Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (28/35) > >>

arefin:
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “কোন মুসলিমের জন্য বৈধ নয় যে, আরেক মুসলমানের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে। তাদের অবস্থা যেন এমন না হয় যে, দেখা সাক্ষাৎ হলে একজন অন্য জনকে এড়িয়ে চলে। এ দুজনের মাঝে ঐ ব্যক্তি শ্রেষ্ঠ যে প্রথম সালাম দিয়ে পুনরায় সম্পর্ক করবে।

{মুসলিম : ৬৬৯৭}

arefin:
রত সাহল ইবনে সাদ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোযাদাররাই প্রবেশ করবে। অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে-কোথায় রোযাদারগণ? তখন তারা উঠে দাড়াবে। তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোযাদারগণ যখন প্রবেশ করবে, তখন তা বন্ধ করে দেওয়া হবে। ফলে অন্য কেউ ঐ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।

 {সহীহ বুখারী, হাদীস : ১৮৯৬; সহীহ মুসলিম, হাদীস : ১১৫২; মুসনাদে আহমদ, হাদীস : ২২৮১৮, ২২৮৪২; সহীহ ইবনে খুযায়মা, হাদীস : ১৯০২; জামে তিরমিযী, হাদীস : ৭৬৫; সুনানে কুবরা, হাদীস : ২৫৪৪}

arefin:
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরে আরোহণ করলেন। অতপর বললেন, আমীন, আমীন আমীন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, এটা আপনি কী করলেন? তিনি বললেন, জিবরীল আমাকে বললেন, ওই ব্যক্তির নাক ধূলিধুসরিত হোক যার সামনে রমযান প্রবেশ করলো অথচ তাকে ক্ষমা করা হলো না। আমি শুনে বললাম, আমীন (আল্লাহ কবূল করুন) এরপর তিনি বললেন, ওই ব্যক্তির নাক ধূলিধুসরিত হোক যার সামনে আপনার কথা আলোচিত হয় তথাপি সে আপনার ওপর দরূদ পড়ে না। তখন আমি বললাম, আমীন (আল্লাহ কবূল করুন) অতপর তিনি বললেন, ওই ব্যক্তির নাক ধূলিধুসরিত হোক যে তার পিতামাতা বা তাঁদের একজনকে পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। তখন আমি বললাম, আমীন (আল্লাহ কবূল করুন)।[বুখারী, আল-আদাবুল মুফরাদ : ৬৪৬; শায়খ আলবানী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। সহীহ ইবন খুযাইমাহ : ১৮৮৮; বাইহাকী : ৮২৮৭]

arefin:
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা)হতে বর্ণিত।তিনি বলেন-
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন জিজ্ঞেসা করার আগে বনী আদমের পা এক কদমও নড়তে পারবেনা। সেগুলো হলোঃ

১. সে নিজের জীবনটা কোন্‌ পথে কাটিয়েছে?

২. যৌবনের শক্তি কোন্‌ কাজে লাগিয়েছে?

৩. ধন সম্পদ কোন পথে উপার্জন করেছে?

৪. কোন পথে ধন সম্পদ ব্যয় করেছে?

৫.দীন ইসলাম সম্পর্কে যতোটুকু জানতো, সে অনুযায়ী কতটুকু আমল করেছে।
{তিরমিযী}

najim:


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"ফেরেশতা মন্ডলী যেমন তাদের প্রভুর সামনে কাতারবদ্ধ
হয় তোমরা কি তেমন কাতারবদ্ধ হবে না ?
আমরা জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসুল!
ফেরেশতা মন্ডলী তাদের প্রভুর সামনে কিভাবে কাতারবদ্ধ
হয় ? তিনি বললেন: তারা আগের কাতারগুলো পূর্ণ
করে এবং মাঝখানে ফাঁক না রেখে মিলিতভাবে দাড়ায়।"
(সহীহুল মুসলিম - ৪৩০)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তোমাদের নামাযে কাতারগুলোকে মিলাও এবংপরস্পর
নিকটবর্তী হয়ে যাও, আর কাঁধের সাথেকাঁধ মিলাও।সেই
সত্তার কসম যাঁর হাতে আমার প্রণ, অবশ্য
আমি শয়তানকে কাতারের
মধ্যে এমনভাবে ঢুকতে দেখি যেমন ছোট ছাগল ঢোকে।"
(আবু দাউদ - ১০৯২)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা,
আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই।
আনাস (রাঃ) বলেন, আমরা প্রত্যেকই তার
পার্শ্ববর্তী ব্যাক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের
সাথে পা মিলাতাম।"
(সহীহুল বুখারী - ৬৮৯)

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version