বিকেলের নাস্তায় মিনি স্পিনাচ অন্থুন

Author Topic: বিকেলের নাস্তায় মিনি স্পিনাচ অন্থুন  (Read 1062 times)

Offline sarmin sultana

  • Jr. Member
  • **
  • Posts: 80
    • View Profile
ধাপ-১ (উপকরণ ও প্রণালি)

পালং শাক ২ কাপ,

সিদ্ধ আলু হাফ কাপ
রশুন কুচি ৩ চা চামচ,
অল্প তেল
লবণ- স্বাদ মত

-প্রথমে প্যানে তেল দিয়ে রশুন কুচি দিন। হাল্কা লাল হলে পালং শাক ২ কাপ দিয়ে দিন। সাথে সিদ্ধ আলু হাফ কাপ। লবণ স্বাদ মত দিয়ে রান্না করুন। ভর্তার মত নরম করে রান্না করবেন।

ধাপ-২ (উপকরণ ও প্রণালি)

ময়দা ১ কাপ
গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ
এরারুট ৪ চা চামচ,
১ টা ডিম
অল্প পানি
লবণ স্বাদ মত

-একটা বাটিতে নিয়ে খামির বানিয়ে নিন।

-ছোট রুটি বানিয়ে ভেতরে পালং শাক এর পুর দিন। অন্থুনের শেপ দিন কিংবা আপনার পছন্দমত যে কোন শেপ। সমুচা আকৃতিও করতে পারেন।

-গরম ডুবো তেলে ভেজে যে কোনো সস-এর সাথে পরিবেশন করুন। ভাজতে না চাইলে ফুটন্ত পানিতে ছেড়ে দিন। ভেসে উঠলে বুঝবেন সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, তৈরি স্টিমড অন্থুন।

http://bangla.rupcare.com/wp-content/uploads/2014/09/rupcare_ounthun.jpg




Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program