Fair and Events > Telecom Fair
Telecommunication News
a.k.azad_cse:
আগামী কিছু দিনের মধ্যে ওয়ারিদ টেলিকমের নাম বদল করে এয়ারটেল হচ্ছে। তার আগে সারা দেশে নেটওয়ার্ক আরো শক্তিশালী করা হবে। এই কাজ করবে ভারতী এয়ারটেল। আর এই নাম বদলের অনুষ্ঠানে বাংলাদেশে আসবেন এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউডের ম্যাগা স্টার শাহরুখ খান। গতকাল বৃহস্পতিবার রাজাধানীর ওয়েসটিন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ভারতী এয়ারটেল কর্তৃপক্ষ।
সাংবাদিক সম্মেলনে এয়ারটেল মোবাইল সার্ভিসেসের প্রেসিডেন্ট অতুল বিন্দাল বলেন, দেশ সেরা অপারেটর হওয়ার লক্ষ্য নিয়েই আট মাস আগে বাংলাদেশে এসেছেন তারা। সে লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে নতুন সেবার বিষয়টিও। সেবার পরিধি বিস্তার করতে টেলিযোগাযোগ প্রযুক্তি সরবরাহকারী কোম্পানি এরিকসন এবং হুয়াউই’র সঙ্গেও চুক্তি করেছে এয়ারটেল। সংবাদিক সম্মেলনে চুক্তিপত্র বিনিময় হয়।
অনুষ্ঠানে অতুল বিন্দালসহ ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টোবিট, হেড অব দ্যা রিজিয়ন সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড ওসেনিয়া অরুণ বানসাল, এরিকসন বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও কান্ট্রি ম্যানেজার পার-হেনরিক নেলসন, হুয়াউই টেকনোলজিস-এর আঞ্চলিক সিইও ম্যাক্স ইয়াং উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, অত্যাধুনিক নেটওয়ার্কের সাহায্যে ভারতী এখন সহজেই গ্রাহকদের পরিষ্কার কথা বলার সুবিধা এবং দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।
ভারতীয় কোম্পানি এয়ারটেলের বর্তমানে নিজ দেশের বাইরে শ্রীলংকাসহ এশিয়া ও আফ্রিকার ১৯ দেশে কার্যক্রম রয়েছে। সব দেশ মিলে তাদের গ্রাহক প্রায় ১৯ কোটি। গত জানুয়ারিতে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনে নিয়ে বাংলাদেশে আসে এয়ারটেল।
[ রাজধানী ] 2010-10-08
ashiqbest012:
thank you nice information. I am Warid user. So, this post attract me than others. Anyway, One report says, Bangladesh wants to export bandwidth. Why doesn't B.D give us bandwidth at a cheaper rate? We get only 16-20 KB/s. Our govt. has a problem that is decision making.
a.k.azad_cse:
Yah bro when first time i saw that news i was shocked BSCCL want to export bandwidth.
But the really is there are many percentage Bangladeshi people cannot get the bandwidth at present
a.k.azad_cse:
[ ] 2010-10-10
a.k.azad_cse:
এক গ্রাহকের নামে মোবাইল ফোনের শতাধিক সংযোগের ঘটনা ফাঁস হতে না হতেই ফের ‘কেলেঙ্কারি!’ এবার টানাটানি মোবাইল সেটের ‘এক ও অদ্বিতীয়’ পরিচিতি নাম্বার নিয়ে।
অর্থাৎ পনের অঙ্কের সেই ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নাম্বার। বিশ্বের সব বৈধ মোবাইল সেটে যা থাকে, যেটি সংশ্লিষ্ট সেটের অপরিবর্তনীয় পরিচিতি। মোবাইল সেট কারখানায় তৈরির সময়েই ওই বিশেষ নাম্বারটি তার জন্য বরাদ্দ হয়। বলতে গেলে সেটা তার জন্মচিহ্ন। একই আইএমইআই নাম্বারে দুটো সেট থাকা কোনোমতেই সম্ভব নয়। ফলে মোবাইল চুরি গেলে ওই নাম্বারই তা খুঁজে পাওয়ার একমাত্র সূত্র। অন্তত এতদিন তাই জানা ছিল।
ধারণাটা হঠাৎ বদলে গেল কেন?
এটাই ‘কেলেঙ্কারি।’ দেখা যাচ্ছে, একই আইএমইআই নাম্বারে রয়েছে ১৭৮টি মোবাইল সেট! কলকাতায় বিভিন্ন মোবাইল-পরিসেবা সংস্থার বৈধ গ্রাহকদের হাতে সেগুলো ঘুরে বেড়াচ্ছে। নিয়মিত ব্যবহারও হচ্ছে। Ñ খবর আনন্দ বাজার পত্রিকার
ব্যাপারটা জানতে পেরে টেলিকম এনফোর্সমেন্ট রিসোর্স অ্যান্ড মনিটরিং সেলের কর্তাদের চক্ষু চড়কগাছ। সেলের ডেপুটি ডিরেক্টর জেনারেল অতনু ঘোষের কথায়, ‘ওই ১৭৮ জনের মধ্যে যে কারো মোবাইল যদি চুরি যায় এবং তিনি তার সেটের আইএমইআই নাম্বার পুলিশকে জানান, তাহলে তো বাকি ১৭৭ জনকে নিয়ে টানাটানি পড়ে যাবে! অথচ ওরা প্রত্যেকেই প্রকৃত গ্রাহক। পুলিশ চোর ধরবে কী করে?’
[ ] 2010-10-09
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version