Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (29/35) > >>

najim:

“জান্নাতে প্রতি জুম’আর দিনে জান্নাতীদের হাট
বসবে।
জান্নাতী লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত
হবেন। তখন সেখানে এমন মনমুগ্ধকর হাওয়া বইবে,
যে হাওয়ায় জান্নাতীদের সৌন্দর্য অনেক
গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত
হবে। অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায়ও হবে।”-
[মুসলিম;২৮৩৩, ৭১/৭৫৩]

arefin:
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,'যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফর করে, তার জন্য সে সুস্থ্য ও ঘরে থাকতে যেরূপ নেকি কামাই করতো অনুরূপ নেকি লেখা হয়।'[বুখারী : ২৯৯৬; আহমদ, মুসনাদ : ১৯৬৯৪]

rumman:

arefin:
হযরত আবু হুরায়রা (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, হুযূর (সা.) ইরশাদ করেছেন, যাকে আল্লাহ্ পাক মাল-সম্পদ দান করেছেন, আর সে তার যাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার মালকে তার জন্য একটি টেকো সাপে (অত্যন্ত বিষের কারণে) পরিণত করা হবে। যার চক্ষুর উপর দুটি কালো দাগ থাকবে। ঐ সাপকে ক্বিয়ামতের দিন তার গলায় বেড়ী স্বরূপ পরানো হবে। সে আপন মুখের দুই দিক দ্বারা তাকে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত অর্থ। অতঃপর নবী কারীম (সা.) (এর সমর্থনে) এই আয়াত নাযিল হয়- (অর্থাৎ-) “যারা কৃপণতা করে থাকে, আল্লাহ্ পাক তাদেরকে যে মাল দিয়েছেন তা নিয়ে তারা যেন মনে না করে যে, এটা তাদের জন্য উত্তম, বরং এটি তাদের জন্য মন্দ। অতি শীঘ্র ক্বিয়ামতের দিন তাদের গলায় বেড়ী স্বরূপ করা হবে, যা নিয়ে তারা কৃপণতা করছে।"

{সহীহ বুখারী ,হাদিস-১৩২১; সুনান কুবরা,বাইহাকী,হাদিস-১২৭৪৭, মুসনাদ আহমাদ,হাদিস-৮৪৪৭; সুনান নাসায়ী,হাদিস-২২৭৩;শরহুস সুন্নাহ;হাদিস-১৫৬০;মেরকাত,হাদিস-১৭৭৪}

arefin:
হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যা উপকারে আসবে তার প্রতি লালায়িত হও এবং আল্লাহর সাহায্য প্রার্থনা কর, হীনবল হয়ো না। কোন দুঃখ-কষ্ট দেখা দিলে এমন বলো না যে, আমি যদি এমন করতাম তাহলে এই হতো, ওই করলে ওই হতো। বরং বলো, আল্লাহ্‌ তা'আলাই এটা স্থির করেছেন। তিনি যা ইচ্ছে করেছেন তাই করেছেন। কেননা 'যদি' বলাটা শয়তানের কাজ করার পথ খুলে দেয়।
[মুসলিম,হাদিস-৪৮১৬; ইবনে মাজাহ,হাদিস-৪১৫৮]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version