IT Help Desk > IT Forum
IT News
Golam Kibria:
অস্ট্রেলিয়াতেও আইফোন ঝড়
এবার অস্ট্রেলিয়াতেও ঝড় তুলেছে আইফোন ৪এস। প্রত্যাশার চেয়েও দ্রুত এবং স্বল্প সময়ে আইফোন ৪এস বিক্রির হিড়িক এখন পুরো অস্ট্রেলিয়াজুড়ে। সংবাদ সূত্র এ তথ্য জানিয়েছে।
স্টিভের মৃত্যুর ঠিক দু’দিন গত শুক্রবার (৭ অক্টোবর) অস্ট্রেলিয়ায় অ্যাপল স্টোরে পৌঁছে যায় আইফোন ৪এস। উন্মুক্ত আবেদন শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইন প্রিঅর্ডারে জমা পড়ে ১০ হাজার আবেদন।
অস্ট্রেলিয়ার শীর্ষ টেলিকম বিপণন প্রতিষ্ঠান টেলস্ট্রা জানিয়েছে, আইফোন ৪এস অস্ট্রেলিয়ার আগ্রহ সত্যিই অবাক করার মতো। বৈচিত্র্যের বিশ্লেষণে আইফোন ৪এস মোটেও আইফোন ৪ এর তুলনায় এগিয়ে নেই। এমন কথা বিশ্লেষকদের ভাষ্যতেই সোচ্চার ছিল।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর বৈপীরত্য। এরই মধ্যে আইফোন ৪এস সমালোচকদের সমুচিত জবাব দিতে শুরু করেছে নতুন এ আইফোন। তবে বিশ্লেষকদের ভাষ্য, স্টিভের মৃত্যুর কারণেই এ পণ্যটি কিনতে আগ্রহী হয়ে উঠছেন সবাই। অনেকে আবার স্টিভের প্রতি শ্রদ্ধার জানাতেই এ আইফোন কিনছেন বলেও ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ার আইফোন বিপণন মুখপাত্র জানান, এরই মধ্যে ১০ হাজারেরও বেশি আইফোন ৪এস প্রিঅর্ডারে বিক্রি হয়ে গেছে। এখন এসবের বিপণন পরিকল্পনা নিয়েই তারা নির্ঘুম। অন্যদিকে ভোডাফোন সূত্র জানিয়েছে, একেবারেই অভূতপূর্ণ সাড়া। এতটা বোধহয় খোদ অ্যাপলও প্রত্যাশা করেনি। তবে স্টিভের ভাবনায় হয়তো এমনটাই লক্ষ্য ছিল।
বিপণন পরিচালক নোয়েল হামিল জানান, আইফোন ভক্তের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া আগে থেকেই শীর্ষে অবস্থান করছে। এবারও তার বিপরীত কিছু হচ্ছে না বলেই মনে হচ্ছে। এ ছাড়াও এবারই প্রথম প্রিঅর্ডারে আইফোন বিক্রির মহাপরিকল্পান নেওয়া হয়েছে। তাই নেই কোনো ধরনের দীর্ঘ লাইন। আর হুড়োহুড়ি। তবে সাড়া আগের যে কোনো আইফোনের তুলনায় ফাটাফাটি।
গত রোববার (৯ অক্টোবর) থেকে অস্ট্রেলিয়ায় আইফোন ৪এস এর প্রিঅর্ডার নেওয়া শুরু হয়। আর শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফুরিয়ে যায় ১০ হাজার আইফোন। ডিজিটাল পণ্য বিশ্লেষকদের ভাষ্যমতে, আইফোন ৪এস মডেলে তেমন কোনো নতুনত্ব আসেনি। তবে অবয়বে খানিকটা পরিবর্তন এসেছে। বেড়েছে স্টোরেজ সামর্থ্য। বলতে গেলে অনেকটা আইফোন৪ এর মতোই এসেছে নতুন এ সংস্করণ।
তবে আইফোন ৪এস মডেলের সবচে আকর্ষণীয় ফিচার হচ্ছে ভয়েস কমান্ড সিস্টেম। ‘সিরি’ নামের এ ভয়েস ফিচারের মাধ্যমে কণ্ঠবার্তা শুনেই কাজ করবে আইফোন ৪এস। এ ফিচারটি সব বয়সীদের জন্যই চাহিদা এবং গুরুত্ব এ দুটোই পূরণেই সার্মথ্য রাখে।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=5a9080350f368791d955fcb5b3fb4057&nttl=2011101007370262304&toppos=1
Golam Kibria:
২৪ ঘণ্টায় ১ কোটি আইফোন বিক্রি!
অ্যাপল এখনও স্টিভের শোক কাটিয়ে উঠতে পারেনি। তবে স্টিভ যেন অদৃশ্য হয়েও অ্যাপলকে নতুন প্রেরণায় উদ্দীপ্ত করে তুলছে। আইফোনের নতুন চমক ‘৪এস’ এর বিশ্ব বাজার কার্তি এমনই নির্দেশ করছে।
অনলাইনে প্রিঅর্ডার শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ১ কোটি আইফোন। অ্যাপল সূত্র জানিয়েছে, এত অল্প সময়ে, এত দ্রুত এবং এত পরিমাণ বিক্রির রেকর্ড আগের কোনো অ্যাপল পণ্যই অজর্ন করতে পারেনি।
অ্যাপল পণ্যের অনলাইন প্রিঅর্ডার চালু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি আইফোন ৪এস বিক্রি হয়ে গেছে। যদিও ১৪ অক্টোবর থেকে শুরু হবে এসব বিক্রি হওয়া আইফোনের বাণিজ্যিক বিপণন।
অ্যাপলের জ্যেষ্ঠ সহসভাপতি ফিলিপ জানান, প্রথম দিনেই উন্মুক্ত প্রিঅর্ডারে আইফোন ‘৪এস’ যে পরিমাণ বিক্রির রেকর্ড সৃষ্টি করেছে অ্যাপলের ইতিহাসে বিরল অর্জন। এখনও যুক্তরাষ্ট্রের মোড়ক উন্মোচনের অপেক্ষায় আছে আইফোন ৪এস। ১৪ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরগুলোতে ৪এস মডেলটি পাওয়া যাবে।
এ ছাড়াও এ অক্টোবর মাসের শেষভাগে প্রথমে নির্বাচিত ৭টি দেশসহ আরও ২২টি দেশে আইফোন ৪এস নগদেই পাওয়া যাবে। এদের মধ্যে ইউরোপভুক্ত দেশগুলোর সংখ্যাই সবচে বেশি।
নতুন এ আইফোনে ভিডিও সেবায় যুক্ত হয়েছে তাক লাগানো ভয়েস কমান্ড সিস্টেম। এর ফলে কণ্ঠ শুনেই স্মার্টফোন অপারেশন করা সম্ভব হবে। এ বিশেষ ফিচারের নাম ‘সিরি’। এ ফিচারটি এ সময়ে সব বয়সীদের জন্যই দারুণ উপভোগ্য হবে।
ডিজিটাল পণ্য বিশ্লেষকদের ভাষায়, আইফোন ৪এস মডেলে তেমন কোনো নতুনত্ব আসেনি। তবে অবয়বে এসেছে লক্ষ্যণীয় কিছু পরিবর্তন। ৩টি মডেলের অনুপাতে স্টোরেজ সামর্থ্য বাড়ানো হয়েছে। অনেকটা আইফোন৪ এর মতোই এসেছে নতুন ৪এস -এমন কথাই জানিয়েছিলেন সমালোচকেরা।
তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, স্টিভের প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই এ পণ্যটি নিয়ে বিশ্বব্যাপী এত বেশি আগ্রহ। আইফোন ‘৪এস’ মডেলই হচ্ছে স্টিভের জীবিত থাকা অবস্থায় মুক্তি পাওয়া সবশেষ অ্যাপল পণ্য। ৫৬ বছর বয়সে জটিল ক্যানসারে আক্রান্ত হয়ে স্টিভ গত ৫ অক্টোবর মারা যান।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাজারে ন্যূনতম ১৯৯ ডলারে ১৬জিবি এবং সর্বোচ্চ ৩৯৯ ডলারে ৬৪জিবি মডেলের আইফোন ৪এস পাওয়া যাচ্ছে। একে স্টিভের শেষ সময়ের পণ্য বলে সম্মান জানাতে ভক্তরা মোটেও কারপণ্য করছেন না। দ্রুততম পণ্য বিক্রির এ রেকর্ড সে কথাই তো জানান দিচ্ছে।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=cb73ff99e141f79cc0e2e7b1e146440d&nttl=2011101103583562360&toppos=1
Golam Kibria:
ঢাকায় নতুন ল্যাপটপ বাজার
এবার ঢাকায় চালু হচ্ছে ল্যাপটপ বাজার। এরই মধ্যে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) এবং পণ্য মার্কেট ইস্টার্ন প্লাসের যৌথ উদ্যোগে এ বাজারকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।
ঢাকার শান্তিনগরে অবস্থিত ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের ৫ তলায় এ ল্যাপটপ বাজার প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। অচিরেই ডিজিটাল ভক্তরা এ বাজার থেকে পণ্য ও সেবা দুটোই উপভোগ করতে পারবেন।
এখানে দেশে আসা সবশেষ ল্যাপটপ, নোটবুক, নেটবুক, স্মার্টফোন, ট্যাবলেট পিসি ছাড়াও কমপিউটার ঘরানার সব ধরনের পণ্যই সুলভে পাওয়া যাবে বলে এ ল্যাপটপ বাজারের উদ্যোক্তা সূত্র জানিয়েছে।
১৩ অক্টোবর এ বিশেষায়িত ল্যাপটপ বাজারের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ১৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী বিশেষ সব আয়োজন করা হয়েছে। এর মধ্যে মূল্যছাড়, পণ্যের সঙ্গে উপহার এবং বিনোদনে থাকবে বৈচিত্র্যপূর্ণ সব আয়োজন। বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।
শুধু সর্বাধুনিক পণ্যের পসরা আর বিক্রি নয়। এ ল্যাপটপ বাজার থেকে পণ্যসেবাও নিশ্চিত করা হবে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল বাজার হিসেবে দ্রুতই ভোক্তাদের দৃষ্টিআকর্ষণ এবং আস্থা অর্জন করতে পারবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=dfd2671211054be2c93f96f6faad85b4&nttl=2011100909334062134&toppos=7
goodboy:
PM launches 'Doel' distribution
The prime minister has launched the distribution and marketing of Doel, the first laptop manufactured in the country.
Telephone Shilpa Sangstha (TSS) is introducing low-priced laptops with four models ranging between Tk 10,000 and Tk 26,000.
Sheikh Hasina inaugurated the laptops in a ceremony at Dhaka's Bangabandhu International Conference Centre (BICC) around 10.30am on Tuesday morning.
Even though marketing of these laptops have been launched, they will not be available for general sale initially. According to a government decision, the laptops will be primarily distributed to government organisations. Later, it will be sold to the public.
The test-production of the laptops started on July 10 at the TSS factory in Gazipur. The laptops are the product of an initial project worth Tk 1.84 billion.
The project is being implemented in collaboration with the Bangladesh University of Engineering and Technology, Malaysian Thin Film Transistor (TFT) and foreign experts.
TSS managing director Mohammad Ismail said that the laptops are made up of more than 150 components, 60 percent of which, including the motherboard, would be manufactured in the factory.
The Primary model boasts a 10-inch LCD while the Advanced model has a 14-inch WXGA LED Backlight screen. Only the Primary model has an android operating system, as all others use Linux. The Advanced laptop has a Pentium processor, the Primary has a VIA processor, while the Basic and Standard models have Atom processors.
source: http://www.bdnews24.com/details.php?id=208520&cid=8
Golam Kibria:
ওরাকল নিয়ে এল স্যোশাল সাইট
এল নতুন সামাজিক সাইট। এবারের উদ্যোক্তা সফটওয়্যার নির্মাতা ওরাকল। সদ্য অনুষ্ঠিত ওরাকল ওপেন ওয়ার্ল্ড২০১১ সম্মেলনে এ উদ্যোগ ঘোষণা করা হয়। সূত্র এ তথ্য জানিয়েছে।
এ প্রতিষ্ঠানের সিইও ল্যারি অ্যালিসন ওরাকল স্যোসাল নেটওয়ার্কের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ নেটওর্য়াকের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ, সহযোগী এবং গ্রাহকদের সঙ্গে আরও তথ্যভিত্তিক যোগাযোগ স্থাপন করতে পারবেন।
ওরাকল স্যোশাল নেটওর্য়াকে ব্যক্তি প্রোফাইল, গ্র“প, অ্যাকটিভিটি ফিডস, স্ট্যাটাস আপডেট, ডিসকাশন ফোরাম, ডকুমেন্ট শেয়ারিং এবং এডিটিং, ইন্সট্যান্ট মেসেজিং, ইমেইল এবং ওয়েব কনফারেন্সিং সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়িক আলোচনায় সারাক্ষণ যুক্ত থাকার সুবিধাও থাকছে ওরাকল স্যোশাল নেটওর্য়াকে। প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি নিরাপত্তার সঙ্গে করপোরেট চাহিদা পূরণে এ নেটওয়ার্ককে বিশেষ আদলে তৈরি করা হয়েছে।
ওরাকল স্যোশাল নেটওয়ার্ক সেলস বিভাগ, মার্কেটিং বিভাগ, এইচআর বিভাগে কর্মীদের বিশেষ সুবিধা নিশ্চিত করবে। বিক্রয় কর্মীদের বিক্রি পণ্য উপস্থাপন, কাস্টমার সার্ভিস এবং কনট্রাক্টের ইস্যুগুলো সমাধান করা এবং ভোক্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে এ নেটওর্য়াক ব্যবহার করা যাবে।
অন্যদিকে মার্কেটিং বিভাগ এ স্যোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ক্রিয়েটিভ মার্কেটিং প্রচারণা, প্রকৃত ভোক্তা এবং সহযোগীদের সঙ্গে যোগাযোগে অনেকগুলো বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।
ওরাকলের সিইও ল্যারি অ্যালিসন জানান, গত ক’বছরে বিশ্ব বিপণনে সবচে বড় পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। এ সময়ের প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী, অ্যাপলিকেশন, কার্যপ্রক্রিয়া এবং ভোক্তাদের সঙ্গে সবসময়উ যুক্ত থাকতে চায়।
ওরাকলের স্যোশাল নেটওয়ার্কে এ সব টুলগুলোকে যুক্ত করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে কাজ করার সুযোগ পাবেন।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=059e95ce5b8e879e298c322efd8c665f&nttl=2011101205324762689&toppos=1
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version