Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (11/35) > >>

arefin:
হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ কে জিজ্ঞেস করা হল-কোন দুআটি অধিক কবুল হয়? তিনি বললেন-যে দুআ শেষ রাতে ও ফরয নামাযের পর করা হয়।

সুনানে তিরমিযী, হাদীস নং-৩৪৯৯,
সুনানে নাসায়ী, হাদীস নং-৯৯৩৬,
মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৯৪৮

arefin:
হযরত জাবের রাঃ থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেছেন-আমিতো একজন মানুষ মাত্র। আমি আপন প্রতিপালকের নিকট বলে রেখেছি যে, আমি যদি কোন মুসলমানকে মন্দ বলি, তাহলে সেটি যেন তার জন্যে পবিত্রতা ও সাওয়াবের কারণ হয়।
সহীহ মুসলিম, হাদীস নং-৬৭৭৯,
সুনানে দারেমী, হাদীস নং-২৭৬৫,
কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-৮১৪৮}

হাদীসের ব্যাখ্যা

কাউকে গালি দিলে বা অপ্রয়োজনে মন্দ বললে যার মন্দ বলা হল তার সওয়াব হয়।

নিম্নে বর্ণিত কথাটি হাদীস নয়

“আমি [মুহাম্মদ সাঃ] আল্লাহ তায়ালার নূরের [সৃষ্টি] আর আমার নূর থেকে সব কিছু [সৃষ্টি]

আল মুগীর আলাল আহাদীসিল মাওযুআতে ফির জামিয়িস সাগীর-৪,
আত তালীকাতুল হাফেলা আলাল আজবিবাতিল ফাযেলা-১২৯,
আল বুসীরী মাদেহুর রাসূলিল আযম-৭৫,
মাযমুয়াতে ফাতওয়া ইবনে তাইমিয়া-১৮/৩৬৬-৩৬৭
আল আসারুল মারফুআ-৪৩
তাহকীকাতুন ওয়া আনযারুন ফিল কুরআনি ওয়াস সুন্নাহ-১৫১-১৫৬
আল আসারুল মারফুআ-৪৩

বিঃদ্রঃ রাসূল সাঃ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু তিনিও মাটির তৈরী মানুষ।

arefin:
আবু হুরায়রা [রাযি] সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামের আগুন সিজদার চিহ্নসমূহ ব্যতীত আদম সন্তানের সারা শরীর ভক্ষণ করবে। আল্লাহ তায়া'লা সিজদার চিহ্নসমূহ জাহান্নামের আগুনের জন্য হারাম করেছেন। {সুনানে ইবনে মাজাহ, হাদিস নং-৪৩২৬}

~~ যারা এখনো নামাজ পড়েন নাই কষ্ট করে উঠে আল্লাহ দরবারে সিজদায় অবনত হয়ে যাই। আলসামী না করি উঠে নামাজ পড়ে নেই। নিজ নিজ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদেরকেও নামাজ পড়ার ব্যপারে বলতে চেষ্টা করি।

arefin:
হযরত আবদুল্লাহ ইবনে আববাস [রাযি] বলেন, যা মনে চায় খাও, যা মনে চায় পরিধান কর যে পর্যন্ত দুটি বিষয় না থাকে; অপচয় ও অহংকার। {বুখারী ১০/১৫২}

arefin:
আব্দুল্লাহ ইবনে উমর(রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'আ করতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ ، وَفُجَأَةِ نِقْمَتِكَ ، وَجَمِيعِ سَخَطِكَ
" আয় আল্লাহ্‌! আমি আপনার নিকট পানাহ চাচ্ছি আপনার দেওয়া নেয়ামতের ক্ষয়-লয় ও ধ্বংস থেকে, আপনার দেওয়া আফিয়তের (সুখ-শান্তি এবং সুস্থ-নিরাপদ দেহ-মন ও জীবনের) অশুভ পরিবর্তন থেকে, আকস্মিক বালা-মুসিবত থেকে এবং আপনার সবধরনের অসন্তুষ্টি থেকে।"

{আবু দাউদ-১৩২৫, আদাবুল মুফরাদঃ৬৮৩, মুসনাদে বাযযারঃ১৬৯৭, মুজমাউল আওসাতঃ৩৭০৮,মুসতাদারেক হাকেমঃ১৮৭৯,শুয়াবুল ঈমানঃ ৪২২০, সহীহ মুসলিমঃ৪৯২৯,শরহুস সুন্নাহ-১৩৫৭,সুনানে নাসায়ীঃ ৭৬৪৯}

## নিয়ামত, আফিয়াত বা সুখ-শান্তি লাভ ও বিপদাপদ থেকে নিরাপদ জীবনের পাওয়ার জন্য এবং আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার জন্য এই দু'আ বেশী করে পড়া উচিৎ।

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version