Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তিন শ্রেণীর লোকদের দিকে তাকাবেন না- পিতামাতার অবাধ্য সন্তান, মাদকাসক্ত এবং যে দান করে খোঁটা দেয়।
{ মুসতাদরাকে হাকিমঃ ৪/১৪৬}
arefin:
উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকা'আত এবং যোহরের পরে চার রাকা'আত নিয়মিত পড়ে আল্লাহ্ তা'আয়ালা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন।{সুনান আবু দাউদ, হাদিস নং-১২৬৯ জামে তিরমিযি, হাদিস নং-৪২৮ সুনান নাসায়ী, হাদিস নং-১৮১৭}
~~ এখানে জোহরের ফরয নামাজের আগের চার রাকা'আত সুন্নাতে মুয়াক্কাদাহ এবং জোহরের ফরয নামাজের পরের দুই রাকা'আত সুন্নাতে মুয়াক্কাদাহ ও দুই রাকা'আত নফলের কথা বলা হয়েছে।
arefin:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা (খারাপ) ধারণা থেকে বেঁচে থাক। কারণ ধারণা হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা। তোমরা আঁড়ি পেতো না, গোপন দোষ অন্বেষণ করো না, স্বার্থের প্রতিযোগিতায় লিপ্ত হয়ো না, হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্কচ্ছেদ করো না, পরস্পর কথাবার্তা বন্ধ করো না, একে অপর থেকে মুখ ঘুরিয়ে নিও না, দাম-দস্ত্তরে প্রতারণা করো না এবং নিজের ভাইয়ের ক্রয়-বিক্রয়ের মাঝে ক্রয়-বিক্রয়ের চেষ্টা করো না। হে আল্লাহর বান্দারা! আল্লাহ যেমন আদেশ করেছেন, সবাই তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।’
{সহীহ বুখারী, হাদীস : ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৫; সহীহ মুসলিম, হাদীস : ২৫৬৩/২৮, ২৯, ৩০ ও ২৫৬৪/৩২, ৩৩}
arefin:
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেনঃ " আমি আমার নেক বান্দাদের জন্য (জান্নাতে) এমন সমস্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছি, যা কোন চোখ অবলোকন করে নি, কোন কান শোনে নি এবং কোন মানুষের চিন্তায় উদিত হয় নি।"
{ বুখারী, হাদিস নং-৩২৪৪; মুসলিম, হাদিস নং-২৮২৪}
arefin:
আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।
{সুনান ইবনে মাজাহ, হাদিস নং-২৪৩৩, সুনান বাইহাকী,হাদিস নং- ১১৪৩৪, মেশকাত শরীফ, হাদিস নং-২৯৮৭}
##ইসলামে শ্রমিকের অধিকার অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে। ।আজ প্রয়োজন মালিক-শ্রমিক সবার অধিকার সংরক্ষণ করা। এখন যেন শ্রমিকের অধিকার শুধু মে দিবসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version