলা উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনা

তুলা উন্নয়ন বোর্ড ইতোমধ্যে ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল এবং ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। বরেন্দ্র অঞ্চল ও চরের জমিকে তুলা চাষের আওতায় আনলে উৎপাদন ২০ লাখ বেল পর্যন্ত বাড়ানো সম্ভব বলে ইউএসডিএ মনে করছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে বাংলাদেশের তুলা আমদানির পরিমাণ এখন শুধু একটি সংখ্যা নয়, বরং বৈদেশিক মুদ্রা ব্যবহারের এক বড় প্রতিচ্ছবি। স্থানীয় উৎপাদন বাড়ানো এবং উৎসভেদে কৌশলগত বৈচিত্র্য আনাই হতে পারে এ খাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার মূল চাবিকাঠি।

গোলাম মওলা

Source: https://www.banglatribune.com/

5
অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে কেমন বিশ্ববিদ্যালয় পেলাম

গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২ আগস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ‘অভ্যুত্থানোত্তর বাংলাদেশে কেমন বিশ্ববিদ্যালয় পেলাম?’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেই সেমিনারের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে লেখাটি লেখা হয়েছে। কিছুটা সংক্ষিপ্ত করে লেখাটা প্রকাশ করা হলো।


অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে কেমন বিশ্ববিদ্যালয় পেলাম

জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তার অন্যতম প্রধান অংশ জুড়ে ছিল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মুক্তি, চিন্তার স্বাধীনতা, জ্ঞানচর্চার স্বায়ত্তশাসন এবং সত্যিকারের মানুষ গড়ার আঙিনা হিসেবে প্রতিষ্ঠা। আকাঙ্ক্ষা ছিল এমন এক ব্যবস্থার, যেখানে দলীয় লেজুড়বৃত্তি, প্রশাসনিক স্বৈরাচার ও বাণিজ্যিক মুনাফার ঊর্ধ্বে থাকবে শিক্ষা ও গবেষণার আদর্শ; কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছর পেরিয়ে আমরা কী দেখছি? আমরা কি সত্যিই কোনো পরিবর্তন পেয়েছি?

তথ্য-উপাত্ত বলছে, আমরা কেবল কিছু ‘নিয়ন্ত্রক’ পরিবর্তন করেছি, কিন্তু সেই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাটিকেই ভাঙতে পারিনি। শীর্ষস্থানীয় কিছু মুখ বদল হয়েছে; ভেতরের গতানুগতিক কায়দার শিক্ষা-গবেষণা, অগণতান্ত্রিক পরিবেশ ও দমনমূলক কাঠামোটি রয়ে গেছে আগের মতোই।

বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান সংকট বুঝতে হলে শিক্ষাবিদ হেনরি গিউরোর একটি পর্যবেক্ষণ আমাদের পথ দেখাতে পারে। তিনি দেখান যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ‘নিরীক্ষা-সংস্কৃতি’ (অডিট কালচার) নামে এমন এক রীতি চালু হয়েছে, যেখানে সবকিছুর বিচার হয় সংখ্যা বা ম্যাট্রিক্স দিয়ে। এই সংখ্যা-নির্ভরতার ফলে সৃজনশীলতা ও মৌলিক চিন্তা গুরুত্ব হারায়। কারণ, যা পরিমাপ করা যায় না, তাকে মূল্যহীন ভাবা হয়।

গিউরো এই ব্যবস্থাকে একটি বদ্ধ খাঁচা বা অদৃশ্য কারাগারের সঙ্গে তুলনা করেছেন, যা বিশ্ববিদ্যালয়কে তার মূল দায়িত্ব অর্থাৎ অন্যায়–অবিচারের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস জোগানো থেকে দূরে সরিয়ে নেয়। গিউরোর এই পর্যবেক্ষণ সামনে রেখেই আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক অবস্থা বিবেচনা করব।


পাবলিক বিশ্ববিদ্যালয়: নতুন মোড়কে পুরোনো ‘স্বৈরাচার’

জুলাই জাগরণের অন্যতম প্রধান দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে ফ্যাসিবাদী আমলের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে মুক্ত করা; কিন্তু বাস্তবতা হলো, বিশ্ববিদ্যালয়গুলো এখনো রাষ্ট্রীয় অব্যবস্থাপনার একেকটি উপশাখা হয়েই রয়ে গেছে। উপাচার্য, ডিন, প্রাধ্যক্ষ বা প্রক্টরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এখনো দলীয় আনুগত্য ও ব্যক্তিগত পছন্দই মূল মানদণ্ড হিসেবে কাজ করছে, যা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সাম্প্রতিক পর্যবেক্ষণেও উঠে এসেছে। এর ফলে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিকাশ তো দূরের কথা, ক্যাম্পাসগুলোতে একমুখী স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

১৯৭৩ সালের অধ্যাদেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকার যে সংস্কৃতি, তা আজও বদলায়নি। আর পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসনের নামে যা চলছে, তা মূলত ‘সরকারদলীয় শিক্ষকদের’ বা ‘সম্ভাব্য সরকারদলীয় শিক্ষকদের’ আধিপত্য বিস্তারের হাতিয়ার হয়েই রয়েছে। ভিন্নমত দমন করার প্রবণতা কমেনি।

দেশে সার্বিকভাবে ডানপন্থী উগ্রবাদের উত্থান এবং নারীবিদ্বেষী দমনমূলক পরিবেশ লক্ষ করা যাচ্ছে, যার প্রভাব বিশ্ববিদ্যালয়েও এসে পড়ছে। সরকারের নিষ্ক্রিয়তা নীরব সম্মতি হিসেবেই প্রতিভাত হচ্ছে। সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও উচ্চশিক্ষার মতো একটি মৌলিক খাত নিয়ে কোনো শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফলে নিয়োগ থেকে শুরু করে ভর্তিপ্রক্রিয়া, আবাসন–সংকট থেকে ছাত্ররাজনীতি—সব ক্ষেত্রেই পুরোনো অনিয়মগুলোই ভিন্ন চেহারায় ফিরে আসছে।

কী চেয়েছিলাম: দলীয় রাজনীতিমুক্ত, গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত একটি ব্যবস্থা, যেখানে উপাচার্য থেকে শুরু করে সব প্রশাসনিক পদে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায় ও যোগ্যতার ভিত্তিতে, দলীয় আনুগত্যে নয়। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। গেস্টরুম সংস্কৃতি, র‍্যাগিং ও সরকারি ছাত্রসংগঠনের দমনমূলক রেজিমেন্টেশনের অবসান হবে। বিশ্ববিদ্যালয়গুলো ‘সরকারি চাকরির প্রস্তুতিকেন্দ্র’–এর পরিবর্তে জ্ঞান সৃষ্টি ও গবেষণার কেন্দ্রে পরিণত হবে। গবেষণায় বরাদ্দ বাড়বে এবং দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে তা বণ্টন করা হবে। ১৯৭৩-এর অধ্যাদেশের অপব্যবহার রোধে সংস্কার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনগুলোকে গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসনের আলোকে ঢেলে সাজানো হবে।

কী পেলাম:
উপাচার্য, ডিন, প্রাধ্যক্ষ বা প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে এখনো দলীয় আনুগত্য ও ব্যক্তিগত পছন্দই মূল মানদণ্ড। শিক্ষক নিয়োগেও দৃশ্যমান কোনো উন্নতি বা পরিবর্তন হয়নি; বরং অধিকাংশ ক্ষেত্রেই দলীয় বিবেচনা প্রাধান্য পেয়েছে।

প্রতিবাদী কণ্ঠকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়ার আয়োজন চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক প্রতিবাদের জবাবে ছাত্রীদের বহিষ্কার, খুলনা বিশ্ববিদ্যালয়ে অগণতান্ত্রিকভাবে মনীষীদের নাম মুছে ফেলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক চক্রান্তের মাধ্যমে ভিন্নমতাবলম্বীদের ওপর দায় চাপানোর চেষ্টা প্রমাণ করে যে নিপীড়নের কাঠামোটি কতটা শক্তিশালী।

বিশ্ববিদ্যালয় সংস্কারে কোনো কার্যকর উদ্যোগই নেওয়া হয়নি। সরকার বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করলেও উচ্চশিক্ষার মতো একটি মৌলিক খাত নিয়ে কোনো শিক্ষা কমিশন গঠনের প্রয়োজন অনুভব করেনি। ফলে কাঠামোগত সংকটগুলো আগের মতোই বর্তমান। কোনো ধরনের আইনি বা কাঠামোগত সংস্কারের বিন্দুমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না। ক্ষমতাকেন্দ্রিকতা এবং প্রশাসনের একচ্ছত্র আধিপত্য আজও অটুট, যা আদতে একটি নতুন স্বৈরাচারী ব্যবস্থারই পুনঃপ্রবর্তন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়: মুনাফার মডেলে কোনো আঘাত আসেনি
বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধান অভিযোগ ছিল যে এগুলো মুনাফাকেন্দ্রিক ‘সার্টিফিকেট বিক্রির ভবনে’ পরিণত হয়েছে। গবেষণার দিকটি বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে প্রায় অনুপস্থিত। আশা ছিল, নতুন বাস্তবতায় এই নয়া উদারবাদী মডেলকে চ্যালেঞ্জ করা হবে, শিক্ষাকে পণ্য হিসেবে দেখার মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসব; কিন্তু এখানেও আমরা পেয়েছি কেবলই হতাশা।

কী চেয়েছিলাম: শিক্ষাকে মুনাফার ঊর্ধ্বে রাখা হবে। শিক্ষার্থীদের জন্য যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ ফি কাঠামো এবং শিক্ষকদের জন্য উপযুক্ত বেতন ও চাকরির নিশ্চয়তা থাকবে। খণ্ডকালীন শিক্ষকের ওপর নির্ভরতা কমিয়ে পূর্ণকালীন, স্থায়ী শিক্ষকের সংখ্যা বাড়ানো হবে, যা শিক্ষার মান ও গবেষণার পরিবেশ উন্নত করবে। মাতৃভাষায় পাঠদান এবং গবেষণার মাধ্যমে ঔপনিবেশিক হীনম্মন্যতা থেকে মুক্তি পাওয়া। গবেষণা, বিশেষ করে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্রে পরিণত হওয়া।

কী পেলাম:
বিশ্ববিদ্যালয়গুলো এখনো মুনাফাকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হচ্ছে। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’-এর অধীন ইউজিসির আমলাতান্ত্রিক খবরদারি রয়ে গেছে; কিন্তু চিন্তার স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের কোনো রক্ষাকবচ তৈরি হয়নি। ফি এবং বেতনের বৈষম্য আগের মতোই প্রকট। খরচ বাঁচাতে খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের প্রবণতা এখনো প্রবল। এর ফলে শিক্ষকেরা যেমন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি শিক্ষার্থীরাও একজন স্থায়ী মেন্টরের নিবিড় তত্ত্বাবধান থেকে বঞ্চিত হচ্ছেন।  ইংরেজি মাধ্যমের প্রতি অতি নির্ভরশীলতা এবং বাংলা ভাষায় উচ্চশিক্ষার অবমূল্যায়ন আগের মতোই চলছে, যদিও বেশির ভাগ ক্ষেত্রেই ইংরেজির ওপর দখল দুর্বল।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি): নিয়ন্ত্রক না নিয়ন্ত্রিত?
কী চেয়েছিলাম: আমরা চেয়েছিলাম এমন একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যা শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত একটি সত্যিকারের স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের আকাঙ্ক্ষা ছিল, ইউজিসি নিজেই তার কার্যক্রম, তহবিল ও নীতি নির্ধারণে সক্ষম হবে এবং এর ভেতরেই স্বচ্ছতা, ন্যায্যতা ও সাম্য নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী জবাবদিহিমূলক ব্যবস্থা থাকবে। আমরা স্বপ্ন দেখেছিলাম এমন একটি প্রতিষ্ঠানের, যার নিয়োগপ্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধাভিত্তিক; যেখানে স্বজনপ্রীতি বা রাজনৈতিক আনুগত্যের বদলে উচ্চশিক্ষার প্রতি দায়বদ্ধ ও নিবেদিতপ্রাণ পেশাদারেরাই নিয়োগ পাবেন। সর্বোপরি, আমরা চেয়েছিলাম এমন একটি ইউজিসি, যা বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আমলাতান্ত্রিক বোঝা না হয়ে; বরং শিক্ষার্থীদের প্রয়োজন কেন্দ্র করে একটি সহায়ক ও গতিশীল নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে।

কী পেলাম: বাস্তবে আমরা যা পেয়েছি, তা হলো পুরোনো ব্যবস্থারই একটি অচলায়তন। ইউজিসি আজও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, যার কার্যক্রম ও তহবিলের জন্য পুরোপুরি আমলাতন্ত্রের ওপর নির্ভর করতে হয়। এটি একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার বদলে মন্ত্রণালয়ের বর্ধিত অংশ হিসেবেই রয়ে গেছে। নিয়োগপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনুসারীতোষণের সংস্কৃতি বদলায়নি, যার ফলে প্রতিষ্ঠানটি জনবলের তীব্র অভাব ও অদক্ষ কর্মশক্তিতে ভুগছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সহায়ক ভূমিকা পালন করার বদলে ইউজিসি নিজেই একটি ‘আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে’ পরিণত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ‘লাগামহীন খবরদারি’ করে; কিন্তু তাদের মানোন্নয়ন বা সংকট নিরসনে কোনো কার্যকর ও যুগোপযোগী সংস্কার আনতে পুরোপুরি ব্যর্থ।

পরিমাপের সংস্কৃতি ও অবিকশিত বিশ্ববিদ্যালয়
ওপরের প্রত্যাশা ও প্রাপ্তির ফারাকের বাইরেও পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আরও কিছু গুরুতর সমস্যা রয়েছে। যেমন পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা র‍্যাংকিং প্রতিযোগিতা। প্রতিটি বিশ্ববিদ্যালয়, এমনকি বিভাগ র‍্যাঙ্কিংয়ে ওঠানামা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

এই র‍্যাঙ্কিংগুলোতে গবেষণার গুরুত্ব অন্যান্য বিষয়ের চেয়ে অনেক বেশি। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও এ বিষয়ে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। এসবই ভালো উদ্যোগ। কারণ, আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মপরিধির মধ্যে গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়; কিন্তু যেসব বিষয় শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে র‍্যাঙ্কিং পরিমাপে গুরুত্বপূর্ণ নয়, সেই বিষয়গুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।

ক্লাসরুম শিক্ষার মান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই মান জানার সবচেয়ে প্রচলিত যে পদ্ধতি, শিক্ষার্থীদের মূল্যায়ন সেটিই চালু হয়নি। সত্যি বলতে শিক্ষার মান–সংক্রান্ত কোনো ধরনের জবাবদিহির মুখোমুখি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হন না। সেই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন এবং খাদ্যের মান বেশ নিম্নমানের; কিন্তু এই বিষয়গুলো যেহেতু র‍্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ নয়, তাই এগুলোর উন্নয়নে তেমন কোনো উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস এবং নিপীড়ন অত্যন্ত সাধারণ ঘটনা। আওয়ামী রেজিমের পতনের পর খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দু–দুটি হত্যাকাণ্ড ঘটেছে। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও হত্যাকাণ্ড ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগের রেজিমের মতোই অপ্রকাশিত রয়ে গেছে কিংবা তদন্তকাজের কোনো অগ্রগতি নেই। কুয়েটে শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা হয়েছে। এসব ঘটনা বিবেচনা করলে বাংলাদেশের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং তো দূরের কথা, কালো তালিকাভুক্ত হয়ে যাওয়ার কথা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণভাবে এ ধরনের সন্ত্রাস ও নিপীড়ন থেকে মুক্ত থাকলেও সেখানে বেশ গুরুতর সমস্যা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মানের দিক থেকেও বেশ বড় বিভাজন রয়েছে। ওপরের দিক থেকে চার-পাঁচটি বিশ্ববিদ্যালয় মোটামুটি মান ধরে রাখলেও তারপরের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে কী চলছে, তা নিয়ে অনেকেই ওয়াকিবহাল নন।

গিউরোর যে কথাগুলো দিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করেছিলাম, তা–ই যেন আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিচ্ছবি। অভ্যুত্থানের পরেও আমরা সেই ‘অডিট সংস্কৃতি’ থেকে বের হতে পারিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় ‘ভোটার’ নিয়োগ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মুনাফার হিসাব—উভয় ক্ষেত্রেই সৃজনশীলতা বা গভীর জ্ঞানের চেয়ে পরিমাপযোগ্য ‘পারফরম্যান্স’ মুখ্য। পাসের হার, প্রকাশনার সংখ্যা (মান যা–ই হোক), ভর্তি পরীক্ষার এমসিকিউর নম্বর—এসব সংখ্যা দিয়ে আমরা জ্ঞানকে পরিমাপ করতে চাইছি।

এ রকম ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একটি বদ্ধ খাঁচায় পরিণত করেছে, যেখানে শিক্ষার্থীরা নজরদারির অধীন থাকেন এবং শিক্ষকেরা প্রশাসনিক নিয়ন্ত্রণের ভয়ে থাকেন। আমরা হয়তো কয়েকজন ‘কারারক্ষী’কে পরিবর্তন করেছি; কিন্তু ‘কারাগারের দেয়াল’, পরিমাপের শৃঙ্খল এবং নিয়ন্ত্রণের দর্শন—সবই আগের মতো রয়ে গেছে।

এ ব্যবস্থা দিয়ে হয়তো তথ্য দেওয়া যায়; কিন্তু জ্ঞান সৃষ্টি করা যায় না। এই কাঠামো দিয়ে হয়তো চাকরিজীবী তৈরি করা যায়; কিন্তু ন্যায়বিচার ও সাম্যের স্বপ্ন দেখতে সক্ষম মুক্তচিন্তার নাগরিক তৈরি করা যায় না। জুলাই জাগরণের স্বপ্ন ছিল এই কারাগার ভাঙার, কিন্তু আমরা এখনো সেই ভাঙনের কোনো বাস্তব রূপ দেখতে পাচ্ছি না।

মতামত শিক্ষক নেটওয়ার্কের নিজস্ব

Source: https://www.prothomalo.com/opinion/column/mq2hqq3qex

6
ওবিই শিক্ষাক্রমের সমস্যা কোথায়, সমাধান কী


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কয়েক বছর আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য একটি বিশেষ শিক্ষাক্রম প্রস্তাব করে। এর নাম দেওয়া হয় আউটকাম বেজড এডুকেশন, সংক্ষেপে ওবিই। ইউজিসির সুপারিশ অনুযায়ী বর্তমানে দেশের প্রায় সব কটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ওবিইভিত্তিক শিক্ষাক্রম চালু হয়েছে। তবে যে উদ্দেশ্য নিয়ে ওবিই প্রস্তাব করা হয়েছে, তা ব্যাহত হওয়ার সমূহ কারণ রয়েছে।

 প্রথম কথা, ওবিইকে শিক্ষাক্রম বলা হলেও তা পুরোপুরি শিক্ষাক্রম নয়। এটি বিদ্যমান সিলেবাসকে নতুনভাবে উপস্থাপন করার টেমপ্লেট বা কাঠামোমাত্র। ফলে আগের সিলেবাসে যদি সমস্যা থেকে থাকে, তবে নতুন কাঠামোতেও সমস্যা রয়ে যাবে। উচ্চশিক্ষার মৌলিক পরিবর্তন এভাবে আশা করা যায় না। দ্বিতীয়ত, সিলেবাস তৈরি করার আগে শিক্ষাক্রম প্রণয়ন করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যেসব সিলেবাস চালু রয়েছে, তা প্রায় কোনো ক্ষেত্রেই শিক্ষাক্রম অনুসরণ করে তৈরি হয়নি। ফলে ওবিই নাম দিয়ে সিলেবাসের কাঠামোয় বদল আনা হলেও তাতে উদ্দেশ্য পূরণ হবে না।

আমরা বরাবরই বলে আসছি, সিলেবাস তৈরির আগে শিক্ষাক্রম প্রণয়ন করা জরুরি। এ কাজে বিষয়-বিশেষজ্ঞের পাশাপাশি শিক্ষাক্রম-বিশেষজ্ঞদের যুক্ত করতে হবে। ইউজিসি উচ্চশিক্ষার মান বাড়ানোর ব্যাপারে চিন্তা করছে, ভালো কথা। কিন্তু মুশকিল হলো তারা পুরোনো সিলেবাসকে নতুন কাঠামোয় ফেলে সমাধান আশা করছে। ওবিই টেমপ্লেট অনুসরণ করে বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে তাদের নিজ নিজ বিভাগের সিলেবাস সাজিয়েছে। অর্থাৎ আগের সিলেবাসই নতুন কাঠামো বা চেহারায় হাজির হয়েছে।

শিক্ষাক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উপযুক্ত মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করা। কারণ, এখানে ত্রুটি রয়ে গেলে লক্ষ্য-উদ্দেশ্য পূরণ হয়েছে কি না, তা বোঝা যাবে না
এর আগে ওবিই শিক্ষাক্রমের কাঠামো বোঝানোর জন্য ইউজিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে। সেই প্রশিক্ষণেও যে ঘাটতি রয়ে গেছে, এটি বোঝা যায় বিভাগগুলোর সিলেবাসের দিকে তাকালেই। পরীক্ষার কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেছি, সেসব কাঠামোর মধ্যে সমরূপতা নেই। শিক্ষাক্রম সম্পর্কে সাধারণ শিক্ষকদের ধারণা না থাকার কারণে তাঁরা অনেক ক্ষেত্রে এটি ঠিকমতো বুঝেও উঠতে পারেননি।

সিলেবাসের আগে শিক্ষাক্রম কেন প্রণয়ন করতে হবে, সেটি বোঝা দরকার। শিক্ষাক্রম মূলত পদ্ধতি ও কাঠামোগত পরিকল্পনা। শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতি ও মূল্যায়নের পদ্ধতি কেমন হবে, সেটি শিক্ষাক্রমে উল্লেখ থাকে। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শিক্ষার একেকটি স্তরে শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। সেই লক্ষ্যমাত্রার সূত্র ধরেই পরে বিষয় অনুযায়ী সিলেবাস বা পাঠ্যক্রম রচিত হয়।

এই লক্ষ্যমাত্রাকেই অন্যভাবে বলা যায় শিখনফল, ইউজিসি যাকে বলছে আউটকাম। উচ্চশিক্ষার স্তরে লক্ষ্যমাত্রা নির্ধারণ না করে যদি আগেই সিলেবাস তৈরি করা হয়, তবে তাকে কীভাবে আউটকাম বেজড এডুকেশন বলা যাবে?

আমাদের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কিছু বিষয় বা কনটেন্ট রয়েছে কেবল। সেগুলো শিক্ষাক্রমের কোন লক্ষ্যকে বিবেচনায় রেখে করা, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ, আদতে কোনো বিভাগেরই শিক্ষাক্রম নেই। এই সমস্যার সমাধানের জন্য আগে শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। সেই শিক্ষাক্রমের দুটি অংশ থাকবে।

একটি অংশে সামগ্রিক উচ্চশিক্ষার পদ্ধতি ও কাঠামো কেমন হবে, সেটি বলা হবে। সেখানে উচ্চশিক্ষার উদ্দেশ্য, শিক্ষাদানের পদ্ধতি, শ্রেণি কার্যক্রম, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধরন, পরীক্ষার পদ্ধতি ইত্যাদির বিস্তারিত বিবরণ থাকবে। সেমিস্টারের পরিসর কত মাসের হবে, একেকটি কোর্স কত ক্রেডিটের হবে, অনার্স বা মাস্টার্স ডিগ্রির জন্য কত নম্বর থাকবে, ফলাফল জিপিএ বা নম্বর কিসের ভিত্তিতে হবে—এগুলোরও সুস্পষ্ট নির্দেশনা থাকবে। আরও নির্দেশ করতে হবে অ্যাসাইনমেন্ট, শ্রেণি-উপস্থাপনা, কুইজ, উপস্থিতি, মিডটার্ম ইত্যাদির জন্য নম্বর বরাদ্দ থাকবে কি না, থাকলে তা শতকরা কত ভাগ হবে।

শিক্ষাক্রমের আরেকটি অংশে বিষয় বা বিভাগ অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্দেশিত থাকবে। সে কাজ বিভাগগুলোকে আলাদাভাবে করতে হবে। সে ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষকেরাই ঠিক করবেন, ওই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হলে একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতার কী রূপান্তর ঘটবে। এটি না থাকার দরুন সমস্যা কী হয়, তা তো দেখাই যাচ্ছে। উচ্চশিক্ষা অর্জন করেও বিষয়গত জ্ঞান ও দক্ষতায় ঘাটতি থেকে যাচ্ছে।

ইউজিসি যদি আসলেই ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাক্রম প্রণয়ন করতে চায়, তবে নামে ‘ওবিই’ রাখলেই হবে না। আসলেই শিক্ষাক্রমকে ফলদায়ক করে তুলতে হবে। এ জন্য পুরোনো সিলেবাসকে নতুন মোড়ক দেওয়ার এই প্রকল্প নিয়ে আর এগোনো ঠিক হবে না; বরং আগে শিক্ষাক্রম-বিশেষজ্ঞদের নিয়ে উচ্চশিক্ষার পদ্ধতি ও কাঠামো নির্ধারণ করতে হবে। এরপর বিষয়ভিত্তিক শিক্ষকদের দায়িত্ব দিতে হবে স্তর অনুযায়ী ওই বিষয়ের লক্ষ্য-উদ্দেশ্য ঠিক করার। পরে সেই অনুযায়ী নতুন করে সিলেবাস বা পাঠ্যক্রম তৈরি করতে হবে।

শিক্ষাক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উপযুক্ত মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করা। কারণ, এখানে ত্রুটি রয়ে গেলে লক্ষ্য-উদ্দেশ্য পূরণ হয়েছে কি না, তা বোঝা যাবে না। সিলেবাস তৈরি করার আগে মূল্যায়নের পদ্ধতি নিয়েও নতুন করে ভাবা দরকার। বিশেষ করে শিক্ষার্থীদের নানা ধরনের প্রতিবন্ধকতাকে বিবেচনায় নিয়ে মূল্যায়নের বিকল্প উপায় রাখতে হবে।

তারিক মনজুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Source: https://www.prothomalo.com/opinion/column/0nhups0xdx

7
U.S. patents can indeed impact global innovation in several ways.  How they might hinder innovation around the world
:

1. Blocking access to key technologies, 2. Patent thickets and over-patenting, 3. High cost of licensing and litigation, 4. Extension of patent protections through trade agreements, 5. Limiting reverse engineering and local adaptation, 6. Concentration of innovation in wealthy countries.

However, patents can also stimulate innovation by providing incentives for R\&D—so their impact depends on how they’re used and balanced.

In software industry U.S. patents can hinder global innovation in some unique ways, like 1. Patenting abstract ideas, 2. Patent trolls (non-practicing entities), 3. Inhibiting open-source development, 4. Global chilling effect, 5. Interoperability restrictions, 6. Barrier to localization

In contrast, some countries (like much of Europe) place stricter limits on what software can be patented, focusing more on technical effects rather than abstract ideas. The broader scope of U.S. software patents therefore imposes *extra global constraints*.
It needs to point out how U.S. policies on *competitive company law* and *patent law* (including incentives like strong protections and moratorium periods) helped attract global inventors, fueling innovation and industrial growth. Likewise, Japan, Korea, and China strategically navigated around restrictive patents, using incremental innovation and legal loopholes to build their industries.

So why hasn’t *Bangladesh* followed a similar path? There are several constrains some of them are:

1. *Lack of strong industrial policy: Japan, Korea, and China had **state-driven industrial strategies* that deliberately targeted specific sectors for growth (e.g., electronics, automotive, heavy industry) and provided coordinated support—something Bangladesh has largely lacked beyond the garment sector.

2. *Weak R\&D investment: Those countries invested heavily in **research and development (R\&D)*, technical education, and technology transfer mechanisms, allowing local firms to absorb and improve upon foreign technologies. Bangladesh’s R\&D spending remains below 0.5% of GDP, far behind global innovation leaders.

3. *Limited technological base*: Countries like Korea and China already had stronger industrial and technological foundations when they began their catch-up efforts. Bangladesh’s economy is still dominated by low-tech manufacturing, making it harder to leapfrog into high-tech sectors that challenge patents.

4. *Policy and institutional gaps: Japan, Korea, and China developed **national intellectual property strategies* to systematically identify patents to design around or license, while also encouraging local patenting. Bangladesh lacks a similar institutional framework to guide companies in navigating or circumventing global IP barriers.

5. *Focus on export-driven low-cost production: Bangladesh’s economic model has prioritized **low-wage, labor-intensive exports (mainly garments)* rather than technology-intensive industries. This limits both the need and capacity to engage deeply with global patent landscapes.

6. *Regulatory and bureaucratic challenges*: Businesses in Bangladesh often face regulatory inefficiencies, infrastructure problems which comes from lack of government vision, that discourage higher-risk innovation activities compared to manufacturing under existing models.

7. *No strong local champions or conglomerates in tech*: Korea had chaebols like Samsung and Hyundai; Japan had giants like Sony and Toyota; China had state-owned enterprises and later tech giants like Huawei. Bangladesh hasn’t developed similar large-scale firms capable of investing in R\&D and navigating international IP.

In short, it’s not only about *changing designs to bypass patents*—it’s about having an ecosystem (policy, capital, technical skill, legal strategy) that supports that effort.

Bangladesh has an opportunity to learn from these models, especially as it looks to diversify beyond garments. What sector do you think Bangladesh should target next for this kind of innovation-driven growth?

Source: Collected...

8
Law of Bangladesh / A civilian as national security adviser
« on: April 20, 2025, 11:39:00 AM »
A civilian as national security adviser

THE concept of national security has undergone a profound transformation in the 21st century. Once largely defined by military capabilities and external defence, national security now encompasses a vast spectrum of interconnected domains, including cyber resilience, economic integrity, public health and climate sustainability. In the light of these shifting dynamics, Khalilur Rahman’s appointment as Bangladesh’s national security adviser represents a significant evolution in the country’s strategic approach. While some may question the suitability of a civilian in a role traditionally associated with military leadership, this move reflects a necessary evolution in understanding the multifaceted nature of modern threats. It is imperative to explore how contemporary national security demands integrated civilian oversight, draws on global precedents and examines the implications of Khalilur Rahman’s appointment for Bangladesh’s internal and external security strategies.

National security refers to the protection of a nation’s sovereignty, territorial integrity and the well-being of its citizens from internal and external threats. In today’s interconnected world, the concept of national security has evolved beyond traditional military threats to encompass non-traditional security such as economic stability, cyber security, environmental sustainability, food security and public health. As states face increasingly complex and transnational challenges, the strategies for ensuring national security must also adapt to reflect these shifting realities.

National security has been predominantly concerned with military threats and defence strategies. Realist theorists, such as Hans Morgenthau, emphasised the role of power politics and the state in maintaining security through military strength. This perspective was dominant during the cold-war era when the threat of nuclear war and global ideological confrontation framed national security discourses. Defence budgets, intelligence gathering and military alliances such as NATO and the Warsaw Pact were central to national security strategies.

With the end of the cold war and the rise of globalisation, the nature of threats to national security began to change. Issues such as terrorism, cyber attacks, pandemics, climate change and economic instability became central concerns. The 9/11 terrorist attacks in the United States marked a significant turning point, bringing the issue of non-state actors and asymmetric warfare to the forefront. This led to the development of doctrines like the US National security strategy which advocated for pre-emptive action and comprehensive counter-terrorism measures.

Cyber security has emerged as a significant pillar of national security in the digital age. Nation-states and non-state actors are increasingly using cyber tools to conduct espionage, disrupt critical infrastructure and influence democratic processes. The 2016 US election interference and various ransomware attacks targeting hospitals and financial institutions globally illustrate the growing cyber threat landscape.

In the case of Bangladesh, it is often regarded as a victim of the ‘tyranny of geography,’ given its strategic position between two powerful neighbours — India and China — which makes it inherently vulnerable to regional pressures and geopolitical rivalries. Surrounded on three sides by India and sharing a border with Myanmar while facing the Bay of Bengal to the south, Bangladesh must constantly navigate a delicate balance between powerful regional interests. This geographic reality, compounded by natural vulnerabilities like flooding and climate change, has often limited Bangladesh’s strategic autonomy. In this context, its national security resonates with a broader need for enhanced strategic deterrence — through advanced defence technology, cyber capabilities, satellite infrastructure and energy security — to assert national sovereignty. However, the most effective shield may lie in continued economic growth and diversification, building on the country’s impressive progress in the apparel industry, poverty reduction and human development. By investing in infrastructure, education and regional cooperation and maintaining balanced foreign relations, Bangladesh has the potential to transform its geographic constraints into strategic advantages, emerging not as a pawn but as a vital bridge in South Asia’s evolving geopolitical landscape.

As of 2025, Bangladesh is grappling with a complex array of national security challenges that threaten its political stability, economic resilience and social cohesion. The ousting of former prime minister Sheikh Hasina, followed by a period marked by deep-seated grievances, simmering resentment and widespread discontent, has placed significant strain on governance. The interim administration, led by Muhammad Yunus, has committed extensive efforts to restoring law and order. In a major step towards normalisation, the government recently launched ‘Operation Devil Hunt,’ which has helped to re-establish stability in various aspects of public life.

At the same time, the administration has had to struggle with the disruptive impact of hundreds of protests and demonstrations, a reflection of the nation’s democratic fervour. Concurrently, the rapid pace of digitalisation has exposed serious cyber security vulnerabilities, including a significant data breach that has raised alarm across institutions.

On the regional front, the protracted Rohingya refugee crisis continues to escalate security concerns and impose a heavy burden on the national economy. Additionally, strained relations with India over a range of unresolved issues have further complicated Bangladesh’s diplomatic and economic landscape. Environmental threats, particularly in coastal regions, persistently displace communities and strain national resources, intensifying internal pressures and presenting long-term risks to national security.

In this broader context, the national security adviser holds a central position in shaping and harmonising policies aimed at safeguarding national strategic interests. Serving as the principal adviser to the head of government on matters of national security, this individual oversees a broad spectrum of issues ranging from defence, intelligence and cyber security to economic stability, political risk and international diplomacy. The position requires a deep understanding of both domestic and global dynamics and the adviser often acts as a bridge between civilian and military institutions, ensuring a coherent and integrated approach to national security policy and crisis management.

The appointment of Khalilur Rahman as the national security adviser has sparked considerable discussion, particularly on social media. Many critics question how a civilian could be entrusted with such a critical position when the country has a roster of experienced generals, admirals and air marshals. This criticism, however, often stems from a fundamental misunderstanding of the distinction between national defence and national security. In our collective psyche, national security is still predominantly viewed through the narrow lens of military operations and the role of a national security adviser is almost instinctively associated with the armed forces.

As a result, the appointment of a civilian without a military background may seem unconventional or even difficult for some to fully comprehend. Even in routine institutional practice, when selecting personnel for senior advisory roles related to security, there is often a clear preference for military officers over even police officials despite the latter’s potentially broader experience in dealing with internal security, law enforcement and legal frameworks. Yet in today’s rapidly evolving global landscape, where security threats are multifaceted, ranging from cyber attacks and terrorism to disinformation, climate risks, and transnational crimes, the notion of national security has expanded well beyond traditional defence.

Against this backdrop, it may be time to revisit our assumptions about who is best suited to advise on national security. The role of a national security adviser is not merely to oversee military preparedness but to coordinate a wide array of policies that protect a nation’s strategic interests. In this broader and more nuanced context, the appointment of a civilian like Khalilur Rahman reflects a deliberate shift towards a more comprehensive and inclusive understanding of national security.

National defence is a vital but narrow subset of the broader construct of national security. Defence primarily addresses military threats and wartime contingencies. National security, on the other hand, is an ever-present, multidimensional framework encompassing a wide range of issues — food and health security, economic resilience, political stability, cultural harmony, religious and communal coexistence, human rights and the freedom of expression. It permeates every hour of our daily lives and informs of every aspect of governance.

In this broader context, appointing a civilian with expertise in economics, law, international relations and diplomacy is not only appropriate, it is essential. National security today requires integrated, cross-sectoral thinking. Most modern conflicts, on a closer inspection, are rooted not in military might but in economic disparities and geopolitical competition. A deep understanding of global systems and domestic vulnerabilities is key to formulating a sustainable and inclusive security strategy.

Khalilur Rahman’s academic and professional background spans economics, law, international affairs and public administration. His appointment reflects a deliberate and forward-thinking shift, one that prioritises intellectual breadth and inter-ministerial coordination over a singular focus on military credentials. This is in line with global best practices where national security advisers are often drawn from interdisciplinary backgrounds and are tasked with synthesising input from a range of ministries, including but not limited to defence.

That said, clarity in administrative communication remains essential. The official circular suggesting that Khalilur Rahman will also oversee defence matters could create confusion. In well-structured governance systems, the portfolios of national security and defence are distinct yet collaborative. While a national security adviser must regularly consult the ministry of defence on relevant matters, the role should not subsume the specialised responsibilities of defence professionals. Maintaining this separation ensures both civilian oversight and technical rigour.

A comparative analysis of the national security advisors of India and the United States may offer valuable insights. The national security advisers of both India and the United States have played pivotal roles in shaping strategic and security policies of their countries. In India, the first national security adviser, Brajesh Mishra, an Indian foreign service officer, laid the foundation of the role by combining it with the position of the principal secretary to the prime minister. He was succeeded by JN Dixit, MK Narayanan and Shivshankar Menon, each bringing diplomatic or intelligence backgrounds to the position. Ajit Doval, the current national security adviser since 2014, is a retired Indian Police Service officer and former director of the Intelligence Bureau, known for his hands-on approach to national security, counterterrorism and strategic policymaking. These advisers have been central to managing India’s defence posture, intelligence reforms and complex regional challenges, particularly concerning Pakistan, China and internal security.

The role of the United States national security adviser has been held by a diverse group of individuals with backgrounds ranging from academia and diplomacy to high-ranking military service. Henry Kissinger, a political scientist and diplomat, was instrumental in shaping détente with the USSR and initiating relations with China, later serving as the secretary of state. His successor, Zbigniew Brzezinski, another political scientist, focused on cold war strategy and human rights, notably supporting Afghan resistance against Soviet forces. Colin Powell, a decorated army general, brought a military perspective, becoming the first African American national security adviser. Condoleezza Rice, a Soviet expert, played a pivotal role during 9/11 and the Iraq war before becoming the secretary of state. Stephen Hadley and Thomas Donilon, both lawyers with policy backgrounds, helped steer US defence and Asia-Pacific strategies respectively. Military leaders like James L Jones, HR McMaster and Michael Flynn emphasised defence readiness and global military alliances, though Flynn’s brief tenure ended in controversy. Susan Rice, both diplomat and academic, has prioritised multilateral diplomacy, alliances, human rights and technology. John Bolton, known for his hawkish stance, and Robert C O’Brien, with a focus on NATO and Indo-Pacific engagement, reflect the evolving strategic priorities of the US in a changing global landscape. The current national security adviser, Jake Sullivan, under president Biden, is known for integrating diplomacy with domestic policy concerns, cyber security and reinforcing alliances. These advisors reflect the changing nature of global threats and the strategic priorities of their respective administrations.

In this context, any civilian officer’s appointment should be viewed not as a departure from tradition but as a necessary evolution in how we conceptualise national security in the 21st century. As threats grow increasingly complex and interconnected, the security of a nation lies not solely in its military strength, but in its ability to safeguard the economic, political and social well-being of its citizens. Appointing a civilian with the requisite breadth of knowledge is not a liability, it is a strategic asset. However, this does not preclude the possibility of appointing military officers as security advisers who possess a proven track record in dealing with national and international security concerns relevant to Bangladesh. Their background and expertise in strategic defence, intelligence and crisis management may offer valuable insights and capabilities in addressing emerging security challenges.

The appointment of Khalilur Rahman as Bangladesh’s national security adviser signals a significant and forward-looking shift in the nation’s approach to safeguarding its strategic interests. By emphasising interdisciplinary expertise over traditional military credentials, the government recognises that national security today is rooted in economic foresight, social stability, technological preparedness and diplomatic acumen. Rather than weakening the defence apparatus, this broader vision enhances it, acknowledging that contemporary threats cannot be neutralised through force alone. As global challenges become increasingly hybrid and unpredictable, civilian-led, inclusive and well-coordinated security frameworks will be essential for long-term resilience. This appointment should, therefore, be embraced not as a break from convention but as an informed alignment with global best practices in security governance.

Writer:
Dr Md Motiar Rahman
is a retired deputy inspector general.

Source: https://www.newagebd.net/post/opinion/262383/a-civilian-as-national-security-adviser

9
Law of Bangladesh / Vision for ideal police force
« on: April 20, 2025, 11:37:21 AM »
Vision for ideal police force


THE police play a pivotal role in any society, entrusted with safeguarding public safety, maintaining order, and upholding justice. In Bangladesh, public expectations reflect a deep yearning for fairness, security, and trust, yet these hopes are often overshadowed by systemic challenges such as political influence, corruption, inefficiency, and human rights violations. The vision for an ideal police force in Bangladesh centres on creating a safer, democratic society grounded in justice and accountability. This requires a police service that exemplifies professionalism, integrity, inclusivity, and compassion, serving not merely as enforcers of the law but as true custodians of justice. Achieving this vision demands transformative reforms, including dismantling political interference, fostering accountability, and addressing systemic inefficiencies. It is imperative to explore the aspirations of the Bangladeshi people and the fundamental changes needed to establish a police force that inspires trust and upholds the principles of justice.

People expect the police to be vigilant protectors of their safety and security, serving as a shield against crime and disorder in both urban and rural areas. In cities, they combat theft, robbery, and organised crime, while in rural areas, they address land disputes, violence, and extremism. Emerging threats such as cybercrime, human trafficking, and terrorism require specialised skills, advanced tools, and a proactive approach. Strategies like patrolling, surveillance, intelligence-driven operations, public awareness campaigns, and collaborations with social organisations help tackle crime at its roots while reinforcing public trust. However, resource constraints and inadequate training often limit their effectiveness, particularly in Bangladesh. Investing in specialised training in cybersecurity, digital forensics, advanced technologies, ethical conduct, and de-escalation techniques is crucial for building a professional, adaptive police force. By upholding justice, fairness, and integrity, law enforcement can create an environment where people feel safe — whether carrying hard-earned wages home or walking freely in city streets and rural meadows of Bangladesh. A dedicated police force that prioritises crime prevention and human dignity strengthens the foundation of a peaceful and secure society.

Effective crime management requires a strategic balance of proactive and reactive policing, combining law enforcement, crime prevention, and victim support. Patrolling, surveillance, intelligence gathering, and swift emergency response play a key role in maintaining law and order. By analysing crime patterns, police can allocate resources efficiently to high-risk areas while addressing underlying causes of criminal behaviour. Community engagement fosters trust and encourages information-sharing, which enhances crime prevention efforts. Advances in technology, such as digital forensics, surveillance systems, and data analytics, have further strengthened crime detection and investigation. Intelligence-led policing, a proactive, data-driven approach, improves operational efficiency by identifying and disrupting criminal activities before they occur, particularly in cases of organised crime and terrorism. However, its success depends on robust information-sharing, inter-agency collaboration, and ethical data management to balance security with civil liberties. Beyond enforcement, comprehensive crime management involves addressing societal issues, supporting victims, and rehabilitating offenders. By integrating intelligence-driven strategies with professionalism, fairness, and empathy, the police contribute to safer and more resilient communities.

The people expect the police to play a fundamental role in upholding the rule of law, serving as the primary agency responsible for maintaining public order, protecting life and property, and ensuring the enforcement of laws. By investigating crimes, apprehending offenders, and preventing unlawful activities, the police act as a critical link between the legal framework and society. Their actions are governed by legal principles and ethical standards, ensuring that their power is exercised fairly, without bias or abuse. A well-functioning police force strengthens public trust in the justice system, promotes stability, and fosters a sense of security, all of which are essential for a society governed by the rule of law. Equally important is their accountability to the law, which ensures that their authority is not misused and that citizens’ rights are respected.

The inefficiency of the police in addressing crime undermines public safety and erodes trust in law enforcement institutions. This inefficiency can stem from various factors, such as inadequate training, insufficient resources, corruption, political intervention, and a lack of coordination within the criminal justice system. Delayed responses to emergencies, failure to conduct thorough investigations, and low conviction rates often leave victims without justice and embolden criminals. Bureaucratic hurdles and mismanagement can further exacerbate the problem, leading to a perception of ineffectiveness. Addressing these inefficiencies requires reforms that include better training, increased funding, implementation of modern technologies, and robust accountability measures to ensure police forces are equipped and motivated to fulfil their duties effectively.

Moreover, citizens expect that the prevention and investigation of crimes and police functions should closely align with the fundamental rights guaranteed by the Constitution of Bangladesh, particularly the protection of life, property, and individual freedoms. This alignment positions the police not merely as enforcers of the law but as guardians and protectors of citizens’ constitutional rights. Such a paradigm shift would go beyond fulfilling the basic mandate of maintaining law and order. It would foster a deeper sense of trust and confidence among the public, improve the police’s overall image, and encourage a stronger culture of respect for the rule of law within the police force itself. By adopting this approach, the police could redefine their role as a foundation of justice and equity, further strengthening the relationship between law enforcement and the society it serves.

When an offence is committed, it falls within the jurisdiction of the criminal justice system. The formal initiation of legal proceedings against an alleged offender begins with registering a criminal case, typically through a First Information Report lodged by the victim, a witness, or any concerned party at the local police station. As mandated by Section 154 of the Code of Criminal Procedure, 1898 (CrPC), the police are required to record any information regarding a cognisable offence, which includes serious crimes such as murder, rape, robbery, and terrorism — offences where the police have the authority to investigate and make arrests without prior court approval. Once an FIR is registered, the officer-in-charge of the police station assigns the case to an investigating officer, usually a sub-inspector, who is responsible for conducting the investigation in accordance with legal procedures. The IO gathers evidence, records witness statements, and examines the crime scene while ensuring compliance with the provisions of the CrPC, 1898, and Penal Code, 1860. Depending on the complexity of the case, the investigation may also involve forensic analysis, surveillance, and coordination with other law enforcement agencies. Ultimately, the IO compiles the findings into a police report, which is then submitted to the relevant court for further legal proceedings.

For non-cognisable offences, which include minor crimes like public nuisance, the police require prior approval from a magistrate before initiating an investigation. The distinction between cognisable and non-cognisable offences is crucial, as it determines the procedural course of action.

One of the most significant issues in Bangladesh’s criminal justice system is the police’s discretionary power in registering cases. Despite legal provisions mandating the filing of FIRs for cognisable offences, officers often refuse to do so due to external influences, corruption, or resource constraints. Victims, especially from disadvantaged communities, frequently face difficulties in lodging complaints, as police officers at stations often demand inducements — either monetary or through influential connections — to register an FIR, initiate investigations, or even record a General Diary entry. As a result, those without financial means or social influence struggle to access police services, even in serious cases.

The public expects the police to uphold fairness, transparency, and impartiality, particularly in case registration, by ensuring that every reported offence — whether cognisable or non-cognisable — is recorded under the appropriate legal provision. This responsibility is crucial in maintaining the integrity of the justice system and preserving public trust in law enforcement. Any failure to register cases properly can compromise legal provisions and weaken confidence in the rule of law. Emphasising this obligation, the Supreme Court of Bangladesh, through various judicial pronouncements, has reinforced the mandatory nature of FIR registration when a cognisable offence is reported. The landmark case Suo Moto Rule No. 07 of 2020 underscored that law enforcement agencies must record complaints without unnecessary delay or discretion, ensuring that justice is not hindered at the very first stage of the legal process.

Despite the legal obligation for police to record complaints upon receiving information, allegations persist that investigating officers often delay the process by conducting preliminary enquiries and site visits before officially registering a crime. This delay is particularly prevalent in major cases such as murder and dacoity. Such initial postponements create opportunities for distortion of facts, compromising the timely collection of evidence and the immediate apprehension of suspects. With extended time at their disposal, complainants — sometimes with or without police collusion — may falsely implicate innocent individuals or omit the actual perpetrators. This manipulation enables law enforcement officers to fabricate case narratives and exploit innocent individuals by threatening prosecution unless they comply with their demands.

Integrity in case registration is critical, requiring meticulous attention to accuracy and fairness. The police must exercise extreme care to avoid implicating innocent individuals, as wrongful accusations shall have devastating consequences for those involved. In many cases, the First Information Report includes specific names, while others are listed as ‘unknown.’ While this practice can be necessary in some instances, it also opens the door to potential misuse. Such flexibility may allow officers to manipulate investigations, for example, by arbitrarily adding or excluding names as suspects or exercising undue discretion to make mass arrests. These actions can lead to the perception or reality of bias, favouritism, or abuse of power.

The people expect the police to handle all cases impartially, regardless of the status or influence of the individuals involved. They must not refuse to register an offense due to the involvement of powerful or politically connected persons, nor should they suppress cases to artificially lower crime statistics, as this would compromise the integrity of law enforcement. Ensuring that justice is applied equally to all citizens, irrespective of social, political, or economic standing, is fundamental to maintaining public trust. However, political interference remains a persistent challenge in Bangladesh, with powerful individuals and groups often pressuring the police to suppress complaints against their allies or fabricate cases against opponents. This not only undermines the impartiality of the justice system but also weakens confidence in law enforcement agencies.

While the refusal to register FIRs is a significant concern, the misuse of the criminal justice system through false or fabricated cases is another critical issue. The police must exercise due caution to ensure that registered cases are genuine and not based on false allegations, as fictitious cases — often referred to in Bangladesh as gaybi mamla (invisible or baseless cases) — are frequently used to harass political opponents, marginalised communities, rival groups, or dissenting individuals, fostering fear and mistrust. Such cases clog the justice system, divert resources from genuine complaints, and erode public confidence in law enforcement, making it harder for real victims to seek justice. Many individuals misuse legal processes to settle personal disputes, harass opponents, or seek revenge, further straining the judiciary. To counter this, the police must uphold ethical standards, remain vigilant in distinguishing between legitimate grievances and malicious cases, and ensure fairness and impartiality in their operations. Additionally, complainants who lodge false cases with malicious intent should be prosecuted under Section 211 of the Penal Code. Accurate and honest case registration is the foundation of a fair justice system, and adherence to legal protocols is essential to maintaining its integrity. Any manipulation of case outcomes, whether by downgrading crimes to lesser offences or exaggerating charges for personal or political motives, undermines public trust. Therefore, the police must remain committed to fairness and objectivity, reinforcing their role as impartial enforcers of the law and guardians of justice.

Not all crimes committed in Bangladesh come to the attention of the police, as various factors deter individuals from reporting incidents. Fear of retaliation, lack of trust in law enforcement, social stigma, and the lengthy legal process often discourage victims and witnesses from coming forward. Many people, particularly those from marginalised communities, may feel powerless or believe that seeking justice will bring more hardship than resolution. Additionally, cultural and familial pressures sometimes compel victims to remain silent, especially in cases of domestic violence, sexual offences, or financial fraud. Crimes involving influential individuals or organised groups may also go unreported due to fear of repercussions. Furthermore, the complexity and perceived inefficiency of the criminal justice system contribute to the general reluctance to engage with law enforcement, as many view the process as cumbersome, time-consuming, and potentially more distressing than the crime itself. As a result, the true extent of criminal activities remains obscured, leading to an under-representation of crime in official statistics and hindering efforts to implement effective law enforcement strategies. Therefore, police officers must take a proactive approach in registering cases promptly and without any obstacles to uphold the rule of law.

In today’s digital era, there is a growing public demand for an efficient and transparent online system for criminal case registration to eliminate bureaucratic hurdles, reduce delays, and minimise human discretion. Such a system would allow victims to file FIRs from home without intimidation or corruption while ensuring real-time documentation to prevent intentional delays by law enforcement. Following a directive from the chief advisor of the interim government, efforts are underway to implement this digital platform, which would enable swift intervention, automated case tracking, and integration with forensic databases. By enhancing transparency and accountability, an online system could revolutionise Bangladesh’s criminal justice process, provided it is user-friendly, secure, and legally validated to protect data and ensure accessibility for all. However, not everyone in Bangladesh is proficient in digital communication. Therefore, a user-friendly system must be implemented, ensuring direct access without the need for intermediaries.

Registering a criminal case in Bangladesh is a critical step in ensuring justice, yet it remains fraught with challenges such as police discretion, political influence, corruption, delays, and misuse of the system. While legal provisions exist to facilitate FIR registration, their effectiveness is often undermined by institutional weaknesses. Addressing these challenges requires a multi-pronged approach, including stronger legal safeguards, enhanced police accountability, judicial reforms, and public awareness initiatives. By ensuring a more transparent, efficient, and accessible system for case registration, Bangladesh can take significant strides toward a fairer and more robust criminal justice system.

Writer:
Dr Md Motiar Rahman
is a retired deputy inspector general of police.

Source: https://www.newagebd.net/post/opinion/262705/vision-for-ideal-police-force

10
হথর্ন ইফেক্ট" একটা ইন্টারেষ্টিং হিউম্যান বিহেভিওর

১৯৩২ সালে সাইকোলজিস্ট এলটন মায়োর নেতৃত্বে হার্ভার্ড ইউনিভার্সিটি হথর্ন নামক এক ফেক্টরীতে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেন। এক্সপেরিমেন্টে তারা দেখতে পান যে  যখনই শ্রমিকরা কোনো সুপারভাইজারের তত্ত্বাবধায়নে থাকে তখনই তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়।  এই বেড়ে যাওয়া ফেনোমেনাকেই "হথর্ন ইফেক্ট" বলে আমরা মোটামুটি সবাই এই হথর্ন ইফেক্টে আসক্ত ।

মাত্রাতিক্ত জোরে গাড়ি চালাচ্ছি? পুলিশ দেখলেই আস্তে করে স্পিড কমিয়ে দেই
কিউবিকেলে রিলেক্সে মুডে কাজ করছি? বস ঢুকতেই শিরদাঁড়া খাড়া করে ফেলি
হোটেল লবির কর্নারে দুষ্টামি করছি, সিকিউরিটি ক্যামেরা দেখলেই ভদ্র হয়ে যাই
জিমে আলসেমি করছি? ইন্সট্রাক্টর আসতেই মারাত্মক অ্যাকটিভ হয়ে যাই 
কিংবা ক্লাসরুমে হট্টগোল করছি? টিচার ঢুকছি সবাই আলিফ হয়ে যাই
অর্থাৎ আমরা যখনই কোনো অথরিটির প্রেসেন্স ফিল করি,আমাদের বিহেভিওর অটোমেটিক ইম্প্রুভ হয়ে যায়।

এই "হথর্ন ইফেক্ট" আমাদের ইবাদাহতেও বিদ্যমান।  বাসায় কেউ না থাকলে আমাদের নামাজ এক রকম আর মসজিদে যখন ইমাম সাহেব আমাদের দিকে তাকিয়ে থাকে তখন নামাজ অন্য রকম। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনিও ভালো করেই জানেন আমাদেরকে এই বিহেভিওর সম্পর্কে তাই তো নবুওতের প্রায় শেষ প্রান্তে তিনি জিব্রাঈল আমিনকে পাঠালেন সাহাবাদের সামনে আমাদেরকে এই ইফেক্টের ইম্পর্টেন্স জানানোর জন্য।   

আসল ঘটনাটা অনেকটা এরকম: 

রাসুলের জীবনের শেষ প্রান্তে একদিন সাহাবাদের কে দারস দিচ্ছিলেন এমন সময় জিব্রাইল আমিন মানুষের বেশে এসে রাসুলকে ৪ টি প্রশ্ন করেন

প্রথমে জানতে চান "ইসলাম কি?"
রাসূল বলেন ইসলাম হলো আমাদের ৫ টি পিলার
শাহাদা, সালাহ, সিয়াম, জাকাহ এবং হজ

তারপর জানতে চান "ইমান কি?"
রাসূল উত্তর দেন, ইমান হলো আমাদের ফেইথের ৬ টা এলিমেন্ট। আল্লাহ, তার রাসূলগণ, তার ফেরেশতাকুল, তার কিতাব, শেষ দিবসে এবং ডেসটিনির উপর বিশ্বাস রাখা। 

তারপর জানতে চান 

"ইহসান কি?"
রাসূল তখন উত্তর দেন "ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যেন আমরা তাঁকে দেখছি আর যদি তা সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট এটা মাথায় রাখা যে তিনি আমাদের দেখছেন।"

অর্থাৎ সেই "হথর্ন ইফেক্ট"

ফাইনালি প্রশ্ন করলেন

কিয়ামত কবে হবে?

রাসূলুল্লাহ বললেন,কিয়ামত কবে হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না তবে এর দুটো সাইন আমি আপনাকে জানাতে পারি তারপর তাঁকে তিনি সাইন দুটো জানালেন।

জিব্রাইল আমিনের ছুড়ে দেয়া এই ৪ টি প্রশ্ন আমাদের দ্বিনের ৪ টি ডিমেনশন কে রিপ্রেসেন্ট করে।  এই হাদিসের ইম্পর্টেন্স এতটাই বিশাল যে একে "উম্মুল হাদিথ" বলেও সম্মোধন করা হয়। এই হাদিস থেকে বুঝা যায় যে দ্বীনেকে সঠিকভাবে বুঝতে হলে আমাদেরকে এই ৪ টি ডিমেনশনকে এক করে বুঝতে হবে। পূর্ব যুগের উলামারা বিষয়টা বুঝেছিলেন,তাইতো এই প্রশ্ন আর উত্তর গুলোকে ঘিরে গড়ে তুলেছিলেন দ্বিনের ৪ টি ডিফারেন্ট "ফিল্ড অফ স্টাডিজ"।

"ইসলাম কি?" এর ইনডেপ্থ স্টাডিস কে নিয়ে গড়ে তুললেন "ফিকহ" বা "ইসলামিক জুরিসপ্রুডেন্স" 
"ইমান কি?" এর ইনডেপ্থ স্টাডিস কে নিয়ে গড়ে তুললেন "আকিদা" বা "ইসলামিক থিওলজি"
"ইহসান কি? এর ইনডেপ্থ স্টাডিস কে নিয়ে গড়ে তুললেন "তাসাওউফ" বা "ইসলামিক স্পিরিচুয়ালিটি"
আর "শেষ জমানার সাইন গুলো কি?" এর ইনডেপ্থ স্টাডিস কে নিয়ে গড়ে তুললেন "ইসলামিক এসকেটলজি".

দ্বীন শিখতে গিয়ে উপলব্ধি করলাম আমরা ফিকহ এবং আকিদাতে ইদানিং যতটা বেশি গুরুত্ব দিচ্ছি বাকি ডিসিপ্লিনে অতটা দিচ্ছি না। ইদানীং অবশ্য এসকটলজি নিয়ে অনেকেই কথা বলছেন, তবে "ইসলামিক স্পিরিচুয়ালিটি" বা "তাসাওউফ" যেন বেমালুম হারিয়েই গেলো। অথচ এই স্পিরিচুয়ালিটি হলো দ্বিনের একটা কোর কনসেপ্ট কারণ এটাই তো আমাদের ক্যারেক্টার ফর্ম করে! ১৯০০ শতাব্দীর পূর্বে যত বই পত্র ঘাটলাম
দেখলাম যে মেক্সিমামই এই "তাসাওউফ"  বা স্পিরিচুয়ালিটির উপর গুরুত্ব দিয়েছে   

"কীভাবে নিজের ভিতর টা সুন্দর করা যায়"
"কীভাবে নিজের হার্ট কে পরিষ্কার রাখা যায়"
"কীভাবে নিজের আমলে খুশু আনা যায়"

এই প্রশ্ন গুলোই তো স্পিরিচুয়ালিটির এসেন্স!

অথচ ১৯০০ শতাব্দীর পর এটাকে এমনভাবে প্রেজেন্ট করা শুরু হলো যেন এটা একটা বখে যাওয়া কোনো সন্তান। 

ফলশ্রুতি?

দ্বীন আগে যেটা ক্যারেক্টার বেসড ছিল তা হয়ে গেলো টেকনিক বেসড। আগে যেখানে জোর দেওয়া হতো "ধার্মিক হও" এখন সেখানে জোর দেয়া হচ্ছে "ধার্মিকের মত এপিয়ার্ড হও"।   

আজকের লিখার অবজেক্টিভ?

আমরা যেন জিব্রাইল আমিনের তৃতীয় প্রশ্ন "ইহসান" এর কনসেপ্ট কে আবার রিভাইভ করতে পারি। কারণ আল্লাহ বলছেন,"নিশ্চয়ই, যারা ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। (সূরা আল-বাকারাহ ২:১৯৫) আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই এই লিখা।

সাধারণত আমরা মনে করি ইহসান হলো কারো কোনো উপকার করা, যেমন আমি তোমাকে ইহসান করলাম অর্থাৎ আমি তোমাকে একটা ফেভার করলাম। ভাষাগত ভাবে এটা প্রচলিত হলেও ইসলামিক টার্মিনোলোজিতে এর মূল ভীত কিন্তু ভিন্ন, আরো গভীর।

ইহসান এসেছে হা সা না রুট থেকে। হাসান অর্থ সুন্দর,আরবি লিটারেচারে সুন্দরকে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। যেমন জামালাও কিন্তু সুন্দর। তবে স্পেসিফিকালি যাদের নাক উটের নাকের মত বাঁকানো সুন্দর, সেটা হচ্ছে জামালা। কারণ আরবিতে উট কে জামাল বলে তেমনি হাসান হচ্ছে চোখ, দৃষ্টি বা দেখার সাথে অ্যাসোসিয়েটেড যার চোখ সুন্দর কিংবা যেই কাজটা দেখতে সুন্দর সেটা হচ্ছে হাসান। এই এই হাসান থেকেই এসেছে ইহসান।

সো খেয়াল করে দেখুন, "আল্লাহ আমাদের দেখছে" এই কনসেপ্ট যদি আমরা সর্ব অবস্থায় এডাপ্ট করতে পারি

আমাদের প্রতি কাজ অটোমেটিকলি সুন্দর হয়ে উঠে, 
আমাদের ক্যারেক্টার সুন্দর হয়ে উঠে,
আমাদের হার্ট সুন্দর হয়ে উঠে,
আমাদের আমল সুন্দর হয়ে উঠে,

আর এই এফেক্টটাই হলো ইহসান ইফেক্ট। যারা ইহসান কে রপ্ত করতে পারে তাদেরকে আমরা মুহসিন বলি।
এই মুহ্সিনদের উপর ইহসানের ইম্পেক্টের বিষয়ে ইমাম গাজ্জালী সুন্দর একটা কথা বলেছেন, বলেন আমরা যখন মুহসিন হয়ে উঠি তখন দুটো বিষয় ঘটে:

প্রথমত আমরা যখন কোনো খারাপ কাজ করতে থাকি তখন ইমমেডিয়েটলি সেটা রেকগনাইজ করতে পারি। তখন কনসিয়াসলি নিজেকে প্ৰশ্ন করতে পারি যে,

"আমি আল্লাহ কে বেশি ভালোবাসি?

নাকি "আমার নাফ্সে বেশি ভালোবাসি?"

"যদি আল্লাহকে বেশি ভালোবেসে থাকি তাহলে নাফ্সের ইচ্ছায় করা এই কাজ গুলো আমি পরিত্যাগ করলাম"
এভাবে আমরা কনসাসলি সঠিক রাস্তায় ফিরে আস্তে পারি।

দ্বিতীয়ত আমরা যখন ভালো কিছু করি এবং মানুষ যখন আমাদেরকে প্রশংসা করতে থাকে। তখনও সেটা কনসাসলি বুঝতে পারি। তখনও নিজেকে কনশালী প্রশ্ন করতে পারি,   

"আমি কি আল্লাহকে ভালোবেসে এই কাজ করছি নাকি মানুষের প্ৰশংসার জন্য করছি" তখন নিজের হার্টকে কেলিব্রেট করতে পারি এবং তখন এতো টুকু অন্তত বুঝতে পারি যে যদি কিছু ভাল কিছু করে থাকি তা এই জন্য করছি যে"এটা করা উচিত ছিল কিংবা এটা আল্লাহ ভালোবাসে এই জন্য করছি।" 

ইট ড্যাশেন্ট মেটার

মানুষ আমাকে ভালো বললো কি না বললো আমি কারো প্রশংসার উপর ডিপেন্ডেন্ট না। আমি আমার নাফ্সের ইচ্ছার উপরেও ডিপেন্ডেন্ট না! এই স্টেইট টা যে কতটা লিবেরাটিং তা এক্সপেরিয়েন্স না করলে বুঝানো যাবে না।

সো এখন প্রশ্ন আসে

আমরা এই স্টেইট কিভাবে এচিভ করতে পারি?

কি ভাবে আমরা মুহসিন হতে পারি?

ব্যক্তিগত ভাবে আমি মনে করি মুহসিন হওয়ার আগে আমাদেরকে মুত্তাকী হওয়া প্রয়োজন। 

মুত্তাকী আবার কি?

আগে অনেক বার বলেছি আজ আবার একটু নিজেকে মনে করিয়ে দিচ্ছি। আমরা সবাই মোটামুটি সব সময় একটা ঘোরের মধ্যে থাকি সব সময় একটা চিন্তার জগতে ডুবে আছি। আমরা সেটা টের পাই না অনেকটা মাছের মত। মাছ যেমন জানে না সে সারাদিন পানির ভিতর থাকে তেমনি আমরা জানি না যে আমরা সারাদিন চিন্তার জগতে থাকি। 

বিষয়টা বুঝতে পারবেন যখন আপনি এই চিন্তার জগৎ থেকে বের হয়ে জীবনকে দূর থেকে দেখবেন 

কীভাবে?

ছোট্ট একটা এক্সারসাইজ দিচ্ছি, এই মুহূর্তে নিজেকে মনে মনে প্রশ্ন করুন,

"আচ্ছা আমি এখন কি চিন্তা করছি?" অথবা

"আচ্ছা এই মুহূর্তে আমার নেক্সট চিন্তাটা কি হবে?"

প্রশ্নগুলো করে সাথে সাথে দেখার চেষ্টা করুন কোনো চিন্তা আসে কিনা? আসবে না তবে দেখবেন মাথাটা ব্লেনক হয়ে যাচ্ছে আর মাথায় হালকা ব্লাড রাশ হচ্ছে। যদি কোনো চিন্তা আসেও তখন আপনি সাথে সাথে দেখতে পাবেন ফিল করতে পারবেন যে এই মাত্র নতুন একটা নতুন চিন্তা মাথায় প্রবেশ করলো। 

এই এক্সারসাইজটাকে "মাইন্ডফুল" এক্সারসাইজ বলে, আপনি যদি প্রতিদিন এই মাইন্ডফুল এক্সারসাইজ প্র্যাকটিস করতে থাকেন আপনার অব্জার্ভেশন পাওয়ার বাড়তে থাকবে আর আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ হতে থাকবে। আপনি যখন "কনসিয়াসলি এওয়ার" থেকে এই চিন্তার থ্রেড গুলোকে অব্জার্ভ করা শুরু করবেন 
একটা সময় ডিফারেন্সিয়েট করতে পারবেন যে, কোনটা আপনি আর কোনটা আপনার চিন্তা।  আপনি তখন নিজেকে নতুন করে খুঁজে পাবেন। টের পাবেন যে আপনি আপনার চিন্তার প্রোডাক্ট না। আপনি, আপনিই।
আপনি একটা স্বাধীন সত্তা, চিন্তার বেড়াজাল মুক্তি একটা ইউনিক সত্তা।  সেই সত্তা যে এতদিন ঘুমিয়ে ছিল আজ সেটা জাগ্রত। আপনি আজ জেগে উঠেছেন! এই জেঁগে উঠাকে স্পিরিটলিটির ভাষায় এওকেনিং বা য়াকজা বলে।

আপনি যখন এওকেন হবেন আমি তখন নিজেকে নতুন করে খুঁজে পাবেন এবং তখন আরেকটা সত্য রিয়েলাইজ করতে পারবেন। তখন ফিল করতে পারবেন যে, একজন শক্তিমান সত্তা সর্ব অবস্থায় আপনাকে দেখেছেন, আপনার রব আপনাকে দেখছেন! এই অবস্থায় অটোমেটিকলি আপনার বিহেভিওর ইম্প্রুভ হওয়া শুরু করবে। তাইতো প্রচলিত কথা আছে,"মান আরফু নাফসুহু ফাকাদ আরফু রব্বাহু" অর্থাৎ"যে নিজেকে চিনলো সে যেন তার রব কে চিনলো।"

সো এখন আপনি প্রতিটা কাজ করার সময় একাধিকবার চিন্তা আসবে যে, "তিনি তো দেখছেন" "করাটা কি ঠিক হবে?" এই যে "কনসিয়াসলি এওয়ার হয়ে নিজেকে সংযত করলেন, এই একশনটাকে বলে "তাকওয়া"। আর যারা এই স্টেটটা এচিভ করতে পারে তাদেরকে বলা হয় "মুত্তাকী"। মুত্তাকী এবং মুহ্সিন খুব কাছাকাছি দুটো বিশেষণ। তাইতো সূরা নেহালের ১২৮ নাম্বার আয়াতে দুটোকে এক করে তিনি ঘোষণা দেন,   "নিশ্চয়ই, আল্লাহ তাদের সাথে আছেন যারা মুত্তাকী এবং যারা মুহসিন"। আবারো বলি  মুত্তাকী এবং মুহসিন খুব কাছাকাছি দুটো শব্দ। কনফিউসড হওয়া বেশ সহজ তাই সামারি করে বলছি,  তাকওয়া হচ্ছে সেই এওএরনেস যে আল্লাহ এই মুহূর্তে আমায় দেখছে তাই খারাপ কিছু করা যাবে না আর ইহসান হচ্ছে সেই এওএরনেস যে আল্লাহ এই মুহূর্তে আমায় দেখছে তাই যেই কাজটা করছি সেটা সুন্দর করে করতে হবে।

এই তাকওয়া আর ইহসানের কথা শুনলেই মাইকেল এঞ্জেলোর একটা গল্পের কথা মনে পরে যায়। ব্রু কুচঁকানোর কিছু নাই। আল্লাহর রাসূল বলেছেন, জ্ঞানীদের বাণী হলো বিশ্বাসীদের হারানো সম্পদ,তা সে যেখানেই খুঁজে পাক।"

আমি মাইকেল এঞ্জেলোর এই গল্প থেকে এই হিকমত খুঁজে নিচ্ছি। মাইকেল এঞ্জেলো যখন সিস্টিন চেপেলের সিলিং আঁকা শেষ করলেন দেখা গেলো সিস্টিন চেপেলের প্রতিটা কর্নারে তিনি প্রচণ্ড নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছিলেন এমনকি অন্ধকারাচ্ছন্ন কর্নার গুলোতেও। অন্ধকারে কাজ করতে করতে তিনি প্রায় অন্ধ হতে বসেছিলেন! তবুও তিনি কাজে কোনো ফাঁকি দেননি যখন তাকে জিজ্ঞেস করা হয়।

এত কানা কন্চিতেও কেন এতো এফোর্ট দিয়ে কাজ করলেন?

এখানে তো আর কেউ দেখছে না। জবাবে আকাশের পানে আঙুল তাকে করে পালটা উত্তর ছুড়েন।

"কেউ দেখছে না কে বললো?"

"উনি তো দেখছেন, তাই না?

"উনি তো দেখছেন"

এই রিয়েলাইজেশনটা আমাদের হার্টে বিশাল ইম্পেক্ট ফেলে আমরা নরম হয়ে উঠি। আমাদের লজ্জা বেড়ে যায় ,আমাদের মধ্যে গ্রেটিচুড বেড়ে যায়.আমাদের রুহানি শক্তি বেড়ে যায় এবং প্রত্যেকের জন্য এম্পেথি ফিল করা স্টার্ট করি।

যেটা বুঝলাম আমরা দ্বিনের দুটো পার্ট আছে। একটা দেখা যায় আর একটা দেখা যায় না একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। একটা হলো টেকনিক বেসড একটা ক্যারেক্টার বেসড একটা স্পিরিচুয়াল আর একটা রিচুয়াল। এক্সটার্নালি আপনি দেখতে যতটা বিশাল ধার্মিক ইন্টার্নালি আপনি সেরকম নাও হতে পারেন।    এক্সটার্নালি আপনার দাড়ি থাকতে পারে,জুব্বা পড়তে পারেন,এমনকি টাকনুর উপর কাপড়ও পড়তে পারেন কিন্তু ইন্টার্নালি আপনি হয়ত মারাত্মক হিংস্র, অন্যের সুখ আপনার সহ্যই হয় না। হিংসা বিদ্বেষ আর প্রতারণায় আপনি প্রতি নিয়ত নিমজ্জিত। কেউ আপনাকেও বিন্দু মাত্র বিস্বাস করতে পারে না।  এই যদি হয় আপনার দ্বিনের অবস্থা তাহলে আপনার আর ইবলিশের মধ্যে পার্থক্য কি থাকলো?

ইবলিশের গল্প তো জানা আছে তাই না?

সে তার রিচুয়াল ইবাদাহ দিয়ে সবাই কে ছাড়িয়ে গিয়েছিলো জমিনের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে সে আল্লাহ কে সিজদা করে নাই। এক্সটার্নাল ডিমেসনসনে সে সুপার পারফর্মের তখনকার শরিয়তের সব আহকামে সে প্রচণ্ড পণ্ডিত।

তবে ইন্টারনাল ডিমেনশনে?

ইন্টারনাল ডিমেসনসনে সে ছিল এক্সট্রিমলি করাপ্টেড "ভিতর থেকে সুন্দর হতে হবে" এই কনসেপ্টই সে শিখতে পারে নাই। তাই তো হজরত আদম কে যখন তার থেকে বেশি ইজ্জত দেয়া হলো সে সেটা সহ্যই করতে পারলো না।  জিদের বসে সারা জীবনের আমল টিনএজারদের মতো ছুড়ে ফেললো। সে এখনো ভেবে কূল পায় না যে"কেন আল্লাহ আদম কে আমার থেকে বেশি প্রাধান্য দিলো"। হয়তো এখনো মনে মনে ভাবে,"আদম কি আমার সত্যি আমার থেকে বেটার ছিল?
কেন ছিল?"

কারণ সে বুঝে নাই যে,আমাদের দ্বীন হচ্ছে আইস বার্গের মত উপর থেকে এর পটেনশিয়াল বুঝা যায় না   বুঝতে হলে যেতে হবে পানীর নিচে।  অর্থাৎ দ্বীনে উপর দিয়ে যা দেখি তা যতটা না ইম্পরটেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ভিতরটা কি রকম। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আখলাক আমাদের কন্ডাক্ট আমাদের মেনার।

 ইম্পর্টেন্ট হচ্ছে আমরা মানুষের জন্য কতটা ভালো ভাবছি,

মানুষের জন্য কতটা ভালো ভাবছি,

অন্যের খুশিতে কত টা খুশি হচ্ছি, 

অন্যের দুঃখে কত টা দুঃখী হচ্ছি,

খেয়াল করে দেখুন উপরে যা বললাম এ সবই  হচ্ছে ইন্টারনাল বিষয়। উপর থেকে দেখা যায় না আর এই বিহেভিওর গুলোই তো স্পিরিচুলিটির শিক্ষা। শিক্ষা যে নিজের হার্টকে আর নিজের সৌল কে কীভাবে আমরা প্ৰসিদ্ধ রাখতে পারি। 

তাই বলছি আমাদের জীবনে এই "তাসাউফ" বা স্পিরিচুয়ালিটির কনসেপ্টটা আবার জাগ্রত করতে হবে স্পিরিচুয়ালিটি ইগনোর করে আমরা যদি শুধু রিচুয়াল নিয়েই পরে থাকি

তাহলে একটু ভাবুনতো আমাদের আর ইবলিসের মধ্যে পার্থক্যটা কি থাকলো?

~ সামিউল হক

Source: Collected.

11
DeepSeek AI / NVIDIA’s worst AI nightmare
« on: January 29, 2025, 12:08:11 PM »
NVIDIA’s worst AI nightmare

Netflix ate Blockbuster for lunch. Amazon decimated all of retail. And Uber and Zoom reinvented transport.

The disruption and reinvention of every industry is rapidly becoming the new normal.

This week, a small open-source player out of China called DeepSeek is disrupting AI giants OpenAI and NVIDIA.

But this is just the beginning! The coming industry disruptions will accelerate fast and furiously on the heels of AI, AGI, and ultimately digital super intelligence.

First the tech players, next healthcare, then financial services, and education will be reinvented. Get ready of the roaring 20’s. They are here.

Why is everyone up in arms about DeepSeek?

Here’s the data:

OpenAI was founded 10 years ago, has around 4,500 employees, and has raised $6.6 billion in capital.

DeepSeek was founded less than 2 years ago, has 200 employees, and was developed for roughly $5 million.

Here's the Disruption: While tech giants like OpenAI and Anthropic have been spending $100M+ just to train their AI models, this small 200-person team out of China built an AI system matching GPT-4's performance for 20x less money.

How did they achieve the impossible? Three Moonshot innovations that are absolutely mind-blowing:

#1. Precision Reimagined: Instead of using computational overkill (32 decimal places), they proved 8 is enough. Result? 75% less memory needed. Sometimes the most powerful innovations come from questioning basic assumptions.

#2. The Speed Revolution: Traditional AI reads like a first-grader: "The... cat... sat..." But DeepSeek's multi-token system processes whole phrases at once: 2x faster, 90% as accurate. When you're processing billions of words, this is transformative.

#3. The Expert System: Instead of one massive AI trying to know everything (imagine one person being a doctor, lawyer, AND an engineer), they built a system of specialists. Traditional models? 1.8 trillion parameters active ALL THE TIME. DeepSeek? 671 billion in total, but only 37 billion active at once. It's pure genius.

The results are staggering:

Training costs slashed from $100M to $5M
GPU requirements slashed from 100,000 GPUs to 2,000 GPUs
95% reduction in API costs
Runs on gaming GPUs instead of specialized hardware
They did this with a team <200 people, not thousands
But here's what makes this truly revolutionary: It's all open source.

Anyone can verify, build upon, and implement these innovations. This isn't just technological progress—it’s the democratization of AI at an unprecedented scale.

Think about what this means:

The "only-big-tech-can-play" era is OVER
Innovation barriers have been shattered
A few good GPUs might be all you need
The playing field has been leveled
For incumbents like NVIDIA, this is terrifying. Their business model of selling super-expensive GPUs with 90% margins? That moat just turned into a puddle.

And DeepSeek did all this with fewer than 200 people. Meanwhile, Meta has teams whose compensation alone exceeds DeepSeek's entire training budget... and their models aren't even as good.

This feels like one of those moments we'll look back on as an inflection point, like when PCs disrupted mainframes or cloud computing changed everything. The efficiency genie is out of the bottle, and there's no going back.

The question isn't whether this will transform AI development—it’s what YOU will build with this democratized technology. We're living in an era where breakthrough innovation isn't just possible, it's accessible.

What's your Moonshot idea? The tools to build it just got a whole lot closer.


Collected

12
মার্কিন পুঁজিবাজারে সবচেয়ে বড় ধস নামালো চীনের ‘DeepSeek’

i=tgn8XI_-q2fwMx2P

13
প্রযুক্তি খাতে তোলপাড় সৃষ্টি করা ‘ডিপসিক’ কী?

i=7AuaEtlH09rwHmlJ

14
DeepSeek কিভাবে এতটা শক্তিশালী হয়েছে?

i=x2YF9efmShUrf9du

15
Career Guidance / Future of jobs: Are we ready?
« on: January 18, 2025, 05:25:22 PM »
Future of jobs: Are we ready?


In Bangladesh, human resources (HR) often feel like driving a car without an engine—lots of noise, no progress. By 2030, 39 percent of core job skills will be obsolete, yet we're stuck debating Excel training. Heads of HR, treated as attendance monitors, lack the tools to tackle this shift. Automation looms, poised to replace jobs faster than Dhaka traffic consumes patience. Without urgent reskilling, our demographic dividend risks becoming a liability. With machines learning faster than humans, the future won't wait for us to catch up over endless cups of cha. It's time to act before it's too late.

The World Economic Forum's report on the future of jobs by 2030 highlights a transformative shift in the global workforce driven by technological advancements, demographic changes, and the green transition. By 2030, 41 percent of employers are expected to downsize, resulting in 92 million job losses globally. The report indicates that 41 percent of jobs are secure, while 59 percent will require reskilling or upskilling. Among those needing training, 29 percent will remain in their current roles, 19 percent will be redeployed to new positions, and 11 percent will face unemployment due to insufficient adaptation. This highlights the urgent need for workforce transformation to address the evolving demands of the global job market.

The report projects a net increase of 78 million jobs globally, with 170 million new roles emerging while 92 million are displaced. Roles such as AI and machine learning specialists, data analysts, digital marketing professionals, sustainability-focused jobs, wellness experts, digital security experts, and renewable energy professionals are expected to see significant demand. On the other hand, jobs reliant on manual or repetitive tasks, such as graphic design and certain manufacturing roles, face a marked decline.

In Bangladesh, where the economy is fuelled by industries such as garments, agriculture, and information technology, the implications of these transformations are profound. Many roles currently occupied by workers risk being automated or rendered obsolete. For example, machines are increasingly taking over repetitive tasks in manufacturing and clerical jobs, pushing the workforce toward roles requiring complex problem-solving, creativity, and digital proficiency.

A demographic dividend amplifies the challenge. Bangladesh boasts a large young population, offering an opportunity to harness their potential. However, this demographic advantage could become a liability if the workforce is not adequately equipped with job-ready skills. Education and vocational training systems need urgent reform to align with the demands of the evolving job market. Traditional memorisation-based learning methods must give way to curricula emphasising critical thinking, technological literacy, and adaptability.

The transition to a greener economy also offers both challenges and opportunities for Bangladesh. With an increasing global focus on sustainability, there is a growing demand for jobs in renewable energy and environmental management. These sectors provide an avenue for job creation but also require a workforce skilled in new technologies and practices. Investing in green skills and sustainable practices can position Bangladesh as a competitive player in the global economy while addressing local environmental challenges.

Businesses must prioritise upskilling and reskilling their employees, not only as a corporate responsibility but also as a strategic imperative. Collaborative efforts between the government, private sector, and international organisations can help bridge the skill gap. Initiatives such as public-private partnerships for vocational training, subsidies for skill development, and targeted investment in education technology can create a sustainable model for workforce development.

Bangladesh’s Startup revolution: creating jobs, driving innovation, and securing the future
For individuals, the message is clear: lifelong learning is no longer optional but essential. Workers must take charge of their own professional development by leveraging online resources, enrolling in training programs, and remaining open to career pivots.

As Bangladesh navigates these transformative times, embracing change with a forward-thinking mindset will be crucial. By fostering a culture of continuous learning, innovation, and adaptability, the nation can turn challenges into opportunities and secure its place in the future of work.

Author:
Mr. Mahtab Uddin Ahmed
President
Institute of Cost and Management Accountants of Bangladesh and
Founder of BuildCon Consultancies Ltd
His Articles: https://www.thedailystar.net/author/mahtab-uddin-ahmed

Source: https://www.thedailystar.net/business/news/future-jobs-are-we-ready-3801216

Pages: [1] 2 3 ... 135