Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (20/35) > >>

najim:



নম্র আচরণের মর্যাদা:

প্রখাত সাহবী জারির বিন আব্দুল্লাহ রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি:

“যে ব্যক্তি নম্র আচরণ হতে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত।” (সহীহ মুসলিম)

goodboy:
Righteousness is good morality:
On the authority of Al-Nawwas bin Samaan, that the prophet said:

"Righteousness is good morality, and wrongdoing is that which wavers in your soul and which you dislike people finding out about."

related by Muslim.

najim:
সুবহানাল্লাহ!!

উকবা ইবন আমির (রা) বলেনঃ আমি রাসূল (সা) কে বলতে শুনিয়াছিঃ যাহার তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাহার ব্যাপারে ধৈর্য ধারন করে (তাহাদিগকে বোঝাস্বরূপ মনে করে না) এবং তাহাদিগকে সাধ্যানুসারে ভাল (খাওয়ায়) পরায়...
, উহারা তাহার জন্য দোযখের আগুন হইতে রক্ষাকারী অন্তরাল হইবে।

বুখারী, আল-আদাবুল মুফরাদ, অনুচ্ছেদ ৪১, হাদীস ৭৬

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণীতঃ

রাসূল (সা) বলেছেনঃ যে মুসলমানের দুইটি কন্যা সন্তান হইবে এবং সে উহাদিগকে উত্তমভাবে রাখিবে, তাহারা তাকে বেহেশতে পৌছাবে।

বুখারী, আল-আদাবুল মুফরাদ, অনুচ্ছেদ ৪১, হাদীস ৭৭

arefin:
হযরত উসামা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে জাযাকাল্লাহ খাইরান (আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন) বল তাহলেই তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে।

{জামে তিরমিযী, হাদীস : ২০৩৫; সহীহ ইবনে হিববান, হাদীস : ৩৪১৩}

arefin:
জুম’আর দিন মসজিদের দরজায় ফেরেশতা এসে হাজির হয়। সেখানে দাঁড়িয়ে তারা সর্বাগ্রে আগমনকারীদের নাম লিখতে থাকে। প্রথম ভাগে যারা মসজিদে ঢুকেন তাদের জন্য উট, দ্বিতীয়বারে যারা আসেন তাদের জন্য গরু, তৃতীয়বারে যারা আসেন তাদের জন্য ছাগল, চতুর্থবারে যারা আসেন তাদের জন্য মুরগী, ও সর্বশেষ পঞ্চমবারে যারা আগমন করেন তাদের জন্য ডিম কুরবানী বা দান করার সমান সওাব্ব লিখে থাকেন। আর যখন ইমাম খুৎবা দেওয়ার জন্য মিম্বরে উঠে পড়েন ফেরেশতারা তাদের এ খাতা বন্ধ করে খুৎবা শুনতে বসে যান।” (বুখারী ৯২৯, ইফা ৮৮২, আধুনিক ৮৭৬)

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version