Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (2/35) > >>

arefin:
হযরত মাসরূক (রা) বলেন, আমি হযরত আয়েশা (রা)-এর নিকট গেলাম। তিনি আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন আর বললেন, আমি যখনই পেট ভরে খাবার খাই,তখনই আমার হৃদয় কাঁদতে চায়,ফলে আমি কাঁদি। হযরত মাসরূক (রা) বললেন, আপনার হৃদয় কেন কাঁদতে চায়? তিনি বললেনঃ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই অবস্থার মনে পড়ে যায়,যে অবস্থায় তিনি চিরবিদায় নিয়ে গেছেন। আল্লাহর শপথ! একদিনে দু'বার গোশত বা রুটি খাবার সুযোগ তার কখনো আসে নি।
---তিরমিযীঃ ২/৫৮, শামায়েলঃ ১০

arefin:
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, -----অনন্তর জাহান্নামের উপর পুল স্থাপন করা হবে। শাফা’আত সংঘটিত হবে। লোকেরা বলবে- হে আল্লাহ! নিরাপত্তা দাও নিরাপত্তা দাও। রাসূল সাঃ কে জিজ্ঞাসা করা হল-“পুল কি?” তখন তিনি বললেন-“পদস্খলন ঘটার এক পিচ্ছিল স্থান। তাতে থাকবে সাঁড়াশি ও আংটা। ------তখন মুমিনরা কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ পাখির মত, কেউ দ্রুতগামী অশ্বের ন্যায়, এবং কেউ সাধারণ সাওয়ারীর গতিতে সে পুল পার হয়ে যাবে। তখন কেউ অক্ষত অবস্থায় মুক্তি পাবে, আর কেউ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।

সহীহ মুসলিম, হাদীস নং-৪৭২,
কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-১৯১৯৮,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৭৩৭৭,
সহীহ বুখারী, হাদীস নং-৭০০১,
মুসনাদে তায়ালিসী, হাদীস নং-২১৭৯}

### হাদীস দ্বারা সুষ্পষ্ট প্রমাণিত যে, জাহান্নামের উপর স্থাপিত হবে পুল, যাকে বলা হয় পুলসিরাত। যেটার উপর দিয়ে যাবে সকল মানুষ হাশরের ময়দানে। কিন্তু দেওয়ানবাগীর ভন্ড পীর হাদীসে বর্ণীত পুলসিরাতকে অস্বিকার করে বলে-

“পুলসিরাত পার হওয়া বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকা, এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করাকে বুঝায়”। {আল্লাহ কোন পথে? ৩য় সংস্করণ, ১৯৯৭ ঈসাব্দ, পৃষ্ঠা নং-৬০}

safiqul:
Thanks sir for sharing. Looking forward to see more.

arefin:
হযরত উসমান বিন আফফান রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“ যে ব্যক্তি সন্ধ্যায় এই দুআ بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ পড়বে ৩ বার তার উপর সকাল পর্যন্ত কোন বিপদ আপতিত হবেনা। আর যে তা সকালে পড়বে ৩ বার,তার উপর সন্ধ্যা পর্যন্ত কোন বিপদ আপতিত হবেনা।

সুনানে আবু দাউদ, হাদিস নং-৫০৯০,
সুনানে তিরমিযী, হাদিস নং-৩৩৮৮,
সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৮৫২,
মুসনাদে আহমাদ, হাদিস নং-৪৪৬}

# দু’আটির বাংলা উচ্চারণ-বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুর রু, মাআস মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি’ ওয়া হুয়াস সামিউল আলিম”।

*******************
সুতরাং এই দুআটি আমরা নিয়মিত সকাল সন্ধ্যা পড়ার অভ্যাস করি। ইনশা'আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের হিফাযত করবেন।

arefin:
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন। মানুষ যখন মারা যায়, তখন তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। তিনটি পথ ছাড়া।
একটি হল সদকায়ে জারিয়া,
দ্বিতীয় হল ঐ দ্বীনী কাজ যার দ্বারা মানুষ উপকৃত হয়,
তৃতীয় হল নেক সন্তান যে তার জন্য দুআ করে।

সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮৮২,
সুনানে নাসায়ী, হাদীস নং-৬৪৭৮,
সুনানে তিরমিযী, হাদীস নং-১৩৭৬,
সুনানে বায়হাকী, হাদীস নং-১২৪১৫,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩০১৬,
সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-২৪৯৪

###সদকায়ে জারিয়া যেমন-মাদরাসা মসজিদ নির্মাণ, জনকল্যাণ মূলক কাজ করা, যেমন রাস্তা করে দেয়া, পাবলিক টয়লেট নির্মাণ ইত্যাদী।

আল্লাহ তায়ালা আমাদের যেকন একটি আমল জারি রেখে কবরের অন্ধকারে যাবার তৌফিক দান করুন। আমীন।

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version