Faculty of Humanities and Social Science > Law

উত্তরাধিকার আইন, ১৯২৫ (THE SUCCESSION ACT, 1925) (১২৫ সনের ৩৯নং আই&

<< < (6/9) > >>

Sultan Mahmud Sujon:
ভাগ-৮

উত্তরাধিকারে মৃতের সম্পত্তির প্রতিনিধিত্বমূলক স্বত্ব

 

ধারা-২১১৷ নির্বাহক এবং ব্যবস্থাপকের চরিত্র এবং বৈশিষ্ট্য৷- (১) ক্ষেত্রমতে মৃত ব্যক্তির নির্বাহক বা ব্যবস্থাপক সকল উদ্দেশ্যে তাহার আইনগত প্রতিনিধি, এবং মৃতের সকল সম্পত্তি তাহার উপরে ন্যস্ত হইবে৷

(২) যখন মৃত ব্যক্তি একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি, এই ভাগে বর্ণিত মৃতের কোন সম্পত্তি নির্বাহক বা ব্যবস্থাপকের উপরে ন্যস্ত হইবে, যাহা উত্তরজীবী নীতি মোতাবেক অন্যকোন ভাবে অন্যকোন ব্যক্তির বরাবরে চলিয়া যাইত৷

 

ধারা-২১২৷ অকৃত উইলকারীর সম্পত্তিতে অধিকার৷- (১) উইলবিহীন অবস্থায় মারা গিয়াছে এইরূপ কোন ব্যক্তির সম্পত্তির কোন অংশ কোন অধিকার উপযুক্ত এক্তিয়ারসম্পন্ন আদালত কর্তৃক লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন মঞ্জুর না করা হইলে, কোন আদালতে প্রতিষ্ঠিত করা যাইবে না৷

(২) এই ধারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন বা বাংলাদেশী খৃস্টানের উইলবিহীন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷

 

ধারা-২১৩৷ নির্বাহক বা উত্তরদায়গ্রহীতা হিসাবে অধিকার কখন প্রতিষ্ঠিত হইবে৷- (১) কোন ন্যায়ের আদালতে নির্বাহক কিংবা উত্তরদায়গ্রহীতার হিসাবে কোন অধিকার প্রতিষ্ঠা করা যাইবে না, যদি না বাংলাদেশে এক্তিয়ার সম্পন্ন কোন আদালত যে উইলের অধীনে উক্ত অধিকার দাবী করা হয়, বা উইলসহ কিংবা সংযুক্ত উইলের স্বীকৃত প্রতিলিপির প্রতিলিপিসহ লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন মঞ্জুর করিয়া থাকে৷

(২) এই ধারা মুসলিম কর্তৃক কৃত উইলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, এবং কোন হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন কর্তৃক কৃত উইলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যেক্ষেত্রে উক্ত উইল ৫৭ ধারায় (ক) এবং (খ) দফায় বিভক্ত শ্রেণীভুক্ত উইল৷

 

Case Law

Section 213- The decision reported in 1987 BLD 244 that the executrix of the Will of the deceased appellant is entitled to prosecute the appeal as substituted appellant in place of the deceased appellant before she obtains probate of the Will cannot be agreed with. (Subhra Nandi Majumder Vs. Amar Prasad Bhattacharjee and others, 49 DLR 227).

 

ধারা-২১৪৷ মৃত ব্যক্তির দেনাদারের নিকট হইতে আদালতের মাধ্যমে দেনা আদায়ে পূর্ববর্তী শর্ত হিসাবে প্রতিনিধিত্বমূলক স্বত্বের প্রমাণ৷- (১) কোন আদালত-

    (ক) মৃত ব্যক্তির দেনাদারের বিরুদ্ধে মৃত ব্যক্তির সম্পত্তি বা উহার অংশবিশেষে উত্তরাধিকার সূত্রে দাবীকারী কোন ব্যক্তিকে তাহার দেনা পরিশোধের জন্য ডিক্রি দিতে পারিবে না, বা

    (খ) উক্তরূপ অধিকারের দাবীদার কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত দেনাদারের বিরুদ্ধে ডিক্রি কার্যকর করিবার বা তাহার দেনা পরিশোধের জন্য আদেশ দিবার জন্য অগ্রসর হইবে না৷ উক্ত দাবীকারী ব্যক্তির নিম্নলিখিত বিষয়গুলি দাখিল ব্যতিরেকে-

        (অ) মৃত্যের ভু-সম্পত্তির ব্যবস্থাপনার জন্য তাহাকে প্রদত্ত প্রবেট বা লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন; বা

        (আ) ৩১ ধারা কিংবা Administrator General's Act, 1913-এর অধীন প্রদত্ত সার্টিফিকেট এবং তথায় উল্লেখিত দেনা, বা

        (ই) ১০নং ভাগের অধীন প্রদত্ত উত্তরাধিকার সার্টিফিকেট এবং যেখানে বিধৃত দেনা, বা

(২) উপ-ধারা (১)-এ বিকৃত ''দেনা'' শব্দটি কৃষি উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি সম্পর্কে প্রদেয় খাজনা, রাজস্ব বা লভ্যাংশ ব্যতীত অন্য কোন দেনা অন্তর্ভূক্ত করে৷

 

ধারা-২১৫৷ সার্টিফিকেটে পরবর্তী প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের ফল৷- (১) কোন ভূ-সম্পত্তি বিষয়ে প্রবেট বা ব্যবস্থাপনা পত্রের মঞ্জুর ১০নং ভাগের অধীন পূর্বে প্রদত্ত কোন সার্টিফিকেটকে বাতিল বলিয়া বিবেচিত হ্ইবে৷

(২) যখন কোন দেনা বা জামানত সম্পর্কে কোন সার্টিফিকেটের ধারক কর্তৃক প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের প্রদানের সময় কোন মামলা বা কার্যধারা নিষ্পন্নাধীন থাকে, তখন যে ব্যক্তির বরাবরে উহা প্রদান করা হয় ঐ ব্যক্তি, মামলা বা কার্যধারা নিষ্পন্নাধীন আদালতে আবেদনের প্রেক্ষিতেঃ

তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে এই ধারার অধীনে কোন সার্টিফিকেট রহিত করা হয় (Superseded), যেক্ষেত্রে এইরূপ রহিতকরণ না করিয়া উক্ত সার্টিফিকেট ধারককে প্রদত্ত সকল অর্থ প্রবেট বা লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন-এর অধীন সকল দাবীর বিপরীতে বহাল থাকিবে৷

 

ধারা-২১৬৷ প্রবেট ব্যবস্থাপনা প্রত্যাহার না করা পর্যন্ত মামলা করা, প্রভৃতির জন্য শুধুমাত্র উহা প্রদান৷- প্রবেট বা ব্যবস্থাপত্রের প্রদানের পরে উহা যে ব্যক্তির বরাবরে প্রদত্ত ঐ ব্যক্তি ব্যতীত অন্য কেউ উক্ত প্রবেট বা ব্যবস্থাপনাপত্র প্রত্যাহার বা তলব না করা পর্যন্ত মৃত ব্যক্তির প্রতিনিধি হিসাবে কোন মামলা দায়ের অথবা ভিন্ন কোন ভাবে কার্য করিবার ক্ষমতা থাকিবে না৷

 

আলোচনা

প্রবেট বা পরিচালনাদেশ মঞ্জুর করা হলে যাকে মঞ্জুর করা হয়েছে ঐ ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি প্রতিনিধিত্বমূলক মামলা করতে পারবে না৷

 

Sultan Mahmud Sujon:
ভাগ-৮

উত্তরাধিকারে মৃতের সম্পত্তির প্রতিনিধিত্বমূলক স্বত্ব

 

ধারা-২১১৷ নির্বাহক এবং ব্যবস্থাপকের চরিত্র এবং বৈশিষ্ট্য৷- (১) ক্ষেত্রমতে মৃত ব্যক্তির নির্বাহক বা ব্যবস্থাপক সকল উদ্দেশ্যে তাহার আইনগত প্রতিনিধি, এবং মৃতের সকল সম্পত্তি তাহার উপরে ন্যস্ত হইবে৷

(২) যখন মৃত ব্যক্তি একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি, এই ভাগে বর্ণিত মৃতের কোন সম্পত্তি নির্বাহক বা ব্যবস্থাপকের উপরে ন্যস্ত হইবে, যাহা উত্তরজীবী নীতি মোতাবেক অন্যকোন ভাবে অন্যকোন ব্যক্তির বরাবরে চলিয়া যাইত৷

 

ধারা-২১২৷ অকৃত উইলকারীর সম্পত্তিতে অধিকার৷- (১) উইলবিহীন অবস্থায় মারা গিয়াছে এইরূপ কোন ব্যক্তির সম্পত্তির কোন অংশ কোন অধিকার উপযুক্ত এক্তিয়ারসম্পন্ন আদালত কর্তৃক লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন মঞ্জুর না করা হইলে, কোন আদালতে প্রতিষ্ঠিত করা যাইবে না৷

(২) এই ধারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন বা বাংলাদেশী খৃস্টানের উইলবিহীন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷

 

ধারা-২১৩৷ নির্বাহক বা উত্তরদায়গ্রহীতা হিসাবে অধিকার কখন প্রতিষ্ঠিত হইবে৷- (১) কোন ন্যায়ের আদালতে নির্বাহক কিংবা উত্তরদায়গ্রহীতার হিসাবে কোন অধিকার প্রতিষ্ঠা করা যাইবে না, যদি না বাংলাদেশে এক্তিয়ার সম্পন্ন কোন আদালত যে উইলের অধীনে উক্ত অধিকার দাবী করা হয়, বা উইলসহ কিংবা সংযুক্ত উইলের স্বীকৃত প্রতিলিপির প্রতিলিপিসহ লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন মঞ্জুর করিয়া থাকে৷

(২) এই ধারা মুসলিম কর্তৃক কৃত উইলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, এবং কোন হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন কর্তৃক কৃত উইলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যেক্ষেত্রে উক্ত উইল ৫৭ ধারায় (ক) এবং (খ) দফায় বিভক্ত শ্রেণীভুক্ত উইল৷

 

Case Law

Section 213- The decision reported in 1987 BLD 244 that the executrix of the Will of the deceased appellant is entitled to prosecute the appeal as substituted appellant in place of the deceased appellant before she obtains probate of the Will cannot be agreed with. (Subhra Nandi Majumder Vs. Amar Prasad Bhattacharjee and others, 49 DLR 227).

 

ধারা-২১৪৷ মৃত ব্যক্তির দেনাদারের নিকট হইতে আদালতের মাধ্যমে দেনা আদায়ে পূর্ববর্তী শর্ত হিসাবে প্রতিনিধিত্বমূলক স্বত্বের প্রমাণ৷- (১) কোন আদালত-

    (ক) মৃত ব্যক্তির দেনাদারের বিরুদ্ধে মৃত ব্যক্তির সম্পত্তি বা উহার অংশবিশেষে উত্তরাধিকার সূত্রে দাবীকারী কোন ব্যক্তিকে তাহার দেনা পরিশোধের জন্য ডিক্রি দিতে পারিবে না, বা

    (খ) উক্তরূপ অধিকারের দাবীদার কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত দেনাদারের বিরুদ্ধে ডিক্রি কার্যকর করিবার বা তাহার দেনা পরিশোধের জন্য আদেশ দিবার জন্য অগ্রসর হইবে না৷ উক্ত দাবীকারী ব্যক্তির নিম্নলিখিত বিষয়গুলি দাখিল ব্যতিরেকে-

        (অ) মৃত্যের ভু-সম্পত্তির ব্যবস্থাপনার জন্য তাহাকে প্রদত্ত প্রবেট বা লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন; বা

        (আ) ৩১ ধারা কিংবা Administrator General's Act, 1913-এর অধীন প্রদত্ত সার্টিফিকেট এবং তথায় উল্লেখিত দেনা, বা

        (ই) ১০নং ভাগের অধীন প্রদত্ত উত্তরাধিকার সার্টিফিকেট এবং যেখানে বিধৃত দেনা, বা

(২) উপ-ধারা (১)-এ বিকৃত ''দেনা'' শব্দটি কৃষি উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি সম্পর্কে প্রদেয় খাজনা, রাজস্ব বা লভ্যাংশ ব্যতীত অন্য কোন দেনা অন্তর্ভূক্ত করে৷

 

ধারা-২১৫৷ সার্টিফিকেটে পরবর্তী প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের ফল৷- (১) কোন ভূ-সম্পত্তি বিষয়ে প্রবেট বা ব্যবস্থাপনা পত্রের মঞ্জুর ১০নং ভাগের অধীন পূর্বে প্রদত্ত কোন সার্টিফিকেটকে বাতিল বলিয়া বিবেচিত হ্ইবে৷

(২) যখন কোন দেনা বা জামানত সম্পর্কে কোন সার্টিফিকেটের ধারক কর্তৃক প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের প্রদানের সময় কোন মামলা বা কার্যধারা নিষ্পন্নাধীন থাকে, তখন যে ব্যক্তির বরাবরে উহা প্রদান করা হয় ঐ ব্যক্তি, মামলা বা কার্যধারা নিষ্পন্নাধীন আদালতে আবেদনের প্রেক্ষিতেঃ

তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে এই ধারার অধীনে কোন সার্টিফিকেট রহিত করা হয় (Superseded), যেক্ষেত্রে এইরূপ রহিতকরণ না করিয়া উক্ত সার্টিফিকেট ধারককে প্রদত্ত সকল অর্থ প্রবেট বা লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন-এর অধীন সকল দাবীর বিপরীতে বহাল থাকিবে৷

 

ধারা-২১৬৷ প্রবেট ব্যবস্থাপনা প্রত্যাহার না করা পর্যন্ত মামলা করা, প্রভৃতির জন্য শুধুমাত্র উহা প্রদান৷- প্রবেট বা ব্যবস্থাপত্রের প্রদানের পরে উহা যে ব্যক্তির বরাবরে প্রদত্ত ঐ ব্যক্তি ব্যতীত অন্য কেউ উক্ত প্রবেট বা ব্যবস্থাপনাপত্র প্রত্যাহার বা তলব না করা পর্যন্ত মৃত ব্যক্তির প্রতিনিধি হিসাবে কোন মামলা দায়ের অথবা ভিন্ন কোন ভাবে কার্য করিবার ক্ষমতা থাকিবে না৷

 

আলোচনা

প্রবেট বা পরিচালনাদেশ মঞ্জুর করা হলে যাকে মঞ্জুর করা হয়েছে ঐ ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি প্রতিনিধিত্বমূলক মামলা করতে পারবে না৷

 

Sultan Mahmud Sujon:
ভাগ-৯

প্রবেট, ব্যবস্থাপনাপত্র এবং মৃতের সম্পত্তির ব্যবস্থাপনা

 

ধারা-২১৭৷ এই ভাগের প্রয়োগ৷- এই আইন অথবা সাময়িকভাবে বলবত্ অন্য কোন আইনে যাহা কিছু বলা হইয়াছে তাহা ব্যতীত সংযুক্ত উইলসহ প্রবেট এবং ব্যবস্থাপনাপত্রের সকল মঞ্জুর এবং উইলবিহীন অবস্থায় উত্তরাধিকারের ক্ষেত্রে ক্ষেত্রমত এই ভাগের বিধানাবলী অনুযায়ী প্রদত্ত অথবা পালিত হ্ইবে৷

 

অধ্যায়-এক

প্রবেট এবং ব্যবস্থাপনাপত্র প্রদান সম্পর্কে

 

ধারা-২১৮৷ মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন অথবা অব্যাহতি প্রাপ্ত হইলে কাহাকে ব্যবস্থাপনা প্রদত্ত হইবে৷- (১) যদি মৃত ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা যায় এবং তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ অথবা জৈন অথবা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হন, তাহা হইলে তাহার সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব যে কোন ব্যক্তিকে প্রদান করা যাইবে যিনি উক্ত মৃত ব্যক্তির ক্ষেত্রে সম্পত্তি বণ্টনের জন্য প্রযোজ্য বিধি মোতাবেক উক্ত মৃত ব্যক্তির সম্পত্তির সমুদয় বা অংশবিশেষের অধিকারী হইবে৷

(২) যখন কতিপয় উক্তরূপ ব্যক্তি সম্পত্তি ব্যবস্থাপনার জন্য আবেদন করেন তখন আদালত তাহার বিবেচনায় তাহাদের একজনকে অথবা একাধিক জনকে উক্ত ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করিবে৷

(৩) যখন উক্তরূপ কোন ব্যক্তি আবেদন না করেন তখন উক্ত ব্যবস্থাপনার দায়িত্ব মৃত ব্যক্তির পাওনাদারকে প্রদান করা যাইবে৷

 

আলোচনা

মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন হলে এবং উইলবিহীন অবস্থায় মারা গেলে তার সম্পত্তির পরিচালনা যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তিতে অধিকারী হইতেন ঐ ব্যক্তি পরিচালনা করিত পারিবেন৷

 

ধারা-২১৯৷ যে ক্ষেত্রে মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ অথবা অব্যাহতি প্রাপ্ত না হন৷- যদি মৃত ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা যান এবং তিনি ২১৮ ধারায় উল্লেখিত শ্রেণীর কোন একটিতে অন্তর্ভূক্ত না হন তবে বিবাহ অথবা রক্ত সম্পর্কীয় সূত্রে যাহারা তাহার সহিত সম্পর্কিত তাহারা তাহার সম্পত্তির ব্যবস্থাপনাপত্র লাভের অধিকারী হইবে এবং উক্ত সম্পত্তি অতঃপর বর্নিত বিধি মোতাবেক পরিচালিত হইবে৷ যথা-

    (ক) যদি মৃত ব্যক্তি বিধবা স্ত্রী রাখিয়া যায় তাহা হইলে কোন ব্যক্তিগত অযোগ্যতা কিংবা তাহার মৃতের সম্পত্তিতে কোন স্বার্থ নাই৷ এই কারণে আদালত তাহাকে বাদ না দিলে উক্ত বিধবা ব্যবস্থাপনার দায়িত্ব লাভ করিবেন৷

    উদাহরণ

        (অ) বিধবা পাগল অথবা ব্যভিচারিতা করেন অথবা তাহার স্বামীর সম্পত্তিতে তাহার বন্দোবস্ত দ্বারা সকল স্বার্থ বারিত হয়৷ ইহা ব্যবস্থাপনা হইতে তাহাকে বহির্ভূত করার কারণ৷

        (আ) স্বামীর মৃত্যুর পরে বিধবা পুনরায় বিবাহ করে৷ ইহা তাহাকে বহির্ভূত করার কোন ভাল কারণ নয়৷

    (খ) বিচারক যদি উপযুক্ত মনে করেন তাহা হইলে তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন ব্যক্তি বা ব্যক্তিগণকে বিধবার সহিত সংশ্লিষ্ট করিতে পারিবেন তিনি যদি কোন বিধবা না থাকিলে ব্যবস্থাপনার ক্ষেত্রে একমাত্র অধিকারী ব্যক্তি হইতেন৷

    (গ) যদি কোন বিধবা না থাকে অথবা আদালত যদি বিধবাকে বহির্ভূত করিবার কারণ খুঁজিয়া পায় তাহা হইলে আদালত অকৃত উইলকারীর সম্পত্তির বণ্টনের বিধি মোতাবেক সম্পত্তিতে লাভজনকভাবে অধিকারী হইতেন এইরূপ ব্যক্তি বা ব্যক্তিগণকে ব্যবস্থাপনার দায়িত্ব দিবেঃ

    তবে শর্ত থাকে যে, মৃত ব্যক্তির মাতা উক্তরূপে অধিকারী ব্যক্তির শ্রেণীর কোন একজন হন তাহা হইলে একমাত্র তিনিই ব্যবস্থাপনার অধিকারী হইবে৷

    (ঘ) যাহারা মৃত ব্যক্তির জ্ঞাতির সমমাত্রায় অবস্থান করে তাহারা ব্যবস্থাপনার ক্ষেত্রে সমানভাবে অধিকারী হইবে৷

    (ঙ) স্ত্রীর উত্তরজীবীর স্বামীর ভূ-সম্পত্তির ব্যবস্থাপনা সম্পর্কে বিধবার যেমন অধিকার থাকে স্বামীও তাহার ব্যবস্থাপনার ক্ষেত্রে একই অধিকার থাকিবে৷

    (চ) যখন বিবাহ বা রক্ত সম্পর্কীয় সূত্রে মৃতের সহিত সম্পর্কিত কোন ব্যক্তি না থাকে যিনি ব্যবস্থাপনাপত্রের অধিকারী হন এবং কার্য করিতে ইচ্ছুক তখন পাওনাদারকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া যাইবে৷

    (ছ) যেক্ষেত্রে মৃত ব্যক্তি বাংলাদেশের সম্পত্তি রাখিয়া যায়, সেক্ষেত্রে যে দেশে স্থায়ী নিবাস ছিল উইল অবস্থায় এবং উইলবিহীন অবস্থায় উত্তরাধিকারীর ক্ষেত্রে ঐ দেশের আইন বাংলাদেশের আইনের সাথে পার্থক্য হওয়া সত্ত্বেও পূর্বোক্ত বিধি মোতাবেক ব্যবস্থাপনাপত্র প্রদান করিতে হইবে৷

ধারা-২২০৷ ব্যবস্থাপনাপত্রের ফল৷- ব্যবস্থাপনাপত্র ব্যবস্থাপককে অকৃত উইলকারীর সকল অধিকার এমনভাবে দান করে যেন উক্ত ব্যবস্থাপনা তাহার মৃত্যুর পরেই দেওয়া হইয়াছে৷

 

ধারা-২২১৷ ব্যবস্থাপনা পত্রের দ্বারা কার্য বৈধ হইবে না৷- অকৃত উইলকারীর ভূ-সম্পত্তির হ্রাস বা ক্ষতি করে ব্যবস্থাপকের এইরূপ তাত্ ক্ষণিক কোন কার্য ব্যবস্থাপনাপত্রের দ্বারা বৈধ হয় না৷

 

ধারা-২২২৷ কেবলমাত্র নিয়োগপ্রাপ্ত নির্বাহককে প্রবেট দিতে হইবে৷- (১) কেবলমাত্র উইল দ্বারা নিয়োগপ্রাপ্ত নির্বাহককে প্রবেট প্রদান করিতে হইবে৷

(২) নিয়োগ প্রকাশিত অথবা প্রয়োজনীয় ইঙ্গিতপূর্ণ হইতে পারিবে৷

 

উদাহরণ

(অ) ক এইরূপ ইচ্ছা করে যে খ ইচ্ছুক না হইলে গ হইবে তাহার নির্বাহক৷ ঘ-কে ইঙ্গিতের মাধ্যমে নির্বাহক নিয়োগ করা হয়৷

(আ) ক, খ-কে একটি উত্তরদায় এবং পুত্রবধূ গ কে কয়েকটি উত্তরদায় দান করে এবং এইরূপ বলে যে ''গ যদি জীবিত না থাকে তাহা হইলে আমি খ কে আমার সমুদয় একমাত্র নির্বাহী নিয়োগ করিবে৷'' ''গ'' ইঙ্গিতের মাধ্যমে নির্বাহক নিয়োজিত হয়৷

(ই) ক কয়েকজন ব্যক্তিকে তাহার উইল এবং কডিসিল এর নির্বাহক এবং তাহার ভ্রাতুষ্পুত্রকে অবশিষ্ট উত্তরদায়গ্রহীতা নিয়োগ করে এবং অন্য একটি কডিসিলে এইরূপ কথা থাকে যে, ''বিভিন্ন তারিখে স্বাক্ষরিত আমার উইল এবং কডিসিলের বিরুদ্ধে আমার সকল আইনগত চাহিদা পূরণে আমি আমার ভ্রাতুষ্পুত্রকে আমার অবশিষ্ট উত্তরদায়গ্রহীতা নিয়োগ করি৷'' ভ্রাষ্পুত্র ইঙ্গিতের মাধ্যমে নির্বাহক নিয়োগপ্রাপ্য৷

 

ধারা-২২৩৷ যে সকল ব্যক্তিকে প্রবেট দেওয়া যায় না৷- নাবালক বিকৃত মস্তিক এইরূপ কোন ব্যক্তিকে কিংবা কোন ব্যক্তির সংগঠনকে যদি না উক্ত সংগঠন এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক প্রণীত বিধি দ্বারা নির্ধারিত শর্তাবলী পূরণ করে এইরূপ কোন দল না হয়, প্রবেট দেওয়া যাইবে না৷

 

ধারা-২২৪৷ যুগপত্ ভাবে অথবা বিভিন্ন সময়ে কতিপয় নির্বাহককে প্রবেট দান৷- কতিপয় নির্বাহককে নিয়োগ করা হইলে তাহাদের সকলকে যুগপত্ ভাবে বা বিভিন্ন সময়ে প্রবেট দেওয়া যাইবে৷

 

উদাহরণ

ক প্রকাশ্য নিয়োগের দ্বারা খ এর উইলের একজন নির্বাহক এবং গ ইঙ্গিতের মাধ্যমে উহার একজন নির্বাহক৷ একই সময়ে ক এবং গ কে অথবা প্রথমে ক এবং পরে গ কে অথবা প্রথমে গ এবং পরে ক কে প্রবেট দেওয়া যাইবে৷

 

ধারা-২২৫৷ প্রবেট প্রদানের পর আবিষ্কৃত পৃথক কডিসিলের প্রবেট৷- (১) যদি প্রবেট প্রদানের পর কোন কডিসিল আবিষ্কৃত হয় তাহা হাইলে উক্ত কডিসিলে একটি পৃথক প্রবেট নির্বাহককে দেওয়া যাইবে যদি উহা কোন ভাবে উইলের মাধ্যমে নির্বাহক নিয়োগ প্রকাশ না করে৷

(২) যদি কডিসিলের মাধ্যমে পৃথক নির্বাহক নিয়োগ করা হয় তাহা হইলে উইলের প্রবেট প্রত্যাহার করিতে হইবে এবং একত্রে উক্ত উইল এবং প্রবেটের ক্ষেত্রে নতুন প্রবেট দিতে হইবে৷

 

ধারা-২২৬৷ জীবিত নির্বাহককে সংযুক্ত উপস্থাপন৷- কতিপয় নির্বাহককে প্রবেট মঞ্জুর করা হইলে এবং উহাদের কোন একজন মারা গেলে উইলকারীর সমুদয় উপস্থাপন উত্তরজীবী নির্বাহক বা নির্বাহকগণের সহিত যুক্ত হয়৷

 

ধারা-২২৭৷ প্রবেটের প্রভাব৷- মঞ্জুরিকৃত উইলের প্রবেট উইলকারীর মৃত্যু হইতে উইল প্রতিষ্ঠিত করে এবং নির্বাহকের সকল সরাসরি কার্যের বৈধতা দান করে৷

 

ধারা-২২৮৷ বিদেশে প্রমাণিত উইলে প্রামান্য অনুলিপির সংযুক্ত অনুলিপিসহ ব্যবস্থাপনা৷- যখন কোন উইল বাংলাদেশের সীমানার মধ্যে অথবা বাহিরে উপযুক্ত ইখতেয়ার সম্পন্ন কোন আদালতে প্রমাণিত হয় এবং জমা দেওয়া হয় এবং উইলে একটি উপযুক্ত প্রামাণ্য অনুলিপি দাখিল করা হয় তখন ব্যবস্থাপনাপত্র উক্ত সংযুক্ত অনুলিপির সাথে মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২২৯৷ নির্বাহক নির্বাহীকতা পরিত্যাগ না করিলে ব্যবস্থাপনা মঞ্জুর৷- নির্বাহক হিসাবে নিয়োগপ্রাপ্ত কোন ব্যক্তি যখন তাহার নির্বাহীকতা পরিত্যাগ না করেন তখন নির্বাহককে তাহার নির্বাহীকতা গ্রহণ বা পরিত্যাগ করিবার আহবান করিয়া সাইটেশন ইস্যু না করা পর্যন্ত অন্য কোন ব্যক্তিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে নাঃ

তবে শর্ত থাকে যে, যখন কতিপয় নির্বাহকের মধ্য হইতে এক বা ততোধিক নির্বাহক উইল প্রমাণ করেন তখন আদালত, যে সকল নির্বাহক উইল প্রমাণ করিয়াছে তাহাদের উত্তরজীবির মৃত্যুর ক্ষেত্রে, যাহারা প্রমাণ করেন নাই তাহাদের উল্লেখ ব্যতিরেকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে পারিবে৷

 

ধারা-২৩০৷ নির্বাহীকতা পরিত্যাগের ফরম এবং ফল৷- নির্বাহীকতার ত্যাগ বিচারকের উপস্থিতিতে মৌখিকভাবে অথবা পরিত্যাগকারী ব্যক্তির স্বাক্ষরিত লেখার মাধ্যমে সম্পন্ন হইতে পারিবে এবং সম্পন্ন হইলে উহা উইলের প্রবেটের জন্য তাহাকে নির্বাহক হিসাবে নিয়োগ করিবার আবেদন করা হইতে নিবারণ করিবে৷

 

ধারা-২৩১৷ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাহক পরিত্যাগ কিংবা গ্রহণ করিতে ব্যর্থ হইলে কার্য পদ্ধতি৷- যদি নির্বাহক নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নির্বাহিকতা পরিত্যাগ করিতে কিংবা গ্রহণ করিতে ব্যর্থ হন তাহা হইলে উইলটি প্রমাণ করা যাইবে এবং সংযুক্ত উইলের অনুলিপি সহযোগে ব্যবস্থাপনাপত্র ঐ ব্যক্তির বরাবরে মঞ্জুর করা যাইবে যিনি উইলবিহীন অবস্থার ক্ষেত্রে ব্যবস্থাপনার অধিকারী হইতেন৷

 

ধারা-২৩২৷ সার্বজনীন অথবা অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতাকে ব্যবস্থাপনা মঞ্জুর৷- যখন-

(ক) মৃত ব্যক্তি উইল করিয়াছে কিন্তু কোন নির্বাহক নিয়োগ করেন নাই, বা

(খ) মৃত ব্যক্তি এমন একজনকে নির্বাহক নিয়োগ করিয়াছে যিনি আইনগতভাবে কার্য করিতে অক্ষম বা প্রত্যাখান করে কিংবা উইলকারীর পূর্বে মৃত্যুবরণ করিয়াছে অথবা উইল প্রমাণ করিবার পূর্বে মৃত্যুবরণ করিয়াছে, বা

(গ) উইল প্রমাণ করিয়া নির্বাহক মৃত্যুবরণ করেন কিন্তু তত্পূর্বে তিনি মৃত ব্যক্তির সকল ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা করিয়াছেন৷

তখন উইল প্রমাণ করিবার জন্য একজন সার্বজনীন বা অবশিষ্ট উত্তরদায় গ্রহীতাকে স্বীকার করা যাইবে এবং সংযুক্ত উইল সহযোগে সমুদয় সম্পত্তির অথবা যতখানি ব্যবস্থাহীন ততখানি তাহাকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৩৩৷ মৃত ব্যক্তির অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতার প্রতিনিধি ব্যবস্থাপনায় অধিকার৷- লাভজনক স্বার্থ আছে এইরূপ কোন অবশিষ্টভোগী উত্তরদায় গ্রহীতা যখন উইলকারীর উত্তরজীবী হন কিন্তু ভু-সম্পত্তি পূর্ণভাবে ব্যবস্থাপিত হইবার পূর্বে মৃত্যুবরণ করেন তখন উক্ত অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতার অধিকারের ন্যায় তাহার প্রতিনিধি ব্যবস্থাপনায় একই অধিকার থাকে৷

 

ধারা-২৩৪৷ যেক্ষেত্রে কোন নির্বাহক কিংবা অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা কিংবা উক্ত উত্তরদায়গ্রহীতার প্রতিনিধি নাই, সেক্ষেত্রে ব্যবস্থাপনা মঞ্জুর৷- যখন অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতার কোন প্রতিনিধি কিংবা কোন নির্বাহক এবং কোন অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা না থাকে অথবা তিনি কার্য করিতে অস্বীকার করেন বা অক্ষম হন অথবা তাহাকে না পাওয়া যায় তখন মৃত ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা গেলে তাহার ভূ-সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারী হইত এইরূপ ব্যক্তি বা ব্যক্তিগণকে অথবা লাভজনক স্বার্থ সম্পন্ন অন্য কোন উত্তরদায়গ্রহীতাকে অথবা পাওনাদারকে উইল প্রমাণ করার জন্য গ্রহণ করা যাইবে এবং তাহাকে বা তাহাদেরকে তদানুসারে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৩৫৷ সার্বজনীন বা অবশিষ্টভোগী ব্যতীত উত্তরদায়গ্রহীতাকে ব্যবস্থাপনা মঞ্জুর করিবার পূর্বে উল্লেখ৷ - ব্যবস্থাপনাপত্র গ্রহণ করিবার কিংবা প্রত্যাখান করিবার জন্য পরবর্তী আত্মীয় আহবান করিয়া অতঃপর উল্লেখিত পদ্ধতিতে উল্লেখ ইস্যু এবং প্রকাশ না করা পর্যন্ত সার্বজনীন বা অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা ব্যতীত অন্য কোন উত্তরদায়গ্রহীতাকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে না৷

 

ধারা-২৩৬৷ যাহাকে ব্যবস্থাপনা মঞ্জুর করা যাইবে না৷- নাবালক বিকৃত মস্তিষ্ক এইরূপ কোন ব্যক্তিকে কিংবা কোন ব্যক্তির সংগঠনকে যদি না উক্ত সংগঠন এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক প্রণীত বিধি দ্বারা নির্ধারিত শর্তাবলী পূরণ করে এইরূপ কোন দান না হয়, ব্যবস্থাপত্র দেওয়া যাইবে না৷

Sultan Mahmud Sujon:
অধ্যায়-দুই

সীমিত মঞ্জুর সম্পর্কে-যে মেয়াদে মঞ্জুর সীমিত

ধারা-২৩৭৷ অনুলিপির প্রবেট অথবা হারানো উইলের খসড়া৷- উইলকারীর মৃত্যুর তারিখ হইতে যখন উইল হারাইয়া যায় অথবা ভুলক্রমে স্থাপিত হয় কিংবা ভুলক্রমে বা দুর্ঘটনাক্রমে ধ্বংস হইয়া যায় এবং উহা উইলকারীর কোন কার্য দ্বারা না হয়, এবং উইলের অনুলিপি বা খসড়া সংরক্ষিত থাকে তখন মূল বা যথাপোযুক্তিভাবে প্রামাণ্য অনুলিপি দাখিল না করা পর্যন্ত উক্ত অনুলিপি বা খসড়ার প্রবেট মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৩৮৷ হারানো বা ধ্বংস হওয়া উইলের বিষয়বস্তুর প্রবেট৷- যখন উইল হারাইয়া যায় বা ধ্বংস হয় এবং কোন অনুলিপি তৈরী করা না হয় কিংবা খসড়া সংরক্ষিত না থাকে তখন সাক্ষ্য দ্বারা প্রতিষ্ঠিত হইলে উইলের বিষয়বস্তু সম্পর্কে প্রবেট মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৩৯৷ অনুলিপির প্রবেট যখন মূল অংশ বিদ্যমান৷- যখন উইল বাংলাদেশের বাহিরে বসবাসকারী কোন ব্যক্তির দখলে থাকে, যিনি উহা অর্পণ করিতে অস্বীকার করেন অথবা অবহেলা করেন কিন্তু অনুলিপি নির্বাহকের বরাবরে প্রেরিত হয় এবং মূল অংশের জন্য অপেক্ষা করা ব্যতিরেকে প্রবেট মঞ্জুর করা উচিত ভূ-সম্পত্তির স্বার্থে এইরূপ প্রয়োজনীয় হয় তখন উক্ত প্রেরিত অনুলিপি সম্পর্কে প্রবেট মঞ্জুর করা যাইবে যতক্ষণ না উইল বা উহার প্রামাণ্য দলিল দাখিল করা হয়৷

 

ধারা-২৪০৷ উইল দাখিল না করা পর্যন্ত ব্যবস্থাপনা৷- যেক্ষেত্রে মৃত ব্যক্তির কোন উইল আসন্ন নয় কিন্তু উইল বিদ্যমান আছে এইরূপ বিশ্বাস করিবার কোন কারণ না থাকে, সেক্ষে উইল বা উহার প্রামাণ্য দাখিল না করা পর্যন্ত ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৪১৷ নির্বাহকের অনুপস্থিতিতে এ্যাটর্নীকে সংযুক্ত উইল ব্যবস্থাপনা প্রদান৷- যখন কোন নির্বাহক বাংলাদেশে অনুপস্থিত থাকে এবং কার্য করিতে ইচ্ছুক এইরূপ কোন নির্বাহক বাংলাদেশে না থাকে তখন সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মালিকের ব্যবহার এবং কল্যাণার্থে অনুপস্থিত নির্বাহকের এ্যাটর্নী বা প্রতিনিধিকে মঞ্জুর করা যাইবে যতক্ষণ না তিনি তাহাকে প্রদত্ত প্রবেট বা ব্যবস্থাপনাপত্র লাভ করেন৷

 

ধারা-২৪২৷ যে অনুপস্থিত ব্যক্তি উপস্থিত থাকিলে ব্যবস্থাপনা করিতে পারিতেন সেই অনুপস্থিত ব্যক্তির অ্যাটর্নীকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনা প্রদান৷- উপস্থিত থাকিলে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইত এইরূপ কোন ব্যক্তি যখন বাংলাদেশে অনুপস্থিত থাকে তখন ২৪১ ধারায় উল্লেখিত সীমিত মেয়াদে তাহার এ্যাটর্নী বা প্রতিনিধিকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৪৩৷ উইলবিহীন অবস্থার ক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তির এ্যাটর্নীকে প্রদত্ত ব্যবস্থাপনা উক্ত এ্যাটর্নী উইলবিহীন অবস্থার ক্ষেত্রে ব্যবস্থাপনা করা অধিকারী৷- উইলবিহীন অবস্থার ক্ষেত্রে ব্যবস্থাপনা করার অধিকারী কোন ব্যক্তি যখন বাংলাদেশে অনুপস্থিত থাকে এবং সমভাবে অধিকারী কোন ব্যক্তি যখন বাংলাদেশে অনুপস্থিত থাকে এবং সমভাবে অধিকারী কোন ব্যক্তি কার্য করিতে অনিচ্ছুক হন তখন ২৪১ ধারায় উল্লেখিত মেয়াদে অনুপস্থিত ব্যক্তির এ্যাটর্নী বা প্রতিনিধিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৪৪৷ একমাত্র নির্বাহক অথবা অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতার নাবালকত্ব কালে ব্যবস্থাপনা৷- যখন একমাত্র অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা নাবালক হন তখন উক্ত নাবালক সাবালক না হওয়া পর্যন্ত আদালত যেমন উপযুক্ত মনে করে উক্ত নাবালকের আইনগত অভিভাবককে অথবা অন্য কোন ব্যক্তিকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে এবং নাবালক সাবালক হইলে উইলের প্রবেট তাহাকে প্রদান করিতে হইবে৷

 

ধারা-২৪৫৷ কতিপয় নির্বাহক বা অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতার নাবালকত্ব কালের ব্যবস্থাপনা৷- যখন দুই বা ততোধিক নাবালক নির্বাহক থাকে এবং কোন নির্বাহক নাবালক সাবালক প্রাপ্ত হয় নাই অথবা দুই বা ততোধিক অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা থাকে এবং কোন অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা সাবালক হয় নাই তখন তাহাদের কোন একজন সাবালকত্ব অর্জন না করা পর্যন্ত মঞ্জুর সীমাবদ্ধ থাকিবে৷

 

ধারা-২৪৬৷ পাগল বা নাবালকের ব্যবহার এবং কল্যাণার্থে ব্যবস্থাপনা৷- যদি একমাত্র নির্বাহক অথবা একমাত্র সার্বজনীন বা অবশিষ্টভোগী উত্তরদায় গ্রহীতা অথবা মৃত ব্যক্তির ক্ষেত্রে অকৃত উইলকারীগণের ভূ-সম্পত্তিসমূহের বন্টনার্থে প্রযোজ্য বিধি মোতাবেক অকৃত উইলকারীর ভূ-সম্পত্তিতে একমাত্র অধিকারী হইবে এইরূপ কোন ব্যক্তি নাবালক বা পাগল হয় তাহা হইলে ক্ষেত্রমত উক্ত নাবালক না হওয়া পযর্ন্ত অথবা উক্ত পাগল সুস্থ মস্তিক না হওয়া পর্যন্ত তাহার ব্যবহার এবং কল্যাণার্থে তাহার ভূ-সম্পত্তির তত্ত্বাবধানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা নিয়োজিত ব্যক্তির বরাবরে অথবা উক্ত কোন ব্যক্তি না থাকিলে আদালত যেমন উপযুক্ত মনে করে তেমন কোন ব্যক্তির বরাবরে ক্ষেত্রমত সংযুক্ত উইলসহ বা উইল ব্যতীত ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে হইবে৷

 

ধারা-২৪৭৷ মামলা চলাকালীন ব্যবস্থাপনা৷- মৃত ব্যক্তির উইলের বৈধতা সম্পর্কে কিংবা কোন প্রবেট বা কোন ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর লাভ বা প্রত্যাহার বিষয়ে কোন মামলা চলাকালে আদালত উক্ত মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির জন্য একজন ব্যবস্থাপক নিয়োগ করিতে পারিবে, যিনি উক্ত ভূ-সম্পত্তি বণ্টনের অধিকার ব্যতীত একজন সাধারণ ব্যবস্থাপকের সকল অধিকার এবং ক্ষমতার অধিকারী হইবেন এবং উক্ত প্রত্যেক ব্যবস্থাপক আদালতের সরাসরি নিয়ন্ত্রণে থাকিবেন এবং উক্ত প্রত্যেক ব্যবস্থাপক আদালতের সরাসরি নিয়ন্ত্রণে থাকিবেন এবং আদালতের নির্দেশ মোতাবেক কাজ করিবেন৷

Sultan Mahmud Sujon:
বিশেষ উদ্দেশ্যে মঞ্জুর

 

ধারা-২৪৮৷ উইলে সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রবেট সীমাবদ্ধ থাকিবে৷- উইলে উল্লেখিত কোন সীমাবদ্ধ উদ্দেশ্যে যদি নির্বাহক নিয়োগ করা হয় তাহা হইলে উল্লেখিত কোন সীমাবদ্ধ থাকিবে এবং যদি তিনি তাহার পক্ষে ব্যবস্থাপনা গ্রহণ করিবার জন্য কোন এ্যাটর্নী বা প্রতিনিধি নিয়োগ করেন তাহা হইলে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র সেই মোতাবেক সীমাবদ্ধ থাকিবে৷

 

ধারা-২৪৯৷ সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনা বিশেষ উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকিবে৷- যদি নিয়োগকৃত কোন নির্বাহক তাহার পক্ষে উইল প্রমাণের জন্য সাধারণভাবে একজন এ্যাটর্নী বা প্রতিনিধিকে কর্তৃত্ব দিয়া থাকেন এবং উক্ত কর্তৃত্ব বিশেষ উদ্দেশ্যে সীমাবদ্ধ হয় তাহা হইলে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র সেই মোতাবেক সীমাবদ্ধ থাকিবে৷

 

ধারা-২৫০৷ কোন ব্যক্তির লাভজনক স্বার্থ আছে এইরূপ কোন সম্পত্তিতে ব্যবস্থাপনা সীমাবদ্ধ থাকিবে৷- যেক্ষেত্রে কোন ব্যক্তি এইরূপ সম্পত্তি রাখিয়া মারা যায় তিনি যাহার একমাত্র অথবা উত্তরজীবী ট্রাস্টি কিংবা যাহাতে তাহার নিজস্ব কোন স্বার্থ নাই এবং কোন সাধারণ প্রতিনিধি রাখিয়া না যান অথবা কার্য করিতে অক্ষম বা অনিচ্ছুক এইরূপ কোন ব্যক্তি থাকে সেক্ষেত্রে উক্ত সম্পত্তিতে ব্যবস্থাপত্র বেনিফিশিয়ারী অথবা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তিকে মঞ্জুর করা যাইবে৷

 

ধারা-২৫১৷ মামলায় সীমিত ব্যবস্থাপনা৷- যখন মৃত ব্যক্তির প্রতিনিধিকে নিষ্পন্নাধীন মামলায় পক্ষ করিবার আবশ্যক হয় এবং নির্বাহক বা ব্যবস্থাপনায় অধিকারী ব্যক্তি কার্য করিতে অক্ষম বা অনিচ্ছুক হন, তাহা উক্ত মামলায় এক পক্ষের মনোনীত ব্যক্তিকে ব্যবস্থাপনা পত্র প্রদান করা যাইবে উহা উক্ত মামলায় কিংবা অন্য কোন কারণে বা মামলায় যাহা পক্ষসমূহের মধ্যে একই বা অন্য কোন আদালতে শুরু হইতে পারিবে, মৃত ব্যক্তিকে প্রতিনিধিত্ব করিবার উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকিবে, এবং উক্ত কারণে বা মামলায় প্রধান আলোচ্য বিষয়সমূহ থাকিবে, এবং যতক্ষণ পর্যন্ত উহাতে কোন ডিক্রি দেওয়া এবং উহা পূর্ণ কার্যকর করা হয়৷

 

ধারা-২৫২৷ ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পক্ষ হওয়ার উদ্দেশ্যে সীমিত ব্যবস্থাপনা৷- যদি কোন প্রবেট বা ব্যবস্থাপনা পত্রের তারিখ হইতে ১২ মাস সময় অবসানে নির্বাহক বা ব্যবস্থাপক বাংলাদেশে অনুপস্থিত থাকেন, তাহলে নির্বাহক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়ের কৃত মামলায় একটি পক্ষ হওয়া এবং করিবার উদ্দেশ্যে এবং মামলায় প্রদত্ত ডিক্রি কার্যকর করিবার উদ্দেশ্যে, আদালত যেমন উপযুক্ত মনে করিবে তেমন কোন ব্যক্তিকে সীমিত আকারে ব্যবস্থাপনাপত্র প্রদান করিতে পারিবে৷

 

ধারা-২৫৩৷ মৃত ব্যক্তির সম্পত্তি সংগ্রহ এবং সংরক্ষণে ব্যবস্থাপনা সীমিত থাকিবে৷- কোন ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রতীয়মান হইলে ঐ ক্ষেত্রে যে আদালতের এক্তিয়ারে কোন সম্পত্তি অবস্থিত ঐ আদালত মৃত ব্যক্তির সম্পত্তি সংগ্রহ এবং সংরক্ষণের উদ্দেশ্যে এবং আদালতের নির্দেশ সাপেক্ষে তাহার ভূ-সম্পত্তিতে দেয় দেনা মুক্তকরনার্থে যাহাকে উপযুক্ত মনে করিবে তাহাকে সীমিত ব্যবস্থাপনাপত্র প্রদান করিতে পারিবে৷

 

ধারা-২৫৪৷ সাধারণ অবস্থায় ব্যবস্থাপনায় অধিকারী হইত এইরূপ ব্যতীত অন্যকোন ব্যক্তিকে ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দান৷- (১) যখন কোন ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা যায় অথবা এমন কোন উইল রাখিয়া যান যাহাতে কার্য করিবার জন্য ইচ্ছুক এবং উপযুক্ত কোন নির্বাহক থাকে না কিংবা যেক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যুর সময়ে নির্বাহক বাংলাদেশের বাহিরে বসবাস করেন এবং আদালতের নিকট ভূ-সম্পত্তি বা উহার অংশবিশেষ ব্যবস্থাপনা করিতে কোন ব্যক্তি নিয়োগ করা প্রয়োজন বা সুবিধাজনক এইরূপ প্রতীয়মান হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি সাধারণ অবস্থায় ব্যবস্থাপনার অধিকারী হইতে পারিতেন ঐ ব্যক্তি ব্যতিরেকে আদালত তাহার বিবেচনায় রক্ষা সম্পর্কে, স্বার্থের পরিমাণ, ভূ-সম্পত্তির নিরাপত্তা এবং উহা যথাযথভাবে ব্যবস্থাপিত হইবে এইরূপ সম্ভাব্যতা বিবেচনাপূর্বক যেমন উপযুক্ত মনে করিবে তেমন কোন ব্যক্তিকে ব্যবস্থাপক নিয়োগ করিতে পারিবে৷

(২) উক্ত প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবস্থাপনাপত্র আদালত যেমন উপযুক্ত মনে করিবে তেমনভাবে সীমিত থাকিতে পারে আবার নাও পারে৷

 

ব্যতিক্রমসহ মঞ্জুর

ধারা-২৫৫৷ ব্যতিক্রম সাপেক্ষে সংযুক্ত উইলসহ প্রবেট বা ব্যবস্থাপনা৷- যখনই ঘটনার প্রকৃতি ব্যতিক্রমধর্মী হয়, তখন উক্ত ব্যতিক্রম সাপেক্ষে উইলের প্রবেট বা সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে হইবে৷

 

ধারা- ২৫৬৷ ব্যতিক্রমসহ ব্যবস্থাপনা৷- যখন ঘটনার প্রকৃতি ব্যতিক্রমধর্মী হয়, তখন উক্ত ব্যতিক্রম সাপেক্ষে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে হ্ইবে৷

 

অবশিষ্ট মঞ্জুর

ধারা-২৫৭৷ অবশিষ্টের প্রবেট বা ব্যবস্থাপনা৷- যখন প্রবেটের ব্যতিক্রমসহ মঞ্জুর বা সংযুক্ত উইলসহ বা ব্যতীত ব্যবস্থাপনাপত্র প্রদান করা হয়, তখন মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির অবশিষ্টের প্রবেট বা ব্যবস্থাপনার অধিকারী ব্যক্তি উক্ত মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির প্রবেট বা ব্যবস্থাপনাপত্র মঞ্জুর গ্রহণ করিতে পারিবেন৷

 

ব্যবস্থাপনাহীন বিষয় মঞ্জুর

ধারা-২৫৮৷ ব্যবস্থাপনাহীন বিষয় মঞ্জুর৷ প্রবেট দেওয়া হইয়া এইরূপ ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন উইলকারীর ভূ-সম্পত্তির অংশবিশেষ রাখিয়া, তাহলে উক্ত ভূ-সম্পত্তির ঐ অংশের ব্যবস্থাপনার উদ্দেশ্যে একজন নতুন প্রতিনিধি নিয়োগ করা যাইবে৷

 

ধারা-২৫৯৷ ব্যবস্থাপনাহী বিষয়ের মঞ্জুর সম্পর্কে বিধি৷ পূর্ণভাবে ব্যবস্থাপিত নয় এমন ভূ-সম্পত্তির ব্যবস্থাপনাপত্র মঞ্জুরের ক্ষেত্রে মূল মঞ্জুরের ক্ষেত্রে প্রযোজ্য বিধি আদালত প্রয়োগ করিবে এবং মূল মঞ্জুর প্রদান করা যাইত কেবলমাত্র এইরূপ ব্যক্তিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিবে৷

 

ধারা-২৬০৷ সীমিত মঞ্জুর অতিক্রান্ত এবং ভূ-সম্পত্তির কিছু অংশ এখনো ব্যবস্থাপনাহীন সেক্ষেত্রে ব্যবস্থাপনা৷- যখন সময় অবসান কিংবা সীমিত ঘটনা বা শর্ত ঘটার কারণে সীমিত মঞ্জুর অতিক্রান্ত হয় এবং মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির কিছু অংশ এখনো ব্যবস্থাপনাহীন থাকে, তখন মূল মঞ্জুর করা যাইত কেবলমাত্র ঐ সকল ব্যক্তিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে হইবে৷

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version