Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘‘যে ব্যক্তি রাত-দিনে বারো রাকাত (সুন্নাতে মুআক্কাদা) পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। যোহরের আগে চার রাকাত, যোহরের পর দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত, ইশার পর দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত।
{মিশকাত, পৃ : ১০৩; সহীহ মুসলিম, হাদীস : ১০৩; জামে তিরমিযী, হাদীস : ৪১৪}
faizun:
Sir,
thank you very much for continuing this topic.
arefin:
হযরত জুনদুব রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-“যে ব্যক্তি ফজরের নামায পড়ল সে আল্লাহর নিরাপত্তায় চলে আসবে। সুতরাং আল্লাহ তায়ালা যেন তার নিরাপত্তার ব্যাপারে তোমাদেরকে পাকড়াও না করেন। কেননা আল্লাহ তায়ালা যাকে তার নিরাপত্তার কারণে পাকড়াও করবেন তাকে ধরে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। (মুসলিম শরীফ, হাদিস নং-১৫২৫, সুনানে বায়হাকী, হাদিস নং-২০১৪)
# অর্থাৎ ফজর নামায ঘুম থেকে উঠে আদায় করতে হয়। সে সময় উঠাটা কষ্টকর। সেই সময় যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজরের নামায আদায় করবে তাকে আল্লাহ তায়ালা নিজ জিম্মায় নিয়ে নেন। সুতরাং সেই ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় তাহলে পরোক্ষভাবে আল্লাহর জিম্মায় থাকা ব্যক্তিকে কষ্ট দেয়া হল। তাই সেই কষ্টদাতাকে আল্লাহ তায়ালা উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। (নাউজুবিল্লাহ)
arefin:
আলী (রা) থেকে বর্ণিত।
নবী (সা) বলেন, কোন মুসলমান যদি অপর কোন অসুস্থ মুসলমান ভাইকে সকাল বেলা দেখতে যায় তবে ৭০ হাজার ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোআ করতে থাকে আর কোন মুসলমান যদি অপর কোন অসুস্থ মুসলমান ভাইকে সন্ধ্যা বেলা দেখতে যায় তবে ৭০ হাজার ফেরেশতা তার জন্য ভোর পর্যন্ত দোআ করতে থাকে। এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয়।
[সহীহ আত্ তিরমিযী, ৯৬৯]
najim:
আবু হুরায়রা (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (ছাঃ) সবাইকে বললেন,
‘তোমরা কি জানো নিঃস্ব কে? তারা বলল, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কোন টাকা-পয়সা ও ধন-সম্পদ নেই। তখন রাসূল (ছাঃ) বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যে ক্বিয়ামতের দিন ছালাত, ছিয়াম, যাকাত ইত্যাদির নেকী নিয়ে হাযির হবে। কিন্তু দেখা যাবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারু মাল আত্মসাৎ করেছে, কারু রক্ত প্রবাহিত করেছে ও কাউকে মেরেছে। তখন তার নেকীসমূহ থেকে তাদের বদলা দেওয়া হবে। এভাবে দিতে দিতে তার সব নেকী শেষ হয়ে গেলে বাকী বদলার জন্য দাবীদারদের পাপসমূহ তার উপরে চাপানো হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে’ (এভাবেই নেকীর পাহাড় নিয়ে আসা লোকটি অবশেষে নেকীহীন নিঃস্ব ব্যক্তিতে পরিণত হবে এবং জাহান্নামে পতিত হবে)। [12]
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version