Fair and Events > Telecom Fair
Telecommunication News
a.k.azad_cse:
দেশের জনগণের কাছে অবাধ ইন্টারনেট যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্খাপনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গাইড লাইনও প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্খাপনা পরিচালক প্রকৌশলী মো: মনোয়ার হোসেন গতকাল বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে একটি মাত্র সাবমেরিন ক্যাবল থাকায় বিভিন্ন সময় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্খা বিঘিÃত হয়। নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে আর একটি সাবমেরিন ক্যাবল স্খাপন অতীব জরুরি। সেই উপলব্ধি থেকেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ইতোমধ্যে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্খাপনের গাইডলাইন তৈরি করেছে।
বিটিআরসি সূত্র জানায়, খুলনা-ভারতের চেন্নাই এই রুটে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্খাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ভারতের সাথে বাংলাদেশের টেরিসট্রিয়াল সংযোগ (লিংক) স্খাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী নভেম্বরেই এর কাজ শুরু হতে পারে। বিএসসিসিএল ব্যবস্খাপনা পরিচালক বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়ন, সফটওয়্যার রফতানি বৃদ্ধি বা বর্ধিত ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা মেটানো সব কিছুর মূলে রয়েছে সাবমেরিন ক্যাবলের সংযুক্তি। বিকল্প সাবমেরিন ক্যাবল বা অপটিক্যাল ফাইবারের সংযোগ ছাড়া নিরবচ্ছিন্ন টেলিযোগ সম্ভব নয়।
তিনি জানান, সাবমেরিন ক্যাবল কাটা পড়লে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করতে কমপক্ষে ৭-১০ দিন সময় লাগে। বাংলাদেশে একটি মাত্র ক্যাবল থাকায় ব্রেকডাউনের এই সময়টাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সাবমেরিন ক্যাবল বা অপটিক্যাল ফাইবারের বিকল্প কোনো পথ থাকলে এই সমস্যা সহজেই উত্তরণ সম্ভব।
মনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্খাপন হলে বাংলাদেশে এ ধরনের আর কোনো সমস্যা দেখা দেবে না।
আইসিটি বিশেষজ্ঞরা মনে করছেন দেশে আর একটি সাবমেরিন ক্যাবল স্খাপন হলে তথ্যপ্রযুক্তির বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ অনেকাংশে সহজ হবে।
[ শেষের পাতা ] 2010-10-15
a.k.azad_cse:
মোবাইল ফোনের বিকিরণের কারণে যে স্বাস্থ্য সমস্যার আশঙ্কা রয়েছে, তা ফোন কম্পানিগুলোকে গুরুত্বের সঙ্গে ব্যবহারকারীদের জানানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা এবং বিভিন্ন চাপ সৃষ্টিকারী গ্রুপ। মোবাইল ফোন থেকে নির্গত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কারণে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে বলে বিভিন্ন গবেষণায় দাবি করেন বিজ্ঞানীরা। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পেঁৗছাতে পারেননি তাঁরা। কয়েকটি গবেষণায় বলা হয়েছে, চৌম্বকীয় তরঙ্গের কারণে মানব মস্তিষ্ক ও শুক্রের গুণাগুণের ওপর প্রভাব পড়ে। অন্যদিকে এ বিকিরণ মানুষের দেহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না বলে দাবি করে আসছে মোবাইল ফোন কম্পানিগুলো।
মোবাইলের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে স্বাধীন তদন্তকারী প্রতিষ্ঠান পাওয়ারওয়াচের কর্মী অ্যালেসডেয়ার ফিলিপস বলেন, 'মোবাইল ব্যবহারের সতর্কতা সম্পর্কে বেশির ভাগ মানুষেরই কোনো ধারণা নেই। কাজেই নিরাপত্তার উপদেশগুলো মোবাইলের বাঙ্ েএবং ব্যবহার নির্দেশিকার শুরুতেই উল্লেখ করে দেওয়া উচিত।'
বিজ্ঞানীদের পরামর্শ কয়েকটি মোবাইল কম্পানি মানতে শুরু করেছে। ব্ল্যাকবেরি ফোনের সঙ্গে সম্ভব হলে তারহীন এয়ারফোন ব্যবহার এবং শরীর থেকে কমপক্ষে ২৫ মিলিমিটার দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য নকিয়ার সি-সিঙ্ ফোনটি কান থেকে ১৫ মিলিমিটার দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফোনটির সঙ্গে ধাতব কোনো আনুষঙ্গিক উপকরণ পারতপক্ষে ব্যবহার না করার কথা বলে দেওয়া হয়েছে।
তবে অনেক কম্পানিই ব্যবহার নির্দেশিকায় ক্ষতির আশঙ্কার কথা লেখে খুবই ছোট হরফে, তা স্থান পায় নির্দেশিকা পুস্তিকার শেষের দিকে। এ কারণে সেসব ব্যবহারকারীর চোখ এড়িয়ে যায়।
২০০৭ সালে শান্তিতে নোবেল জয়ী জাতিসংঘের প্রতিষ্ঠান 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের' সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিজ্ঞানী ডক্টর ডেভরা ডেভিস জানান, মোবাইলের বিকিরণের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আড়াল করার চেষ্টা করে কম্পানিগুলো। এ রকম চলতে থাকলে আগামী তিন বছরের মধ্যে 'বিশ্বে জনস্বাস্থ্যের মারাত্মক বিপর্যয়' ঘটতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক জানান, মোবাইল থেকে যে মাত্রায় বিকিরণ হয়, দুই ঘণ্টা ধরে সেই একই মাত্রার বিকিরণের কারণে ইঁদুরের মস্তিষ্কের কোষের ডিএনএ টুকরো টুকরো হয়ে যায়। টিউমার কোষের ডিএনএর সঙ্গে টুকরোগুলোর মিল রয়েছে। মস্কোর এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত মোবাইল ফোন ব্যবহারকারী শিশুরা দুর্বল স্মৃতিশক্তি এবং কোনো কিছু মনে রাখাজনিত অন্যান্য সমস্যায় ভোগে। যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়াসহ মোট সাতটি দেশে গবেষণার পর বিজ্ঞানীরা দাবি করেন, প্যান্ট বা ট্রাউজারের পকেটে সচল মোবাইল বহনের বিষয়টি বীর্যের ওপর প্রভাব ফেলে। সূত্র: টেলিগ্রাফ।
[ ] 2010-10-16
oyon:
Sohag can you give me a info about orascom.it is the mother company of banglalink.But i heard that orascom has sold there share of banglalink to Talenor and another company?
a.k.azad_cse:
Oyon Bhai apni amar 15 number reply post ar news ta dekhley may be ans peye jaben .but Telenor (Norway) ar bapare kicu janina ar suni nai ekhono..Ora to Gp niya busy.......
ashiqbest012:
About Submarine Cable
Alhamdullilah, amader govt. darite holao bujte parache, akta submarine cable dara desh chalano somvob na. Ar govt. amader aktu kom mullahe bandwidth dele ar aktu valo hoto. Desher Chele-meyerai sorboccho projukti babohar korbe tai na. Onno desh-er kashe bandwidth 50% com mullhe sell kore onno desh ar development korar mane ami bujte pari na.
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version