Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “এক দিনার (স্বর্ণমুদ্রা) তুমি আল্লাহর পথে ব্যয় কর, এক দীনার ক্রীতদাস মুক্ত করার কাজে ব্যয় কর, এক দীনার কোন মিসকীনকে সাদাকাহ কর এবং এক দীনার তুমি পরিবার পরিজনদের জন্য ব্যয় কর। এসবের মধ্যে ঐ দীনারের বেশী নেকী রয়েছে যেটি তুমি পরিবার-পরিজনের উপর ব্যয় করবে।”
[সহীহ মুসলিম ৯৯৫; মুসনাদে আহমাদ ৯৭৬৯, ৯৮১৮]
arefin:
arefin:
আব্দুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সা) আমাকে বললেন, হে আব্দুল্লাহ আমর! তুমি তো একাধারে সওম পালন করে যাচ্ছ । সারা রাত ইবাদতে দাড়িয়ে থাক । তুমি এরুপ করলে-তাহতে তোমার-চোখ ক্ষতিগ্রস্ত হবে এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে । যে ব্যক্তি সর্বদা সওম পালন করল, সে মূলত সওম-পালন করল না । মাসে তিন দিন সওম পালন কর । পূর্ণ মাস সওম পালনের সমতূল্য । আমি বললাম, আমি এর চেয়েও বেশি সামর্থ্য রাখি । তিনি বললেন, দাঊদ (আঃ)-এর ন্যায় সওম পালন কর । তিনি একদিন সওম পালন করতেন এবং একদিন ছেড়ে দিতেন এবং পলায়ন করতেন না যখন তিনি শক্রর সম্মুখীন হতেন ।
[কিতাবুস সিয়াম :: সহিহ মুসলিম :: খন্ড ৬ :: হাদিস ২৫৯২]
arefin:
উম্মতে মুহাম্মদীর জন্য জুম্মার দিন এটি একটি মহান দিন । জুম'আর দিনটিকে সম্মান করার জন্য ইহুদী-নাসারাদের উপর ফরজ করা হয়েছিল; কিন্তু তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল। অতঃপর ইহুদীরা শনিবারকে আর খ্রিষ্টানরা রবিবারকে তাদের ইবাদতের দিন বানিয়েছিল । অবশেষে আল্লাহ তায়ালা এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস ও ফযীলতের দিন হিসেবে দান করেছেন। আর উম্মতে মুহাম্মদী তা গ্রহন করে নিল।
[ { বুখারী ৮৭৬, ইফা ৮৩২, আধুনিক ৮২৫; মুসলিমঃ ৮৫৫ }]
arefin:
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছেঃ একথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা) আল্লাহর রাসূল, নামায কায়েম করা, যাকাত দেয়া, বায়তুল্লাহর হজ্জ করা এবং রমযানের রোযা রাখা।
[রিয়াযুস স্বা-লিহীন :: বই ১১ :: হাদিস ১২৭১]
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version