Fair and Events > Telecom Fair

Telecommunication News

<< < (4/7) > >>

a.k.azad_cse:
দুই কোম্পানির মধ্যে চুক্তি

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ওরাসকম টেলিকম হোল্ডিং এবং রাশিয়ার টেলিকম কোম্পানি ভিনটেলকম একীভূত হয়েছে। সোমবার রাশিয়ায় দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানিতে পরিণত হল। সারাবিশ্বে এখন তাদের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটিতে।

ঢাকায় বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির ফলে এখনই তাদের কোন পরিবর্তন হবে না। তবে দীর্ঘমেয়াদে বাংলালিংকের গ্রাহকসেবা ও অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এর আগে ২০০৮ সালে বাংলালিংক এবং রবি (তৎকালীন একটেল) একীভূত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এর আগে ২০০৫ সালে সেবা টেলিকম থেকে বাংলালিংক নাম ধারণ করে।
 

[ রাজধানী ]  2010-10-08

a.k.azad_cse:
নতুন চমক দেওয়াই Google এর কাজ। তেমনি এক চমক হচ্ছে চালকবিহীন  গাড়ি। একটি গাড়ি চালক ছাড়া, এখানে রয়েছে একটি মানুষা যার নেই ব্রেন, আর রয়েছে একটি ম্যাপ যার কোন ব্যবহার কারির প্রয়োজন নেই।


google car Google তৈরি করল চালকবিহীন গাড়ি robot car, যা কি না নিজে নিজেই চলবে?

গাড়িটির কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন ১০-১০-২০১০ তারিখে। এ দিনে গাড়িটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন সড়কে  নিজে নিজে চলে।  এটির রয়েছে ৩৬০ ডিগ্রি দেখার সুবিধা। একটি রোবট ড্রাইভার এটি নিয়ন্ত্রন করে।

google car drives themselves Google তৈরি করল চালকবিহীন গাড়ি robot car, যা কি না নিজে নিজেই চলবে?

অন্য যানবাহন দেখার জন্য গাড়িটির ছাদে কয়েকটি ভিডিও ক্যামেরা,  সেন্সর ও লেজার রশ্মির ফাইন্ডার রয়েছে। কোন কোন পথ দিয়ে এটি যাবে, তা আগে থেকেই প্রোগ্রাম করা ছিল। সে অনুযায়ী গাড়িটি চলেছে। Google বলেছে গাড়িটি এরই মধ্যে এক লাখ ৪০ হাজার মাইল পথ অতিক্রম করেছে।

গাড়িটির লক্ষ্যঃ সড়কে মানুষের চলাচল নিরাপদ করাই Google এর  এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বিশ্বে প্রতিবছর ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ থকে রেহাই পেতে চালকবিহীন এই গাড়ি তৈরি করা হয়েছে। Google আশা করছে, গাড়িটি একসময় যানজট কমাতে ও দুর্ঘটনা রোধে সহায়তা করবে। এটি কল ট্রাফিক আইন মেনে চলবে, লেন মেনে চলবে এবং গতি মেনে চলবে।

তারা বলে

“Our goal is to help prevent traffic accidents, free up people’s time and reduce carbon emissions by fundamentally changing car use”


google car Google তৈরি করল চালকবিহীন গাড়ি robot car, যা কি না নিজে নিজেই চলবে? | T
তবে গাড়িটি এখনো বাজার জাত করার অনুমতি পায় নি। এটি ছিলো পরীক্ষা মূলোক।

এখানে গিয়ে ভিডিও দেখতে পারবেন।

--- Quote ---http://www.youtube.com/watch?v=6LYi2NAi8zE
--- End quote ---
11.10.2010

a.k.azad_cse:
এমএনপি প্রক্রিয়ায় প্রবেশ করেছে বাংলালিংক। এর মাধ্যমে একজন গ্রাহক তার ফোন নাম্বারের কোনো পরিবর্তন না করেই যে কোনো অপারেটরকে বাছাই করে নিতে পারেন। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই গ্রাহকরা তাদের সেরা পছন্দটিকে বেছে নিতে পারেন। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর পাশাপাশি মিসর ও পাকিস্তানের মতো দেশেও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এমএনপির মাধ্যমে গ্রাহকরা সেরা কভারেজ বা মানস¤পন্ন নেটওয়ার্ক বাছাই করে তাতে যুক্ত হতে পারেন। এ ছাড়া গ্রাহকরা কম খরচে ইচ্ছেমতো অপারেটর পছন্দ করে এই প্রক্রিয়ায় নির্বিঘেÅ“ টেলিসুবিধা উপভোগ করেন।

   [ শিল্প বাণিজ্য ]  2010-10-13

a.k.azad_cse:

দেশের সাতটি বিভাগে বাংলালায়ন ওয়াইম্যাক্সের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গতকাল ঢাকা শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী মো: ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব:) আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।

  [ ]  2010-10-12

a.k.azad_cse:

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। ১৯২ সদস্যবিশিষ্ট টেলিযোগাযোগ খাতের এ বিশ্ব সংস্থাটির ৪৮ কাউন্সিল সদস্য পদের জন্য ১৬১ সদস্য দেশ নির্বাচনে ভোট প্রদান করে। বাংলাদেশ ১২৩ ভোট পেয়ে এশিয়া-অস্ট্রেলিয়া অঞ্চলের নির্ধারিত ১৩টি আসনের মধ্যে ৬ষ্ঠ স্থান লাভ করেছে। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোতে ২০১০-১৪ সাল মেয়াদের জন্য কাউন্সিল সদস্য পদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এশিয়া-অস্ট্রেলিয়া অঞ্চলে ১৩টি আসনের জন্য ১৭টি দেশ নির্বাচনে প্রতিদ্বন্দি্বতা করে। এ অঞ্চলের জন্য ইন্দোনেশিয়া ১৩৫ ভোট, চীন ১৩৪, জাপান ১৩৩, মালয়েশিয়া ১২৭, কোরিয়া রিপাবলিক ১২৫, বাংলাদেশ ১২৩, থাইল্যান্ড ১২১, অস্ট্রেলিয়া ১১৯, ভারত ১১৯, সংযুক্ত আরব আমিরাত ১১৪, কুয়েত ১০৮, সৌদিআরব ১০৫ এবং ফিলিপাইন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৯৩, শ্রীলঙ্কা ৭৯, লেবানন ৭৫ এবং সিরিয়া ৬৩ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু মেক্সিকোতে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ এ নির্বাচনের প্রচারাভিযানে নেতৃত্ব দেন। মেক্সিকোতে অবস্থানরত রাজিউদ্দিন আহমেদ রাজু টেলিফোনে ঢাকায় সাংবাদিকদের জানান, এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক অভূতপূর্ব সমর্থন। তিনি এ বিজয়কে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ব আইসিটি পরিম-লে বাংলাদেশ আজ একটি নেতৃত্বকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে। দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে এ বিজয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন বেগবান করবে।


 [ শেষের পাতা ]  2010-10-13

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version