Faculty of Humanities and Social Science > Law

উত্তরাধিকার আইন, ১৯২৫ (THE SUCCESSION ACT, 1925) (১২৫ সনের ৩৯নং আই&

<< < (4/9) > >>

Sultan Mahmud Sujon:
অধ্যায় - চৌদ্দ

সুনির্দিষ্ট উত্তরদায় সম্পর্কে

 

ধারা-১৪২৷ সুনির্দিষ্ট উত্তরদায়ের সংজ্ঞা৷- যেক্ষেত্রে এ উইলকারী কোন ব্যক্তিকে তাহার সম্পত্তির সুনির্দিষ্ট অংশ দান করেন, যাহা তাহার অন্য সম্পত্তির সকল অংশ হইতে পৃথক, সেক্ষেত্রে উত্তরদায়টিকে সুনির্দিষ্ট বলা হয়৷

 

উদাহরণ

    (অ) ''ক'' ''খ'' কে দান করে-

    ''গ'' কর্তৃক আমাকে প্রদত্ত ডায়ামন্ডের আংটি''

    ''আমার সোনার হার''

    ''উলের নির্দিষ্ট একটি গাঁট''

    ''কাপড়ের নির্দিষ্ট একটি অংশ''

    ''কলকাতাস্থ আমার এম স্ট্রীটের বসতবাড়িতে আমার মৃত্যুকালে আমার যা কিছু গৃহস্থলী দ্রব্য থাকবে তার সমূদয় অংশ''

    ''সিন্দুকে রক্ষিত ১০০০ টাকা''

    ''খ আমার কাছে যে দেনা পাইবে''

    ''কলিকাতা আমার বাসাবাড়িতে দখলভুক্ত আমার সব বিল, বন্ড এবং সিকিউরিটি''

    ''কলিকাতার বাড়িতে আমার সকল আসবাবপত্র''

    হুগলীর ওয়াই নদীতে বর্তমানে অবস্থানরত জাহাজে থাকা আমার সমস্ত পন্য৷

    গ-এর হাতে থাকা ২০০০ টাকা৷

    ঘ-এর মুচলেকা আমার প্রাপ্য অর্থ

    ''রামপুর ফ্যাক্টরিতে আমার রোহন''

    ''রামপুর ফ্যাক্টরিতে আমার রেহেনের টাকার অর্ধেক''

    ''গ-এর নিকট হইতে প্রাপ্য ১০০০ টাকা৷''

    ৪% হারে লোনে ১০,০০০ টাকার আমার সরকারী অংগীকার পত্র৷

    দেউলিয়া হওয়া ঘ ও কোম্পানীর নিকট থেক আমাকে প্রদেয় সমস্ত অর্থ আমার মৃত্যুর পরে নির্বাহক গ্রহণ করবেন তার সমূদয় অংশ৷

    আমার মৃত্যুর সময়ে আমার ভাড়ার পরে থাকার আমার সমস্ত মদ৷

    আমার ঘোড়াগুলোর মধ্য থেকে খ কর্তৃক বাছাইকৃত ঘোড়া৷

    ইমপেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ায় আমার সমস্ত শেয়ার৷

    আমার মৃত্যুর ইমপেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়ার যে সমস্ত শেয়ার আমার দখলে থাকবে৷

    আমার আছে তার সমূদয় অর্থ৷

    আমার মৃত্যুকালে আমার অধিকারভূক্ত সকল সরকারী সিকিউরিটিজ;

    (আ) ১০,০০০ টাকা মূল্যের ক-এর দখলভূক্ত সরকারী অংগীকার পত্রগুলো ক ''খ''-এর কল্যানার্থে বিক্রয় করার জন্য ট্রাস্টমূলে তার নির্বাহকদের বরাবরে দান করেন৷ উত্তর দায়টি নির্দিষ্ট৷

    (ই) ক-এর বেনারস ও অন্যান্য স্থানে সম্পত্তি মধ্য থেকে তিনি বেনারসের সব সম্পত্তি খ-এর বরাবরে উইলমূলে দান করে দেন৷ উত্তরদায়টি সুনির্দিষ্ট৷

    (ঈ) ক খ কে উইলমূলে দান করেন-

    (১) কলকাতাস্থ তার বাড়িটি;

    (২) তার রামপুরের জামিনদারী;

    (৩) তার রামনগরের তালুক;

    (৪) শালক্যের তার ইন্ডিগো ফ্যাক্টরীর ইজারা;

    (৫) তার জামিনদারীর খাজনার মধ্য হতে বার্ষিক ৫০০ টাকা ভাতা;

    (৬) ক তার এক্সের জামিনদারীটি বিক্রি করার এবং উহার লভ্যাংশ খ-এর কল্যানে বিনিয়োগ করার নির্দেশ দেন৷

    দানগুলোর প্রত্যেকটি সুনির্দিষ্ট৷

    (উ) ক উইলমূলে তার ওয়াই এর জামিনদারীটি ১,০০০ টাকা বার্সিক ভাতাসহ জীবদ্দশায় গ-এর বরাবরে চার্জযুক্ত করেন, এবং চার্জটি সাপেক্ষে তিনি জামিনদারীটি ঘ-এর বরাবরে উইলমূলে দান করেন৷ প্রত্যেকটি দান সুনির্দিষ্ট৷

    (ঊ) ক উইলমূলে অর্থ দান করেন-

    (১) খ-এর জন্য কলকাতায় একটি বাড়ি ক্রয়ের জন্য;

    (২) খ-এর জন্য ফরিদপুর জেলায় একটি সম্পত্তি কেনার জন্য;

    (৩) খ-এর জন্য ডায়মন্ডের একটি আংটি ক্রয়ের জন্য;

    (৪) খ-এর জন্য একটি ঘোড়া ক্রয়ের জন্য;

    (৫) খ-এর জন্য ইমপেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়াতে শেয়ার বিনিয়োগ করার জন্য;

    (৬) খ-এর জন্য সরকারী সিকিউরিটিজে বিনিয়োগ করার জন্য;

    ক, খ কে উইলমূলে দান করেন-

    (৭) ডায়মন্ডের একটি আংটি;

    (৮) একটি ঘোড়া;

    (৯) ১০,০০০ টাকার মূল্যের সরকারী সিকিউরিটিজ;

    (১০) ৫০০ টাকার বার্ষিক ভাতা;

    (১১) প্রত্যেককে প্রদেয় ২,০০০ টাকা;

    (১২) ৪% হারে সরকারী সিকিউরিটিজ থেকে প্রাপ্য ৫,০০০ টাকা৷

    দানগুলো সুনির্দিষ্ট নয়৷

    (ঋ) ক-এর ইংল্যান্ড ও ভারতে থাকা সম্পত্তি আছে৷ তিনি খ-এর বরাবরে উইলমূলে একটি উত্তরদায় দান করেন, এবং নির্দেশ দেন যে, তার ভারতে থাকা সম্পত্তি থেকে উত্তর দায়টি পরিশোধ করতে হবে৷ তিনি গ-এর বরাবরেও একটি উত্তরদায় দেন, এবং দেন যে, ইংল্যান্ডে থাকা সম্পত্তি থেকে উত্তরদায়টি পরিশোধ করতে হবে৷

    উত্তরদায়গুলোর কোনটিই সুনির্দিষ্ট নয়৷

 

ধারা-১৪৩৷ নির্দিষ্ট অর্থের দান যেখানে ন্যস্ত স্টকস্ প্রভৃতি বর্ণনা করা হয়৷- যেক্ষেত্রে নির্দিষ্ট অর্থদান করা হয়, যেক্ষেত্রে উত্তরদায়টি সুনির্দিষ্ট নয় শুধুমাত্র এই কারণে যে, উত্তরদায়টি ন্যস্ত হয় এমন স্টক, বন্ড বা সিকিউরিটি উইলে বর্ণনা করা হইয়া থাকে৷

 

উদাহরণ

                ''ক'' ''ঘ'' কে দান করেন-

                ''আমার ফান্ডের সম্পত্তির ১০,০০০ টাকা''

                ''ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানীতে বিনিয়োগকৃত শেয়ার সম্পত্তির ১০,০০০ টাকা''

                ''রামপুর ফ্যাক্টরীর বর্তমানে রেহেনমূলে সিকিউরড্ ১০,০০০ টাকা৷''

                এই সকল উত্তরদায়ের কোনটি সুনির্দিষ্ট নয়৷

 

ধারা-১৪৪৷ স্টক দান যেক্ষেত্রে উইলের তারিখে একই প্রকার স্টকের সমান বা বেশি পরিমাণ ছিল৷- যেক্ষেত্রে সাধারণ শর্তে যেকোন প্রকার স্টকের নির্দিষ্ট পরিমাণ দান করা হয়, সেক্ষেত্রে উত্তরদায়টি নির্দিষ্ট নয় শুধুমাত্র এই কারণে যে, উইলের সময়ে উইলকারী, উইলকৃত পরিমাণের সমান বা উহার চাইতে বেশি পরিমাণ সুনির্দিষ্ট স্টকের অধিকারী ছিলেন৷

 

উদাহরণ

''ক'' ৫% হারে ''খ'' কে সরকারী সিকিউরিটির ৫০০০ টাকা দান করেন৷ উইলের তারিখে ৫০০০ টাকার জন্য সরকারী সিকিউরিটির ৫% ''ক'' এর ছিল৷ উত্তরদায়টি সুনির্দিষ্ট নয়৷

 

ধারা-১৪৫৷ নির্দিষ্টভাবে উইলকারীর সম্পত্তির অংশবিশেষ বিলি না হওয়া পর্যন্ত দেয়হীন অর্থের দান৷- অর্থ উত্তরদায় শুধুমাত্র এই কারণে সুনির্দিষ্ট নয় যে, উইলে উহার পরিশোধ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়, যদি না উইলকারীর সম্পত্তির কিছু অংশ কোন নির্দিষ্ট আকারে হ্রাস করা হয় বা নির্দিষ্ট স্থানে প্রেরণ করা হয়৷

 

উদাহরণ

ক, খ-কে ১০,০০০ টাকা দান করেন এবং নির্দেশ থাকে যে, ক-এর ভারতের সম্পত্তি ইংল্যান্ডে আদায় মাত্র এই উত্তরদায় পরিশোধ করিতে হইবে৷ উত্তরদায়টি সুনির্দিষ্ট নয়৷

 

ধারা-১৪৬৷ কখন নির্দিষ্ট দ্রব্য সুনির্দিষ্টভাবে উইল করা হয় নাই বলিয়া বিবেচিত হইবে৷- যেক্ষেত্রে পূর্বে উইল করা হয় নাই এই সম্পত্তির কিছু আইটেমসহ উইলকারীর সম্পত্তির অবশিষ্টাংশের দান থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্টভাবে উইল করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে না৷

 

ধারা-১৪৭৷ পরপর কয়েকজন ব্যক্তির বরাবরে সুনির্দিষ্ট দানের দখল৷- যেক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তিকে সম্পত্তি সুনির্দিষ্টভাবে দান করা হয়, সেক্ষেত্রে উহা যে আকারে উইলকারী রাখিয়া গিয়াছিলেন ঐ আকারে রাখিতে হইবে যদিও উহা এমন প্রকৃতির হয় যে, অনবরত উহার মূল্য হ্রাস পাইতেছে৷

 

উদাহরণ

(অ) ''ক'' কয়েক বত্ সর মেয়াদের জন্য একটি বাড়ী ইজারা নেয়, তাহার মৃত্যুর সময়ে যাহার ১৫ ভাগ অবসান হয় নাই৷ ''ক'' উক্ত বাড়ীটি জীবনভর ''খ'' কে এবং ''খ''-এর মৃত্যুর পরে ''গ'' কে দান করেন৷ ''খ'', ''ক''-এর রেখে যাওয়া উক্ত সম্পত্তি ভোগ করে ''খ'' ১৫ বত্ সর যাবত্ বেঁচে থাকিলে দানের মাধ্যমে ''গ'' কিছুই পান না৷

(আ) ''ক'', ''খ''-এর জীবদ্দশায় একটি এ্যানুউটি থাকে, যাহা সে ''গ'' কে এবং ''গ''-এর মৃত্যুর পর ''ঘ'' কে দান করে৷ ''গ'' উক্ত এ্যানুউটি ভোগ করবে, যদিও ''খ'', ''ঘ''-এর পূর্বে মারা গেলে ''ঘ''-দানের অধীনে কিছুই পান না৷

 

ধারা-১৪৮৷ পরপর দুই বা ততোধিক ব্যক্তিকে উইলকৃত সম্পত্তির উপস্বত্বের বিক্রয় এবং বিনিয়োগ৷- যেক্ষেত্রে পরপর দুই বা ততোধিক ব্যক্তিকে দানের অন্তর্ভূক্ত সম্পত্তি সুনির্দিষ্টভাবে দান করা হয় নাই, সেক্ষেত্রে বিপরীত মর্মে কোন নির্দেশের অবর্তমানে, উক্ত সম্পত্তি বিক্রয় করা যাইবে এবং বিক্রয়ের উপস্বত্ব সুপ্রীম কোর্ট দ্বারা কোন সাধারণ বিধির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত বা নির্দেশিত জামানতে বিনিয়োগ করিতে হইবে, এবং উক্তভাবে গঠিত তহবিল উইলের শর্ত মোতাবেক ক্রমিক উত্তরদায়গ্রহীতার দ্বারা ভোগ করিতে হইবে৷

 

উদাহরণ

''ক''-এর কয়েক বত্ সর মেয়াদের একটা ইজারা আছে৷ সে তাহার সকল সম্পত্তি ''খ'' কে এবং ''খ''-এর মৃত্যুর পরে ''গ'' কে দান করে৷ ইজারাটি অবশ্যই বিক্রয় করিয়া উহার উপস্বত্ব এই ধারায় উল্লেখিতভাবে বিনিয়োগ করিতে হইবে এবং তহবিল হইতে উদ্ভূত আয় ''খ'' কে দিতে হইবে৷ ''খ''-এর মৃত্যুতে তহবিলের মূলধন ''গ'' কে প্রদান করিতে হইবে৷

 

ধারা-১৪৯৷ যেক্ষেত্রে উত্তরদায় পরিশোধে সম্পত্তির ঘাটতি থাকে, সেক্ষেত্রে সাধারণ উত্তরদায়ের সহিত সুনির্দিষ্ট উত্তরদায় কমবে না৷- যদি উত্তরদায় পরিশোধে সম্পত্তির ঘাটতি থাকে, তাহা হইলে সুনির্দিষ্ট উত্তরদায় সাধারণ উত্তরদায়ে হ্রাস পাইবে না৷

Sultan Mahmud Sujon:
অধ্যায়-পনের

নির্দেশাত্মক উত্তরদায় সম্পর্ক

 

ধারা-১৫০৷ নির্দেশাত্মক উত্তরদায়ের সংজ্ঞা৷- যেক্ষেত্রে উইলকারী নির্দিষ্ট অর্থ বা কোন প্রকার নির্দিষ্ট পণ্যের পরিমাণ দান করে এবং কোন বিশেষ প্রকার তহবিল বা স্টক এমনভাবে উল্লেখ করে যাহা একই জিনিস গঠন করে এবং যাহা হইতে প্রাথমিক তহবিল বা স্টক পরিশোধ করিতে হয়, সেক্ষেত্রে উত্তরদায়টিকে নির্দেশাত্মক বলা হয়৷

ব্যাখ্যা - সুনির্দিষ্ট উত্তরদায় এবং নির্দেশাত্মক উত্তর দায়ের মধ্যে পার্থক্য এই যে-

যেক্ষেত্রে সুনির্দিষ্ট সম্পত্তি উত্তরদায়গ্রহীতাকে দেওয়া হয় সেক্ষেত্রে উত্তরদায়টি সুনির্দিষ্ট;

যেক্ষেত্রে উত্তরদায়টি সুনির্দিষ্ট সম্পত্তি হইতে পরিশোধিত হইবে বলিয়া নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে উহা নির্দেশাত্মক৷

 

উদাহরণ

    (অ) ''ক'' ''খ'' কে ১০০০ টাকা দান করে যাহা ''চ'' হইতে তাহার নিকট দেয় দেনা হইতে পরিশোধ করিতে হয়৷ ''খ'' এর বরাবরে উত্তরদায়টি সুনির্দিষ্ট এবং ''গ'' এরটি নির্দেশাত্মক৷

    (আ) ''ক'' ''খ'' কে দান করে-

    ''আমার গ্রীন একর মাঠে উত্পন্ন ফসলের ১০ বাসেল''৷

    ''আমার রামপুরের কারখানায় উত্ পাদিত ৮০ টি সিন্দুক৷''

    ''সরকারী প্রতিজ্ঞাপত্র হইতে ৫% হারে ১০,০০০ টাকা৷''

    ''আমার তহবিলকৃত সম্পত্তি হইতে ৫০০ টাকার বার্ষিক ভাতা৷''

    ''গ'' কর্তৃক আমার নিকট প্রাপ্য ২০০০ টাকা হইতে ১০০০ টাকা৷

    (ই) ক, খ কে দান করে-

    আমার রামনগরের ভূ-সম্পত্তি হইতে ১০,০০০ টাকা অথবা তাহার রামনগরের ভূ-সম্পত্তির উপর চার্জ সুষ্টি করে৷

    কোন নির্দিষ্ট ব্যবসায়ে মূলধনকৃত আমার শেয়ারের ১০,০০০ টাকা৷

    এই দানগুলির প্রত্যেকটি নির্দেশাত্মক৷

 

ধারা-১৫১৷ পরিশোধের আদেশ যখন তহবিল সুনির্দিষ্ট উত্তরদায়ের বিষয় হইতে প্রদান করিতে হইবে বলিয়া উত্তরদায়ে নির্দেশ থাকে৷- যেক্ষেত্রে তহবিলের একটি অংশ সুনির্দিষ্টভাবে দান করা হয় এবং ঐ তহবিল হইতে উত্তরদায় পরিশোধিত হইবে নির্দেশ থাকে, সে ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে উইলকৃত অংশটি প্রথমে উত্তরদায়গ্রহীতাকে প্রদান করিতে হইবে এবং তহবিলের অবশিষ্ট অংশ হইতে নির্দেশাত্মক উত্তরদায় এবং যতখানি অবশিষ্ট অংশ ঘাটতি হইবে ততখানি উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে পরিশোধ করিতে হইবে৷

 

উদাহরণ

ক, খ কে ১,০০০ টাকা দান করে যাহা চ এর নিকট হইতে তাহার নিকট দেনার অংশ৷ সে গ-কেও ১,০০০ টাকা দান করে যাহা চ এর নিকট হইতে ক এর নিকট দেনা কেবলমাত্র ১,৫০০ টাকা থেকে ১০০০ টাকা ঘ এর দখলে এবং ৫০০ টাকা গ-কে দিতে হয়৷ উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে গ-৫০০ টাকা পাইবে৷

Sultan Mahmud Sujon:
অধ্যায়- ষোল

উত্তরদায় প্রত্যাহার সম্পর্কে

 

ধারা-১৫২৷ প্রত্যাহারের ব্যাখ্যা৷- সুনির্দিষ্টভাবে দানকৃত কোন কিছু যদি উইলকারীর মৃত্যুর সময়ে তাহার দখলে না থাকে অথবা ভিন্ন প্রকার সম্পত্তিতে পরিণত করা হয় তাহা হইলে উত্তরদায়টি প্রত্যাহার করা হয়৷ অর্থাত্ উইলের কার্যকারিতা থেকে বিষয়বস্তু প্রত্যাহার করার করাণে উহা কার্যকর হয় না৷

 

উদাহরণ

        (অ) ১৪২ ধারার প্রথম ৫টি উদাহরণ৷

        ক তাহার জীবদ্দশায়-

        ''আংটিটি ক্রয় করে বা দিয়া দেয়৷''

        ''চেইনটি পেয়ালায় পরিণত করে৷''

        ''উল কাপড় পরিণত করে৷''

        ''কাপড় পোষাকে পরিণত করে৷''

        অন্য একটি বাড়ী নেয় যাহাতে সে সকল দ্রব্য অপসারণ করে৷

        এই উত্তর দায়গুলি প্রত্যেকটি প্রত্যাহার করা হয়৷

        (আ) ক খ কে দান করে-

        ''সিন্দুকের ১,০০০ টাকা''৷

        ''আমার আস্তাবলের সমস্ত ঘোড়া''৷

ক এর মৃত্যুতে সিন্দুকে কোন অর্থ পাওয়া যায় নাই এবং আস্তাবলেও কোন ঘোড়া পাওয়া যায় নাই৷

উত্তরদায়গুলি প্রত্যাহার করা হইয়াছে৷ (৩) ক, খ কে কিছু পণ্যের গাঁইট দান করে-

ক তাহার সহিত সমুদ্রযাত্রায় পণ্যগুলি গ্রহণ করে৷ জাহাজ এবং পণ্য সমুদ্রে নিখোঁজ হয় এবং ক ডুবে যায়৷ উত্তরদায়টি প্রত্যাহার করা হইয়াছে৷

 

ধারা-১৫৩৷ নির্দেশাত্মক উত্তরদায়ের অ-প্রত্যাহার৷- কোন নির্দেশাত্মক উত্তরদায় এই কারণে প্রত্যাহার করা যায় না যে, উইলের মাধ্যমে যে সম্পক্তিতে উহা চার্জ করা হয় ঐ সম্পত্তি উইলকারীর মৃত্যুর সময়ে অস্তিত্ব থাকে না অথবা ভিন্ন প্রকার সম্পত্তিতে রূপান্তরিত করা হয়, কিন্তু এইরূপ ক্ষেত্রে উহা উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে পরিশোধিত হইবে৷

 

ধারা-১৫৪৷ তৃতীয় পক্ষের নিকট হইতে কোন কিছু গ্রহণ করার জন্য অধিকারের সুনির্দিষ্ট দানে প্রত্যাহার৷- যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে উইলকৃত বস্তুটি তৃতীয় পক্ষের নিকট হইতে কিছু মূল্যে গ্রহণ করার অধিকার হয় এবং উইলকারী নিজে উহা গ্রহণ করে, সেক্ষেত্রে দানটি প্রত্যাহার করা হয়৷

 

উদাহরণ

                    (অ) ক, খ কে দান করে-

                    ''দেনা, যা গ আমার নিকট পায়''৷

                    ''২,০০০ টাকা, যা গ এর নিকট আমার আছে''৷

                    ''চ এর বন্ডে আমার নিকট প্রদেয় অর্থ''৷

                    ''রহিমপুর কারখানায় আমার বন্ধক''৷

এই সমস্ত দেনার ক এর জীবদ্দশায় নিঃশেষিত হয় কিছু তাহার সম্মতিতে এবং কিছু তাহার সম্মতি ব্যতীত উত্তরদায়গুলি প্রত্যাহার করা হয়েছে৷

(আ) ক, খ কে তাহার জীবনবীমা পলিসির কিছু স্বার্থ দান করে৷ ক তাহার জীবদ্দশায় পলিসির পরিমাণ গ্রহণ করে৷ উত্তরদায়টি প্রত্যাহার করা হয়েছে৷

 

ধারা-১৫৫৷ সুনির্দিষ্টভাবে উইলকৃত সমুদয় বস্তুর অংশ বিশেষ উইলকারীর গ্রহণের মাধ্যমে প্রত্যাহার৷- সুনির্দিষ্টভাবে উইলকৃত সমুদয় বস্তুর অংশবিশেষ উইলকারী কর্তৃক গৃহীত হইলে উহা যতখানি গৃহীত হইয়াছে ততখানি উত্তরদায়ের প্রত্যাহার হিসাবে কার্যকর হইবে৷

 

উদাহরণ

ক, খ কে ''গ দ্বারা আমার নিকট প্রাপ্য দেনা'' দান করে৷ দেনার পরিমাণ ১০,০০০ টাকা৷ গ, ক কে ৫,০০০ টাকা দান করে৷ উত্তরদায়টি ক এর ৫,০০০ টাকা গ্রহণের মাধ্যমে প্রত্যাহার করা হইয়াছে৷

 

ধারা-১৫৬৷ সুনির্দিষ্টভাবে দান করা হইয়াছে এইরূপ সমুদয় তহবিলের অংশ উইলকারীর গ্রহণের মাধ্যমে প্রত্যাহার৷- যদি কোন সমুদয় তহবিল বা স্টকের অংশ সুনির্দিষ্টভাবে দান করা হয় তাহা হইলে উক্ত তহবিল বা স্টকের অংশ উইলকারী কর্তৃক গ্রহণের মাধ্যমে যতখানি গ্রহণ করা হইয়াছে ততখানি প্রত্যাহার হিসাবে কার্যকর হইবে এবং তহবিল বা স্টকে অবশিষ্ট অংশ সুনির্দিষ্ট উত্তরদায়ের অব্যাহতির ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷

 

উদাহরণ

ক, খ কে চ এর নিকট হইতে তাহার নিকট দেয় ১০,০০০ টাকার অর্ধেক দান করে৷ ক তাহার জীবদ্দশায় ৬,০০০ টাকা গ্রহণ করে৷ বাকী ৪০০০ টাকা সুনির্দিষ্ট দানের অধীনে তাহার মৃত্যুর সময়ে খ এর দখলে যায়৷

 

ধারা-১৫৭৷ পরিশোধের আদেশ যেক্ষেত্রে একজন উত্তরদায়গ্রহীতাকে তহবিলের অংশ সুনির্দিষ্টভাবে দান করা হয় এবং অন্য একজনকে একই তহবিলের উপর উত্তরদায় চার্জ করা হয় এবং উইলকারী উক্ত তহবিলের অংশবিশেষ গ্রহণ করায় অবশিষ্ট অংশ উভয় উত্তরদায় পরিশোধে অপর্যাপ্ত৷- যেক্ষেত্রে তহবিলের একটি অংশ সুনির্দিষ্টভাবে কোন একজন উত্তরদায়গ্রহীতাকে দান করা হয় এবং একই তহবিলের উপর চার্জকৃত উত্তরদায় অন্য একজন উত্তরদায় গ্রহীতাকে দান করা হয় তখন উইলকারী উক্ত তহবিলের অংশবিশেষ গ্রহণ করিলে এবং তহবিলের অবশিষ্ট অংশ সুনির্দিষ্ট এবং নির্দেশাত্মক উভয় উত্তরদায় পরিশোধে অপর্যাপ্ত হইলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট উত্তরদায়টি প্রথমে পরিশোধে প্রযুক্ত হইবে এবং নির্দেশাত্মক উত্তরদায়ের বাকী অংশ উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে পরিশোধ করিতে হইবে৷

 

উদাহরণ

ক ''ল'' এর কাছ থেকে প্রাপ্য তার ২,০০০ টাকার মধ্য থেকে ১,০০০ টাকা খ কে এবং ১,০০০ টাকা গ কে উইলমূলে দান করে৷ পরবর্তীতে ক উক্ত দেনার ৫০০ টাকা গ্রহণ করে এবং কেবলমাত্র ''ল'' এর কাছে প্রাপ্য ১,৫০০ টাকা রেখে মারা যান৷ এই ১,৫০০ টাকার মধ্য থেকে ১,০০০ টাকা পাবে খ আর ৫০০ টাকা পাবে গ৷ গ উইলকারীর সাধারণ সম্পদ থেকেও ৫০০ টাকা পাবে৷

 

ধারা-১৫৮৷ প্রত্যাহার যেক্ষেত্রে সুনির্দিষ্ট উইলকৃত স্টকের উইলকারীর মৃত্যুর সময় অস্তিত্ব থাকে না৷- যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক উইলকারীর মৃত্যুর সময়ে অস্তিত্ব থাকে না, সেক্ষেত্রে উত্তরদায়টি প্রত্যাহার করা হয়৷

 

উদাহরণ

ইস্ট ইন্ডিয়া স্টকে আমার ১০০০ টাকার মূল স্টক ৪% হারে ১০,০০০ টাকার সরকারী প্রতিজ্ঞাপত্র৷ ক স্টক এবং পত্রগুলি বিক্রয় করে৷ উত্তরদায়গুলি প্রত্যাহার করা হইয়াছে৷

 

ধারা-১৫৯৷ প্রত্যাহার যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক কেবলমাত্র উইলকারীর মৃত্যুর সময়ে আংশিকভাবে অস্তিত্ব থাকে৷- যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক কেবলমাত্র উইলকৃত মৃত্যুর সময়ে অস্তিত্ব থাকে, সেক্ষেত্রে স্টকের যতখানি অস্তিত্বহীন হইয়াছে উত্তরদায়টি ততখানি প্রত্যাহার করা হয়৷

 

উদাহরণ

''ক'' ''খ'' কে ৫.৫% হারে সরকারী দেনার ১০,০০০ টাকা দান করে৷ ''ক'' তর্কিত লোনের ১০,০০০ টাকার অর্ধেক বিক্রয় করে৷ উত্তরদায়টির অর্ধেক প্রত্যাহার করা হইয়াছে৷

 

ধারা-১৬০৷ অপসারণের কারণে বিশেষ স্থানের সহিত সম্পর্কিত বর্ণিত পণ্যের সুনির্দিষ্ট দানের অ-প্রত্যাহার৷- নির্দিষ্ট স্থানের সহিত সম্পর্কিত কোন বর্ণনাধীন পণ্যের সুনির্দিষ্ট দান এই কারণে প্রত্যাহার করা হয় নাই যে, উক্ত পণ্য কোন সাময়িক কারণে বা প্রতারণার মাধ্যমে বা উইলকারীর অবগতি বা অনুমতি ব্যতীত উক্ত স্থান হইতে প্রত্যাহার করা হইয়াছে৷

 

উদাহরণ

(অ) ক খ কে ''আমার মৃত্যুর সময়ে আমার কলকাতার বসতবাড়ীতে থাকা সমস্ত গৃহস্থালী পণ্য দান করে৷'' পণ্যগুলি আগুন থেকে রক্ষার জন্য বাড়ী থেকে সরানো হয়৷ পণ্যগুলি ফিরিয়ে আনার আগে ''ক'' মারা যায়৷

(আ) ''ক'' ''খ'' কে আমার মৃত্যুর সময়ে আমার কলকাতার বসতবাড়িতে থাকা সমস্ত, গৃহস্থালী পণ্য দান করে এবং এর অনুপস্থিতিতে সমস্ত পণ্য বাড়ী থেকে সরানো হয়৷ পণ্যগুলি অপসারণের অনুমোদন না দিয়া ক মারা যায়৷

উত্তরদায় দুটির কোনটিই প্রত্যাহার করা হয় না৷

 

ধারা-১৬১৷ কখন উইলকৃত বস্তুর অপসারণ প্রত্যাহার হয় না৷- যে স্থানে উইলকৃত বস্তুটি অবস্থিত হইবে বলা হয় ঐ স্থান হইতে উহার অপসারণ প্রত্যাহার হয় না সেখানে উইলকারী দান করা বুঝাইতে চাহিয়াছিল এইরূপ সম্পূর্ণ করার উদ্দেশ্যে স্থানটি উল্লেখ করা হয়৷

 

উদাহরণ

(অ) ''ক'' ''খ'' কে ঢাকায় আমার বসতবাড়ীতে আমার দখলে থাকা সকল বিল, বন্ড এবং অন্যান্য জামানত দান করে৷ ''ক'' এর মৃত্যুর সময়ে এই সমস্ত দ্রব্যগুলি তাহার বাড়ী হইতে অপসারণ করা হয়৷

(আ) ''ক'' ''খ'' কে ঢাকায় তাহার বাড়ীর সকল আসবাবপত্র দান করে৷ ঢাকায় ''ক'' এর একটি এবং চালনায় অন্য আরেকটি বাড়ী আছে৷ সেখানে সে পর্যায়ক্রমে বাস করে এবং তাহার একসেট আসবাবপত্র থাকায় উক্ত আসবাবপত্র সে প্রত্যেকটি বাড়ীতে তাহার সহিত লইয়া যায়৷ তাহার মৃত্যুর সময়ে আসবাবপত্র তাহার চালনার বাড়ীতে থাকে৷

(ই) ''ক'' ''খ'' কে পদ্মা নদীতে থাকতে জাহাজে তাহার সকল দ্রব্য দান করে৷ ''ক'' এর নির্দেশে দ্রব্যগুলি একটি গুদামঘরে নেওয়া হয় সেখানে দ্রব্যগুলি ''ক'' এর মৃত্যুর সময়ে থাকে৷

এই উত্তরদায়গুলি কোনটিই প্রত্যাহার করা হয় না৷

 

ধারা-১৬২৷ যখন তৃতীয় ব্যক্তির নিকট হইতে উইলকারী কর্তৃক গৃহীতব্য দানকৃত বস্তুটি মূল্যবান এবং উইলকারী নিজে বা তাহার প্রতিনিধি উহা গ্রহণ করে৷- যেক্ষেত্রে দানকৃত বস্তুটি তৃতীয় ব্যক্তির নিকট হইতে মূল্যবান কিছু গ্রহণ করার অধিকার হয় না৷ উইলকারী নিজে বা তাহার প্রতিনিধি কর্তৃক তৃতীয় ব্যক্তির নিকট হইতে গৃহীত অর্থ বা অন্য দ্রব্য ছাড়া যেক্ষেত্রে দানকৃত বস্তুটি তৃতীয় ব্যক্তির নিকট হইতে মূল্যবান কিছু গ্রহণ করার অধিকার হয়না৷ সেক্ষেত্রে উইলকারী কর্তৃক উক্ত অর্থ বা পণ্য গৃহীত হইলে উহা প্রত্যাহার হইবে না; যদি তিনি উহা তাহার সাধারণ সম্পত্তির সহিত মিশান তাহা হইলে উত্তরদায়টি প্রত্যাহার করা হয়৷

 

উদাহরণ

''গ'' এর কাছ থেকে দাবী মোতাবেক যাহা কিছু অর্থ পাওয়া যাইবে ক উহা ''খ'' কে দান করে৷ ''ক'' ''গ'' এর নিকট হইতে তাহার সমুদয় দাবী গ্রহণ করে এবং তাহার সাধারণ সম্পত্তি হইতে উহা পৃথক করিয়া রাখে৷ উত্তরদায়টি প্রত্যাহার করা হয় নাই৷

 

ধারা-১৬৩৷ উইলের তারিখ এবং উইলের মৃত্যুর মধ্যে সুনির্দিষ্ট দানের বিষয়ের আইন এর কার্য দ্বারা পরিবর্তন৷- যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত কোন বস্তু উইলের তারিখ এবং উইলের মৃত্যুর মধ্যবর্তী সময়ে পরিবর্তিত হয় এবং উক্ত পরিবর্তন আইনের কার্য দ্বারা অথবা দানকৃত বস্তুটি অধীন এইরূপ কোন আইনগত দলিলের বিধানাবলীর কার্যকরতাকালে ঘটে, সে ক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণে উত্তরদায়টি প্রত্যাহার করা হয় না৷

 

উদাহরণ

(অ) ''ক'' ''খ'' কে ৫.৫% হারে সরকারী ঋণের সকল অর্থ দান করে৷ ৫.৫% হারে সিকিউরিটি লোন ''ক'' এর জীবদ্দশার ৫% স্টকে রূপান্তরিত হয়৷

(আ) ''ক'' ''খ'' কে ''ক'' এর জন্য ট্রাস্টিদের নামে কনসোলে বিনিয়োগকৃত ২,০০০ টাকা দান করে৷ ট্রাস্টিদের দ্বারা ঐ ২,০০০ টাকা ''ক'' এর নিজের নামে হস্তান্তর করা হয়৷

(ই) ক সরকারী অংগীকার পত্রের ১০,০০০ টাকা খ কে উইলমূলে দান করেন এবং উইলমূলে তার বিবাহ বন্দোবস্তের অধীনে উক্ত অর্থ বিলি ব্যবস্থা করার অধিকার তার আছে৷ পরবর্তীতে ক-এর জীবদ্দশায় বন্দোবস্তে উল্লেখিত কর্তৃত্ব বলে তহবিলটিকে কনসলে রূপান্তর করা হয়৷

এই সমস্ত উত্তরদায়ের কোনটি প্রত্যাহার করা হয় নাই৷

 

ধারা-১৬৪৷ উইলকারীর অবগতি ব্যতীত বিষয়ের পরিবর্তন৷- যেক্ষেত্রে উইলের তারিখ এবং উইলকারীর মৃত্যুর মধ্যবর্তী সময়ে দানকৃত বস্তুটি পরিবর্ধিত হয় এবং উক্ত পরিবর্তন উইলকারীর অবগতি বা অনুমোদন ব্যতীত ঘটে, সেক্ষেত্রে উত্তরদায়টি প্রত্যাহার করা হয় না৷

 

উদাহরণ

''ক'' ''খ'' কে ''আমার ৩% হারের সকল কনসল দান করে৷'' উক্ত কনসল ''ক''-এর অবগতি ছাড়াই তাহার প্রতিনিধি বিক্রয় করে এবং লভ্যাংশ ইস্ট ইন্ডিয়া স্টকে জমা দেয়৷ এই উত্তরদায়টি প্রত্যাহার করা হয়নি৷

 

ধারা-১৬৫৷ সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক এই শর্তে তৃতীয় ব্যক্তিকে ধার দেওয়া হয় যে উহা পুনঃস্থাপন করিতে হইবে৷- যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক এই শর্তে তৃতীয় পক্ষকে ধার দেওয়া হয় যে উহা পুনঃস্থাপন করিতে হইবে এবং উহা সেই মোতাবেক পুনঃস্থাপন করা হয়, সেক্ষেত্রে উত্তরদায়টি প্রত্যাহার করা হয় না৷

 

ধারা-১৬৬৷ সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক বিক্রির কিন্তু পুনঃস্থাপিত এবং উইলকারীর মৃত্যুর সময়ে তাহার দখলভুক্ত৷- যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত স্টক বিক্রয় করা হয় এবং ঐ একই সমপরিমাণ স্টক পরবর্তীতে ক্রয় করা হয় এবং উইলকারী মৃত্যুর সময় তাহার দখলভুক্ত থাকে, সেক্ষেত্রে উত্তরদায়টি প্রত্যাহার করা হয় না৷

 

Sultan Mahmud Sujon:
অধ্যায়-সতের

উইলমূলে দানের বিষয়বস্তুর ক্ষেত্রে দায়সমূহ পরিশোধ প্রসঙ্গে

 

ধারা-১৬৭৷ সুনির্দিষ্ট অভিযোগ হইতে উত্তর দায় গ্রহীতাকে অব্যাহতি দানে নির্বাহকের কোন দায় দায়িত্ব থাকিবে না৷- যেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর সময়ে সুনির্দিষ্টভাবে দানকৃত সম্পত্তি উইলকারীর নিজের কিংবা তাহার অধীনে দাবীকারী অন্যকোন ব্যক্তি দ্বারা সৃষ্ট কোন বন্ধক, পূর্বস্বত্ব বা দায়ের বিষয়, তখন, উইল দ্বারা ভিন্নরূপ ইচ্ছা প্রতীয়মান না হইলে সেক্ষেত্রে উত্তরদায় গ্রহীতা যদি তিনি দানটি গ্রহণ করেন, উক্ত সম্পত্তি ঐ বন্ধক বা দায় সাপেক্ষে গ্রহণ করিবেন এবং (তাহার নিজের এবং উইলকারীর ভূ-সম্পত্তির মধ্যের ন্যায়) উক্ত বন্ধক বা দায়ের ক্ষতিপূরণ দানে বাধ্য থাকিবেন৷

(২) সাধারণভাবে উইলকারীর দেনা পরিশোধের জন্য উইলে উল্লিখিত কোন নির্দেশ হইতে ভিন্ন কোন অভিপ্রায় অনুমান করা যাইবে না৷

ব্যাখ্যা৷-ভূমি রাজস্ব আকারে কিংবা খাজনা আকারে সাময়িক পরিশোধ এই ধারা দ্বারা বর্ণিত দায় হয় না৷

 

উদাহরণ

(অ) ''ক'', ''খ'' কে গ দ্বারা তাহাকে প্রদত্ত ডায়মন্ডের আংটি দান করেন৷ ক- এর মৃত্যুর সময়ে আংটি খ-এর নিকট বন্ধক থাকে যাহার নিকট বন্ধক রাখে৷ ক-এর নির্বাহকদের দায়িত্ব হচ্ছে, যদি উইলকারীর সম্পত্তির অবস্থা তদ্রুপ হয়, আংটিটি পুনরুদ্ধারে ''খ'' কে সাহায্য করা৷

(আ) ''ক'', ''খ''-কে একটি জামিনদারী দান করে যাহা ক-এর মৃত্যুর সময়ে ১০,০০০ টাকার রেহেন সাপেক্ষ থাকে, এবং আসল সহ সুদের পরিমাণ দাঁড়ায় ১১,০০০ টাকা৷ খ-কে দানটি গ্রহণ করিতে হইলে চার্জসহ গ্রহণ করিতে হইবে এবং সে উক্ত ১১,০০০ টাকা প্রদানে বাধ্য থাকিবে৷

 

ধারা-১৬৮৷ দানকৃত বস্তুতে উইলকারীর স্বত্ব পূরণ তাহার ভূ-সম্পত্তির খরচে করিতে হইবে৷- যেক্ষেত্রে দানকৃত বস্তুতে উইলকারীর স্বত্ব পূরণে কিছু করার দরকার হয়, সেক্ষেত্রে উহা উইলকারীর ভূ-সম্পত্তির খরচে করিতে হয়৷

 

উদাহরণ

(অ) ''ক'' নির্দিষ্ট মূল্যে একখণ্ড জমি ক্রয়ের জন্য চুক্তি বদ্ধ হয়; সে খ-কে দান করে এবং ক্রয় মূল্য পরিশোধের পূর্বে মারা যায়৷ ক্রয়মূল্য ক এর সম্পত্ত হইতে পরিশোধ করিতে হইবে৷

(আ) ''ক'' নির্দিষ্ট মূল্যে একখণ্ড জমি ক্রয়ের চুক্তিবদ্ধ হয়, যাহার অর্ধেক পরিশোধ করা হয় এবং বাকী অর্ধেক ভূমির বন্ধক দ্বারা সিকিউরড থাকে৷ পরে ক উহা খ-কে দান করে এবং ক্রয়মূল্য পরিশোধের পূর্বে মারা যায়৷ ক্রয়মূল্যের অর্ধাংশ ক এর সম্পত্তি হইতে পরিশোধ করিতে হইবে৷

 

ধারা-১৬৯৷ ভূমি রাজস্ব বা খাজনা সাময়িকভাবে প্রদেয় উত্তরাদায়গ্রহীতার এইরূপ স্থাবর ভূমির অব্যাহতি৷- যেক্ষেত্রে ভূমি রাজস্ব বা খাজনা নিয়তকালীন পরিশোধ করিতে হয় এইরূপ স্থাবর ভূমিতে/সম্পত্তিতে বিদ্যমান কোন স্বার্থ হস্তান্তর করিতে হয়, সেক্ষেত্রে উইলকারীর ভূ-সম্পত্তি এবং উত্তরদায়গ্রহীতার মধ্যের ন্যায়) প্রদানে বাধ্য থাকিবে৷

 

উদাহরণ

''ক'' ''খ'' কে একটি বাড়ী দান করে, যাহার জন্য বার্ষিক ৩৬৫ টাকা খাজনা দিতে হয়৷ ''ক'' স্বাভাবিক সময়ে তাহার খাজনা প্রদান করে এবং ২৫ দিন পরে মারা যায়৷ খাজনা সম্পর্কে ''ক''-এর ভূ-সম্পত্তি হইতে ২৫ টাকা দিতে হইবে৷

 

ধারা-১৭০ জয়েন্ট স্টক কোম্পানীতে উত্তরদায়গ্রহীতার সুনির্দিষ্ট স্টকের অব্যাহতি৷- উইলে কোন নির্দেশনা থাকিলে যেক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানীর কোন স্টক হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে, উইলকারীর মৃত্যুর সময়ে স্টক সম্পর্কে তাহার নিকট কোন ফল বা অন্য কোন পাওনা দেয় থাকিলে, উক্ত ফল বা দেনরার ভাব ভূ-সম্পত্তি হইতে বহন করিতে হইবে; উইলকারীর মৃত্যুর পরে উক্ত স্টক বিষয়ে কোন ফল বা অন্য কোন পাওনা থাকিলে উহা উত্তরাদয়গ্রহীতার দ্বারা বাহিত হইবে, যদি তিনি দানটি গ্রহণ করেন৷

 

উদাহরণ

(অ) ''ক'' ''খ'' কে রেলওয়ে কোম্পানীতে তাহার শেয়ার দান করে৷ ''ক''-এর মৃত্যুর সময়ে প্রত্যেকটি কলের ক্ষেত্রে তাহার নিকট ১০০ টাকা পাওনা ছিল এবং প্রত্যেকটি শেয়ারের ক্ষেত্রে ৫ টাকা পাওনা ছিল৷ উহা ''ক''-এর ভূ-সম্পত্তি হইতে বহন করিতে হইবে৷

(আ) ''ক'' অভিষ্ট জয়েন্ট স্টক কোম্পানীতে ৫০টি শেয়ার গ্রহণ করিতে সম্মতি হয় এবং প্রত্যেকটি শেয়ারের জন্য ১০০ টাকা পর্যন্ত পরিশোধ করিবে মর্মে চুক্তিবদ্ধ হয়, এবং উক্ত টাকা শেয়ারে তাহার স্বত্ব পূরণ হওয়ার পূর্বে পরিশোধ করিতে হইবে৷ ''ক'' শেয়ারগুলি ''খ'' কে প্রদান করে৷ ক-এর স্বত্ব পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পরিশোধ তাহার ভূ-সম্পত্তি হইতে করিতে হইবে৷

(ই) ক, খ কে রেলওয়ে কোম্পানীর শেয়ার দান করে এবং খ উহা গ্রহণ করে৷ ক-এর মৃত্যুর পরে শেয়ার সম্পর্কে একটা কল করা হয়৷ খ-কে কল প্রদান করিতে হইবে৷

(ঈ) ক, খ কে জয়েন্ট স্টক কোম্পানীতে তাহার শেয়ার দান করে এবং খ উহা গ্রহণ করেন৷ পরবর্তীতে কোম্পানীটি অবসারিত হয় এবং প্রত্যেক শেয়ার হোল্ডারকে কন্ট্রিবিউশনের জন্য ডাকা হয়৷ উত্তরদায়গ্রহীতাকে উক্ত কন্ট্রিবিউশনের পরিমাণ বহন করিতে হইবে৷

(উ) ক রেলওয়ে কোম্পানীর ১০টি শেয়ারের মালিক৷ ক জীবিত থাকাকালে অনুষ্ঠিত এক সভায় প্রতি শেয়ারে ৫০ টাকার একটি কল দেয়া হয়, যাহা তিন কিস্তিতে প্রদেয়৷ ক তাহার শেয়ার খ-কে উইলমূলে দান করে এবং প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ করার ধার্য তারিখের মধ্যে এবং প্রথম কিস্তি পরিশোধ না করিয়া মারা যায়৷ ক-এর ভূ-সম্পত্তি হইতে প্রথম কিস্তি পরিশোধ করিতে হইবে, এবং খ, উত্তরদায়টি গ্রহণ করিলে, তাকে অবশিষ্ট কিস্তি পরিশোধ করিতে হইবে৷

 

Sultan Mahmud Sujon:
অধ্যায়-১৮

সাধারণ শর্তে বর্ণিত বিষয়ের দান সম্পর্কে

 

ধারা-১৭১৷ সাধারণ শর্তে বর্ণিত বিষয়ের দান৷- যদি সাধারণ শর্তে কথায় বর্ণিত কিছু দান করা হয়, তাহা হইলে নির্বাহক বর্ণনাটির উত্তরদানের জন্য যুক্তিসংগতভাবে যাহা কিছু বিবেচিত হইবে তাহা উত্তরদায়গ্রহীতার জন্য অবশ্যই ক্রয় করিবেন৷

 

উদাহরণ

(অ) ক, খ কে একজোড়া বাহক ঘোড়া বা একটি আংটি দান করেন৷ সম্পত্তি অবস্থা ভাল হইলে নির্বাহক অবশ্যই উত্তরদায়গ্রহীতাকে উক্ত পণ্য সরবরাহ করিবেন৷

(আ) ক, খ কে ''আমার বাহক ঘোড়া'' দান করেন৷ তাহার মৃত্যুর সময়ে কোন বাহক ঘোড়া ছিল না৷ উত্তরদায়টি ব্যর্থ হইবে৷

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version